 
                                                                                                    11/04/2025
                                            ভুয়া ডাক্তার ধরিয়ে দিন! 
ডিএমএফ= স্যাকমো=ভুয়া ডাক্তার
মুকসুদপুর উপজেলার স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.রায়হান ইসলাম শোভন এবং গোপালগঞ্জ জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ মেজিস্ট্রেট জনাব প্রবির বিশ্বাস মুকসুদপুরের কয়েকটি ডায়াগনস্টিক ও ক্লিনিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।এসময়ে মুকসুদপুর উপজেলার খান্দারপাড়া ইউনিয়নের ড.সাইদুর রহমান লস্কর - ইব্রাহিম জেনারেল হাসপাতাল ( যা বারডেম এর একটি সহযোগী প্রতিষ্ঠান) নামক হাসপাতালে অভিযানকালে প্রতিষ্ঠানটির লাইসেন্স না থাকা,যথাযথ যোগ্যতাহীন পার্সন দিয়ে এক্সরে পরিচালনা করা,এখতিয়ার বহির্ভুত ভাবে রক্ত পরিসন্চালনের মত স্পর্শকাতর কার্যক্রম পরিচালনা করা,ডিএমএফ দিয়ে আল্ট্রাসনো করানো সহ বিবিধ অনিয়মের প্রমান মেলায় প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ করে দেয়া হয় এবং প্রতিষ্ঠান টিকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়।
উক্ত প্রতিষ্ঠানে প্রদিপ মন্ডল নামে এক ডিএমএফ ডিগ্রীধারি তার নামের পুর্বে ডাক্তার পদবী লেখা এবং আল্ট্রাসনো করার অপরাধে ১ মাসের জেল এবং ১০,০০০ টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এবং মহামান্য আদালতের সাম্প্রতিক রায় অনুযায়ী এমবিবিএস এবং বিডিএস ব্যাতিত কেউ নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করতে পারবেন না।মুকসুদপুরের যে সমস্ত ডিএমএফ ডিগ্রীধারী গন সম্প্রতি এই আইন অমান্য করে যাচ্ছেন মুকসুদপুরের স্বাস্হ্য বিভাগ তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষন করছে।অচিরেই পর্যায়ক্রমে তাদের সবার বিরুদ্ধে কঠোর ব্যবস্হা নেয়া হবে।
ডা.রায়হান ইসলাম শোভন,
উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
মুকসুদপুর, গোপালগঞ্জ।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  