Niramoy Pharmacy

Niramoy Pharmacy ন্যায্য মূল্যে আসল ঔষধ। ন্যায্য মূল্যের ফার্মেসি। এয়ারপোর্ট রোড আম্বরখানা পয়েন্ট সিলেট।

গেস্ট্রালফেট (Sucralfate) একটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ঔষধ, যা সাধারণত আলসার বা পেপটিক আলসার ডিজিজ (Peptic Ulcer Disease)...
01/08/2025

গেস্ট্রালফেট (Sucralfate) একটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল ঔষধ, যা সাধারণত আলসার বা পেপটিক আলসার ডিজিজ (Peptic Ulcer Disease) চিকিৎসায় ব্যবহার করা হয়।

🧪 সাধারণ পরিচয়

জেনেরিক নাম: Sucralfate

ব্র্যান্ড নাম: Gastralfate, Ulcergel, Sucral, Mucaine Gel, ইত্যাদি

ফর্ম: ট্যাবলেট, সাসপেনশন (জেল বা তরল)

ব্যবহার: মুখে খাওয়ার জন্য (oral route)

🔬 কাজ করার পদ্ধতি (Mechanism of Action)

গেস্ট্রালফেট সরাসরি পাকস্থলীর ক্ষতস্থানে গিয়ে একটি সুরক্ষামূলক স্তর (protective barrier) তৈরি করে।
এই স্তর:

এসিড, পেপসিন ও বাইল সল্ট থেকে ক্ষতস্থানে প্রতিরক্ষা গড়ে তোলে।

ক্ষত সারাতে সাহায্য করে।

কিন্তু এটি গ্যাস্ট্রিক এসিড নিঃসরণ বন্ধ করে না, বরং এসিডের প্রতিক্রিয়া থেকে ক্ষতস্থলকে রক্ষা করে।

🩺 ব্যবহার (Indications)

1. পাকস্থলীর আলসার (Gastric ulcer)

2. ডুয়োডেনাল আলসার (Duodenal ulcer)

3. স্ট্রেস আলসার প্রতিরোধ

4. রিফ্লাক্স এসোফেজাইটিস (Reflux esophagitis)

5. গ্যাস্ট্রাইটিস

6. দীর্ঘমেয়াদে NSAIDs ব্যবহারের ফলে গ্যাস্ট্রিক সমস্যা

🕒 ব্যবহারের নিয়ম

সাধারণত খালি পেটে খাওয়া হয় (খাওয়ার ১ ঘণ্টা আগে বা ঘুমানোর আগে)।

দিনে ২-৪ বার নির্ধারিত ডোজে।

সম্পূর্ণ কোর্স শেষ না হওয়া পর্যন্ত খাওয়া চালিয়ে যেতে হয়।

⚠️ পার্শ্বপ্রতিক্রিয়া (Side Effects)

> বেশিরভাগ ক্ষেত্রে তুলনামূলকভাবে নিরাপদ, তবে কিছু হালকা পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে:

কোষ্ঠকাঠিন্য (সবচেয়ে সাধারণ)

মুখ শুকিয়ে যাওয়া

বমিভাব বা বমি

পেট ফাঁপা বা গ্যাস

বিরলভাবে অ্যালার্জিক রিঅ্যাকশন

🚫 সতর্কতা

কিডনি রোগীর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয় কারণ এতে অ্যালুমিনিয়াম থাকে, যা জমে যেতে পারে।

অন্য ওষুধের সাথে ব্যবধান রেখে খেতে হয়, কারণ এটি অন্যান্য ওষুধের শোষণ ব্যাহত করতে পারে (যেমনঃ Digoxin, Fluoroquinolones, Phenytoin ইত্যাদি)।

🤰 গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ব্যবহার

সাধারণভাবে নিরাপদ মনে করা হয়, তবে ডাক্তারি পরামর্শ ছাড়া গ্রহণ করা উচিত নয়।

📌 উপসংহার

গেস্ট্রালফেট একটি নিরাপদ ও কার্যকরী গ্যাস্ট্রোপ্রটেকটিভ ওষুধ, যা পাকস্থলীর আলসার ও গ্যাস্ট্রিকের জন্য ব্যবহৃত হয়। এটি সরাসরি আলসার সারাতে সাহায্য করে, তবে এসিড নিঃসরণ কমায় না। তাই অনেক সময় এটি অ্যান্টাসিড বা এসিড রিডিউসিং ওষুধের সাথে একত্রে ব্যবহার করা হয়।

