Dr. Josim Health Care

Dr. Josim Health Care আমাদের সেবাসমূহ:
1. পাইলস
২. টিউমার
৩. ক্যান্সার
৫. নারী পুরুষ বন্ধ্যাত্ব
৬. নাক, কান, গলা
৭. চর্ম, যৌন, এলার্জি
৮. কিডনি, ডায়বেটিস ও হরমোন ।

সিলেট "এএমটিআই মেডিসিন সেন্টার,, এ নিয়মিত রোগী দেখছেন খতনা ও সার্জারীতে অভিজ্ঞ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দীন।সিলে...
03/01/2025

সিলেট "এএমটিআই মেডিসিন সেন্টার,, এ নিয়মিত রোগী দেখছেন খতনা ও সার্জারীতে অভিজ্ঞ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জসিম উদ্দীন।

সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগন্জে এই তিন জেলায় ম্যানুয়াল, ডিভাইস,(আলিশক্লাম,সি ক্লাম) ও কাশারাকার্মা কসমেটিকস খতনা বা মুসলমানি এই পদ্ধতিতে প্রায় ৯০০০ হাজার এর বেশী খতনা তিনি সফল ভাবে সম্পন্ন করেছেন।
দীর্ঘ ১৮ বছরের জার্নিতে তিনির এই কাজে দক্ষতার সহিত চালিয়ে যাচ্ছেন। এবং আমাদের রয়েছে খতনা ও হিজামার ট্রেনিং সেন্টার।

আপনার সোনামণির খতনা বা মুসলমানি সেবা নিতে কল করুন +৮৮০১৩১২৭৯৭৩৫৬
ডা. মোহাম্মদ জসিম উদ্দীন
ডিএইচএমএস (হোম) ডিএএমএস (আায়ু)এমপিএইচ ( জনস্বাস্থ্য) এমবিবিএস (এএমসিএইচ)।

আমাদের সিলেটের ঠিকানা
এএমটিআই মেডিসিন সেন্টার
টিলাগড় পুলিশ বক্সের পাশে
বালুচর রোড,সিলেট।

*পেঁপের গুনাবলী ও জিহ্বার ব্যায়াম*ভবিষ্যতে, ম্যালিগন্যান্ট টিউমারের জন্য নতুন চিকিত্সা পদ্ধতি আর কেমোথেরাপি, রেডিওথেরাপ...
25/11/2024

*পেঁপের গুনাবলী ও জিহ্বার ব্যায়াম*

ভবিষ্যতে, ম্যালিগন্যান্ট টিউমারের জন্য নতুন চিকিত্সা পদ্ধতি আর কেমোথেরাপি, রেডিওথেরাপি বা সার্জারি হবে না, তবে নতুন রক্তনালীগুলির উন্নতির জন্য নিজের ডায়েট পরিবর্তন করা হবে!

মহান চিকিৎসা জ্ঞান!
একটি উচ্চ মানের খাদ্য হল প্রাকৃতিক কেমোথেরাপি দিনে তিনবার।
নিম্নলিখিত তথ্য গুরুত্ব সহকারে নেওয়া উচিত, এটি সহজ এবং কার্যকর করা সহজ, এবং এটি খুব ভাল!
‭‭
আপনি যা জানেন না তা হল: পেঁপে, যা সাধারণত সহজে পাওয়া যায়, ফলের রাজা!
ডাক্তার যে টমেটোর প্রশংসা করেছিলেন তা পেঁপের তুলনায় কিছুই নয়।
ডব্লিউএইচও (বিশ্ব স্বাস্থ্য সংস্থা) কর্তৃক টানা দুই বছর সর্বোচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফল হিসেবে পেঁপেকে নির্বাচিত করা হয়েছে, অর্থাৎ ফলের রাজা!

