17/08/2025
হিয়ারিং এইডের ব্যাটারির আয়ু ও চার্জ দীর্ঘদিন ধরে রাখতে কিছু নিয়ম মানা খুবই গুরুত্বপূর্ণ। নিচে করণীয় বিষয়গুলো দেওয়া হলো:
✅ করণীয়
১. ব্যবহার না করলে বন্ধ রাখুন
----------------------
=> হিয়ারিং এইড ব্যবহার না করলে সম্পূর্ণ বন্ধ করে দিন।
=> ব্যাটারি ডোর খুলে রাখলে ব্যাটারি ড্রেন কম হবে।
২. ব্যাটারি সঠিকভাবে সংরক্ষণ করুন
--------------------
=> ঠাণ্ডা, শুকনো জায়গায় রাখুন।
=> সরাসরি সূর্যের আলো, গরম জায়গা (যেমন রান্নাঘর, গাড়ির ড্যাশবোর্ড) বা আর্দ্র জায়গা (বাথরুম) এ রাখবেন না।
৩. পুল ট্যাব খোলার নিয়ম
--------------
=> নতুন ব্যাটারির সিল/স্টিকার ট্যাব খুলে সঙ্গে সঙ্গে হিয়ারিং এইডে লাগাবেন না।
=> ট্যাব খোলার পর অন্তত ১–২ মিনিট অপেক্ষা করুন, এতে ব্যাটারির ভেতর অক্সিজেন প্রবেশ করে চার্জ ঠিকমতো অ্যাক্টিভ হয়।
৪. ব্যাটারি সম্পূর্ণ শেষ না করা
----------------
=> অনেক সময় পুরোপুরি শেষ হওয়ার আগে ব্যাটারি পরিবর্তন করলে হিয়ারিং এইডের সার্কিট সুরক্ষিত থাকে।
৪. ব্যাটারি শুকনো রাখা
------------
=> রাতে হিয়ারিং এইড খুলে ড্রায়িং কিট/ডিহিউমিডিফায়ারে রাখলে আর্দ্রতা কমে এবং ব্যাটারি ও ডিভাইস দুটোই ভালো থাকে।
৬. অতিরিক্ত ব্যাটারি সংরক্ষণে সতর্কতা
-------------
=> অতিরিক্ত ব্যাটারি ফ্রিজে রাখবেন না।
=> শিশুদের নাগালের বাইরে রাখবেন।
৭. রিচার্জেবল হিয়ারিং এইড হলে
--------------
=> প্রতিদিন নিয়মিত চার্জ করুন।
=> ওভারচার্জ এড়াতে ডিভাইসের নির্দেশিকা অনুসরণ করুন।
=> দীর্ঘ সময় ব্যবহার না করলে মাসে অন্তত একবার চার্জ করুন।
================
আমাদের অফিস ঠিকানা: ৫৩/১, আলহাজ্ব শফিক টাওয়ার, মধুশহীদ, সিলেট। (সিলেট পপুলার হাসপাতাল এর বিপরীত)
যোগাযোগ: 01743 847 657
ওয়েবসাইট: www.shunohearing.com
YouTube: https://www.youtube.com/
LinkedIn: https://www.linkedin.com/company/shuno-hearing-center-speech-care/
Google Map: https://cutt.ly/trHhI0wA
==========
#শুনো_হিয়ারিং