17/11/2021
জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক প্রয়োজন,,,------------------- ক্লিনিকের কাজের জন্য,,,,
১/ ফিল্ড সুপারভাইজার/ মার্কেটিং এক্সিকিউটিভ: এইচ,এস,সি এবং মাঠ পযার্য় স্বাস্থ্য সেবা মার্কেটিং, পরিকল্পনা ও কর্মী পরিচালনায় অভিজ্ঞ থাকতে হবে,,,
২/ প্যারামেডিকস (নারী) এইচ এস সি, এবং মেডিকেল এসিস্টেন্ট কোর্স ৪ বছর মেয়াদী( সরকার অনুমোদিত) / ২ বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক স কোর্স সম্পন্ন কারী।
৩/ নার্স (নারী) : সরকার অনুমোদিত ৪ বছর মেয়াদী নার্সিং কোর্স সম্পন্ন কারী ও মিডওয়াইফারি কোর্স সম্পন্ন কারী।
৪/ ল্যাব টেক্নোলজিস্ট : এইচ এস সি, এবং সরকার অনুমোদিত প্রতিস্টান (State Madical Faculty) থেকে ৩ বছরের Diploma in Madical Technology. ( Laboratory)
৫/সার্ভিস প্রমোটার (নারী) এস এস সি,, বা অভিজ্ঞতার আলোকে (শিতীল করা যেতে পারে) পাশ এবং মাট পর্যায়ে স্বাস্থ্য সেবা ও মার্কেটিং এ অভিজ্ঞ।
৬/ আয়া : অষ্টম শ্রেণী পাশ, কোন হাসপাতালে বা ক্লিনিকে নিম্নে ১/২ বছর কাজের অভিজ্ঞ থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
অগ্রহী গণ আগামী ৩০/১১/২০২১ ইং তারিখের মধ্যে স্ব শরিরে খামের উপর পদবী উল্লেখ্ করে , জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত সনদের ফটোকপি নিম্নের টিকানায় জমা দেয়ার অনুরোধ করা হলো,,,,
স্টার ভিউ টাওয়ার (২য় তলা)
২০৫, নং রুম
ভার্থ খলা,স্টেশন রোড,, সিলেট।