পেঁপের পুষ্টিগুণ হল:

1. ক্যালসিয়াম: পেঁপেতে রয়েছে আপেলের 2 গুণ।

2. ভিটামিন সি: পেঁপেতে আছে
আপেলের 13 গুণ, কলার 7 গুণ,
তরমুজের 7 গুণ,
8 বার চেরি যে, এবং
আনারসের তুলনায় 1.3 গুণ।

3. ভিটামিন এ: পেঁপেতে আছে
কিউই এর 10 গুণ,
আপেলের 18 গুণ, পেয়ারার 1.5 গুণ, কলার 15 গুণ,
তরমুজের 1.5 গুণ,
15 বার চেরি যে, এবং
আনারসের 16 গুণ।

4. ভিটামিন কে: পেঁপেতে আছে
কলার 5 গুণ,
তরমুজের 2.5 গুণ, এবং
আনারসের চেয়ে ৪ গুণ।

আবার মহান! চোখের সুরক্ষা সম্পর্কিত...

5. ক্যারোটিনয়েড, লাইকোপিন, বি ক্যারোটিন, লুটেইন এবং জেক্সানথিন ইত্যাদি:
কিউই থেকে 2000 গুণ ভালো পেঁপে! কিউই, আপেল, চেরি, আনারস, কলা, পেয়ারা এগুলোর কোনোটিতেই এসব উপাদান নেই।

দারুণ! উপরের তথ্যের উৎস হল ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার (USDA) 2016।
—————————
একজন রোগীর কাছ থেকে সত্য ঘটনা:-

আমি 6 বছর ধরে ক্যান্সারে ভুগছি। আমি কেমোথেরাপি দিয়েছি। কয়েকজন ডাক্তার আমাকে বেশি করে পেঁপে খেতে বলেছেন। আমার কৃতজ্ঞতা বর্ণনাতীত, আমি শুধু আশা করি আরও বেশি মানুষ এটি থেকে উপকৃত হতে পারে!

ভবিষ্যতে মানুষ বেড়াতে গেলে উপহার হিসেবে ফল বেছে নিলে পেঁপে নিয়ে আসতে পারেন!

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ডাক্তারদের মতে:
50 বছর বয়সের পর হতে পারে অনেক ধরনের অসুস্থতা। কিন্তু আমি যেটা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত সেটা হল আলঝেইমার। আমি কেবল নিজের যত্ন নিতে পারব না, তবে এটি আমার পরিবারের সদস্যদের অনেক অসুবিধার কারণ হবে।

একদিন, আমার ছেলে বাড়িতে এসে আমাকে বলল যে একজন ডাক্তার বন্ধু তাকে জিহ্বা ব্যবহ

আপনি যদি ডায়াবে`টিস থেকে বের হয়ে আসতে চান, তাহলে আপনাকে ২টি কাজ করতে হবে।১. কোষ পরিষ্কার করতে হবে।২. র`ক্তের চিনি কে কোষ...
16/11/2024

আপনি যদি ডায়াবে`টিস থেকে বের হয়ে আসতে চান, তাহলে আপনাকে ২টি কাজ করতে হবে।
১. কোষ পরিষ্কার করতে হবে।
২. র`ক্তের চিনি কে কোষের ভিতরে নিতে হবে।

ইনশাআল্লাহ আমাদের এই ৪ টি মেডিসিন আপনার ডায়বেটিস কে দ্রুত নিয়ত্রনে নিয়ে এসে আস্তে আস্তে সকল ঔষধ থেকে মুক্তি দিবে। একটা সময় আপনার ঔষধ লাগবেনা।

এটা সেবনে একদিকে আপনারঃ

১. ডা`য়বেটিস সম্পুর্ন নিয়ন্ত্রনে থাকবে
২. টেস্টোস্টেরন হরমোন এর ঘাটতি পূরন হবে
৩. যৌন`ইচ্ছা বহুগুনে বেড়ে যাবে।
৪. শারি`রীক শ`ক্তি অনেকগুন বেড়ে যাবে
৫. ইন্সট্যান্ট পাওয়ার পাবেন।
৬. পার্শ্ব`প্রতিক্রিয়া নেই।
৭. কাজ করবে একশো একশো ইনশা'আল্লাহ

পুরো প্যাকেজের সব ঔষধে যেসব উপকার পাবেনঃ

১. ডায়াবেটিস নিয়ন্ত্রন থাকবে খুব সহজে
২. যৌবনকালের মত যৌন ইচ্ছা ফিরে আসবে।
৩. হজম শক্তি বেড়ে যাবে।
৪. পেন`ক্রিয়াস বা অগ্না`শয় থেকে পর্যাপ্ত পরিমানে ইন`সুলিন প্রডাকশন শুরু হবে।
৫. গ্যাস্ট্রিকের সমস্যা চলে যাবে।
৬. বদ হজম ও কষা সমস্যা চলে যাবে।
৭. আপনার কিডনি হবে সুরক্ষিত।
৮. চোখের জ্যোতি বাড়বে।
৯. হাড় ক্ষয়রোগ থেকে মুক্তি পাবেন।
১০. নিউরোপেপটাইড বা ব্যাথা থেকে মুক্তি পাবেন।

ঔষধের দামঃ
ডাইমার-এইচ ৭৪০ টাকা (60 Cap)
ডায়ালাইফ ৭৫০টাকা (30 Tab)
ডায়েট প্লাস ২৫০ টাকা(30 cap)
মেথি ক্রাশ ২৬০ টাকা পাউডার
ডিপ ওসান মিনারেলস ৯৯৯ টাকা
তাহলে মোট খরছ হচ্ছে ২৯৯৯ টাকা

আমরা দিচ্ছি আপনাকে ৬ মাসের মানিব্যাগ গ্যারান্টি, তাহলে আর দেরী কেনো আমাদের এই ক্লিনিক্যাল কম্বোপ্যাক আপনার জীবনের ঔষধ ও ইনসুলিন কে না না না করে এনে দিবে সস্থির লাইফ ফিরে পাবেন আপনার পুরোনো যৌবন ইনশাল্লাহ।

আমাদের নাম্বারে কল দিনঃ আপনার অর্ডারটি নিশ্চিত করুন আমরা দিচ্ছি আপনাকে হোম ডেলিভারি সিলেটে ১০০ টাকা ও সিলেটের বাহিরে ১৫০ টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেখে ডেলিভারি ম্যানকে টাকা পে করবেন।
+৮০১৭১০১৮৫৫৮০
+৮০১৩১২৭৯৭৩৫৬
মনে রাখবেন আমাদের এই প্যাকেজের মাধ্যমে আপনি পাবেন অধ্যাপক ডা. মোহাম্মদ জসিম উদ্দীন স্যারের ফ্রি সেমিনার ও লাইফস্টাইল পরিবর্তনের ডায়েট চার্ট এবং সু পরামর্শ।

আপনার এই সমস্যা যদি হয়, তাহলে এই ভিডিও আপনার জন্য, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি পাশাপাশি শেয়ার দেয়ার আশা করছি।
12/11/2024

আপনার এই সমস্যা যদি হয়, তাহলে এই ভিডিও আপনার জন্য, না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি পাশাপাশি শেয়ার দেয়ার আশা করছি।

11/11/2024

একজন মুমূর্ষু রোগীর জন্য অতি শীঘ্রই ও পজেটিভ রক্তের প্রয়োজন।

রুগীর নাম- মিসবাউল হাসান।
বয়স -৩৫।
ক্যান্সার রুগী ।

ওসমানী হাসপাতালের নতুন বিল্ডিংয়ের পাঁচতলায় ৩৩ নম্বর ওয়ার্ডে ভর্তি আছেন।
কন্টাক্ট নম্বরঃ
+8801734556943

