09/07/2024
নাটোরের রাজবাড়ি যা রাণী ভবানীর রাজবাড়ি নামেও পরিচিত। নাটোর জেলা সদরে অবস্থিত এ রাজবাড়ি নাটোর রাজবংশের একটি স্মৃতিচিহ্ন। অষ্টাদশ শতকের শুরুতে নাটোর রাজবংশের উৎপত্তি হয় ও রাজা রাম জীবন চৌধুরী নাটোর রাজবংশের প্রথম রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন। ১৭৩০ সালে রাজা রাম জীবনের দত্তক পুত্র রামকান্তের সাথে রাণী ভবানীর বিয়ে হয়। রাজা রাম জীবনের মৃত্যুর পরে রামকান্ত নাটোরের রাজা হন ও পরবর্তীতে ১৭৪৮ সালে রাজা রামকান্তের মৃত্যুর পরে রাণী ভবানীর ওপর জমিদারি পরিচালনার দায়িত্ব অর্পিত হয়। রাণী ভবানীর রাজত্বকালে তার জমিদারি বর্তমান রাজশাহী, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, যশোর, রংপুর, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, মালদহ জেলা পর্যন্ত বিস্তৃত ছিল। দান, ধ্যান, শিক্ষা, পানীয় জলের ব্যবস্থা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, চিকিৎসা ও ধর্মীয় কাজের স্বীকৃতি স্বরূপ তাঁর প্রজারা তাকে মহারাণী নামে আখ্যায়িত করে।
১৯৮৬ সাল থেকে রাজবাড়ির পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান হিসেবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে।