Freedom General Hospital

Freedom General Hospital সিলেটের প্রাণকেন্দ্র আম্বরখানাতে অবস্থিত 🏥

নরমাল ডেলিভারীর জন্য আস্থা বিশ্বস্থতা ও নির্ভরতার প্রতিক সিলেটের ফ্রিডম জেনারেল হাসপাতাল। প্রতিদিন সিলেটের বিভিন্ন জেলা ...
06/12/2025

নরমাল ডেলিভারীর জন্য আস্থা বিশ্বস্থতা ও নির্ভরতার প্রতিক সিলেটের ফ্রিডম জেনারেল হাসপাতাল। প্রতিদিন সিলেটের বিভিন্ন জেলা উপজেলা থেকে ডেলিভারি রোগি ছুটে আসছেন ফ্রিডমে। রোগিদের প্রত্যাশা পূরনে ভরসা আর পছন্দের জায়গা হিসেবে বেচে নিচ্ছেন আমাদের হসপিটালকে।

রোগীর পরিবার বলল তারা শুধু সিজারিয়ান করাতেই হবে অন্য জায়গা থেকে আসছেন। কিন্তু তার প্রবল ইচ্ছে যেন নরমাল ডেলিভারিতে জন্ম হয় তার সন্তান। সেই জন্য ফ্রিডেমে আসা। ভর্তি হবার পরই নরমাল ডেলিভারির জন্য চেষ্টা শুরু করেন আমাদের টিম। দুপুর হয়ে বিকেল কিন্তু নরমাল হচ্ছে না। ধৈর্য্য রাখতে না পেরে বললেন- নরমালের জন্যই ফ্রিডমে এসেছিলাম। এখন যদি নরমাল না হয় তাহলে আমরা চলে যাবো, ছুটি দিয়ে দেন। ফ্রিডমটিম বললেন আমাদেরকে আরো কিছুটা সময় দেন ইনশাআল্লাহ, আমরা সফল হবো। তখন আমরা অপেক্ষায় থাকি, কখন নরমাল হবে। এসময় রোগি পরিবারকে শান্তনা দিয়ে কেবিনে পাঠালেও আমার কাছে এই রোগির নরমাল ডেলিভারিকে চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। রোগিদের আস্থার সর্বোচ্চ মর্যাদা দিতে আমাদের প্রচেষ্টা চলে নিরন্তর ।
সেই রোগির রাতেই নরমাল ডেলিভারিতে সন্তান হয়েছে। মা, সন্তান দুজনই সুস্থ আছেন।
আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি। রোগির পরিবার বিদায়বেলায় যখন প্রশান্তি, আর আনন্দচিত্তে বাড়ি ফিরে তখন সত্যি এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। হসপিটালে রোগিদের সেবায় যাতে কোন কমতি না হয় সেদিকে আমাদের প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টা থাকে।

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২
৬ ডিসেম্বর ২০২5

05/12/2025

গর্ভবতী মহিলার আল্ট্রাসনোগ্রাফিসহ সব ধরনের রোগের পরিক্ষা নিরিক্ষা হয়। 24 ঘন্টা আপনাদের পাশেই
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

04/12/2025
02/12/2025

অর্থোপেডিক্স সার্জান ডাঃ জাবের আহমেদ স্যার নিয়মিত চেম্বার করেন। সন্ধ্যা 7টা থেকে শুরু হয়।
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

হসপিটালে এসেই যখন এমন মিষ্টি মুখ দেখি তখন কুয়াশা মুড়ানো হেমন্ত সকালটি আমার কাছে দারুণ লাগে। একটি নিষ্পাপ শিশুর হাসি যেন ...
29/11/2025

