সরলা হোমিও চিকিৎসা ও গবেষণা কেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • সরলা হোমিও চিকিৎসা ও গবেষণা কেন্দ্র

সরলা হোমিও চিকিৎসা ও গবেষণা কেন্দ্র Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সরলা হোমিও চিকিৎসা ও গবেষণা কেন্দ্র, Medical and health, Sylhet.

★হোমিওপ্যাথিক চিকিৎসায় ছবিজ্ঞানের প্রয়োজনীয়তা বলতে গিয়ে, পিতাশ্রী বলতেন,মনেকর তোমাকে একজন লোক বাড়ি এসে তালাশ করে ফিরে গে...
25/07/2025

★হোমিওপ্যাথিক চিকিৎসায় ছবিজ্ঞানের প্রয়োজনীয়তা বলতে গিয়ে,

পিতাশ্রী বলতেন,
মনেকর তোমাকে একজন লোক বাড়ি এসে তালাশ করে ফিরে গেল।তুমি যখন বাড়ি আসিলে,জানিতে পারিলে, যে এসেছিল থাকে বাড়ির কেহই চিনে না,
তবে তার রং কালো,লোকটি বেটেপনা এবং মোটাসোটা ও ঢেবঢেবে প্রকৃতির বেশ ধীরে ধীরে কথা বলে,মুখে তাহার বয়োব্রণ এবং ভ্রুদয়ের মধ্যে একটা কাটা বর্ণের আঁচিল ইত্যাদি বর্ণনা শুনিয়া তুমি সহজেই নিশ্চীত হলে,হ্যা গনেশ এসেছিল।তেমনি আমাদের হোমিওপ্যাথিক ভেষজ ছবিও ঠিক সেই প্রকার।প্রত্যেক ভেষজেরই কিছু অদ্ভুত অসাধারণ লক্ষনাবলী রয়েছে।তাই প্রত্যেক ভেষজের ছবিজ্ঞান জানা অত্যান্ত আবশ্যক।এই ভেষজ ছবিজ্ঞান জানা থাকলে সুনির্দিষ্ট সুনির্বাচিত ঔষধ প্রয়োগ করা সহজ হয়ে যায়।দেখবে হোমিওপ্যাথিক ছবিজ্ঞানের সাথে রোগীর কষ্টকর যন্ত্রনাময় লক্ষনাবলী বর্ণিত হওয়ায় সঙ্গে সঙ্গে দুই তিনটি ভেষজের ছবি অবশ্যই তোমার মানসপটে উদিত হবে বা ভেসে উঠবে আর তখনই তুলনামূলক পার্থক্য বিচার পূর্বক একটি মাত্র সুনির্বাচিত ভেষজ খুজে নেওয়া সহজ ও সম্ভব হবে।

হোমিওপ্যাথিক ছবিজ্ঞান- চিকিৎসা ক্ষেত্রে অনেক রোগীর শেষ অবস্থায় রোগী লিপির সাথে আরগ্যকর ভেষজ ছবির ঠিক মেলে না।তখন বুঝিতে ...
24/07/2025

হোমিওপ্যাথিক ছবিজ্ঞান-
চিকিৎসা ক্ষেত্রে অনেক রোগীর শেষ অবস্থায় রোগী লিপির সাথে আরগ্যকর ভেষজ ছবির ঠিক মেলে না।তখন বুঝিতে হইবে রোগীর ক্ষীণ জীবনীশক্তি লক্ষণ প্রকাশের সামর্থ্য হারাইয়া ফেলিয়াছে এবং চিকিৎসককে ইশারা বা জানান দিচ্ছে আর চেষ্টা করা বৃথা।হোমিওপ্যাথিক ছবিজ্ঞান এ কথা-ই বলে,যখন ভেষজের উপযুক্ত বিশুদ্ধ ছবি পাওয়া যায়,তখনই ঔষধ প্রয়োগ করা উপযুক্ত ও যুক্তিযুক্ত। যতক্ষণ রোগচিত্রের সাথে ঔষধ চিত্রির পূর্ণাঙ্গ মিল পাওয়া না যায়, এবং ঔষধ প্রয়োগের উপযুক্ত সময় না আসে ততক্ষণ ঔষধ প্রয়োগ করা উচিত নয়,করিলে লক্ষ্মণ গুলি ওলট পালট হয়ে যায় এবং রোগ ও রোগী এক জটিল পরিস্থিতিতে পড়ে কষ্টভোগ করিতে থাকে,এমন কি মৃত্যু পর্যন্ত হতে দেখা যায়।
উপযুক্ত কথা হল " দেহ রোগাক্রান্ত হওয়ার পর জীবনিশক্তি যে নির্দিষ্ট ভাবটি প্রকাশ করে উহাই মূলত চিকিৎসার বিষয় তাই চিকিৎসক ধৈর্য ধরে গভীর মনোযোগ সহকারে রোগী পর্যবেক্ষণের পর উপযুক্ত ঔষধ প্রয়োগ করাই মহাত্মা হ্যানিমানের হোমিওপ্যাথি।

আজ ১০ই এপ্রিল ২০২৫ ইং বিশ্ব হোমিওপ্যাথিক দিবস মহাত্মা হ্যানিমানের ২৭০ তম জন্মদিন।              বিনম্র শ্রদ্ধা হে মহান, "...
10/04/2025

আজ ১০ই এপ্রিল ২০২৫ ইং বিশ্ব হোমিওপ্যাথিক দিবস মহাত্মা হ্যানিমানের ২৭০ তম জন্মদিন।
বিনম্র শ্রদ্ধা হে মহান,
"এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রান, মরনে তাহাই তুমি করে গেলে দান"।
হে অমৃতের সন্তান,
হোমিওপ্যাথিক অমৃতসিক্ত সুক্ষ্ম রসায়নে মানব জাতিকে করেছ ধন্য।সত্যিই তুমি মহান,তুমি জাতপাত
ধর্মা বেদ সকল কিছু ছাপিয়ে অনন্য উচ্চতায় নিজেকে করেছ উন্নীত।তুমি মানব জাতির সকলের,তোমার যথাযথ মূল্যায়ন আমরা দিতে পারি নাই,তবুও আমাদের অন্তরে কাজে কর্মে তুমিই শক্তি,প্রেরনা, তুমিই সুস্থতার দিক নির্দেশক।তোমাকে ঘিরেই সুস্থ আগামী নির্মানে আমাদের পথচলা,আগামী সুস্থ সুন্দর বিনির্মানে তোমার আর্শীবাদ যেন থাকে সদায়।

হোমিওপ্যাথিক ছবিজ্ঞান #★Aconite Nap-একোনাইট ন্যাপঃ★রোগান্তে বিশেষ পরিচয় -প্রত্যেক ঔষধের একটী গতি বা Velocity আছে।সবসময়ই ...
04/03/2025

হোমিওপ্যাথিক ছবিজ্ঞান #
★Aconite Nap-একোনাইট ন্যাপঃ
★রোগান্তে বিশেষ পরিচয় -
প্রত্যেক ঔষধের একটী গতি বা Velocity আছে।সবসময়ই মনেরাখা উচিত যে,একোনাইটের রোগগুলি কালবৈশাখী ঝরের ন্যায় হঠাৎ আসে,অতি অল্প সময়ের মধ্যে ভীষণ আকার ধারন করে এবং কয়েক ঘন্টার মধ্যে হয়তো রোগীকে শেষ করে নয়তো সে নিজেই শেষ হইয়া যায়।
★তুলনীয় - একোনাইট,বেলেডোনা,ব্যাপটেশিয়া,হিপার,ভেরেট্রাম প্রভৃতি ভেষজের রোগগুলি খুব ক্ষিপ্র গতিতে বৃদ্ধি পায় এবং রোগীকে শিগ্র শিগ্রই কালের কবলে ঠিলিয়া দিতে চায়।
"রোগ চিত্র এবং ঔষধ চিত্রের প্রকৃতিগত মিলনই হোমিওপ্যাথি "
★একোনাইটের অনুপূরক সালফার।
★হ্রাস -খোলা বাতাসে ও শয্যা হতে উঠিয়া বসিলে।
★বৃদ্ধি -সন্ধ্যায়,উষ্ণগৃহে,শায়িতবস্থায় ও আক্রান্ত পার্শ্বে শয়ন করিলে।
★শেষকথা - এসেটিক এসিড ও বেলেডোনা ইহার বিষক্রিয়া নাশক।
★আময়িক প্রয়োগ -
# সদ্দি -শুষ্ক ঠান্ডা হাওয়া গায়ে লাগার দরুন তরল সর্দ্দিস্রাব,বারংবার হাঁচি, জ্বর অনুভব, সন্ধ্যার পর হতে জ্বর ও অস্থিরতা পরিলক্ষিত হয় এবং বৃদ্ধি পায়।
# কলেরা -কলেরার প্রথম অবস্থায় তরমুজ ঘোলা জলের ন্যায় তরল মল,মৃত্যুভয়,অস্থিরতা,অনেক সময় মৃত্যুর সময় নিদিষ্ট করে বলে দেয়।
★ট্রামে বাসে ভ্রমনকালীন চোঁখে বালি বা কয়লার গুড়া পড়িলে একোনাইট প্রয়োগ করিতে হয়,ইহাতে প্রশমিত না হলে একমাত্রা সালফার 2c প্রযোজ্য।
# ক্রুপ - হঠাৎ তরর সর্দ্দিস্রাব বন্ধ হইয়া হাঁপানীর টানের ন্যায় হলে প্রথমেই একোনাইট প্রয়োগ করিতে হয় ইহাতে প্রশমিত না হলে স্পঞ্জিয়া প্রযোজ্য। রাতের শুষ্ক বাতাসে গা ঢালিয়া শুইবার দরুন অঙ্গ বিশেষ আড়ষ্ট হয়ে গেলে একোনাইট চিন্তনীয়।
# প্রস্রাব - ভূমিষ্ট হওয়ার ২/৩ ঘন্টার মধ্যে শিশুর প্রস্রাব না হলে একোনাইট ধনন্তরী রূপে কাজ করে।
# চক্ষু প্রদাহ -কোনরূপ ভয় পাওয়ার পর চোঁখে রক্ত উঠিলে একোনাইট প্রযোজ্য।
# গর্ভপাত -কোনরূপ ভয় পেয়ে গর্ভপাতের উপক্রম হলে একোনাইট গর্ভপাত রোধ করে মা ও ভ্রুনকে স্বীয় জীবন দান করে।
নিবেদনে - শ্রী নীরদ রঞ্জন দাস ব্রজবাসী গোস্বামী।

26/02/2025

ছবিজ্ঞান-
Coculus.ককুলাস-
নৌকা গাড়ি যাতায়াত কালে,
বমন উথলে মাথাধরে,
প্রশ্চাৎ মস্তক ব্যাথা মেরুদন্ড ধায়।
ঋতুকালে ব্যাথা তার উদর ও মাথায়।
দুই ঋতু মধ্যে কিংবা গর্ভের সময়,
ককোলাসের শ্বেত প্রদর হয় যে উদয়।।

"ছবিজ্ঞান-The knowledge of drug pictures.নিয়ে কিছু কথা বলতে ও লিখতে গিয়ে হৃদয় আজ খুব ভারাক্রান্ত।হোমিওপ্যাথিক জীবনের প্র...
22/02/2025

"ছবিজ্ঞান-
The knowledge of drug pictures.
নিয়ে কিছু কথা বলতে ও লিখতে গিয়ে হৃদয় আজ খুব ভারাক্রান্ত।হোমিওপ্যাথিক জীবনের প্রতিটি ক্ষনে ক্ষনে যার অবদান শিরায় উপশিরায় ধমনীতে উৎসারিত হয় সেই পরমাধ্য পিতৃদেবতা শ্রী নীরদ রঞ্জন দাস ব্রজবাসী গোস্বামী আর ইহধামে নেই কিন্তু উনার লেখা সংগ্রহিত বহু হোমিওপ্যাথিক তথ্য উপাত্ত আমার জীবনের বর্তমান চলার পথে খুবেই গুরুত্বপূর্ণ ও তাৎপর্য পূর্ণ অংশ হয়ে আজও আমাকে পথ দেখিয়ে যাচ্ছে। জানি সব মানুষকেই মরতে হবে,মানুষ মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না,কালের মহাশূন্যে সবাইকে মিলাতে হয় এবং হবে।সত্যি হল জীবন খুব স্বল্প সময়ের,আর এই স্বল্প সময়ের জীবনে কত স্বপ্ন,কত আশা,কত প্রত্যাশা সবটুকুই কিন্তু পূরন হবার নয়,আর পূরণ করাও সম্ভব নয়,তবুও এগিয়ে যেতে হয়,এই এগিয়ে চলা জীবন ব্যবস্থায় কিছু বাতিঘর থাকে প্রত্যেক জীবনে,যেখানে বসে পরম নিরাপদে নিঃশ্বাস ও দুদন্ড বিস্রাম নেওয়া যায়,প্রান খোলে সবকিছু ব্যক্ত করা যায়,যাকে বলা হয় ভূল ভ্রান্তির সংশোধনাগার। এই বাতিঘরের করুনানিধি
আজ নেই তবুও আলো বিকিরণ করে চলছে অলক্ষে অদৃশ্যে থেকে।এই বাতিঘর থেকে উৎসারিত আলোর একটি প্রদীপ হল The knowledge of drug pictures ছবিজ্ঞান বইটি।আজ ছবিজ্ঞানের কিছু কথা আপনাদের সামনে লিখার প্রয়াস করছি,তিনি লিখেছেন, প্রত্যেকটি হোমিওপ্যাথিক ঔষধের পরীক্ষাকালীন প্রুভারদের (Provers)মনোরাজ্য ও) দেহরাজ্যে ও দেহের বিভিন্ন অংশে কতকগুলি অসাধারন লক্ষন ও অস্বাভাবিক ইচ্ছা, অনিচ্ছা, স্বন্দেহ ভীতি ও রুচিবিকার ইত্যাদির প্রকাশ ঘটিয়েছেন
এই আদর্শ মেটেরিয়া মেডিকায়,প্রত্যেকটি ভেষজের একটি নিখূতচিত্র লিপিবদ্ধ করিয়াছেন। তা বলেই এই বইয়ের নামকরণ হয়েছে হোমিওপ্যাথিক ছবিজ্ঞান।
খুব শিগ্রই প্রকাশিত হবে হোমিওপ্যাথিক ছবিজ্ঞান-
চলবে,,,,,

