20/12/2024                                                                            
                                    
                                    
                                                                        
                                        একটি উন্মাদ রোগীর রোগীলিপি-
রেকর্ডনং ২৩৬০৫ নাম -আপন দাস,বয়স ১৩ পিতা-নিরঞ্জন দাস সাং গোপালপুর উপজেলা জামালগঞ্জ জেলা-সুনামগঞ্জ।মোবাঃ ০১৭৪৪১২৯২৩৩
ছবিজ্ঞান-
১৩ বৎসর বয়সের কিশোর, চঞ্চল স্বভাব,কাজকর্মে পটু পড়ালেখায় তেমন আগ্রহ নেই মাছ ধরা,কৃষিকাজ, নৌকা বাওয়া, ইত্যাদি কাজে পটু। তার একটা প্রিয় ডেকা গরু অর্থাৎ পূরুষ গরু ছিল,খুব পছন্দের। তার যত্ন আত্তির দায়িত্ব সে নিজের হাতেই করত।একদা দরিদ্র পিতার অর্থায়নের প্রয়োজন হয়,সেজন্য গরুটা  বিক্রি করা আবশ্যক হয়ে পড়ে,তাই তাকে না জানিয়ে গরুটা বিক্রি করে দেয়।সে আত্মীয় বাড়ি থাকায় জানতে পারেনি, কিছুদিন পর যখন জানতে পারে তার প্রিয় গরুটি বিক্রি হয়ে গেছে তখন তার মনে খুব রাগ হয় এবং দুঃখ পায়,তার মনে এক প্রকার বিষাদ চলে আসে, তাই তার দৈনন্দিন চলায় পূর্ববৎ নিয়ম বিঘ্ন হতে থাকে,খাওয়া দাওয়ায় অনিয়ম পরিলক্ষিত হয় এবং একদা জ্বর চলে আসে।স্থানীয় এলোপ্যাথিক চিকিৎসা হয় কোনরূপ উপশম না হওয়ায় উপজেলা সদরে এম বি বি এস (বিসিএস স্বাস্থ্য)সরকারী ডা.এর ব্যবস্থাপত্র গ্রহন করেন,এবং কিছুদিন ঔষধ সেবনের পরও জ্বর না কমে উন্মাদ ভাব পরিলক্ষিত হয়, আবোল তাবুল কথা বলে,মানুষকে মারতে চায়,কামড়াতে চায়,কান্না করে অশ্লীল বাক্যালাপ করতে থাকে,এমতাবস্থায় রোগীকে সুচিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।এখানে প্রায় ২৩দিন কাটানো হয়,কোন উপশম না হওয়ায় তাকে উচ্চতর চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলা হয়।দরিদ্র পিতার চিকিৎসা সক্ষমতা না থাকায় এক আত্মীয়ের পরামর্শে আমার কাছে চিকিৎসার জন্য নিয়ে আসে।আমার পর্যবেক্ষণের সময় রোগী ও রোগীর পিতা ও ভাইয়ের কাছে থেকে যা জেনেছি তার সম্পূর্ণ রোগীচিত্রটি হুবহু তোলে ধরলাম।
★সব সময় প্রচন্ড জ্বর,চোঁখ মুখ লাল,এদিক ওদিক থাকায় হাত নড়াচড়া করে খুব বেশী,কখনো কপালে হাত দেয,কখনো মাথায়, কখনো দুহাত তোলে আবুল তাবুল বকে,কখনো অসংলগ্ন অশ্লীল কথাবার্তা বলে এবং পালাতে চায়।
★লজ্জাহীন সবার সামনে লিঙ্গ বের করে যত্রতত্র প্রস্রাব করে ফেলে।
★কখনো বিলাপ করে কন্না করতে থাকে।
★ভয় ডরহীন।
★প্রস্রাব পায় ঘন ঘন,মুত্রের রং লাল।
★কখনো পেটে ব্যাথা বলে পেট চেপে ধরে।
★পায়খানা হয় না মলত্যাগে কেবল কুন্থন।
★মাথা কামড়ায় বলে অস্থির হয়ে উঠে।
★খাবার খেতে চায় না।
★কখনও ঘুম ঘুম ভাব, সর্প বলে চিৎকার করে উঠে।
★ স্বন্দেহ বাতিক,কাউকে বিশ্বাস করে না।
★গরম কাতর
★স্নানে খুব ইচ্ছে ৩/৪ বার করে।
★ঘাম খুব বেশী পিঠ ঘামে বেশী, দুগন্ধহীন।
★শুষ্ককাশি হয় মাঝে মধ্যে।
★স্মৃতিশক্তি দুর্বল পড়ালেখা মনে থাকে না।
★লালা প্রবন, মুখ দিয়ে লালা পড়ে।
★অতীত ইতিহাস-
★উচ্চস্থান থেকে পতন প্রায় ১১/১২ হাত উপর থেকে।
★শিশু কলেরায় আক্ষেপ প্রকাশ পায়।
★৮বৎসর বয়সে একজিমা ছিল।
★বংশগত ইতিহাস-মায়ের মস্তিষ্ক বিকৃতি বর্তমানেও আছে।
★পিতৃকোলে ক্ষয় রোগের ইতিহাস আছে।
৫/৬/২০২৩
ইগ্নেশিয়া ১০এম ৩মাত্রা দিয়েছিলাম।৭দিন অন্তর
অন্তর।সাথে প্লাসিবো ১০ এম। ১০ ফোটা রোজ ২ বার।জ্বর পাগলামো সবই সেরেছে।
গত ২৮/৭/২০২৩
প্লাসিবো ১এম, ১আউন্স ১০ ফোটা করে রোজ ২ বার।
সাথে ব্যাসিলিনাম ১এম ৩মাত্রা ৫দিন অন্তর অন্তর প্রয়োগ করি।
বর্তমানে সে পর্যবেক্ষণের আছে এবং স্বাভাবিক জীবন যাপন করতেছে।