হসপিটালে এসেই যখন এমন মিষ্টি মুখ দেখি তখন কুয়াশা মুড়ানো হেমন্ত সকালটি আমার কাছে দারুণ লাগে। একটি নিষ্পাপ শিশুর হাসি যেন পুরো পৃথিবীর সবচেয়ে পবিত্র ও নির্মল অনুভূতির প্রতীক। বাচ্চাদের হাসির মধ্যে যে আনন্দ, ভালোবাসা ও শান্তি লুকিয়ে থাকে, তা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। শিশুর হাসি কেবল মন ভালো করে না, বরং ক্লান্ত হৃদয়ে নতুন করে বাঁচার প্রেরণা জোগায়। ভালো থাকুক পৃথিবীর সমস্ত শিশুরা তাদের মায়ের কুলে বাবার বুকে। যাই হোক, নরমাল ডেলিভারিতে মা হলেন তাদের শুভ কামনা ও ভালোবাসা।

2. ফ্রিডমে সব ধরনের রোগের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং
নরমাল ডেলিভারিসহ সব ধরনের রোগের অপারেশন করা হয়।
আউডডোর 24 ঘন্টা (মেডিকেল অফিসার )। 24 ঘন্টা জরুরী বিভাগ খোলা। ঘরের পাশেই চিকিৎসা সেবা নিয়োজিত আম্বরখানায় ফ্রিডম জেনারেল হাসপাতাল। সিরিয়েল নিতে কল করুন ০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২
29.11.2025

27/11/2025

মেডিসিন, রক্তরোগ ও রক্ত ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ নবেন্দু চৌধুরী স্যার আজ চেম্বার করবেন
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

নরমাল ডেলিভারিতে প্রথম পুত্র সন্তানের মা হলেন আমাদের হসপিটালের মাসির মেয়ে। মা ও পুত্র সুস্থ আছেন। নরমাল ডেলিভারি ধারাবাহ...
25/11/2025

নরমাল ডেলিভারিতে প্রথম পুত্র সন্তানের মা হলেন আমাদের হসপিটালের মাসির মেয়ে। মা ও পুত্র সুস্থ আছেন। নরমাল ডেলিভারি ধারাবাহিকতায় নিয়মিত মা হচ্ছেন ডেলিভারি রোগিরা। সিলেটে দূর দুরান্ত থেকে নরমালের প্রত্যাশা মানুষ ছুটে আসেন ফ্রিডম হসপিটালে। রোগিদের আস্থা ভরসাস্থুল হয়ে মানুষের সেবা আপনগতিতে এগিয়ে যাচ্ছে ফ্রিডম জেনারেল হসপিটাল।

ফ্রিডম জেনারেল হাসপাতাল রয়েছে জেনারেল সার্জারি ও নরমাল ডেলিভারিতে শতভাগ প্রচেষ্টা সহ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অর্থোপেডিক্স সার্জারি, কিডনি, লিভার, গাইনী, ডায়বেটিস, মেডিসিন, ইএনটি, শিশু, নিউরোসার্জারি, ইউরোলজি, ক্যান্সার সহ সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হয়।

2. ফ্রিডম হসপিটালে নরমাল ডেলিভারিসহ সব ধরনের রোগের অপারেশন করা হয়। নিয়মিত রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগন। চেম্বার শুরু হয় দুপুর 2টা থেকে 5টা। আউডডোর 24 ঘন্টা (মেডিকেল অফিসার )। 24 ঘন্টা জরুরী বিভাগ খোলা। ঘরের পাশেই চিকিৎসা সেবা নিয়োজিত আম্বরখানায় ফ্রিডম জেনারেল হাসপাতাল। সিরিয়েল নিতে কল করুন আমাদের নাম্বারে। বিস্তারিত জানতে কল করুন ০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২।

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২
26.11..2025

জুনেল ভাই তখন খুব বিজি তাকে জানানো হলো সহকর্মী মাসুদ ভাই অসুস্থ কেবিনে ছুটে গেলেন সাথে ডাঃ হাসিব ভাইও সবাই সিরিয়াস অসুস্...
24/11/2025