আমরা পারি আমরাই সেরা।
28/10/2024

আমরা পারি আমরাই সেরা।

22/10/2024
17/10/2024

✅গর্ভবতী মায়ের খাবার তালিকা
গর্ভকালীন প্রথম তিন মাসে সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না। তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি খাবার খেতে হবে। এক্ষেত্রে একটি সুষম খাবার তালিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ। গর্ভকালীন সময়ে আপনার প্রতিদিনের খাবার তালিকায় সুষম, স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ খাবার রাখা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এটি গর্ভকালের বাড়তি পুষ্টির চাহিদা নিশ্চিত করে আপনার ও গর্ভের শিশুর সুস্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করবে। গর্ভের শিশুর উপযুক্ত গঠন ও বিকাশ নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য জটিলতা প্রতিরোধে একটি সুষম খাবার তালিকা মেনে চলা খুবই গুরুত্বপূর্ণ।

✅গর্ভাবস্থায় খাবার তালিকা কেমন হওয়া দরকার?
গর্ভকালীন সময়ে খাবার তালিকায় একই ধরনের খাবার বেশি রাখা ঠিক নয়। প্রতিদিনই বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে রাখার চেষ্টা করতে হবে। এতে করে সব ধরনের পুষ্টির চাহিদা পূরণ করা সহজ হবে। পাশাপাশি কোনো খাবারের প্রতি একঘেয়েমিও আসবে না। গর্ভাবস্থায় আপনার কোনো কোনো খাবারে অনেক বেশি রুচি আসতে পারে। এমন খাবারের ক্ষেত্রেও এক সাথে বেশি করে খেয়ে ফেলবেন না। চেষ্টা করবেন পরিমিত পরিমাণে খেতে। কারও কারও ক্ষেত্রে গর্ভাবস্থায় খাবারে অরুচি হয়। আবার কখনো বমি বমি লাগে কিংবা বুক জ্বালাপোড়া করে। খেতে তেমন ইচ্ছা করে না। এমন ক্ষেত্রে তিনবেলা অনেকখানি করে খাবার না খেয়ে দিনে ছয়বার অল্প অল্প করে খেতে পারেন।

✅গর্ভাবস্থায় কোন মাসে কতটুকু বেশি খাবার খেতে হবে?
গর্ভধারণ করেছেন বলেই যে খাওয়াদাওয়া অনেক বাড়িয়ে দিতে হবে—বিষয়টি এমন নয়। গর্ভকালীন প্রথম তিন মাসে সাধারণত বাড়তি খাবারের প্রয়োজন হয় না। তবে এর পরের মাসগুলোতে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বেশি খাবার খেতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্যকর ওজন বৃদ্ধি নিশ্চিত করতে অস্বাস্থ্যকর খাবার খাওয়া যতটা সম্ভব বাদ দেওয়া উচিত।

✅গর্ভাবস্থায় কতটুকু অতিরিক্ত খাবার খেতে হবে সেটি খাবারে থাকা ক্যালরির সাহায্যে হিসাব করা যায়। তবে গর্ভাবস্থায় বাড়তি খাবারের বা ক্যালরির এই চাহিদা একই ধরনের খাবার বেশি পরিমাণে খেয়ে পূরণ না করে বিভিন্ন ধরনের খাবার থেকে মেটানো উচিত। প্রতিদিনের খাবারের তালিকায় বৈচিত্র্য থাকলে বিভিন্ন ধরনের পুষ্টি উপাদানের চাহিদা পূরণ হবে।

✅১ মাস থেকে ৩ মাসের গর্ভবতীর খাবার তালিকা
গর্ভকালীন সময়ের প্রথম তিন মাসে তেমন একটা অতিরিক্ত খাবার

ডিমের পুষ্টি শরীরের বিভিন্ন ভূমিকা পালন করে।বহুমুখী ডিমের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। প্রতিদিন সকালের নাস্তায় প্রধান, তবে...
08/10/2024

