23/01/2022
আপনি কি জানেন?
যারা কানে কম শোনে তাদের জন্য বাংলাদেশে এখন ডিজিটাল ও কম্পিউটার প্রোগ্রামেবল হিয়ারিং এইড বা কানে শোনার মেশিন পাওয়া যায় ? আপনি যদি কানে কম শুনে থাকেন বা আপনার পরিচিত কেও যদি কানে কম শুনে থাকে তাহলে বিস্তারিত জানার জন্য সিলেট হিয়ারিং সেন্টার এ অথবা নিচের নম্বরে যোগাযোগ করুন ।
আমরা আমেরিকা, সুইজারল্যান্ড,সিঙ্গাপুর এবং জার্মানি থেকে ডিজিটাল ও কম্পিউটার প্রোগ্রামেবল হিয়ারিং এইড আমদানি করি এবং বিদেশ থেকে ট্রেনিংপ্রাপ্ত ইঞ্জিনিয়ার দ্বারা টেকনিক্যাল সার্ভিস সহ সকল ধরনের হিয়ারিং এইড সুলভ মূল্যে বিক্রির নিশ্চয়তা প্রদান করি। বিক্রিত হিয়ারিং এইডে আমরা দুই, তিন ও চার বছরের গেরান্টি দিয়ে থাকি। সকল প্রকার মেশিনের সার্ভিসিং করা হয়। দেশের বিভিন্ন যায়গায় আমাদের সার্ভিসিং সেবা, মেশিন ফিটিং ও ইয়ার মোল্ড তৈরী করে শুনতে সহযোগিতা করা হয়
।
এ ছারাও মেশিনের ব্যাটারী ও যে কোন এক্সেসরীজ সুলভ মূল্যে সরবরাহ করা হয়।
প্রয়োজনে কুরিয়ার সার্ভিসে ক্যাশঅন ডেলিভারীতে পার্সেল পাঠানো হয়।
যোগাযোগ-মোবাইল নং-01716666687, 01713 629155