20/12/2024

একটি উন্মাদ রোগীর রোগীলিপি-
রেকর্ডনং ২৩৬০৫ নাম -আপন দাস,বয়স ১৩ পিতা-নিরঞ্জন দাস সাং গোপালপুর উপজেলা জামালগঞ্জ জেলা-সুনামগঞ্জ।মোবাঃ ০১৭৪৪১২৯২৩৩
ছবিজ্ঞান-
১৩ বৎসর বয়সের কিশোর, চঞ্চল স্বভাব,কাজকর্মে পটু পড়ালেখায় তেমন আগ্রহ নেই মাছ ধরা,কৃষিকাজ, নৌকা বাওয়া, ইত্যাদি কাজে পটু। তার একটা প্রিয় ডেকা গরু অর্থাৎ পূরুষ গরু ছিল,খুব পছন্দের। তার যত্ন আত্তির দায়িত্ব সে নিজের হাতেই করত।একদা দরিদ্র পিতার অর্থায়নের প্রয়োজন হয়,সেজন্য গরুটা বিক্রি করা আবশ্যক হয়ে পড়ে,তাই তাকে না জানিয়ে গরুটা বিক্রি করে দেয়।সে আত্মীয় বাড়ি থাকায় জানতে পারেনি, কিছুদিন পর যখন জানতে পারে তার প্রিয় গরুটি বিক্রি হয়ে গেছে তখন তার মনে খুব রাগ হয় এবং দুঃখ পায়,তার মনে এক প্রকার বিষাদ চলে আসে, তাই তার দৈনন্দিন চলায় পূর্ববৎ নিয়ম বিঘ্ন হতে থাকে,খাওয়া দাওয়ায় অনিয়ম পরিলক্ষিত হয় এবং একদা জ্বর চলে আসে।স্থানীয় এলোপ্যাথিক চিকিৎসা হয় কোনরূপ উপশম না হওয়ায় উপজেলা সদরে এম বি বি এস (বিসিএস স্বাস্থ্য)সরকারী ডা.এর ব্যবস্থাপত্র গ্রহন করেন,এবং কিছুদিন ঔষধ সেবনের পরও জ্বর না কমে উন্মাদ ভাব পরিলক্ষিত হয়, আবোল তাবুল কথা বলে,মানুষকে মারতে চায়,কামড়াতে চায়,কান্না করে অশ্লীল বাক্যালাপ করতে থাকে,এমতাবস্থায় রোগীকে সুচিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে ভর্তি করা হয়।এখানে প্রায় ২৩দিন কাটানো হয়,কোন উপশম না হওয়ায় তাকে উচ্চতর চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার কথা বলা হয়।দরিদ্র পিতার চিকিৎসা সক্ষমতা না থাকায় এক আত্মীয়ের পরামর্শে আমার কাছে চিকিৎসার জন্য নিয়ে আসে।আমার পর্যবেক্ষণের সময় রোগী ও রোগীর পিতা ও ভাইয়ের কাছে থেকে যা জেনেছি তার সম্পূর্ণ রোগীচিত্রটি হুবহু তোলে ধরলাম।
★সব সময় প্রচন্ড জ্বর,চোঁখ মুখ লাল,এদিক ওদিক থাকায় হাত নড়াচড়া করে খুব বেশী,কখনো কপালে হাত দেয,কখনো মাথায়, কখনো দুহাত তোলে আবুল তাবুল বকে,কখনো অসংলগ্ন অশ্লীল কথাবার্তা বলে এবং পালাতে চায়।
★লজ্জাহীন সবার সামনে লিঙ্গ বের করে যত্রতত্র প্রস্রাব করে ফেলে।
★কখনো বিলাপ করে কন্না করতে থাকে।
★ভয় ডরহীন।
★প্রস্রাব পায় ঘন ঘন,মুত্রের রং লাল।
★কখনো পেটে ব্যাথা বলে পেট চেপে ধরে।
★পায়খানা হয় না মলত্যাগে কেবল কুন্থন।
★মাথা কামড়ায় বলে অস্থির হয়ে উঠে।
★খাবার খেতে চায় না।
★কখনও ঘুম ঘুম ভাব, সর্প বলে চিৎকার করে উঠে।
★ স্বন্দেহ বাতিক,কাউকে বিশ্বাস করে না।
★গরম কাতর
★স্নানে খুব ইচ্ছে ৩/৪ বার করে।
★ঘাম খুব বেশী পিঠ ঘামে বেশী, দুগন্ধহীন।
★শুষ্ককাশি হয় মাঝে মধ্যে।
★স্মৃতিশক্তি দুর্বল পড়ালেখা মনে থাকে না।
★লালা প্রবন, মুখ দিয়ে লালা পড়ে।

