ডা: আদিবা মাহবুবা

ডা: আদিবা মাহবুবা শেয়ার করুন আপনার ফিজিক্যাল ক্রিটিক্যাল প্রবলেম।

14/01/2025

সাইফুল আজম আজহারী এক নক্ষত্রের নাম।
যদি তাহার সুহবত পাইতাম!
একবার জিজ্ঞেস করতাম ইয়া শাইখু ফিজ জামান.. আমাকে বিনয় শিক্ষা দিন।

যখন ছবি কথা বলে - choice is yours
12/01/2025

যখন ছবি কথা বলে - choice is yours

(এদের জন্যই আমাদের এত বদনাম-লোকে কসাই ডাকে)ডাক্তারের নাম-ডা: শাহাদাৎ হোসেন...ওনার ভিজিট ১২০০টাকা।ওনি বসেন, পাচঁলাইশ শেভর...
12/01/2025

(এদের জন্যই আমাদের এত বদনাম-লোকে কসাই ডাকে)

ডাক্তারের নাম-ডা: শাহাদাৎ হোসেন...ওনার ভিজিট ১২০০টাকা।ওনি বসেন, পাচঁলাইশ শেভরণ হসপিটালে চট্রগ্রাম। ওনাকে এর আগে একবার দেখিয়েছেন,গতপরশুদিন আবার ওনাকে দেখাতে নিয়ে গেলাম শশুরকে পরে ওনি মেডিসিন আর এই টেস্ট গুলো করতে বলেন,আসার সময় শেভরনে টেস্ট বিল জিজ্ঞেস করলাম ওনারা বললো, 4483 আসবে, আমি সেই টেস্ট আমি ইবনে সিনায় করি 2537 টাকায়,রাতে নয়টায় যখনই আমি শেভরনে ডাক্তার শাহাদাৎ কে রিপোর্ট দেখাতে নিয়ে গেলাম, ওনি ইবনে সিনার রিপোর্ট দেখেননি আমি বললাম। রোগীর অসহায় আপনাদের এখানে টেস্ট করার মতো সামর্থ্য নেই তাই ইবনে সিনা করায়ছে। এটা বলার পর ওনার ব্যবহার এতটাই খারাপ করলো যা একজন ডাক্তারে মুখে শুনা রোগীর জন খুবই কষ্ট কর।এত রিকুয়েষ্ট করলাম যে এই রিপোর্ট কি ভুল যে আপনি রিপোর্ট দেখবেন না। ওনি আমার কথা না শুনেই আমাকে আমার শশুরকে বের করে দিলো। এগুলো কেমন ডাক্তার যে ওনি যেখানে বসবেন সেখানেই টেস্ট করাতে হবে আমি তো বাংলাদেশে এর আগে কখনো দেখিনি। ওনি এর ১৫দিন আগে ও আমি না থাকায় শশুরের বেশ কিছু টেস্ট শেভরনে করানো হয়ছে প্রায় ১৭হাজার টাকার মতো ঐ টেস্ট আমি ইবনে সিনা জিজ্ঞেস করলাম, ৮হাজার টাকার মতো। এই যে এরা এগুলো করে গরীব অসহায় রোগী গুলোর টাকা হাতিয়ে নিচ্ছে। এদের কি কোন বিচার হবে না। আমি আজকেই আমার শশুরকে নিয়ে জিডি করতে যাবো।

©Md Masum

ইয়া আল্লাহবাংলাদেশের শাসন ব্যবস্থা কে আপনি পবিত্র করে দিন
08/01/2025

ইয়া আল্লাহ
বাংলাদেশের শাসন ব্যবস্থা কে আপনি পবিত্র করে দিন

08/01/2025

*ঘুমানোর ২ ঘন্টা আগে সবরকম খানাপিনা বন্ধ *করে দিবেন।
মোবাইল ফোন কমপক্ষে ৩ হাত দূরে রাখবেন।
*সারাদিনের কৃতকর্মের কথা স্মরণ করবেন আর ক্ষমাপ্রার্থনা করবেন।

07/01/2025

একটা মানুষের প্রতিটা বাক্য ইতিহাস হয়ে যাবে এটা কেউ ভাবতেও পারেনি কখনো। ইতিহাস রাজা বাদশাহ নয় / যোদ্ধারা লিখেন। এটা এখন প্রমানিত

01/01/2025

ক্ষমতার স্বাদ মানুষকে পশুরচেয়েও নিকৃষ্টতর করে ফেলে।
আপনি যদি ক্ষমতাবান না হউন..! শুকরিয়া আদায় করুন।
রাহিমানি ওয়ারাহিমা কুমুল্লাহ

01/01/2025

নিজেকে গুটিয়ে ফেলা মানুষগুলা কে সময় দিন।
খোঁজখবর নিন
আপনার বিভিন্ন সমস্যায় তার কাছে উপদেশ চান।
সে নিজেকে ভ্যালুয়েবল মনে করবে। সংকট কাটিয়ে উঠবে

