Dr Chamber

Dr Chamber Dr. Farhana Maymuna And Dr. M F Karim Chamber 30No Stadium Market 2Nd Floor Sylhet

02/10/2025
ডাঃ রোকসানা আক্তার রীভা
16/09/2025

ডাঃ রোকসানা আক্তার রীভা

দাঁদ কি?ছত্রাক জনিত ত্বকের রোগ।ডার্মাটোফাইট নামক ছত্রাকের সংক্রমণে দাঁদ হয়।একে দাউদ, রিং ওয়ার্ম (Ring warm) এবং মেডিকেলি...
08/09/2025

দাঁদ কি?
ছত্রাক জনিত ত্বকের রোগ।ডার্মাটোফাইট নামক
ছত্রাকের সংক্রমণে দাঁদ হয়।একে দাউদ, রিং ওয়ার্ম
(Ring warm) এবং মেডিকেলিও ভাষায় টিনিয়া
(Tinea) বলা হয়।

লক্ষণসমূহঃ
আক্রান্ত স্থানে প্রথমে ছোট ছোট লাল গোটা দেখা যায় এবং সামান্য চুলকায়।আস্তে আস্তে আক্রান্ত স্থানে বাদামী বর্ণের ফুসকুড়ি দেখা যায় এবং স্থানটি বৃত্তাকার (গোলাকার চাকার ন্যায়) ধারন করে যার কিনারাগুলো সামান্য উঁচু হয়।দিনদিন চাকার আকৃতি বাড়তে থাকে আর কেন্দ্রের বা মাঝখানের দিকে ভালো হয়ে যেতে থাকে।ক্ষতস্থান থেকে খুঁশকির মত চামড়া উঠতে থাকে।কখনো কখনো পানি বা পুঁজ ভর্তি গোঁটা দেখা যায়।ক্ষতস্থান অত্যন্ত চুলকায়।

কোথায় হয়ঃ
চামড়ার যে জায়গায় সংক্রমণ হয় সেই জায়গার নামানুসারে দাঁদের নামকরণ করা হয়। উদাহরণ স্বরুপঃ
১)টিনিয়া কর্পোরিসঃশরীরের যেকোন জায়গায়
ছত্রাকের সংক্রমণ হলে তাকে সাধারণত টিনিয়া
কর্পোরিস বলা হয়।
২)টিনিয়া ক্যাপিটিসঃ মাথার তালুতে ছত্রাক সংক্রমণ।
৩)টিনিয়া ক্রুরিসঃকুঁচকিতে ছত্রাকের সংক্রমণ।
৪)টিনিয়া আঙ্গুইয়ামঃ নখের ছত্রাক সংক্রমণ।
৫)টিনিয়া ম্যানুমঃ হাতের ছত্রাক সংক্রমণ।
৫)টিনিয়া পেডিস(অ্যাথলেটস ফুট):পায়ের ছত্রাক
সংক্রমণ।

দাদ বা রিংওয়ার্ম এর কারণঃ
১)সাধারণত ভেঁজা,স্যাঁতস্যাঁতে ও আদ্র জায়গা ও
আবহাওয়াতে,যেখানে পর্যাপ্ত আলোবাতাস পৌছায় না, এধরনের জায়গায় ছত্রাক জন্ম নেয়।
২)একই কাপড় না ধুঁয়ে দীর্ঘদিন ব্যবহার করলে,নোংরা, অপরিস্কার কাপড়চোপড় পরিধান করলে।
৩)আক্রান্ত রোগীর জামা-কাপড়,গামছা,তোয়ালে,চিড়ুনি ইত্যাদি ব্যবহারেও দাঁদ হয়ে থাকে।
৪)আঁটসাঁট কাপড়চোপড় ও আঁটসাঁট অন্তর্বাস ব্যবহার করলে।
৫) পায়ের পুরনো মোজা দ্বারা সংক্রমণ হতে পারে।
৬)যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম,তারা সহজেই
আক্রান্ত হতে পারেন।
৭)যারা বেশী ঘামেন।
৮)পোষ্য প্রাণী থেকেও ছড়াতে পারে।

রোগ নির্ণয়ঃ
সাধারণত লক্ষণ দেখেই রোগ নির্ণয় করা যায়।তবে কোন কোন ক্ষেত্রে স্কিন স্ক্র‍্যাপিং এবং অন্যান্য টেস্ট
করার প্র‍্যয়োজন হতে পারে।

চিকিৎসাঃ
দাঁদ অত্যন্ত ছোঁয়াচে একটি রোগ।দ্রুত এর চিকিৎসা শুরু না করলে পরিবারের অন্য সদস্যরাও সংক্রমিত
হতে পারে।তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যেতে হবে যেন এটি আর না ছড়াতে পারে এবং রিইনিফেকশন না হতে পারে।সাধারণত এন্টিফাঙ্গাল ক্রিম, মলম, ওয়েন্টমেন্ট, শ্যাম্পু, সলিউশন লাগালে ২ থেকে ৪ সপ্তাহের মধ্যে সংক্রমণের নিরাময় হয়।কিন্তু সংক্রমণ দেহের অনেক জায়গায় ছড়িয়ে পড়লে এবং
নখের সংক্রমণের ক্ষেত্রে মুখে খাবার এন্টি ফাঙ্গাল
ওষুধ খেতে হয় ক্ষেত্র বিশেষে ১ থেকে ৩ মাস পর্যন্ত।মাথার তালুর দাঁদের চিকিৎসার জন্য ওষুধ খাওয়ার সাথে সাথে সেলেনিয়াম সালফাইড/
২%কিটোকোনাজোল মিশ্রিত এন্টি-ফাঙ্গাল শ্যাম্পু
ব্যবহার করতে হয়। ফাঙ্গাল ওষুধ সেবনের আগে লিভারের কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে নিতে হয়।চিকিৎসা শুরুর আগে ৩/৪ মাসের মধ্যে
জন্ডিস হওয়ার ইতিহাস থাকলে তা ডাক্তারকে জানাতে হবে।

প্রতিরোধঃ
জীবন ধারা বা লাইফস্টাইলের পরিবর্তনের মাধ্যমে দাঁদ নিয়ন্ত্রণ করা সম্ভব।স্বাস্থ্যকর কিছু অভ্যাস এবং
দৈনন্দিন স্বাস্থ্যবিধি মেনে চললে দাঁদ সংক্রমণ রোধ
করা যায়ঃ
১) আক্রান্ত স্থান শুকনো রাখুন।
২)পরিস্কার,ঢিলেঢালা এবং শুষ্ক কাপড় (বিশেষত সুতি কাপড়) এবং অন্তর্বাস পড়িধান করুন।
৩) ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র অন্যকে ব্যবহার করতে দিবেন না,অন্যের ব্যবহার্য জিনিসপত্রও ব্যবহার করবেন না।
৪)আক্রান্ত স্থানে তেল,ক্রিম,লোশন,কসমেটিক সাবান ইত্যাদি ব্যবহার পরিহার করুন।
৫)আক্রান্ত স্থান স্পর্শ করার পর সাবান-পানি দিয়ে হাত ধুয়ে নিন,যাতে সংক্রমণ দেহের অন্যত্র না ছড়ায়।
৬) সংক্রমণের জায়গাটা যতটা সম্ভব খোলা রাখতে
হবে।
৭) প্রতিদিনের পরিহিত কাপড়চোপড়, গেঞ্জি,মোজা,
আণ্ডারওয়্যার প্রতিদিন ধুয়ে পরিষ্কার করতে হবে।
৮)আক্রান্ত স্থান কুসুম গরম পানি ও ভালো অ্যান্টিসেপ্টিক সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে, শুকিয়ে
ওষুধ ব্যবহার করতে হবে।
৯) পোষ্য-প্রাণীর সংস্পর্শে আসার পর হাত ধুয়ে ফেলুন।
১০) নিয়মিত ব্যায়াম করুন এবং ওজন নিয়ন্ত্রণ করুন।

🩺ডাঃ আহম্মদ শীবলী মুহিউদ্দিন
এমবিবিএস,বিসিএস (স্বাস্থ্য),
ডিডিভি (বি.এস.এম.এম.ইউ)
চর্ম, যৌণ,এলর্জি ও ভেনারিয়ালডিজিজ রোগ বিশেষজ্ঞ
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল।
রেজি নং-এ-৫৭৯২০
চেম্বার : ৩০ নং স্টেডিয়াম মার্কেট,(২য় তলা),সিলেট।
টিকেটের জন্য : 01956759079

নিয়মিত রোগী দেখছেন...
19/08/2025

নিয়মিত রোগী দেখছেন...

