নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী অফিস,ওসমানীনগর,সিলেট।

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী অফিস,ওসমানীনগর,সিলেট।

নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী অফিস,ওসমানীনগর,সিলেট। বিবাহ এবং তালাক সংক্রান্ত যে কোন তথ্য বা পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে → 01726275402

জ্বীনা ব্যভিচার থেমে নেই, থেমে আছে শুধু-বিয়েটা, যৌবন ফুরিয়ে যাচ্ছে হারামেই। হালাল করে পাওয়াটাই নিষিদ্ধ। ভোগবাদের কাছে হে...
20/06/2024

জ্বীনা ব্যভিচার থেমে নেই, থেমে আছে শুধু-বিয়েটা, যৌবন ফুরিয়ে যাচ্ছে হারামেই। হালাল করে পাওয়াটাই নিষিদ্ধ। ভোগবাদের কাছে হেরে গেছে আমাদের ঈমান।
—কথা: সংগৃহীত।
#কাজী #অফিস #বিয়ে #বিবাহ #নিকাহ #তালাক #রেজিষ্টার #কাবিননামা #কাজীঅফিস #দেনমোহর #সিলেট

নেককার জীবনসঙ্গী দুনিয়ায় সবচেয়ে দামী সম্পদ। 🌸 #কাজী  #অফিস  #বিয়ে  #বিবাহ  #নিকাহ  #তালাক  #রেজিষ্টার  #কাবিননামা  #কাজী...
12/06/2024

নেককার জীবনসঙ্গী দুনিয়ায় সবচেয়ে দামী সম্পদ। 🌸
#কাজী #অফিস #বিয়ে #বিবাহ #নিকাহ #তালাক #রেজিষ্টার #কাবিননামা #কাজীঅফিস #দেনমোহর #সিলেট

সময়মতো বিয়ে করানো সন্তানাদির হক। এতে দেরি করালে মা-বাবা গোনাহগার হবে।— মুফতী তাক্বী উসমানী। #কাজী  #অফিস  #কাজীঅফিস  #বি...
05/06/2024

সময়মতো বিয়ে করানো সন্তানাদির হক। এতে দেরি করালে মা-বাবা গোনাহগার হবে।
— মুফতী তাক্বী উসমানী।
#কাজী #অফিস #কাজীঅফিস #বিয়ে #বিবাহ #নিকাহ #তালাক #রেজিষ্টার #কাবিননামা

আত্মার সম্পর্ক গড়ে তুলতে হয়, আপনাআপনি সৃষ্টি হয় না; একটু একটু করে যত্নের সাথে গড়ে তুলতে হয়। কখনো কখনো এজন্য অনেক সময়ের প...
23/05/2024

আত্মার সম্পর্ক গড়ে তুলতে হয়, আপনাআপনি সৃষ্টি হয় না; একটু একটু করে যত্নের সাথে গড়ে তুলতে হয়। কখনো কখনো এজন্য অনেক সময়ের প্রয়োজন হয়।

যে স্বামী-স্ত্রীর মধ্যে এ সম্পর্ক তৈরি হয়ে গেছে তাদের আপনি দেখবেন যে, তারা হয়তো কোনো বিষয় নিয়ে মুচকি হেসে যাচ্ছে, কী কারণে তারা দুজন হাসছে তা কেবল তারাই বুঝতে পারে। হয়তো দেখবেন তারা এমন একটা ভাষায় কথা বলছে যা কেবল তারাই বুঝতে পারছে। তাদের কথাগুলো হয়তো অন্যদের কাছে একেবারেই সাধারণ মনে হয়, কিন্তু তা তাদের পরস্পরের হৃদয় ছুঁয়ে যায়।

এটা যদি আপনি গড়ে তুলতে পারেন তাহলে ৩০ বছর পরেও দুজন দুজনের দিকে তাকিয়ে প্রেমে পড়বেন বারবার। হাসির ব্যাপারটাও এমনই গুরুত্বপূর্ণ। হাসির কিছু পেলে সেটা অন্যজনকে জানান, যেন সে-ও আনন্দ পায়। এই আনন্দ ভাগাভাগির মাঝেই এক ধরনের নির্মল আনন্দ রয়েছে।

