আব্দুল মুতলিব কমপ্লেক্স - Abdul Mutlib Complex

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • আব্দুল মুতলিব কমপ্লেক্স - Abdul Mutlib Complex

আব্দুল মুতলিব কমপ্লেক্স - Abdul Mutlib Complex The Abdul Mutlib Complex is located at the heart of the Golapganj Upazila next to Golapganj Tana in Sylhet, Bangladesh.

The Mutlib Complex is located at the heart of the Golapganj Upazila next to Golapganj Tana in Sylhet.

আব্দুল মুতলিব কমপ্লেক্সের প্রথম ও দ্বিতীয় তলায়  োকান_বাড়া_দেয়া_হয়েছে। বর্তমানে বাড়া দেয়ার জন্য কোনো দোকান নেই।  #বিক্রি...
19/07/2025

আব্দুল মুতলিব কমপ্লেক্সের প্রথম ও দ্বিতীয় তলায় োকান_বাড়া_দেয়া_হয়েছে। বর্তমানে বাড়া দেয়ার জন্য কোনো দোকান নেই।

#বিক্রি_হবে:
শুধুমাত্র নিচতলায় ৩টি ও দ্বিতীয় তলায় ৬টি দোকান বিক্রয়ের জন্য রয়েছে। এই দোকানগুলো বাড়া এগ্রিমেন্টসহ ক্রয় করতে হবে। সকল দোকানের বাড়া ৩ বছরের জন্য নির্ধারিত। ৩ বছর পর আপনি নিজে অথবা যিনি ব্যবসা করছেন, তার সাথে নতুন এগ্রিমেন্ট করতে পারবেন। নতুন ক্রেতা দোকানের বাড়া পাবেন দোকান ক্রয়ের তারিখ থেকে।

এছাড়াও তৃতীয় তলায় অফিস/রেস্টুরেন্ট এর স্পেস এবং এপার্টমেন্ট বিক্রয় করা হচ্ছে।

বিস্তারিত জানতে হলে যোগাযোগ করুন।

🛍️ বিক্রয়ের জন্য দোকান:

✔️ প্রথম তলায়: ৩টি
✔️ দ্বিতীয় তলায়: ৬টি

🏬 ভাড়ার জন্য স্পেস:

✔️ প্রথম ও দ্বিতীয় তলা সম্পূর্ণ ভাড়া দেয়া হয়েছে
✔️ তৃতীয় তলায়: অফিস, রেস্টুরেন্ট ও বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দেয়া হবে
---

🏠 অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে!

নিরাপদ, আধুনিক, ও স্বাচ্ছন্দ্যময় আবাসনের এক অনন্য সুযোগ আপনার অপেক্ষায়।
---

🏬 বিশেষ সুবিধাসমূহ:
✅ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভবন
✅ আন্ডারগ্রাউন্ড পার্কিং সুবিধা
✅ আধুনিক ও প্রশস্ত লিফট
---

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱 01733 905452 | 01324 184841 | 01715 056225 | 01715 278259, 📱 যুক্তরাজ্য: +44 7957 981636

---

🎯 সীমিত ইউনিট — আজই বুকিং নিশ্চিত করুন!
ব্যবসা কিংবা আবাসন, উভয়ের জন্যই এই সুযোগ হতে পারে আপনার শ্রেষ্ঠ সিদ্ধান্ত।

🏙️ আব্দুল মুতলিব কমপ্লেক্স
— গুণগতমান, অবস্থান ও সুযোগের একটি বিশ্বস্ত নাম।

🎉 Grand Opening Offer – Sabbir Education, Golapganj 🎉📣  Grand Opening -এ আমরা নিয়ে এসেছি 3 Days Special Admission Offer!...
19/07/2025

🎉 Grand Opening Offer – Sabbir Education, Golapganj 🎉

📣 Grand Opening -এ আমরা নিয়ে এসেছি 3 Days Special Admission Offer!

✅ Spoken English
✅ IELTS (Academic & General Training)
✅ IELTS Life Skills (UK)
✅ ISCU – IELTS Special Care Unit
✅ Basic Computer
✅ IELTS Mock Test

📚 ভর্তি হলেই পাচ্ছেন আকর্ষণীয় পুরস্কার!
💥 কোর্স ফিতে থাকছে বিশেষ ছাড়!

🗓️ Opening Date: 20 July 2025, Sunday
📍 Location: আব্দুল মুতলিব কমপ্লেক্স গোলাপগঞ্জ মডেল থানার পাশে, গোলাপগঞ্জ, সিলেট।
⏳ Offer Valid Till: 22 July 2025

📞 Contact Now: 01339-785642 / 01771-565006

🎁 Hurry Up! Seats are limited – Don’t Miss Out!