নিয়মিত রোগী দেখছেন
19/08/2025

নিয়মিত রোগী দেখছেন

26/07/2025
ডাঃ আহমদ শিবলী মুহিউদ্দিন স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।স্ক্যাবিস (Scabies) এ...
05/07/2025

ডাঃ আহমদ শিবলী মুহিউদ্দিন

স্ক্যাবিস এখন মহামারি আকার ধারন করেছে। সবাইকে তাই সচেতন হবার অনুরোধ করছি।

স্ক্যাবিস (Scabies) একটি তীব্র চর্মরোগ, যা Sarcoptes Scabiei নামক এক ধরনের পোকা বা ক্ষুদ্র পরজীবী মাইট (mite) দ্বারা হয়। এটি খুবই সংক্রামক এবং চুলকানির মাধ্যমে এর প্রধান উপসর্গ প্রকাশ পায়।

স্ক্যাবিসের ভয়াবহতা :

১. চরম চুলকানি: স্ক্যাবিস হলে বিশেষ করে রাতে বেশি চুলকানি হয়, ঘুমের ব্যাঘাত ঘটায়। অনেক বাচ্চারা চুলকাতে চুলকাতে ঘুম ভেঙে যায়, যন্ত্রনায় কান্নাকাটি করে।

২. চামড়ায় ফুসকুড়ি ও ক্ষত: স্ক্যাবিস হলে ঘর্ষণ এবং চুলকানোর ফলে চামড়ায় ঘা ও ইনফেকশন হতে পারে। কখনো কখনো চামড়ার নিচে পুঁজ জমে যায়।

৩. পরিবারে দ্রুত ছড়ায়: স্ক্যাবিস রোগে পরিবারে একজন আক্রান্ত হলে তার সংস্পর্শে এলে পুরো পরিবার এই রোগে আক্রান্ত হতে পারে। মারাত্মক ছোঁয়াচে রোগ এটি।

৪. দীর্ঘমেয়াদে হলে সেকেন্ডারি ইনফেকশন: স্ক্যাবিসের সঠিক চিকিৎসা না হলে শরীরে ব্যাকটেরিয়া সংক্রমণ, সেলুলাইটিস, এমনকি শিশু রোগীর কিডনি সমস্যা পর্যন্ত হতে পারে, তাই সচেতনতা ভীষন ভাবে প্রয়োজন।

৫. মানসিক অস্বস্তি: অতিরিক্ত চুলকানি ও অস্বস্তির কারণে শিশুর মানসিক চাপ ও অস্থিরতা তৈরি হয়।

স্ক্যাবিস থেকে মুক্তির উপায়:

১. চিকিৎসা:

☞ পারমেথ্রিন - ৫% (Permethrin - 5%) ক্রিম: এটি সবচেয়ে কার্যকর। শরীরের গলা থেকে পা পর্যন্ত মেখে রাতভর রেখে সকালে (১০-১২ ঘন্টা শরীরে রাখার পর) ধুয়ে ফেলতে হয়। এই নিয়মে একটু ভুল হলে কোনেভাবেই এউ স্ক্যাবিস রোগ শরীর থেকে যাবেনা। মাসের পর মাস এই রোগের অসহ্য যন্ত্রণা ভোগ করতে হবে। হাজার হাজার টাকা, ১০-১২টা ডাক্তার যাই করেন, কাজ হবেনা। শরীরের এক ইঞ্চি তো দূরের কথা একসূতা পরিমাণ জায়গাও বাদ রাখবেন না, রাতে ওয়াসরুমে গেলে, ওষুধ ধুয়ে গেলে, আবার প্রয়োগ করুন। মনে রাখবেন, ভীষণ জরুরি। না কমলে ৭ দিন পরপর একই নিয়মে ব্যবহার করুন। আর অবশ্যই পরদিন সকালে গায়ে থাকা পোষাক, বিছানার চাদর, বালিশের কাভার সব কিছু গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে ফেলুন। নিজের ও শিশুর শরীর গরম পানি ও বডি ওয়াস দিয়ে ভালো ভাবে রগরে গোসল করুন ও করান।