বই : বিয়ে স্বপ্ন থেকে অষ্টপ্রহর।
#কাজী #অফিস #কাজীঅফিস #বিবাহ #বিয়ে #নিকাহ #তালাক #রেজিষ্টার #কাবিননামা #ডিভোর্স #দেনমোহর

📞 01726275402

বিবাহের উদ্দেশ্য হলো আপনার হৃদয়ে প্রশান্তি নিয়ে আসা। আর যখন হৃদয় প্রশান্ত হয়, এটা আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যায়।...
18/05/2024

বিবাহের উদ্দেশ্য হলো আপনার হৃদয়ে প্রশান্তি নিয়ে আসা। আর যখন হৃদয় প্রশান্ত হয়, এটা আল্লাহর ইবাদতের জন্য প্রস্তুত হয়ে যায়। এটা আসলে হৃদয়ের সুরক্ষা, যা পাওয়া যায় বিয়ের মাধ্যমে। আর এ সুস্থ হৃদয় আপনাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে রক্ষা করবে...!
— নোমান আলী খান।
#কাজী #অফিস #বিয়ে #বিবাহ #নিকাহ #রেজিষ্টার #কাবিননামা #দেনমোহর #তালাক #কাজীঅফিস #সিলেট

📞 01726275402

এমন কাউকে বিয়ে করুন, যে কর্পোরেট ক্যারিয়ারের চেয়ে মাতৃত্ব বেশি পছন্দ করে!— ডা. মুর্তজা শাহরিয়ার। #কাজী  #অফিস  #বিয়ে  #ব...
13/05/2024

এমন কাউকে বিয়ে করুন, যে কর্পোরেট ক্যারিয়ারের চেয়ে মাতৃত্ব বেশি পছন্দ করে!
— ডা. মুর্তজা শাহরিয়ার।
#কাজী #অফিস #বিয়ে #বিবাহ #নিকাহ #কাবিননামা #দেনমোহর #রেজিষ্টার
📞 01726275402

স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই, স্বামীর কথা শুনুন,পর্দা করুন, একটু ধৈর্য ধরুন, আর ভালো ব্যবহার করুন, এইটুকুই ...
03/05/2024

স্বামীকে খুশি করার জন্য রূপের প্রয়োজন নেই, স্বামীর কথা শুনুন,পর্দা করুন, একটু ধৈর্য ধরুন, আর ভালো ব্যবহার করুন, এইটুকুই যথেষ্ট।
— সংগৃহীত।
#কাজী #অফিস #কাজীঅফিস #বিবাহ #নিকাহ #বিয়ে #দেনমোহর #তালাক #রেজিষ্টার #কাবিন

📞 01726275402

পারিবারিক জীবনে স্বামী-স্ত্রীর সম্পর্ক যত উত্তম ওমধুর হবে, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে। — বই: দ্য কে...
30/04/2024

পারিবারিক জীবনে স্বামী-স্ত্রীর সম্পর্ক যত উত্তম ও
মধুর হবে, দাম্পত্য জীবনে সুখ ও শান্তি তত বেশি বৃদ্ধি পাবে।
— বই: দ্য কেয়ারিং ওয়াইফ।
#কাজী #অফিস #কাজীঅফিস #বিবাহ #নিকাহ #বিয়ে #দেনমোহর

📞 01726275402

একসময় ছেলে-মেয়েরা বিয়ে কি জিনিস বুঝত না, মা-বাবা জোর করে তাদের বিয়ে করিয়ে দিতেন। আর এখানকার ছেলে-মেয়েদের বৈবাহিক জীবন নি...
26/04/2024

