29/11/2023                                                                            
                                    
                                                                            
                                            আমাদের হিজামার মান কেনো সবার সেরাঃ
আলহামদুলিল্লাহ দীর্ঘ ৫ বছর ধরে অত্যন্ত সুনামের সাথে সঠিক পদ্ধতিতে আমরা প্রায় ৭ হাজার সেশন হিজামা করেছি। আমাদের রোগীদের লাইভ রিভিউ দেখেছেন আপ্নারা। যেখানে লাইভে রোগীরা বলেছেন আমাদের হিজামার মান উনাদের কাছে লন্ডনের চাইতে ও বেস ভালো লেগেছে। এটা আল্লাহর বহুত বড় এহসান আমাদের প্রতি।
আমাদের বৈশিষ্টঃ
১/ আমরা কম টাকায় হিজামা দেওয়ার নামে একজনের  ব্যাবহার করা কাপ ধুয়ে অন্যজন কে দেই না!  সব সময় সম্পুর্ণ ওয়ান্টাইম কাপ ব্যবহার করি।
২/আমরা রোগীর রোগ বুঝে হিজামার পাশাপাশি ফায়ার কাপিং, ম্যাসাজ কাপিং, ফিজিওথেরাপি, চাইনিজ আকুপাংচার,  কুরআনিক রুকইয়াহ,  লাইফস্টাইলে কাউন্সিলিং, দিয়ে প্যাকেজ হিসেবে প্রপার ট্রিটমেন্ট দিচ্ছি।
৩/মহিলাদের জন্য অভিজ্ঞ একাধিক মহিলা চিকিৎসক এবং পুরুষদের জন্য অভিজ্ঞ পুরুষ থেরাপিস্ট এর মাধ্যমে চিকিৎসা প্রদান করি।
৪/ আমাদের রয়েছে রোগের উপর ভিত্তি করে আকর্ষণীয় প্যাকেজে চিকিৎসা করানোর সুযোগ, আবার সুন্নাহ ভিত্তিক পয়েন্টে স্বল্প মূল্যে হিজামা প্যাকেজ।
৫/ আমাদের চিকিৎসক দেশ - বিদেশ হতে  উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত। 
কেনো আপনি হিজামা করাবেন???
চিকিৎসা সম্পর্কিত হাদীসঃ 
*হযরত আনাস রাঃ থেকে বর্ণিত যে,  রাসুলুল্লাহ সাঃ বলেছেন,  " তোমরা  যেসব জিনিস দ্বারা চিকিৎসা করো তার মধ্যে সর্বোত্তম হলো হিজামা লাগানো"( সহিহ বুখারী৫৬৯৬, মুসলিম ১৫৭৭)!
*হযরত জাবের রাঃ হতে বর্ণিত, রাসুলুল্লাহ সাঃ বলেছেন " নিশ্চয়ই হিজামাতে রয়েছে রোগ মুক্তির উপায় ও রোগের শিফা রয়েছে" ( সহীহ বুখারী ৫৬৯৭)
এছাড়াও অসংখ্য হাদীস রয়েছে হিজামার উপকারীতা নিয়ে। এ চিকিৎসা সয়ং রাসুলুল্লাহ সাঃ গ্রহণ করছেন এবং এই চিকিৎসা গ্রহণের জন্য আমাদেরকে বলেছেন।
এটি বর্তমান বিশ্বে খুবি জনপ্রিয় চিকিৎসা। তাই সবাই মিলে এই সুন্নাহ ভিত্তিক চিকিৎসাকে গ্রহণ করি।
তবে অবশ্যই এই চিকিৎসা একজন অভিজ্ঞ হিজামা থেরাপিস্ট এর মাধ্যমে গ্রহণ করতে হবে, তা না হলে হিতে বিপরীত হতে পারে। 
 #আব্দুল্লাহ_হিজামা_ফিজিওথেরাপি_আকুপাংচার_এন্ড_অল্টারনেটিভ_ট্রিটমেন্ট_সেন্টার_বিশ্বনাথ_সিলেট 
01768640115
 #আব্দুল্লাহ_হিজামা_ফিজিওথেরাপি_আকুপাংচার_এন্ড_অল্টারনেটিভ_ট্রিটমেন্ট_সেন্টার_বিশ্বনাথ_সিলেট