25/09/2025
শ্বাস কষ্ট নিয়ে রোগি সাহেববাজার থেকে ছুটে আসছে ফ্রিডমে। ভর্তি হবার আগেই রোগি গার্জেন বললেন তাদের কাছে তত টাকা নেই কিন্তু তারা আমাদের হসপিটালে চিকিৎসা নিবেন কারন ফ্রিডমে আসলে শান্তি পায় এবং চিকিৎসা ব্যবস্থাও ভালো। পরে মহিলা ওয়ার্ড ভতি হন। মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মামুন মিজানুর রহমান স্যারের ট্রিটমেন্ট রোগি সুস্থ হতে থাকেন। রোগি দেখে ভিজিট নিলেন না ডাঃ মামুন স্যার। রাউন্ডে স্যারের সাথে দেখা হতে রোগির কথা জানতে চাইলে বললেন রোগিরা সুস্থ হয়ে বাড়ি ফিরুক এটাই চাওয়া। আমাদের হসপিটালের প্রত্যেক চিকিৎসকই মানবিক। তাদের আন্তরিকতা ভালোবাসাময় সেবায় রোগিরা হাসিমুখে বিদায় নেন।
2. ফ্রিডম হসপিটালে নরমাল ডেলিভারিসহ সব ধরনের রোগের অপারেশন করা হয়। নিয়মিত রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগন। চেম্বার শুরু হয় দুপুর 2টা থেকে 5টা। আউডডোর 24 ঘন্টা (মেডিকেল অফিসার )। 24 ঘন্টা জরুরী বিভাগ খোলা। ঘরের পাশেই চিকিৎসা সেবা নিয়োজিত আম্বরখানায় ফ্রিডম জেনারেল হাসপাতাল। সিরিয়েল নিতে কল করুন আমাদের নাম্বারে।
তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২
25.9.2025