
21/06/2025
ফার্মেসি সহকারী কোর্সে ভর্তি :
সেন্ট্রাল মেডিকেল টেকনোলজি ইনিস্টিউটে শুরু হচ্ছে ফার্মেসি সহকারী কোর্স । এই কোর্সটি বিভিন্ন মডিউলের মাধ্যমে সাজানো হয়েছে, যা আপনাকে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সি গ্রেড সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি এবং ফার্মেসি ব্যবস্থাপনার সকল পদ্ধতি সম্পর্কে প্রশিক্ষিত করবে। অভিজ্ঞ ফার্মাসিস্ট ও ডাক্তারদের দ্বারা প্রশিক্ষিত হয়ে আপনি সঠিকভাবে প্রস্তুত হতে পারবেন।
আর দেরি না করে, আজই নিবন্ধন করুন এবং নিশ্চিত করুন আপনার স্থান।
✅ ভর্তির যোগ্যতা : যে কোন সালে যে কোন গ্রুপ থেকে এসএসসি/ দাখিল/ সমমান পাস হতে হবে।
✅আমাদের অফিসের সময় সকাল ১০:৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত।
ভর্তি হতে বা বিস্তারিত তথ্য জানতে আজই যোগাযোগ করুন:
Central Medical Technology Institute
🏛️সিলেট অফিস: পূর্ব দরগাহ্ গেইট, আম্বরখানা রোড, সিলেট।
📞 01607-888866 / 01775-412 803