Milon Pharmacy

Milon Pharmacy এখানে দেশী-বিদেশী সব দরনের ঔষধ পাওয়া ?

14/11/2025

১ মাস আগে থেকেই শরীরে হার্ট অ্যাটাকের যে লক্ষণ গুলো দেখা দেয়।





আওয়াজ তুলুন এক সাথে। #মিলন_ফামেসী
08/11/2025

আওয়াজ তুলুন এক সাথে।
#মিলন_ফামেসী

রাকিব, বয়স ৩৫ । চাকরি করে, সংসার সামলায়, ব্যস্ত জীবন । কিছুদিন ধরে লক্ষ্য করছে — প্রস্রাবের সঙ্গে ফেনা উঠছে । প্রথমে ভাব...
21/10/2025

রাকিব, বয়স ৩৫ । চাকরি করে, সংসার সামলায়, ব্যস্ত জীবন । কিছুদিন ধরে লক্ষ্য করছে — প্রস্রাবের সঙ্গে ফেনা উঠছে । প্রথমে ভাবল, “হয়তো জোরে গেছে, তাই ফেনা উঠেছে ।” দিন কেটে গেল… ফেনা রয়ে গেল ।

স্ত্রী বলল, “একবার ডাক্তারের কাছে যাও ।”
সে হাসল —“এত ছোট জিনিসে ডাক্তার লাগবে ?”
আর সেই হাসিটাই একদিন মিলিয়ে গেল যখন পরীক্ষায় ধরা পড়ল, তার কিডনির ফিল্টার (glomerulus) লিক করছে প্রোটিন ।
রোগের নাম Proteinuria
অর্থাৎ প্রস্রাবে প্রোটিন বেরিয়ে যাওয়া ।

কেন হয় প্রস্রাবে ফেনা❓
যখন কিডনি দুর্বল হয়ে পড়ে, রক্তের প্রোটিন ঠিকভাবে আটকে রাখতে পারে না, ফলে প্রোটিন প্রস্রাবের সঙ্গে বের হয়ে ফেনা তৈরি করে ।

অতিরিক্ত প্রোটিন = কিডনির ক্ষতি, দীর্ঘমেয়াদে এর মানে = Chronic Kidney Disease (CKD)

সম্ভাব্য কারণ:
• অনিয়ন্ত্রিত ডায়াবেটিস
• উচ্চ রক্তচাপ
• নেফ্রাইটিস বা কিডনির প্রদাহ
• অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার বা সাপ্লিমেন্ট
• কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া

কি করবেন❓
1. Urine R/E ও Urine Protein test দিন ।
2. Serum Creatinine, eGFR করে কিডনির কার্যক্ষমতা দেখুন ।
3. রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখুন ।
4 লবণ ও প্রোটিন কম খান, পানি ঠিকভাবে পান করুন ।
5. নেফ্রোলজিস্টের পরামর্শ নিন — দেরি নয়, দ্রুত ।

অনেক সময় রোগীরা বলেন
“অনেক ডাক্তার তো বলে এটা কোনো সমস্যা না !”

সত্য হলো সব ফেনা মানেই রোগ নয়,
কিন্তু স্থায়ীভাবে ফেনা দেখা গেলে সেটি প্রোটিন লসের ইঙ্গিত হতে পারে ।

American Journal of Kidney Diseases (AJKD, 2021):

“Persistent foamy urine can be an early indicator of proteinuria and chronic kidney disease, even before serum creatinine levels rise.”

National Kidney Foundation (NKF):

“Occasional foam in urine is common and may result from speed or dehydration,
but persistent foaminess warrants evaluation for protein loss.”

Mayo Clinic Health Information:

“If urine remains foamy over time, especially with swelling or fatigue,
it may indicate kidney damage and needs medical testing.”

ছোট উপসর্গ কখনোই ছোট নয় ।
প্রস্রাবে ফেনা মানেই দেহের ভেতরে একটি সতর্ক ঘণ্টা বেজে উঠেছে । শুনে নিন, অবহেলা নয়; আজই পদক্ষেপ নিন ।
✍️ডাঃ রোমান আহম্মেদ
© Dr. Ruman Ahmed

পেটের ফাঁটা দাগের জন্য নিয়ে এসেছে অপসনি ফামা Spotex ক্রিম   #মিলন_ফার্মেসি
21/09/2025

পেটের ফাঁটা দাগের জন্য নিয়ে এসেছে অপসনি ফামা Spotex ক্রিম
#মিলন_ফার্মেসি

সিজারিয়ান মা-বোনদের জন্য সতর্কবার্তা।আমার প্রিয় সিজারিয়ান মা-বোনেরা, ডাক্তারের কথাগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে।  সেলাই অ...
19/09/2025

সিজারিয়ান মা-বোনদের জন্য সতর্কবার্তা।

আমার প্রিয় সিজারিয়ান মা-বোনেরা, ডাক্তারের কথাগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে।

সেলাই অনেক আগের হলেও, অতিরিক্ত ভার বহন বা ক্লান্তি আপনার পুরনো সেলাই খুলে দিতে পারে বা র.ক্তপা.ত ঘটাতে পারে।

অনেকেই আগে বিষয়টা তেমন গুরুত্ব দেন না। যতক্ষণ না তাদের নিজের সাথে দূর্ঘটনা ঘটে।

এক বোনের হঠাৎ অস্বস্তি লাগলে পেটে হাত রাখলেন।

তারপর নাক ছুঁতেই দেখেন আঙুলে দুর্গন্ধ!