ডিমের পুষ্টি শরীরের বিভিন্ন ভূমিকা পালন করে।বহুমুখী ডিমের জনপ্রিয়তা বাড়ছে দিন দিন। প্রতিদিন সকালের নাস্তায় প্রধান, তবে ডিম লাঞ্চ, স্ন্যাকস এবং এমনকি ডিনারেও।তবে এই পুষ্টিকর খাবারটি নিয়েও রয়েছে মানুষের মনে নানা দ্বিধা ও প্রশ্ন।

ডিমের সাদা অংশে প্রোটিন, রিবোফ্লাভিন এবং সেলেনিয়াম থাকে, তবে একটি ডিমের পুষ্টির অধিকাংশই কুসুমে পাওয়া যায়।

★ভিটামিন ডি, হাড়ের স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ। ডিম একমাত্র খাবার যা প্রাকৃতিকভাবে ভিটামিন ডি ধারণ করে।

★কোলিন, সমস্ত কোষের স্বাভাবিক ক্রিয়াকলাপের জন্য অপরিহার্য, কিন্তু গর্ভাবস্থায় ভ্রূণের সুস্থ মস্তিষ্কের বিকাশের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

★Lutein এবং zeaxanthin, অ্যান্টিঅক্সিডেন্ট যা ছানি হওয়ার ঝুঁকি কমায় এবং বয়সের সাথে সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয়ের অগ্রগতিকে ধীর করে বলে মনে করা হয়, এটি বয়সের সাথে বিকাশমান একটি রোগ।

আয়রনের ঘাটতি রক্তশূন্যতা সৃষ্টি করতে পারে যখন শরীরে আয়রনের সঞ্চয় ক্ষয় হয়ে যায় যার ফলে হিমোগ্লোবিন সংশ্লেষণ বাধাগ্রস্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, আয়রনের ঘাটতিজনিত রক্তাল্পতা বিশ্বের সবচেয়ে সাধারণ পুষ্টির ঘাটতিগুলির মধ্যে একটি। আয়রনের অভাবের অনেক কারণ রয়েছে - যার বেশিরভাগই দুটি শ্রেণীর একটিতে পড়ে:

১।আয়রনের চাহিদা বৃদ্ধি - দ্রুত বৃদ্ধির কারণে, মহিলাদের গর্ভাবস্থা, রক্তের ক্ষয়

২।আয়রন গ্রহণ বা শোষণ কমে যাওয়া - খাদ্যে "হিম" আয়রনের উৎসের অভাব

রক্তাল্পতার লক্ষণগুলির মধ্যে রয়েছে: ক্লান্ত এবং দুর্বল বোধ করা, স্ট্যামিনার লক্ষণীয় অভাব, মাথাব্যথা, অনিদ্রা এবং ক্ষুধা হ্রাস।

এই সমস্ত উপসর্গ টিস্যু এবং অঙ্গগুলিতে অক্সিজেন সরবরাহ হ্রাসের সাথে যুক্ত। আয়রন ইমিউন সিস্টেমেও ভূমিকা পালন করে -যেসব মানুষের আয়রন কম তাদের সংক্রমণের প্রতিরোধ ক্ষমতা কম থাকে। মহিলাদের পুরুষদের তুলনায় দ্বিগুণ আয়রন কম থাকে এবং তাদের ঘাটতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, বিশেষ করে সন্তান জন্মদানের বছরগুলিতে।

সৌভাগ্যবশত, ডিম আয়রন, প্রোটিন এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিনের একটি বড় উৎস।

একটি বড়, পুরো, কাঁচা ডিমের পুষ্টির তালিকা
ক্যালোরি:৭৯
চর্বি: ৪.৭৫ গ্রাম
প্রোটিন: ৬ ২৮ গ্রাম
ফাইবার: ০ গ্রাম
কার্বোহাইড্রেট: ০.৩৬ গ্রাম
আয়রন: ১.৮৯ মিলিগ্রাম

আমেরিকানরা গড়ে প্রতি ব্যক্তি প্রায় ২৮০ টি ডিম খায়। এটি প

07/10/2024

প্রকৃতির স্পর্শে সুস্থতা আপনার হাতে।
ডা. জসিম।

01/10/2024

বন্ধ্যাত্বের সমস্যায় হোমিওপ্যাথি: প্রাকৃতিকভাবে আপনার স্বাস্থ্য ফিরিয়ে আনুন.