31/12/2024

এই ধরেন মানুষিক শান্তির চর্চা করবেন? কিন্ত কিভাবে...!
সুস্থ থাকার জন্য মানুষিক শান্তির চর্চা বেশী জরুরি

31/12/2024

সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস কুসুম গরম পানি পান করুন।
জীবনেও কুষ্টকাঠিন্য হবেনা।

30/12/2024

ঘন ঘন কৃমিনাশক না খেয়ে তার বিকল্প হিসাবে মেথি দানা ভিজানো পানি ট্রাই করতে পারেন।

খর রৌদ্রে ফেঁটে যাওয়া চৌচির হওয়া মাটির মত বুক / গলা শুকিয়ে যায় এসব মোমেন্ট সামনে আসলে।যার জোয়ান সন্তান হারাইলো সেই জানে ...
30/12/2024

খর রৌদ্রে ফেঁটে যাওয়া চৌচির হওয়া মাটির মত বুক / গলা শুকিয়ে যায় এসব মোমেন্ট সামনে আসলে।

যার জোয়ান সন্তান হারাইলো সেই জানে শুধু তার কি অনুভূতি

বাইরের খাবার বাদ দেন।সাথে তেলের ভাজাপোড়া অবশ্যই বাদপ্যাকেটজাত খাবার বাদঅনলি কস্টমস্ট করে ঘরের বানানো খাবার নিয়া বের হবেন...
30/12/2024

বাইরের খাবার বাদ দেন।
সাথে তেলের ভাজাপোড়া অবশ্যই বাদ
প্যাকেটজাত খাবার বাদ

অনলি কস্টমস্ট করে ঘরের বানানো খাবার নিয়া বের হবেন।
১ টা মাস ট্রাই করে দেখেন। কী পরিমান টাকা যে সেভ হয়। স্বাস্থ্য ও ভালো থাকবে। গ্যাস্ট্রিক এর নাম নিশানাও থাকবেনা।

সয়াবিন তেল বাদ দিবেন রান্নায়।

27/12/2024

শীতকালীন সবজি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই জরুরি কারণ

এগুলো পুষ্টিগুণে ভরপুর থাকে
ইমিউন সিস্টেম শক্তিশালী করে
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।
ত্বকের যত্ন নেয় শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায়।
আঁশযুক্ত সবজি হজমের জন্য খুব ভালো

সবাই সবরকম সবজি একেকদিন একেকটা খাওয়ার ট্রাই করবেন

আমি আমার পেজে কোন প্রকার রাজনৈতিক বা স্বাস্থ্যসেবার বাইরে অন্য কিছু পোস্ট করতাম না জুলাই আন্দোলন এর আগ অবধি। মানবিক দৃষ্...
25/12/2024

আমি আমার পেজে কোন প্রকার রাজনৈতিক বা স্বাস্থ্যসেবার বাইরে অন্য কিছু পোস্ট করতাম না জুলাই আন্দোলন এর আগ অবধি।

মানবিক দৃষ্টিকোন থেকে ও সৈরাচার মুক্ত হবার যুদ্ধে অংশিদার হবার নিমিত্তে নিজ পেশাদারিত্ব বাদ দিয়ে আন্দোলন এর শুরু থেকেই নিয়মিত অন্যায় অত্যাচার নিপীড়ন ও জুলুমাতের বিরুদ্ধে পোস্ট করা শুরু করি।

এখন আমি কিছুটা আশাহত যে আমাদের এত ত্যাগ এত এত শহীদ ও স্থায়ী পঙ্গুত্ব বরণ করাদের সাথে বেঈমানী করা হয়েছে। বেঈমানী আমাদের রক্তে মিশেগেছে বলে মনে হচ্ছে। আপাতত সব কিছু বাদ দিয়ে আমি আমার পেশাদারিত্বের দিকে প্রত্যাবর্তন করতেসি। রাজনীতি শব্দ লিখা বা শেয়ার করা বা অন্য কোন উপায়ে প্রমোট করা থেকে বিরত থাকব এই পোস্টের পর থেকে।

এখন থেকে নিয়মিত স্বাস্থ্য সেবা সংক্রান্ত বিষয়ে পোস্ট থাকবে।

গেরিলা মুক্তিযোদ্ধা নাম বললেই যার কথা প্রথম সবার মাথায় আসে তিনি সাদেক হোসেন খোকা।কই সুতমারানির বাচ্চারা কই ছিলি তোরা তখন...
25/12/2024

গেরিলা মুক্তিযোদ্ধা নাম বললেই যার কথা প্রথম সবার মাথায় আসে তিনি সাদেক হোসেন খোকা।

কই সুতমারানির বাচ্চারা কই ছিলি তোরা তখন?
কেউ ত প্রতিবাদ করলিনা।
এখন একটা খুনি চাদাবাজ নারীখেকু ভূমি খেকু কে মুক্তিযোদ্ধা বলে ছাইড়া দিতে হবে!

Address

Sylhet
3100

Telephone

+8801836545691

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডা: আদিবা মাহবুবা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to ডা: আদিবা মাহবুবা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category