তিনি চিন্তা করে পাচ্ছিলেন না যে, এই দূর্গন্ধ কোথা থেকে এলো। অথচ তিনি শুধু পেট ছুঁয়েছেন।

পরে দেখেন সামান্য রক্ত আর পুঁজের মতো কিছু।

দুর্গন্ধ, জ্বালাপোড়া করা ও ব্যথার কারণ ছিল এটাই।

তিনি দ্রুত জায়গাটা পরিষ্কার করলেন, বিটাডিন লাগালেন এবং ডাক্তারের শরনাপন্ন হলেন।

আল্লাহর রহমতে তিনি তাড়াতাড়ি বুঝতে পেরেছিলেন এবং অনেকের মতো ভয়ানক কিছু হয়নি।

তাই আপনারা যারা সিজারিয়ান মা, তাদের উচিত—

ভারী জিনিস বহন না করা।
বারবার ক্লান্ত না হওয়া।
নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া।

কারণ এতে সেলাই খুলে যেতে পারে বা রক্তপাত হতে পারে, এটা সত্যি।

আল্লাহর শুকরিয়া ও কৃতজ্ঞতা যে, এই বোনের বড় কিছু হয়নি।

সতর্ক থাকুন, সচেতন থাকুন। কারণ ছোট ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। #
#মিলন_ফার্মেসি

স্কয়ার-এর রেলি বাম থাকলে সাথে, ব্যথা মুক্ত থাকবে প্রতিটি দিন! রেলি বাম পাওয়া যাচ্ছে  #মিলন_ফার্মেসিতে!
15/09/2025

স্কয়ার-এর রেলি বাম থাকলে সাথে, ব্যথা মুক্ত থাকবে প্রতিটি দিন!
রেলি বাম পাওয়া যাচ্ছে #মিলন_ফার্মেসিতে!

হার্পিস নিরাপদ যৌন অভ্যাস না করলে আপনার অনেক ধরণের রোগ হতে পারে। যেমন হার্পিস, আসুন আজ হার্পিস  রোগ সম্পর্কে জেনে নেওয়া...
24/08/2025

হার্পিস
নিরাপদ যৌন অভ্যাস না করলে আপনার অনেক ধরণের রোগ হতে পারে। যেমন হার্পিস, আসুন আজ হার্পিস রোগ সম্পর্কে জেনে নেওয়া যাক।

হার্পিস কি?
জেনিটাল হারপিস হল একটি এস টি ডি যা দুই ধরনের ভাইরাস দ্বারা সৃষ্ট - হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 1 (HSV-1) এবং হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ 2 (HSV-2)।
রোগ সংক্রমণ আছে এমন কারো সাথে যেকোনো ধরণের যৌন মিলন যেমন: যোনি, পায়ুপথ বা ওরাল সেক্স করার মাধ্যমে আপনি হারপিস দ্বারা সংক্রমিত হতে পারেন।
এছাড়াও নিম্নে বর্ণিতদের সাথে শারিরীক সম্পর্ক থাকলেও আপনি হারপিস হতে:

১. একটি হারপিস কালশিটে আছে এমন কেউ;
২. মুখে হারপিসের সংক্রমণ আছে এমন কারো সাথে লালার বিনিময় ঘটলে;
৩. যৌনাঙ্গে হারপিস সংক্রমণ আছে এমন কারো সঙ্গে যৌনাঙ্গের তরলের আদান প্রদান ঘটলে;
৪. মুখে হারপিস আছে এমন কারোর সংক্রমিত অংশের চামড়া থেকে বা
হারপিস সংক্রমিত যৌনাঙ্গের ত্বক থেকেও।

এছাড়া এমন একজন যৌন সঙ্গীর দ্বারাও যৌনাঙ্গে হারপিসের সংক্রমণ হতে পারে যার দৃশ্যমান কোন ঘা নেই বা নিজের সংক্রমণ সম্পর্কে তিনি জানেন পর্যন্ত না। আপনি যদি ওরাল হার্পিসে সংক্রমিত সঙ্গীর সাথে ওরাল সেক্স করেন তাহলেও যৌনাঙ্গ হারপিস সংক্রমিত হতে পারে। আপনি যদি মনে করেন যে আপনার হারপিস আছে, তাহলে অনুগ্রহ করে একজন ডাক্তারের পরামর্শ নিন।
সংগৃহীত

Address

Singerkach Bajar Biswanath
Sylhet
3134

Telephone

+8801715279435

Website

Alerts

Be the first to know and let us send you an email when Milon Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram