হিজামা থেরাপি সিলেট-Hijama/Cupping Therapy Sylhet

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • হিজামা থেরাপি সিলেট-Hijama/Cupping Therapy Sylhet

হিজামা থেরাপি সিলেট-Hijama/Cupping Therapy Sylhet হিজামা একটি প্রাচীন সফল সুন্নাত চিকিৎসা পদ্ধতি,এর দ্বারা দুরারোগ্য সহ সকল রোগের ফায়দা হয়। আসার আগে ফোন দিয়ে আসবেন প্লিজ।

হিজামা নিন,সুস্থ থাকুন! শুভ উদ্ভোদন উপলক্ষে  ক্যাম্পেইন চলছে,📜 হাদিসে এসেছে: “এক বর্ণনায় আবদুল্লাহ ইবনে মাসুদ রা. বলেন, ...
29/07/2025

হিজামা নিন,সুস্থ থাকুন!
শুভ উদ্ভোদন উপলক্ষে ক্যাম্পেইন চলছে,

📜 হাদিসে এসেছে: “এক বর্ণনায় আবদুল্লাহ ইবনে মাসুদ রা. বলেন, ফিরিশতারা বলেছেন “হে মুহাম্মাদ, আপনার উম্মতকে হিজামা (কাপিং) করার আদেশ দিন। ” [সহীহ সুনান তিরমিজি (৩৪৭৯)]

🩺 হিজামা কী? হিজামা একটি প্রাচীন ও সফল সুন্নাহ ভিত্তিক চিকিৎসা পদ্ধতি — যা ব্যবহৃত হয়েছে যুগ যুগ ধরে! এর দ্বারা সকল রোগের ফায়দা হয়।
বিশেষভাবে কার্যকরঃ- 🌀 বাত ব্যথা, জয়েন্ট পেইন, পিঠ/ঘাড়ের ব্যথা 💤 ঘুমের সমস্যা 🩸 ব্লাড প্রেসার 🌿 চর্ম রোগ, হেপাটাইটিস বি 💇‍♂️ চুল পড়া রোধ ও নতুন চুল গজানো ⚡ স্টামিনা বৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো,ঘুমের সমস্যা,মাইগ্রেন, দীর্ঘস্থায়ী ব্যথা সমুহ।
সুস্থ মানুষ হিজামা নিতে পারে,কোন সাইড এফেক্ট নাই।

✨ আমাদের রয়েছে বিভিন্ন রোগের জন্য চ্যালেঞ্জিং চিকিৎসা সেবা ও সাশ্রয়ী সমাধান। 🚫 মেডিসিন ছাড়া ভালো থাকুন 🏡 নিজের পরিবার ও সমাজকে সুস্থ রাখুন ☀ সুন্নাহ সিস্টেমে গড়ে তুলুন উন্নত স্বাস্থ্য ও জীবনধারা

📞01707442999
🇧🇩 গোল্ডেন টাওয়ার(নিচতলা) এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট



25/07/2025
আলহামদুলিল্লাহ,মুসাব আয়ুর্বেদিক সেন্টারের উদ্বোধনী দিনে কানায় কানায় পূর্ণ ছিল আমাদের নতুন ঠিকানা। অনেক কষ্ট করে দেশের বি...
18/07/2025

আলহামদুলিল্লাহ,মুসাব আয়ুর্বেদিক সেন্টারের উদ্বোধনী দিনে কানায় কানায় পূর্ণ ছিল আমাদের নতুন ঠিকানা। অনেক কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন সম্মানিত অতিথিরা—তাদের উপস্থিতি আমাদের হৃদয় ছুঁয়ে গেছে এবং সত্যিই একটি পূর্ণতার অনুভূতি এনে দিয়েছে।

আমরা হয়তো পর্যাপ্ত খেদমত বা মেহমানদারি করতে পারিনি,তবু সকলের ভালোবাসা ও সহানুভূতি আমাদের কাছে অমুল্য এবং চির স্বরনীয় । 🙏

🎉 কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ সকলকে,আপনাদের উপদেশ, সহযোগিতা, এবং দোয়া আমাদের পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে। আশা রাখি আজীবন এই বন্ধনে আমরা একসাথে থাকব।

— মুসাব আয়ুর্বেদিক সেন্টার পরিবার 💚



আসসালামু আলাইকুম,আপনাদের সবার দাওয়াত।  আপনাদের শুভাগমন আমাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেবে!
16/07/2025

আসসালামু আলাইকুম,আপনাদের সবার দাওয়াত। আপনাদের শুভাগমন আমাদের আনন্দের মাত্রা বাড়িয়ে দেবে!



ফ্রি হিজামা নিতে আজই যোগাযোগ করুন!🎷এই মাসে শুভ উউদ্বোধন উপলক্ষে, 📢🎁ফ্রি ট্রেনিং-হিজামা-কাপসেট সহ ১০০ টি পুরস্কার জেতার স...
13/07/2025

ফ্রি হিজামা নিতে আজই যোগাযোগ করুন!🎷
এই মাসে শুভ উউদ্বোধন উপলক্ষে, 📢
🎁ফ্রি ট্রেনিং-হিজামা-কাপসেট সহ ১০০ টি পুরস্কার জেতার সুযোগ সহ বর্ষসেরা অফার চলছে!!
১৭ জুলাই বৃহস্পতিবার বাদ আছর,ভুলবেন না 🕔
সাথে থাকছে 🍟🍔 তাই কারা থাকছেন দেখে নিন👨‍✈️
বিস্তারিত জানতে 01707-442999




পাশাপাশি উদ্বোধনী অফার তো আছেই!
12/07/2025

পাশাপাশি উদ্বোধনী অফার তো আছেই!