ঔষধ কিনতে সতর্ক হোন। ডেট এক্সপায়ার  ঔষধ কিনছেন না তো? সতর্ক হউন।নিচের লিংকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
03/04/2025

ঔষধ কিনতে সতর্ক হোন। ডেট এক্সপায়ার ঔষধ কিনছেন না তো? সতর্ক হউন।
নিচের লিংকে ক্লিক করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।

৯৯% ক্রেতা ঔষধের ডেট এক্সপায়ার কি না তা যাচাই করেন না।

মাথাব্যথা নিমিষেই গায়েব।
23/03/2025

মাথাব্যথা নিমিষেই গায়েব।

সিলেটের আম্বরখানা পয়েন্টে অবস্থিত নিরাময়  ফার্মেসী থেকে প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ঔষধ ন্যায্য মূল্যে কিনুন। ছাড়াও অন...
06/01/2025

সিলেটের আম্বরখানা পয়েন্টে অবস্থিত নিরাময় ফার্মেসী থেকে প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ঔষধ ন্যায্য মূল্যে কিনুন। ছাড়াও অনেক প্রবাসী ভাই-বোনেরা আছেন যারা তাদের দেশে থাকা আত্মীয়-স্বজনকে প্রবাসে থেকে প্রতি মাসে ঔষধ কিনে দেয়ার জন্য অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়। এছাড়াও অনেক মানুষ আছেন অসুস্থ অথবা বৃদ্ধ। বাইরে বের হয়ে ফার্মেসিতে দাঁড়িয়ে ঔষধ ক্রয় করা অনেক কষ্টসাধ্য অথবা প্রায় অসম্ভব।

তাদের জন্য আমরা এখন থেকে ন্যায্য মূল্যে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি শুধুমাত্র সিলেট সিটি কর্পোরেশন এলাকায়।
ঔষধ অর্ডার করাও অত্যন্ত সহজ।
০১৯১৯৯৭২৮৪৬ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রেসক্রিপশন অথবা ঔষধের তালিকা, নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কোন ঔষধ কত পিস তা উল্লেখপূর্বক অর্ডার নিশ্চিত করুন।প্রতিদিন দুপুর ১২ টার ভিতরে হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন। বারোটার পরে অর্ডার করলে প্রোডাক্ট ডেলিভারি ম্যান এভেইলেবল থাকা সাপেক্ষে ঐদিন অথবা তার পরদিন ডেলিভারি পাবেন।

সিলেটের আম্বরখানা পয়েন্টে অবস্থিত নিরাময়  ফার্মেসী থেকে প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ঔষধ ন্যায্য মূল্যে কিনুন। ছাড়াও অন...
07/05/2024

সিলেটের আম্বরখানা পয়েন্টে অবস্থিত নিরাময় ফার্মেসী থেকে প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ঔষধ ন্যায্য মূল্যে কিনুন। ছাড়াও অনেক প্রবাসী ভাই-বোনেরা আছেন যারা তাদের দেশে থাকা আত্মীয়-স্বজনকে প্রবাসে থেকে প্রতি মাসে ঔষধ কিনে দেয়ার জন্য অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়। এছাড়াও অনেক মানুষ আছেন অসুস্থ অথবা বৃদ্ধ। বাইরে বের হয়ে ফার্মেসিতে দাঁড়িয়ে ঔষধ ক্রয় করা অনেক কষ্টসাধ্য অথবা প্রায় অসম্ভব।

তাদের জন্য আমরা এখন থেকে ন্যায্য মূল্যে ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি। ঔষধ অর্ডার করাও অত্যন্ত সহজ।
০১৯১৯৯৭২৮৪৬ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার প্রেসক্রিপশন অথবা ঔষধের তালিকা, নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কোন ঔষধ কত পিস তা উল্লেখপূর্বক অর্ডার নিশ্চিত করুন।প্রতিদিন দুপুর ১২ টার ভিতরে হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন। বারোটার পরে অর্ডার করলে প্রোডাক্ট ডেলিভারি ম্যান এভেইলেবল থাকা সাপেক্ষে ঐদিন অথবা তার পরদিন ডেলিভারি পাবেন।

Message Niramoy Pharmacy on WhatsApp. https://wa.me/message/YAKOH5DKVQGWA101919-972846

10/04/2024

EID MUBARAK

বদহজম থেকে এক মিনিটেই মুক্তি পাবেন।
05/04/2024

বদহজম থেকে এক মিনিটেই মুক্তি পাবেন।

07/01/2024

সিলেটের আম্বরখানা পয়েন্টে অবস্থিত নিরাময় ফার্মেসী থেকে প্রেসক্রিপশন অনুযায়ী সঠিক ঔষধ ন্যায্য মূল্যে কিনুন। ছাড়াও অনেক প্রবাসী ভাই-বোনেরা আছেন যারা তাদের দেশে থাকা আত্মীয়-স্বজনকে প্রবাসে থেকে প্রতি মাসে ঔষধ কিনে দেয়ার জন্য অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়। সেই কথা চিন্তা করে আমরা দিচ্ছি ঔষধ ফ্রি হোম ডেলিভারি। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার উল্লেখপূর্বক কোন ঔষধ কতটি নিতে চান তা জানিয়ে হোয়াটসঅ্যাপ করুন 01919-972846 এই নাম্বারে। প্রতিদিন দুপুর ১২ টার ভিতরে হোম ডেলিভারির জন্য অর্ডার করতে পারবেন। বারোটার পরে অর্ডার করলে প্রোডাক্ট ডেলিভারি ম্যান এভেইলেবল থাকা সাপেক্ষে ঐদিন অথবা তার পরদিন ডেলিভারি পাবেন।

28/11/2023
Very important and informative.
12/10/2023

Very important and informative.

ইউকেতে আছি প্রায় ১৫ বছর। এ দেশে ফার্মাসিতে পড়ে ব্রিটিশ ফার্মাসি কোম্পানি লয়েডসে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদের অপর এডমিনও সার্টিফাইড ফার্মাসিস্ট আর দীর্ঘদিন ধরে সরাসরি বাংলাদেশের medicine ব্যবসার সঙ্গে যুক্ত।

এগুলো বলছি কারণ বাংলাদেশে ইদানিং এক ভয়াবহ চর্চা শুরু হয়েছে। বর্তমানে স্কিন কেয়ারে অন্যতম হাইপ তুলেছে যে ingredients তার নাম . রেটিনল একরকম ভিটামিন এ যা স্কিনের সেল প্রোডাকশন বাড়াতে ও একনি ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। এই রেটিনল পরিবারের সবচেয়ে সেইফ ও মাইন্ড ফর্ম রেটিনল, এরপরে রেটিনয়েড। এরপরে আছে Adapalene ➡️ Tretinoin ➡️ Isotretinoin➡️ tazarotene।

আপনি হয়তো ভাবছেন আমার Tretinoin এ তো মাত্র ০.২৫% লেখা, এটা নিশ্চয় অনেক মাইল্ড! আসলে তা না, আপনি রেটিনয়েড ফ্যামিলির বাপ দাদার কাছে পৌঁছে গেছেন যা ০.২৫% ও অনেক শক্তিশালী।

আপনারা জানেন কী না জানি না, ইউকেতে retinol এর মাইল্ড ফর্ম retinol আর retinoid ছাড়া বাকি কোনোটাই (Tretinoin, Adapalene, Isotretinoin) প্রেসক্রিপশন ছাড়া নিজে নিজে কেনা যায় না! প্রথম দুইটা ফর্মও কিনতে গেলে আপনার স্কিন অনুযায়ী মাইলডেস্ট ফর্ম দিয়ে শুরু করতে বলা হয়।

