
25/12/2023
রবিবার দিবাগত রাত ছিল ‘ক্রিসমাস ইভ’। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব ‘বড়দিনের’র পূর্ব রাত হচ্ছে ‘ক্রিসমাস ইভ’। এ উপলক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যুগ্ম সাধারণ সম্পাদক তৃষ্ণা তেরেজা ডি কস্তা’র নেতৃত্বে কেক কাটার আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন স্যারের বাসা হাফিজ কমপ্লেক্সে এই কেক কাটার আয়োজন করা হয়। এসময় মোমেন স্যারের সহধর্মিনী সেলিনা মোমেন ম্যাডাম ও সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ভাই, স্বাস্থ্য বিভাগের সাবেক সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায়সহ বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেক কেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন স্যার তেরেজা ডি কস্তাকে শুভেচ্ছা জানান। একই সাথে তিনি সিলেটসহ দেশের খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে বড়দিনের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
তিনি বলেন, বাংলাদেশ হচ্ছে একটি অসাম্প্রদায়িক দেশ। আর এর মধ্যে সবচেয়ে উজ্জ্বল সিলেট। অসাম্প্রদায়িক চেতনার মন্ত্র নিয়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সেই চেতনা লালনের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
সিসিক মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, বড়দিন খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হলেও বাংলাদেশে এই উৎসব সার্বজনীন। তাই বড়দিনে নয়াসড়কসহ সিলেটের সকল চার্চ সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়। মেয়র মহোদয় সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানান।
‘ক্রিসমাস ইভ’ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানে যারা অংশ নিয়েছিলেন সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
শুভ বড়দিন