★অতীত ইতিহাস-
★উচ্চস্থান থেকে পতন প্রায় ১১/১২ হাত উপর থেকে।
★শিশু কলেরায় আক্ষেপ প্রকাশ পায়।
★৮বৎসর বয়সে একজিমা ছিল।

★বংশগত ইতিহাস-মায়ের মস্তিষ্ক বিকৃতি বর্তমানেও আছে।
★পিতৃকোলে ক্ষয় রোগের ইতিহাস আছে।
৫/৬/২০২৩
ইগ্নেশিয়া ১০এম ৩মাত্রা দিয়েছিলাম।৭দিন অন্তর
অন্তর।সাথে প্লাসিবো ১০ এম। ১০ ফোটা রোজ ২ বার।জ্বর পাগলামো সবই সেরেছে।
গত ২৮/৭/২০২৩
প্লাসিবো ১এম, ১আউন্স ১০ ফোটা করে রোজ ২ বার।
সাথে ব্যাসিলিনাম ১এম ৩মাত্রা ৫দিন অন্তর অন্তর প্রয়োগ করি।
বর্তমানে সে পর্যবেক্ষণের আছে এবং স্বাভাবিক জীবন যাপন করতেছে।

বিনম্র শ্রদ্ধা ও অভিননন্দন।বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল,নির্বাহী পরিষদ পরিচালনা কমিটির প্রতি।
07/12/2023

বিনম্র শ্রদ্ধা ও অভিননন্দন।
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল,
নির্বাহী পরিষদ পরিচালনা কমিটির প্রতি।

আজ মহান সংসদে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন বিল ২০২৩ পাশ হওয়ায় যাদের আত্মত্যাগ হোমিওপ্যাথিক সমাজকে গৌরবান্বিত করেছে এব...
02/11/2023

আজ মহান সংসদে হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন বিল ২০২৩ পাশ হওয়ায় যাদের আত্মত্যাগ হোমিওপ্যাথিক সমাজকে গৌরবান্বিত করেছে এবং হোমিওপ্যাথিক চিকিৎসাকে করেছে সমৃদ্ধ সেই সকল মহৎ প্রানদের উদ্দিশ্যে বিনম্র শ্রদ্ধা 👋
বাংলার হোমিওপ্যাথিক আকাশে আপনারা শ্রদ্ধার সাথে চিরস্মরণীয় হয়ে থাকবেন।
জয়তু হোমিওপ্যাথিক,
জয় হোক আর্ত পীড়িত মানুষের সুস্থ ও নিরাপদ জীবন ব্যবস্থার।শুভকামনা সুস্থ থাকুক সকল প্রান।

27/10/2023

বাংলার হোমিওপ্যাথিক আন্দোলনের দীকপাল।
হোমিওপ্যাথিকে মর্যাদার আসনে এগিয়ে নেওয়ার কিংবদন্তী অগ্রপথিক বরন্য ব্যক্তিত্ব ডা.দীলিপ কুমার রায় স্যারকে অভিনন্দন ও শ্রদ্ধা 👋স্যারের সুস্বাস্থ্যময় দীর্ঘ জীবন কামনা করি।

বিমম্র শ্রদ্ধা হে মহীয়সী 👋
18/10/2023

বিমম্র শ্রদ্ধা হে মহীয়সী 👋

Address

Sylhet

Telephone

+8801721041135

Website

Alerts

Be the first to know and let us send you an email when সরলা হোমিও চিকিৎসা ও গবেষণা কেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share