অথচ বাংলাদেশে যেহেতু নিয়মকানুনের ব্যবস্থাপনা নেই, প্রেসক্রিপশন ছাড়াই অহরহ Isotretinoin, Tretinoin, Adapalene এর মত ভয়ংকর কড়া ট্রিটমেন্ট প্রোডাক্ট বিক্রি হচ্ছে। এই অয়েন্টমেন্ট বা মেডিসিন গুলোর লেবেলে খেয়াল করবেন লেখা আছে 'ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে।' কিন্তু আমাদের কাছে এমন অনেকে আসছেন, অনেকে পোস্ট দিচ্ছেন যে তারা বিভিন্ন বিউটি ব্লগারের ভিডিও দেখে একনি ট্রিটমেন্টের অব্যর্থ ওষুধ হিসেবে এইসব মেডিসিন ব্যবহার করতে চাইছেন।

আপনারা কি কখনো এই লেবেলে যে সাইড এফেক্টসগুলো পড়ে দেখেছেন? রেটিনল আমাদের স্কিনে এপ্লাই করার পর এর প্রভাব শরীরের রয়ে যায়, vitmain A toxicity তৈরি করতে পারে এবং সেটা আমাদের ফ্যাটি টিস্যু আর লিভারে জমা থাকে। এটা থেকে আমাদের ফিটাসে FRS নামক condition হতে পারে, শিশুর বার্থ ডিফেক্ট হতে পারে। তাই প্রেগন্যা্সি ও ব্রেস্টফিডিং এর সময় রেটিনল যেমন নিষিদ্ধ তেমনি কেউ কনসিভ করার প্ল্যান করলে এর ছয় মাস আগ থেকে যেকোনো retinol এভয়েড করতে বলা হয়।

এছাড়াও রেটিনল ব্যবহারে সতর্কতার আরো অনেক ব্যাপার আছে। আপনার স্কিনে সামান্য সেনসিটিভিটি থাকলেও আপনি রেটিনল ব্যবহার করতে পারবেন না। কারন এটি স্কিনে পার্জিং, ড্রাইনেস, ব্রেক আউট, পিলিং, ইরেটেশন বাড়ায়, স্কিনকে সান সেনসিটিভ করে। এছাড়াও রেটিনল কোন রুটিনে, অন্য কোন প্রোডাক্ট এর সাথে ব্যবহার করা যাবে তার নির্দিষ্ট নিয়ম রয়েছে। কনফ্লিক্ট করে এমন ingredients এর সাথে ব্যবহার করলে বা একই রুটিনে রেটিনলের অন্য ফর্ম থাকলে মারাত্মক ভুল হয়ে যেতে পারে। আপনার একনির ধরন না জেনে রেটিনল ব্যবহার করলে এটা ব্যবহার বন্ধ করলেই আবারও একনি ফিরে আসার সুযোগ থাকে।

তারমানে এই নয় যে আপনি রেটিনল ব্যবহার করবেন না। এক্সপার্ট এডভাইস নিয়ে retinol, retinoid ও ব্যবহার করতে সমস্যা নেই। আর Tretinoin, Adapalene, Isotretinoin এর মত যেকোনো ফার্মেসি প্রোডাক্ট হুট হাট ব্যবহার না করে ডাক্তার দেখান।

হ্যাঁ, একই সতর্কবাণী উচ্চারণ করবো benzoyl peroxide, azelaic acid এর জন্যও।

বাজারে এসেছে ভনোপ্রাজন গ্রুপের নতুন গ্যাস্ট্রিক আলসারের ঔষধ যা সাধারণ প্রচলিত গ্যাস্ট্রিক আলসারের ঔষধর চেয়ে ৪০০ গুণ বেশ...
10/08/2023

বাজারে এসেছে ভনোপ্রাজন গ্রুপের নতুন গ্যাস্ট্রিক আলসারের ঔষধ যা সাধারণ প্রচলিত গ্যাস্ট্রিক আলসারের ঔষধর চেয়ে ৪০০ গুণ বেশি কার্যকর। সাধারণ ঔষধ এর যেখানে কার্যকর হতে সময় লাগে দুই থেকে তিন দিন সেখানে ভনোপ্রাজন গ্রুপে সাথে সাথে কার্যকর হয়ে যায় অর্থাৎ ইনস্ট্যান্ট রিলিফ দেয়। তথ্যসূত্র ইন্টারনেট। Niramoy Pharmacy Niramoy Ph

Address

Airport Road, Amborkhana
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Niramoy Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Niramoy Pharmacy:

Share

OUR TEAM

Call and Whatsapp : 01919972846