জুনেল ভাই তখন খুব বিজি তাকে জানানো হলো সহকর্মী মাসুদ ভাই অসুস্থ কেবিনে ছুটে গেলেন সাথে ডাঃ হাসিব ভাইও সবাই সিরিয়াস অসুস্থ ভাবছে। কেবিনে প্রবেশ করতেই জন্মদিনের সারপ্রাইজ হলেন আমাদের সবার প্রিয় ফ্রিডম হসপিটালে জেনারেল ম্যানেজার ইসতাক আহমদ জুনেল ভাইয়ের জন্মদিন উদযাপন করা হয়।
ফ্রিডমটিমের পক্ষ থেকে জন্মদিনের শুভেচ্ছা পেয়ে তিনি ভীষণ আবেগাপ্লুত হন। ফ্রিডমে আমরা যারা কাজ করি প্রত্যেকেই ভীষণ আন্তরিক। যাই হোক, জুনেল ভাইয়ের জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর ও সুখের হোক জন্মদিনে শুভকামনা।

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
25.11.2025

24/11/2025

অর্থোপেডিক্স সার্জান ডাঃ জাবের আহমেদ স্যার আজকে রাত ৮টা
চেম্বার করবেন ০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

দীর্ঘদিন থেকে রোগী অসুস্থতায় ভুগছেন। ফ্রিডম হসপিটালে ভর্তি পর ডাঃ আজিজুর রহমান স্যারের ট্রিটমেন্ট চলতে থাকে। জেনারেল ও ল...
22/11/2025

দীর্ঘদিন থেকে রোগী অসুস্থতায় ভুগছেন। ফ্রিডম হসপিটালে ভর্তি পর ডাঃ আজিজুর রহমান স্যারের ট্রিটমেন্ট চলতে থাকে। জেনারেল ও ল্যাপারোস্কপিক সার্জারি বিশেষজ্ঞ ডাঃ আজিজুর রহমান স্যার অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সাথে এক চ্যালেঞ্জিং অপারেশন করেন “Right Hemicolectomy” নামক জটিল অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন। অপারেশনের পর রোগী আগের চেয়ে অনেক সুস্থ আছেন। রোগি পরিবার থেকে জানা যায় তারা অনেক টেনশনে ছিলেন। এমন জটিল রোগের জন্য। আমাদের ফ্রিডমের চিকিৎসকসহ সবার আন্তরিক সেবায় তারা ধন্যবাদ জানান।

2. ফ্রিডমে সব ধরনের রোগের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং
নরমাল ডেলিভারিসহ সব ধরনের রোগের অপারেশন করা হয়।
আউডডোর 24 ঘন্টা (মেডিকেল অফিসার )। 24 ঘন্টা জরুরী বিভাগ খোলা। ঘরের পাশেই চিকিৎসা সেবা নিয়োজিত আম্বরখানায় ফ্রিডম জেনারেল হাসপাতাল। সিরিয়েল নিতে কল করুন ০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২

তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২
22.11.2025

Address

Airport Road, Amberkhana
Sylhet
3100

Telephone

01730582089

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freedom General Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category

Freedom General Hospital

সিলেটের প্রাণ কেন্দ্র আম্বরখানাতে নতুন হাসপাতাল ফ্রিডম,সকল চিকিৎসায় খরচ কম। ২৪ ঘন্টা বহি:বিভাগে অভিজ্ঞ ডাক্তারগণ মাত্র ৫০ টাকায় সেবা দিচ্ছেন এবং নিয়মিত রুগী দেখছেন ও বিশ্বমানের চিকিৎসা দিচ্ছেন মেডিসিন, গাইনী, সার্জারী বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। এছাড়া রয়ছেে নরমাল ডেলিভারীসহ সব ধরনের অপারেশনের ব্যবস্থা । আরো আছে ঠোঁট কাটা তালু কাটা রুগীদের অপারেশনসহ ফ্রি চিকিৎসা ব্যবস্থা ।

ইনশাহআল্লাহ সঠিক সেবা স্বল্পমূল্যে দেয়াই আমাদের প্রচেষ্টা ।