02/06/2020                                                                            
                                    
                                                                            
                                            করোনা ভাইরাসের লক্ষনঃ-----
         করোনা ভাইরাস এ আক্রান্ত রোগীরা নিজেরাই
         অনুভব করতে পারেন:-------
০১।  নাক দিয়ে জল পরা ।
০২।  হাচি এবং কাশি ।
০৩।  গলা ব্যাথা ।
০৪।  শুকনা কাশি ।
০৫।  শ্বাসকষ্ট ।
০৬।  জ্বর(১০০ ডিগ্রি বা বেশি) ।
০৭।  শ্বাস কষ্ট (গুরুতর ক্ষেত্রে) ।
০৮।  পাতলা পায়খানা ( severity বেশি হলে) ।
                  তাই উপরোক্ত লক্ষন যদি থাকে আপনার
প্রথম কাজ ঘরেই থাকুন ।
জ্বর, ঠান্ডা, কাশি হলে ডাক্তারের কাছে আগেই আসার দরকার নেই । নিম্নোক্ত প্রেসক্রিপশনে সাতদিন ঔষধ খেতে থাকুন ।
 Tab. Napa rapid 500mg/Napa Extend/ 665mg   ( ভরা পেটে) ।
                  ১+১+১-------------------- ৭দিন ।
 Tab. Deslor / Tab. Fexo (120/180)
                  ১+0+১-----------৭ দিন ।
 Tab. Monas/Trilock/Lumona10mg
                  ০+০+১----------৭দিন ।
 Syp.Ambrox/ Dexpofen/Tuska plus
                 ২ চামচ করে ৩ বেলা----------- ৭দিন
                                         (কাশি বের হলে) ।
 Tab.Ometid 20mg
                 ১+০+১------------- ৭ দিন
                            ( খাবার আগে) ।
  যদি শ্বাসকস্ট হয় :------
   Inhaler Bexitrol F
   ১ কাফ ১২ ঘন্টা পর পর ।
    হাপানি রোগীরা বাড়িতে আগে থেকে অবশ্যই
নেবুলাইজার মেশিন রাখবেন এবং windal plus দিয়ে নেবুলাইজ করবেন ।
  #অন্যান্যঃ----
 প্রচুর পরিমান পানি খাবেন ।
 গরম পানি খাবেন, গরম পানির কুলকুচি করবেন ।
 ৭ দিন ঘরে অবস্থান করবেন ।
 মাস্ক পরিধান করবেন ।
 হাত হ্যান্ড স্যানিটাইজার অথবা হ্যান্ডওয়াশ দিয়ে
 পরিস্কার করুন ।
 হাচি কাশির সময় টিস্যু ব্যবহার করুন ।
 #দোয়াপড়ুন:---- বেশি বেশি (মুসলিমদের জন্য)ঃ
০১।  আল্লাহুমা ইন্নি আউযুবিকা মিনাল বারাসি,ওয়াল জুনুনি,ওয়াল জুযামি, ওয়া মিন শাইয়্যিল আসক্বম ।
০২।  সুরা ফাতিহা প্রতিদিন ০৭ বার ।
০৩।  সুরা ইখলাস ০৩ বার, সুরা ফালাক ০৩ বার, এবং সুরা নাস ০৩ বার করে পড়ুন ।
        ০৭ দিন পরও সুস্থ না হলে করোনা ভাইরাস চিকিৎসার নির্দিষ্ট হাসপাতাল গুলোতে যোগাযোগ করুন এবং আইডিসিআর এ ফোন দিয়ে তাদের আপনার অবস্থা বিষয়ে অবহিত করুন ।
       আর করোনার লক্ষন গুলো আপনাদের মাঝে থাকলে আইইডিসিআর( IEDCR) খবর দিন ।
যোগাযোগ ঃ 16263,
 # 01550064901-05
 # 01401184551,
 # 01401184554-56,
 # 01401184559-60
 # 01401184559-60
 # 01401184563,
 # 01401184568
 # 01927711784-85
 # 01937000011
 # 01937110011
In sha Allah will save us from this disaster..