একসময় ছেলে-মেয়েরা বিয়ে কি জিনিস বুঝত না, মা-বাবা জোর করে তাদের বিয়ে করিয়ে দিতেন। আর এখানকার ছেলে-মেয়েদের বৈবাহিক জীবন নিয়ে কিছুই বোঝার বাকি থাকে না, তাদের বিয়ে দেওয়া জরুরি কেবল মা-বাবাই সে কথা বুঝেন না। আহ! কতই না অবুঝ হয়ে গেছি আমরা।
—আদিব সালেহ।
#কাজী #অফিস #বিয়ে #বিবাহ #নিকাহ #কাজীঅফিস #মোহর #রেজিষ্টার #কাবিন

📞 01726275402

কাউকে নাম ধরে চাচ্ছেন!তাকে পাওয়া-না পাওয়াটা অনিশ্চিত। কিন্তু আল্লাহ তায়ালার কাছে উত্তম জীবনসঙ্গী চাচ্ছেন, পছন্দের মানুষট...
24/04/2024

কাউকে নাম ধরে চাচ্ছেন!তাকে পাওয়া-না পাওয়াটা অনিশ্চিত। কিন্তু আল্লাহ তায়ালার কাছে উত্তম জীবনসঙ্গী চাচ্ছেন, পছন্দের মানুষটাকে না পেলেও উত্তম কেউ আসবে, এটা সুনিশ্চিত। আল্লাহর কাছে কাউকে নির্দিষ্ট না করে উত্তম জীবনসঙ্গী চেয়ে যান। তিনি সেরাটাই দিবেন।
—আদিব সালেহ।
#কাজী #অফিস #কাজীঅফিস #বিয়ে #বিবাহ #নিকাহ #দেনমোহর

📞 01726275402

বর্তমানে একজন ছেলে সো কলড স্টাব্লিশ হতে হতে বয়স যখন ৩২-৩৬ হয়ে যায়, তখন সে শুধু বিয়ে করতে হবে বিধায় করে, অথবা ফ্যামিলির ম...
20/04/2024

বর্তমানে একজন ছেলে সো কলড স্টাব্লিশ হতে হতে বয়স যখন ৩২-৩৬ হয়ে যায়, তখন সে শুধু বিয়ে করতে হবে বিধায় করে, অথবা ফ্যামিলির মুরুব্বিদের কথা চিন্তা করে বিয়ে করে!

আর বর্তমানে একজন মেয়ে সো কলড শিক্ষিত হতে হতে বয়স যখন ২৮-৩০ হয়ে যায়, তখন সে ঐযে একই শুধু বিয়ে করতে হবে বিধায় করে!

কিন্তু বিয়ের উপযুক্ত সময় কখন? যখন তার মাঝে আবেগ থাকে তখনই! এই যেই "আবেগ" সেটি চলে গেলে কিংবা অন্য হারাম পন্থায় এবং পথে আবেগ ঢেলে দিলে পরবর্তিতে সে শুধু বিয়ে করতে হবে বিধায়-ই করে!

যুক্তি তর্কতে যাবনা! এক কথায় বিয়ে সহজ! আমরাই কঠিন বানিয়ে ফেলেছি!
— সংগৃহীত।
#কাজী #অফিস #কাজীঅফিস #বিয়ে #বিবাহ #নিকাহ


📞 01726275402

আপনার প্রেম কেনো হচ্ছেনা জানেন?হয়তো কেউ একজন আপনাকে বিয়ে করার জন্য বসে আছে! হয়তো সে প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছে আপনার জন্য...
18/04/2024

আপনার প্রেম কেনো হচ্ছেনা জানেন?
হয়তো কেউ একজন আপনাকে বিয়ে করার জন্য বসে আছে! হয়তো সে প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছে আপনার জন্য। সিঙ্গেল আছেন বলে আফসোস কইরেন না! নিজের আবেগ জমিয়ে রাখুন, হালাল ভালোবাসার জন্য।
#কাজীঅফিস #কাজী #অফিস #বিয়ে #বিবাহ


📞 01726275402

Address

Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী অফিস,ওসমানীনগর,সিলেট। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to নিকাহ ও তালাক রেজিস্ট্রার কাজী অফিস,ওসমানীনগর,সিলেট।:

Share