বন্ধ্যাত্ব আজকাল অনেক দম্পতির সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তবে হতাশ হবেন না! হোমিওপ্যাথিক চিকিৎসা বন্ধ্যাত্বের সমাধানে প্রাকৃতিকভাবে কার্যকর হতে পারে।

বন্ধ্যাত্বের কারণগুলো কী হতে পারে?

হরমোনের ভারসাম্যহীনতা: শরীরে হরমোনের অস্বাভাবিকতা ডিম্বাণু বা স্পার্মের উৎপাদনকে প্রভাবিত করতে পারে।

অস্বাস্থ্যকর জীবনযাপন: মানসিক চাপ, অতিরিক্ত কাজের চাপ, ধূমপান, ওজন বেশি বা কম থাকা।

জন্মগত বা শারীরিক জটিলতা: ডিম্বাশয় বা শুক্রাণু সংক্রান্ত সমস্যা।
হোমিওপ্যাথিক চিকিৎসার সুবিধা:

হোমিওপ্যাথির লক্ষ্য হল শরীরের নিজস্ব নিরাময় ক্ষমতাকে সক্রিয় করা। ব্যক্তিগত লক্ষণ ও সমস্যার ওপর ভিত্তি করে প্রতিটি রোগীর জন্য ভিন্ন ভিন্ন ওষুধ নির্ধারণ করা হয়।

Sepia: মহিলাদের হরমোনের ভারসাম্যহীনতায় কার্যকর।
Agnus Castus: পুরুষদের যৌন দুর্বলতা এবং স্পার্মের মান বৃদ্ধিতে সহায়ক।
Lycopodium: মানসিক চাপ এবং শারীরিক দুর্বলতা দূর করতে সহায়ক।

Natrium Muriaticum: মানসিক চাপের ফলে বন্ধ্যাত্ব হলে কার্যকর।

Calcarea Carbonica: অতিরিক্ত ওজনের কারণে সমস্যার সমাধানে উপকারী।

হোমিওপ্যাথি কেন বেছে নেবেন?
এটি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত।(আংশিক)
প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি।
এটি শরীরের মূলে কাজ করে এবং দীর্ঘমেয়াদী সমাধান দিতে পারে।
বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছেন? আজই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন এবং প্রাকৃতিকভাবে সুস্থ জীবন ফিরে পান।

ডা. মোহাম্মদ জসিম উদ্দীন
কোলোরেক্টাল ও ন্যাচারাল মেডিসিন স্পেশালিষ্ট।
ব্যাচেলর অব মেডিসিন এন্ড ব্যাচেলর অব সার্জারী (এএমসিএইচ)
ডিপ্লোমা ইন হোমিওপ্যাথি মেডিসিন এন্ড সার্জারী (জেএইচএমসি)
ডিপ্লোমা ইন আয়ূর্বেদ মেডিসিন এন্ড সার্জারী (ঢাকা আয়ুর্বেদ মেডিকেল কলেজ)
মাস্টার অব পাবলিক হেল্থ (আইইউবি)
লেকচারার ,
এএমটিআই নার্সিং ইনিস্টিটিউট, সিলেট।
চিফ কনসালটেন্ট এন্ড পরিচালক
এএমটিআই মেডিসিন সেন্টার (হোম)
এমডি
বিডি ন্যাচারাল হসপিটাল লিমিটেড
গভঃ রেজিঃ নং-৩৮৮১৯

Address

টিলাগড়, সিলেট।
Sylhet
3100

Telephone

+8801710185580

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Josim Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Josim Health Care:

Share