17/06/2025

🏡 ধারাবহর হেলথ ভিউ রেসিডেন্স
মাত্র ২টি প্লট বাকি রয়েছে —

শাহজাহান এস্টেট এর ৪র্থ আবাসন প্রকল্প ধারাবহর হেলথ ভিউ রেসিডেন্সে আর মাত্র ২টি প্লট বাকি রয়েছে।

শাহজাহান এস্টেট ধারাবহর প্রকল্প হতে মাত্র ৬০০ মিটার দুরত্বে, গোলাপগঞ্জ সরকারী হাসপাতালের পাশে — তৈরি প্লটে আজই শুরু করুন আপনার বাড়ি নির্মাণ!

📍 লোকেশন: গোলাপগঞ্জের ধারাবহর সরকারি হাসপাতালের একদম পাশে, ঢাকাদক্ষিণ-গোলাপগঞ্জ প্রধান সড়কের সাথে, সহজ যাতায়াত সুবিধাসম্পন্ন প্রিমিয়াম হাউজিং প্রকল্প।

🔹 বর্তমানে মাত্র ২টি প্লট বাকি রয়েছে —
▪️ একটি ৭ শতক
▪️ একটি ৮ শতক

✅ বিশেষ বৈশিষ্ট্য:

• সম্পূর্ণ রেডি প্লট — সঙ্গে সঙ্গে বাড়ি নির্মাণ সম্ভব
• প্রকল্প মেইন রোড-সংলগ্ন
• গোলাপগঞ্জ ও ঢাকাদক্ষিণ শহরের মাঝামাঝি
• হাসপাতাল, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান খুব কাছেই
• হালনাগাদ কাগজপত্র
• তাৎক্ষণিক রেজিস্ট্রি ও হস্তান্তর সুবিধা
• শাহজাহান এস্টেট ধারাবহর ও শাহজাহান এস্টেট রণকেলীর ঠিক মধ্যখানে অবস্থিত

🧭 কীভাবে পৌঁছাবেন?
গোলাপগঞ্জ থেকে ঢাকাদক্ষিণের পথে, সরকারি হাসপাতাল অতিক্রম করেই বাম পাশে — "ধারাবহর হেলথ ভিউ রেসিডেন্স"।

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

আনোয়ার শাহজাহান : +44 7957981636 (UK)
আনোয়ার মাছুম : +88 01715 056225
আনোয়ার হুমায়ুন : +88 01715 056225

🏢 দোকান ও অ্যাপার্টমেন্ট বিক্রয় ও ভাড়ার সুবর্ণ সুযোগ!📍 আব্দুল মুতলিব কমপ্লেক্স, গোলাপগঞ্জ পৌর শহর (মডেল থানার পাশে)আলহাম...
12/06/2025

🏢 দোকান ও অ্যাপার্টমেন্ট বিক্রয় ও ভাড়ার সুবর্ণ সুযোগ!

📍 আব্দুল মুতলিব কমপ্লেক্স, গোলাপগঞ্জ পৌর শহর (মডেল থানার পাশে)

আলহামদুলিল্লাহ!
প্রথম তলার ৩৮টি দোকানই সফলভাবে ভাড়া সম্পন্ন হয়েছে। এখন দ্বিতীয় তলায় মাত্র ৮টি দোকান ভাড়ার জন্য উন্মুক্ত।

📍 ব্যবসার জন্য অন্যতম সেরা লোকেশন —
আপনার সফল উদ্যোগ শুরু হোক এই আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানায়।
---

🛍️ বিক্রয়ের জন্য দোকান:
✔️ প্রথম তলায়: ৩টি
✔️ দ্বিতীয় তলায়: ৮টি

🏬 ভাড়ার জন্য স্পেস:
✔️ দ্বিতীয় তলায়: ৮টি দোকান
✔️ তৃতীয় তলায়: অফিস, রেস্টুরেন্ট ও বাণিজ্যিক ব্যবহারের জন্য ভাড়া দেয়া হবে
---

🏠 অ্যাপার্টমেন্ট বিক্রয় চলছে!

নিরাপদ, আধুনিক, ও স্বাচ্ছন্দ্যময় আবাসনের এক অনন্য সুযোগ আপনার অপেক্ষায়।
---

🏬 বিশেষ সুবিধাসমূহ:
✅ সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ভবন
✅ আন্ডারগ্রাউন্ড পার্কিং সুবিধা
✅ আধুনিক ও প্রশস্ত লিফট
---

📞 বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📱 01733 905452 | 01324 184841 | 01715 056225 | 01715 278259, 📱 যুক্তরাজ্য: +44 7957 981636

---

🎯 সীমিত ইউনিট — আজই বুকিং নিশ্চিত করুন!
ব্যবসা কিংবা আবাসন, উভয়ের জন্যই এই সুযোগ হতে পারে আপনার শ্রেষ্ঠ সিদ্ধান্ত।

