Holy View Ma O Shishu Clinic

Holy View Ma O Shishu Clinic প্রতিদিন নিয়মিত দেখতেছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ

17/11/2021

জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক প্রয়োজন,,,------------------- ক্লিনিকের কাজের জন্য,,,,
১/ ফিল্ড সুপারভাইজার/ মার্কেটিং এক্সিকিউটিভ: এইচ,এস,সি এবং মাঠ পযার্য় স্বাস্থ্য সেবা মার্কেটিং, পরিকল্পনা ও কর্মী পরিচালনায় অভিজ্ঞ থাকতে হবে,,,

২/ প্যারামেডিকস (নারী) এইচ এস সি, এবং মেডিকেল এসিস্টেন্ট কোর্স ৪ বছর মেয়াদী( সরকার অনুমোদিত) / ২ বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক স কোর্স সম্পন্ন কারী।

৩/ নার্স (নারী) : সরকার অনুমোদিত ৪ বছর মেয়াদী নার্সিং কোর্স সম্পন্ন কারী ও মিডওয়াইফারি কোর্স সম্পন্ন কারী।

৪/ ল্যাব টেক্নোলজিস্ট : এইচ এস সি, এবং সরকার অনুমোদিত প্রতিস্টান (State Madical Faculty) থেকে ৩ বছরের Diploma in Madical Technology. ( Laboratory)

৫/সার্ভিস প্রমোটার (নারী) এস এস সি,, বা অভিজ্ঞতার আলোকে (শিতীল করা যেতে পারে) পাশ এবং মাট পর্যায়ে স্বাস্থ্য সেবা ও মার্কেটিং এ অভিজ্ঞ।

৬/ আয়া : অষ্টম শ্রেণী পাশ, কোন হাসপাতালে বা ক্লিনিকে নিম্নে ১/২ বছর কাজের অভিজ্ঞ থাকলে অগ্রাধিকার দেয়া হবে।
অগ্রহী গণ আগামী ৩০/১১/২০২১ ইং তারিখের মধ্যে স্ব শরিরে খামের উপর পদবী উল্লেখ্ করে , জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত সনদের ফটোকপি নিম্নের টিকানায় জমা দেয়ার অনুরোধ করা হলো,,,,

স্টার ভিউ টাওয়ার (২য় তলা)
২০৫, নং রুম
ভার্থ খলা,স্টেশন রোড,, সিলেট।

সকল  স্কুল ও মাদ্রাসার জন্য আমাদের এ  পেকেজ,
08/11/2021

সকল স্কুল ও মাদ্রাসার জন্য আমাদের এ পেকেজ,

****  হলি ভিউ মা ও শিশু ক্লিনিকের ফ্রি ব্লাড গ্রুপং ও স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্পেইন ****হলি ভিউ মা ও শিশু ক্লিনিকের উদ...
06/11/2021

**** হলি ভিউ মা ও শিশু ক্লিনিকের ফ্রি ব্লাড গ্রুপং ও স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্পেইন ****

হলি ভিউ মা ও শিশু ক্লিনিকের উদ্যোগে মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ে ফ্রি—ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্পেইন গতকাল শনিবার সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। মোহাম্মদ আব্দুল আহাদ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল হকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. মামুন পারভেজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হলি ভিউ মা ও শিশু ক্লিনিকের চেয়ারম্যান মাওলানা রওনক আহমদ, ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আব্দুল্লা আল হাদি, পরিচালক হামিদুর রহমান খসরু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুস সালাম, উপস্থিত ছিলেন— প্যাথলজিস্ট হামিদ আহমদ, ডা. শারমিন সুলতানা, ডা. পারভীন সুলতানা, সিনির প্যারামেডিকস রীতা চক্রবর্তী, দৈনিক আজকালের খবরের সিলেট ব্যুরো ফটো সাংবাদিক এম. সারওয়ার হোসেন সৌরভ, শিক্ষক— শফিকুল ইসলাম, নজির উদ্দিন, আসাদুল হক, ফারুক মিয়া প্রমুখ।

আগামী ♥ শনি বারে
03/11/2021

আগামী ♥ শনি বারে

28/10/2021
কল করুন আপনার সিরিয়েল এর জন্য
25/10/2021

কল করুন আপনার সিরিয়েল এর জন্য

এখন থেকে নিয়মিত  রুগী  দেখছেন
20/10/2021

এখন থেকে নিয়মিত রুগী দেখছেন

আজ  যারা  সেবা গ্রহন করেছেন,,, তাদের মধ্যে  শুধু বয়স্ক যারা তাদের একটু নাস্তা করালাম,,,, এবং তারা কি সুন্দর মতো  সেবা নি...
12/10/2021

আজ যারা সেবা গ্রহন করেছেন,,, তাদের মধ্যে শুধু বয়স্ক যারা তাদের একটু নাস্তা করালাম,,,, এবং তারা কি সুন্দর মতো সেবা নিয়ে খুশি আছেন,, জানলাম

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when Holy View Ma O Shishu Clinic posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category