Dr. Noor

Dr. Noor Pursued MBBS from Sylhet MAG Osmani Medical College.Being a best Surgeon is my passion.

ভুয়া ডাক্তার ধরিয়ে দিন! ডিএমএফ= স্যাকমো=ভুয়া ডাক্তারমুকসুদপুর উপজেলার স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রায়হান ই...
11/04/2025

ভুয়া ডাক্তার ধরিয়ে দিন!
ডিএমএফ= স্যাকমো=ভুয়া ডাক্তার

মুকসুদপুর উপজেলার স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রায়হান ইসলাম শোভন এবং গোপালগঞ্জ জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জনাব প্রবির বিশ্বাস মুকসুদপুরের কয়েকটি ডায়াগনস্টিক ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এসময়ে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের ড.সাইদুর রহমান লস্কর - ইব্রাহিম জেনারেল হাসপাতাল ( যা বারডেম এর একটি সহযোগী প্রতিষ্ঠান) নামক হাসপাতালে অভিযানকালে প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকা,যথাযথ যোগ্যতাহীন পার্সন দিয়ে এক্সরে পরিচালনা করা,এখতিয়ার বহির্ভুত ভাবে রক্ত পরিসন্চালনের মত স্পর্শকাতর কার্যক্রম পরিচালনা করা,ডিএমএফ দিয়ে আল্ট্রাসনো করানো সহ বিবিধ অনিয়মের প্রমান মেলায় প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয় এবং প্রতিষ্ঠান টিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।

উক্ত প্রতিষ্ঠানে প্রদিপ মন্ডল নামে এক ডিএমএফ ডিগ্রীধারি তার নামের পুর্বে ডাক্তার পদবী লেখা এবং আল্ট্রাসনো করার অপরাধে ১ মাসের জেল এবং ১০,০০০ টাকা জরিমানা করা হয়।

উল্লেখ্য বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এবং মহামান্য আদালতের সাম্প্রতিক রায় অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ব্যাতিত কেউ নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না।মুকসুদপুরের যে সমস্ত ডিএমএফ ডিগ্রীধারী গন সম্প্রতি এই আইন অমান্য করে যাচ্ছেন মুকসুদপুরের স্বাস্হ্য বিভাগ তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষন করছে।অচিরেই পর্যায়ক্রমে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া হবে।

ডা.রায়হান ইসলাম শোভন,
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
মুকসুদপুর, গোপালগঞ্জ।

09/09/2024
MBBS/BDS ছাড়া কেউ ডাক্তার নয়। ভুয়া ডাক্তারদের ব্যাপারে সোচ্চার হউন।
30/08/2024

MBBS/BDS ছাড়া কেউ ডাক্তার নয়।
ভুয়া ডাক্তারদের ব্যাপারে সোচ্চার হউন।

ভিনদেশীদের চিকিৎসকদের উপর বাংলাদেশী রোগীদের অন্ধবিশ্বাস আর ভরসা মোটেও ভাল নয়।
10/07/2024

ভিনদেশীদের চিকিৎসকদের উপর বাংলাদেশী রোগীদের অন্ধবিশ্বাস আর ভরসা মোটেও ভাল নয়।

নয়াদিল্লি-ভিত্তিক ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের এক চিকিৎসককে গ্রেফতার করা হয়েছে অপারেশনের নামে অন্তত ১৫ থে....

সম্প্রতি বেড়ে গেছে বিষধর রাসেলস ভাইপার বা চদ্রবোড়া সাপের উপদ্রুব।চলুন দেখে নেই সাপে কামড়ালে কি করব কি করব না।
21/06/2024

সম্প্রতি বেড়ে গেছে বিষধর রাসেলস ভাইপার বা চদ্রবোড়া সাপের উপদ্রুব।
চলুন দেখে নেই সাপে কামড়ালে কি করব কি করব না।

আজকে থেকে জিলহজ্ব মাস শুরু।জিলহজ্ব মাসের ফজিলত ও আমলগুলা দেখে নেয়...
07/06/2024

আজকে থেকে জিলহজ্ব মাস শুরু।
জিলহজ্ব মাসের ফজিলত ও আমলগুলা দেখে নেয়...

12/10/2023

অবৈধ, অরিজিনাল ডাক্তার নয় কিন্তু ডাক্তার সেজে বাংলাদেশে রোগি দেখে এমন প্রেসক্রিপশন চিনার উপায়:-

ডিগ্রির নাম:
🚫DMF(ডিএমফ)
🚫MATS(মেডিকেল এসিস্ট্যান্ট)
🚫Physiotherapist (ফিজিও)
🚫SACMO(উপসহকারী কমিউনিটি চিকিৎসক)
🚫আকুপাংচার স্পেশালিস্ট
🚫পল্লি চিকিৎসক ইত্যাদি।
🚫ফার্মাসিস্ট

MBBS(এমবিবিএস) ব্যাতিত অন্য কোন ব্যক্তি দ্বারা আপনি চিকিৎসা নিচ্ছেন তো আপনি প্রতারিত হচ্ছেন এবং কখনো কখনো রোগের ভয়াবহতা ভেদে মৃত্যুরকোলে একধাপ এগিয়ে গেলেন।

"নিজে সচেতন হন।
সমাজকে সচেতন করে তুলুন।"

আপনার আশেপাশের এরকম ভুয়া ডাক্তারদের ব্যাপারে সচেতন হোন। প্রয়োজনে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার মিলে কিনা চেক করে নিন নিচ...
27/09/2023

আপনার আশেপাশের এরকম ভুয়া ডাক্তারদের ব্যাপারে সচেতন হোন। প্রয়োজনে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার মিলে কিনা চেক করে নিন নিচের ওয়েবসাইট থেকে..
verify.bmdc.org.bd

ডা. নূর কাশেম
এমবিবিএস(সিওমেক) সিএমইউ(আল্ট্রা)

আপনি জানেন কি বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগ ও স্ট্রোকজনিত কারণে।প্রতিদিন অন্তত ৩০ মিনিট, সপ্তাহে ৫ দিন একটানা...
20/09/2023

আপনি জানেন কি বিশ্বে সবচেয়ে বেশি মানুষ মারা যায় হৃদরোগ ও স্ট্রোকজনিত কারণে।

প্রতিদিন অন্তত ৩০ মিনিট, সপ্তাহে ৫ দিন একটানা হাটার অভ্যাস আপনার হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমায় বহুলাংশে।

ডা. নূর কাশেম
এমবিবিএস
সিএমইউ(আল্ট্রা)

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category