☞ আপনার শিশুকে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক দেখানোর পর শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী (Permethrin - 5% + Crotamiton) Combined Cream বা Monosulfuram - 25% Solutions ইত্যাদি ব্যাবহার করতে পারবেন।

☞ আইভারমেকটিন (Ivermectin) ওষুধ: কিছু ক্ষেত্রে শিশু বিশেষজ্ঞ চিকিৎসক আপনার শিশুর স্ক্যাবিস রোগের চিকিৎসায় খাওয়ার ওষুধ দিতে পারেন, বিশেষ করে জটিল ও পুনঃসংক্রমণের ক্ষেত্রে।

☞ অ্যান্টিহিস্টামিন ট্যাবলেট: চুলকানি কমাতে সাহায্য করে। শিশুদের ক্ষেত্রে Syrup বড়দের ক্ষেত্রে ট্যাবলেট।

২. পরিষ্কার-পরিচ্ছন্নতা:

আক্রান্ত ব্যক্তির পোশাক, বিছানার চাদর, তোয়ালে গরম পানিতে ৩০ মিনিট ধরে সিদ্ধ করে ধুয়ে রোদে শুকাতে হবে।

এই রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র থেকে ৩ দিন পর্যন্ত দূরে রাখতে হবে (কারণ রোগ সৃষ্টিকারী পোকা বা মাইট ২–৩ দিন বেঁচে থাকে)।

৩. একসাথে চিকিৎসা:

পরিবারের সকল সদস্যকে একসাথে চিকিৎসা গ্রহণ করা জরুরি। এমনকি উপসর্গ না থাকলেও। এটা খুবি জরুরি।

৪. নিয়মিত হাত ধোয়া ও শরীর পরিষ্কার রাখাবেন। বাইরে থেকে বাসায় ফিরে সবার আগে ভালো ভাবে হাত ধোয়ার অভ্যাস করবেন। এতে রিইনফেকশন হবার সম্ভাবনা কমে যায়।

বিশেষ সতর্কতা:

শিশুদের জন্য শিশু বিশেষজ্ঞ এবং গর্ভবতীদের নারীদের গাইনী বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ঔষধ গুলো শিশু ও নারীদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।

বিশেষ দ্রষ্টব্য:
এই স্ক্যাবিসকে সাধারন ভাবে দেখবেন না। এর ভয়াবহতা অনেক। তাই সচেতন হবেন। যারা আক্রান্ত হয়েছিলেন এখন সম্পূর্ণ সুস্থ তারাও প্রতি মাসে একবার করে পরিবারের সবাই একসাথে পারমিথ্রিন ৫% ব্যবহার করুন এবং পরিধেয় পোষাক, বিছানার চাদর গরম পানিতে ধুয়ে নিন।
নিজে জানুন অন্যকে জানান।

আশা করি আজকের আলোচনা আপনাদের অনেক উপকারে আসবে, আমার জন্য দোয়া রাখবেন, সবাই সুস্থ থাকবেন, সম্ভব হলে এই পোস্টটি শেয়ার করবেন।

দয়া করে আপনারা সবাই সচেতন হবেন।

মনে রাখবেন, আপনার সচেতনতা, আপনার সন্তানের জন্য আশীর্বাদ।

ধন্যবাদ।

রোজার সময় চেম্বার টাইম বিকাল -৩ টা থেকে ৫টা পয়ন্ত। নিয়মিত রোগী দেখছেন।
03/03/2025

রোজার সময় চেম্বার টাইম বিকাল -৩ টা থেকে ৫টা পয়ন্ত। নিয়মিত রোগী দেখছেন।

26/02/2025
25/01/2025

ডাঃআহমদ শিবলী মহিউদ্দিন
চর্ম,যৌন ও চর্ম,যৌন(সেক্স),এলার্জি
বিশেষজ্ঞ
01956-759079

Address

৩০ নং স্টেডিয়াম মার্কেট, (২য় তলা), সিলেট
Sylhet
3100

Telephone

+8801956759079

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Chamber posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Chamber:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category