📰 মুসাব আয়ুর্বেদিক সেন্টারে ডেংগু সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত📅 আম্বরখানা -সিলেট। আজ মুসাব আয়ুর্বেদিক সেন্টারে ডেংগু জ...
11/07/2025

📰 মুসাব আয়ুর্বেদিক সেন্টারে ডেংগু সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

📅 আম্বরখানা -সিলেট।

আজ মুসাব আয়ুর্বেদিক সেন্টারে ডেংগু জ্বর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়। এ আয়োজনে “ডেংগু জ্বর: আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের সূচনা হয় প্রতিষ্ঠানের পরিচালক আমিনুল ইসলাম এর পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিকেল এসোসিয়েশন এর সভাপতি ডা. ফয়সাল আহমদ, যিনি ডেংগু প্রতিরোধে সম্মিলিত জনসচেতনতার গুরুত্ব তুলে ধরেন।

🖐️আলোচনায় অংশ নেন বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক ডা. হাজেরা কুদ্দুস সহ অন্যান্য সদস্যবৃন্দ। বক্তারা ডেংগু প্রতিরোধে করণীয় ব্যবস্থাসমূহ, পরিচ্ছন্নতা, সচেতনতামূলক উদ্যোগ এবং ভেষজ পদ্ধতির উপকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন।

🎤সেমিনারের সঞ্চালনায় ছিলেন নাইমুল ইসলাম।

🎖️অনুষ্ঠান চলাকালীন সময়ে সদস্যদের মধ্যে যাঁরা পূর্বে আইডি কার্ড পাননি, তাঁদের মাঝে কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি ম্যাগাজিন কমিটির চলমান কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানানো হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে, প্রভাষক জাহাঙ্গীর আলম উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করেন এবং সমাপনী ঘোষণা দেন।

🪴 আয়ুর্বেদিক চিকিৎসা ও সচেতনতা বৃদ্ধির এই প্রয়াস স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে, এই ধারাবাহিকতা চলবে ইনশাআল্লাহ, তথ্য পরামর্শ সহযোগিতা দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।

হিজামা নিন, সুস্থ থাকুন। একটি সুন্নাত চিকিৎসা পদ্ধতি, এর দ্বারা সকল রোগের ফায়দা হয়,আপনি কি মাথাব্যথা, ব্যথাজনিত সমস্যা, ...
10/07/2025

হিজামা নিন, সুস্থ থাকুন। একটি সুন্নাত চিকিৎসা পদ্ধতি, এর দ্বারা সকল রোগের ফায়দা হয়,

আপনি কি মাথাব্যথা, ব্যথাজনিত সমস্যা, উচ্চ রক্তচাপ বা শারীরিক দুর্বলতায় ভুগছেন?
*হিজামা* – রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এবং প্রিয় চিকিৎসা, আজকের বিজ্ঞানেও প্রমাণিত কার্যকরী চিকিৎসা পদ্ধতি।

✅ ব্যথা ও স্ট্রেস কমায়
✅ রক্ত পরিশোধন করে
✅ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
✅ সাইড ইফেক্টহীন ও সম্পূর্ণ নিরাপদ

*আমাদের বিশেষ সুবিধা:*
🔹 অভিজ্ঞ থেরাপিস্ট (পুরুষ ও মহিলা)
🔹 হাইজিনিক পরিবেশ
🔹 কম খরচে সেবা
🔹 দরিদ্রদের জন্য বিশেষ ছাড়
🔹 প্রতিদিন খোলা (ছুটি নেই)

*📞 এখনই যোগাযোগ করুন:*
01707 442999
📍 আম্বরখানা শাখা।

আপনার সুস্থতা, আমাদের অঙ্গীকার।



হিজামা নাইট্রিক অক্সাইড বোস্ট করে।
07/07/2025

হিজামা নাইট্রিক অক্সাইড বোস্ট করে।

ফ্রি হিজামা প্রদান, শুরু থেকে প্রতিজ্ঞা অনুযায়ী আমরা প্রতি মাসে ১ জন গরিব রোগীকে ফ্রি হিজামা প্রদান করি,আজ একজনকে দেয়া হ...
06/07/2025

ফ্রি হিজামা প্রদান, শুরু থেকে প্রতিজ্ঞা অনুযায়ী আমরা প্রতি মাসে ১ জন গরিব রোগীকে ফ্রি হিজামা প্রদান করি,আজ একজনকে দেয়া হল, তাছাড়া নতুন শাখায় অফার চলছেই,আপনি/ আপনার কারো জন্য অফার পেতে বা ফ্রি হিজামা নিতে আজই যোগাযোগ করুন


Shout out to my newest followers! Excited to have you onboard! Mahamudul Haque, Zannatul Ferdous Sumi, Tahmidul Islam Fa...
04/07/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Mahamudul Haque, Zannatul Ferdous Sumi, Tahmidul Islam Fahad, A N Ik, Ami Ek Jajabor, Sk Alamin, Joglu Talukdar, M***i Rokib Bin Osman, Mohammad Moniruzzaman


Address

৯৫-৯৬ গোল্ডেন টাওয়ার, এয়ারপোর্ট রোড, আম্বরখানা, সিলেট।
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when হিজামা থেরাপি সিলেট-Hijama/Cupping Therapy Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to হিজামা থেরাপি সিলেট-Hijama/Cupping Therapy Sylhet:

Share