🏙️ আব্দুল মুতলিব কমপ্লেক্স
— গুণগতমান, অবস্থান ও সুযোগের একটি বিশ্বস্ত নাম।

আগামী ১৬ জুন সোমবার সন্ধ্যা ৭টায় আব্দুল মুতলিব কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি দ্বিতীয় বারের মত রাফেল ড্র অনুষ্ঠিত হবে। অনুষ্ঠ...
11/06/2025

আগামী ১৬ জুন সোমবার সন্ধ্যা ৭টায় আব্দুল মুতলিব কমপ্লেক্স ব্যবসায়ী সমিতি দ্বিতীয় বারের মত রাফেল ড্র অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।

র‍্যাফেল ড্র-তে পুরস্কার হিসাবে থাকছে- ফ্রিজ, টিভি, ফ্যান, বাই সাইকেল সহ ৫টি বিভিন্ন ধরনের পুরস্কার।

07/06/2025

📢 নতুন আরেকটি দোকান উদ্বোধন!

🎉 আব্দুল মুতলিব কমপ্লেক্সে আরেকটি নতুন দোকানের শুভ উদ্বোধন সম্পন্ন হয়েছে। #মা_বোরকা_হাউজ।

✅ এখন মাত্র ৪টি দোকান বাকি আছে!
🏪 দোকান ক্রয় অথবা ভাড়ার সুযোগ!
📍প্রতিটি দোকান আধুনিক সুবিধাসম্পন্ন ও ব্যবসার জন্য উপযুক্ত।

📞 আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন –+88 01715 278259

সুযোগ সীমিত, দেরি না করে আজই বুকিং নিশ্চিত করুন!

আগামী ১৪ মে, বুধবার বিকেল ৪টায় আব্দুল মুতলিব কমপ্লেক্সে কজি আউটফিট শোরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতি...
12/05/2025

আগামী ১৪ মে, বুধবার বিকেল ৪টায় আব্দুল মুতলিব কমপ্লেক্সে কজি আউটফিট শোরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহান এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

12/05/2025

আগামী ১৪ মে, বুধবার বিকেল ৪.৩০টায় আব্দুল মুতলিব কমপ্লেক্সে কজি আউটফিট শোরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা বেলাল আহমদ মুরাদ এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন।

28/03/2025

আব্দুল মুতলিব কমপ্লেক্সে ঈদের সপিং করে জিতে নিন লক্ষ টাকার বিভিন্ন পুরস্কার।

গোলাপগঞ্জ মডেল থানার পাশেই অবস্থিত আব্দুল মুতলিব কমপ্লেক্স।

26/03/2025

আব্দুল মুতলিব কমপ্লেক্সে ঈদের সপিং করে জিতে নিন লক্ষ টাকার বিভিন্ন পুরস্কার।

গোলাপগঞ্জ মডেল থানার পাশেই অবস্থিত আব্দুল মুতলিব কমপ্লেক্স - Abdul Mutlib Complex ।

25/03/2025

NURA Baby Shop

গোলাপগঞ্জে ঈদ বাজারের প্রাণকেন্দ্র – আব্দুল মুতলিব কমপ্লেক্স

রমজানের শেষদিকে জমে উঠেছে গোলাপগঞ্জের ঈদ বাজার, আর ক্রেতাদের পছন্দের গন্তব্য আব্দুল মুতলিব কমপ্লেক্স।

✅ বিশাল কালেকশন – পোশাক, জুতা, কসমেটিকস, শিশুদের পোশাক ও আরও অনেক কিছু।
✅ বিশেষ ঈদ অফার – নির্বাচিত পণ্যে ৫০% পর্যন্ত ছাড়!
✅ লক্ষ টাকার পুরস্কার – কেনাকাটা করে জিতে নিন মূল্যবান উপহার!
✅ নিরাপদ পরিবেশ – সিসি ক্যামেরা ও উন্নত নিরাপত্তা ব্যবস্থা।

📍লোকেশন: গোলাপগঞ্জ মডেল থানার পাশে আব্দুল মুতলিব কমপ্লেক্স

ঈদের কেনাকাটার সেরা গন্তব্য – এখনই আসুন!

25/03/2025

আলহামদুলিল্লাহ! গোলাপগঞ্জ মডেল থানার পাশে আব্দুল মুতলিব কমপ্লেক্সে ঈদের কেনাকাটা এখন আরও আকর্ষণীয়! এখানে কেনাকাটা করে জিতে নিন লক্ষ টাকা মূল্যের বিভিন্ন দারুণ পুরস্কার। ঈদের আনন্দকে আরও বাড়িয়ে তুলতে চলছে বিশেষ অফার ও ছাড়! দেরি না করে আজই ঘুরে আসুন এবং ঈদের কেনাকাটায় ভাগ্যবান হওয়ার সুযোগ গ্রহণ করুন!

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when আব্দুল মুতলিব কমপ্লেক্স - Abdul Mutlib Complex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to আব্দুল মুতলিব কমপ্লেক্স - Abdul Mutlib Complex:

Share