06/12/2025
নরমাল ডেলিভারীর জন্য আস্থা বিশ্বস্থতা ও নির্ভরতার প্রতিক সিলেটের ফ্রিডম জেনারেল হাসপাতাল। প্রতিদিন সিলেটের বিভিন্ন জেলা উপজেলা থেকে ডেলিভারি রোগি ছুটে আসছেন ফ্রিডমে। রোগিদের প্রত্যাশা পূরনে ভরসা আর পছন্দের জায়গা হিসেবে বেচে নিচ্ছেন আমাদের হসপিটালকে।
রোগীর পরিবার বলল তারা শুধু সিজারিয়ান করাতেই হবে অন্য জায়গা থেকে আসছেন। কিন্তু তার প্রবল ইচ্ছে যেন নরমাল ডেলিভারিতে জন্ম হয় তার সন্তান। সেই জন্য ফ্রিডেমে আসা। ভর্তি হবার পরই নরমাল ডেলিভারির জন্য চেষ্টা শুরু করেন আমাদের টিম। দুপুর হয়ে বিকেল কিন্তু নরমাল হচ্ছে না। ধৈর্য্য রাখতে না পেরে বললেন- নরমালের জন্যই ফ্রিডমে এসেছিলাম। এখন যদি নরমাল না হয় তাহলে আমরা চলে যাবো, ছুটি দিয়ে দেন। ফ্রিডমটিম বললেন আমাদেরকে আরো কিছুটা সময় দেন ইনশাআল্লাহ, আমরা সফল হবো। তখন আমরা অপেক্ষায় থাকি, কখন নরমাল হবে। এসময় রোগি পরিবারকে শান্তনা দিয়ে কেবিনে পাঠালেও আমার কাছে এই রোগির নরমাল ডেলিভারিকে চ্যালেঞ্জিং মনে হচ্ছিল। রোগিদের আস্থার সর্বোচ্চ মর্যাদা দিতে আমাদের প্রচেষ্টা চলে নিরন্তর ।
সেই রোগির রাতেই নরমাল ডেলিভারিতে সন্তান হয়েছে। মা, সন্তান দুজনই সুস্থ আছেন।
আমরা শেষ পর্যন্ত সফল হয়েছি। রোগির পরিবার বিদায়বেলায় যখন প্রশান্তি, আর আনন্দচিত্তে বাড়ি ফিরে তখন সত্যি এর চেয়ে আনন্দ আর কিছু হতে পারে না। হসপিটালে রোগিদের সেবায় যাতে কোন কমতি না হয় সেদিকে আমাদের প্রত্যেকের আন্তরিক প্রচেষ্টা থাকে।
তাসলিমা খানম বীথি
ফ্রিডম জেনারেল হাসপাতাল
এয়ারর্পোট রোড আম্বরখানা সিলেট
০১৭৩০-৫৮২০৮৯ / ০১৭৩০-৫৮২০৯২
৬ ডিসেম্বর ২০২5