Sylhet Womens Medical College and Hospital

Sylhet Womens Medical College and Hospital Vision: Sylhet Women's Medical College & Hospital will be the health care organization of choice by

Sylhet Women's Medical College and Hospital (SWMCH) provides the highest standard of medical education and healthcare to the district and the nation.

সিলেটে বিশেষজ্ঞ প্লাস্টিক, হ্যান্ড ও ব্রেস্ট সার্জারি সেবা এখন আরও সহজলভ্য।ডাঃ উম্মে সালমা পলিসহকারী অধ্যাপকএমবিবিএস (সি...
29/11/2025

সিলেটে বিশেষজ্ঞ প্লাস্টিক, হ্যান্ড ও ব্রেস্ট সার্জারি সেবা এখন আরও সহজলভ্য।
ডাঃ উম্মে সালমা পলি
সহকারী অধ্যাপক
এমবিবিএস (সিওমেক), এমএস (প্লাস্টিক সার্জারি)
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল

🩺 রোগী দেখার সময়:
শনিবার, সোমবার ও বুধবার
⏰ সকাল ১১.০০টা — দুপুর ১.০০টা

প্রদত্ত সেবাসমূহ

🔹 পোড়া আঘাত ও স্কার ট্রীটমেন্ট
🔹 মুখমণ্ডলের সৌন্দর্য ও ফ্যাট রিমুভাল
🔹 হাত–আঙুলের ইনজুরি ও হ্যান্ড সার্জারি
🔹 ব্রেস্ট শেপ ও সাইজ কারেকশন
🔹 জন্মগত দাগ ও বিকৃতি সংশোধন
🔹 আরও নানা আধুনিক প্লাস্টিক সার্জারি সেবা

📍 ঠিকানা: মিরবক্সটুলা, সিলেট
📞 ফোন: ৮৮-২৯৯৬৬৩৬১২২-৩
📱 মোবাইল: ০১৭৩০-৬৩৯০২৪
🌐 ওয়েবসাইট: www.swmc.edu.bd

স্বল্প খরচে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রতিদিন (শুক্রবার ব্যতীত) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট উইমেন্স মেডিকেল ক...
25/11/2025

স্বল্প খরচে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রতিদিন (শুক্রবার ব্যতীত) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চলছে নিয়মিত বহিঃ বহিঃ বিভাগ সেবা।মানসম্মত, নিরাপদ ও বিশ্বস্ত চিকিৎসা সেবা পেতে আজই আসুন—

📍 সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মিরবক্সটুলা, সিলেট
📞 ০২৯৯৭৭০৬৮৬৫-৬
📱 ০১৭৩০-৬৩৯০২৪
🌐 www.swmc.edu.bd

আপনার সুস্থতাই আমাদের অঙ্গীকার। আবহাওয়ার পরিবর্তনের সময় সচেতন থাকুন, নিরাপদ থাকুন!

আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে জ্বর– সচেতন থাকুন, সুস্থ থাকুন! আবহাওয়ার হঠাৎ উষ্ণতা বা শীতলতার পরিবর্তন আমাদের রোগ প্রতিরোধ ...
19/11/2025

আবহাওয়ার পরিবর্তনে বাড়ছে জ্বর– সচেতন থাকুন, সুস্থ থাকুন!

আবহাওয়ার হঠাৎ উষ্ণতা বা শীতলতার পরিবর্তন আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়। এ সময় ভাইরাস ও ব্যাকটেরিয়ার সক্রিয়তা বেড়ে গিয়ে সর্দি-জ্বর, মাথাব্যথা, শরীরব্যথা এবং ক্লান্তির মতো উপসর্গ দেখা দিতে পারে। তাই এই সময়ে আপনার এবং পরিবারের সকলের স্বাস্থ্য সুরক্ষা অত্যন্ত জরুরি।

জ্বরের কারণ, প্রতিরোধ ও চিকিৎসা বিষয়ে পরামর্শ পেতে আজই আমাদের বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ করুন।

📍 সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মিরবক্সটুলা, সিলেট
📞 ফোন: ০২৯৯৭৭০৬৮৬৫-৬
📱 মোবাইল: ০১৭৩০-৬৩৯০২৪
🌐 ওয়েবসাইট: www.swmc.edu.bd

আমরা আপনার সুস্থতার জন্য সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
আসুন, আবহাওয়ার পরিবর্তনের এই সময়ে সচেতন হই এবং সুস্থ থাকি!

#আবহাওয়ারপরিবর্তন #জ্বরপ্রতিরোধ

উন্নত ও নির্ভরযোগ্য ফিজিওথেরাপি সেবা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে। রোগী দেখছেনডাঃ চৌধুরী মোহাম্মদ ওয়ালীদঅধ্যাপক...
08/11/2025

উন্নত ও নির্ভরযোগ্য ফিজিওথেরাপি সেবা সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে।
রোগী দেখছেন
ডাঃ চৌধুরী মোহাম্মদ ওয়ালীদ
অধ্যাপক — এমবিবিএস, এফসিপিএস।
প্রতি শনি থেকে বুধবার
সকাল ১১.০০টা থেকে দুপুর ১.০০ টা পর্যন্ত

এখানে প্রদান করা হচ্ছে আধুনিক ও নিরবচ্ছিন্ন ফিজিওথেরাপি সেবা —
Laser, SWD, UST, IRR, EMS, TENS, IFT, Digital Cervical, Pelvic Traction সহ বিভিন্ন থেরাপি পদ্ধতিতে।

🔹 ম্যানুয়াল পদ্ধতিতে সেবা:
১. মবিলাইজেশন
২. ম্যানুপুলেশন
৩. থেরাপিডিটিক এক্সারসাইজ
৪. প্রতিবন্ধী বাচ্চাদের ফিজিওথেরাপী সেবা
৫. স্ট্রোক রোগীদের রিহাবিলিটেশন

📍 সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মিরবক্সটুলা, সিলেট
📞 ফোন: ৮৮২৯৯৬৬৩৬১২২-৩
📱 মোবাইল: ০১৭৩০-৬৩৯০২৪
🌐 ওয়েবসাইট: www.swmc.edu.bd

প্রফেশনাল হ্যান্ড সার্জারী, ব্রেস্ট সার্জারী, সৌন্দর্য এবং ট্রমা সার্জারী সংক্রান্ত নানা সেবা পান।ডাঃ উম্মে সালমা পলিসহক...
01/11/2025

প্রফেশনাল হ্যান্ড সার্জারী, ব্রেস্ট সার্জারী, সৌন্দর্য এবং ট্রমা সার্জারী সংক্রান্ত নানা সেবা পান।

ডাঃ উম্মে সালমা পলি
সহকারী অধ্যাপক
প্লাস্টিক সার্জারী বিশেষজ্ঞ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে।

রোগী দেখছেন প্রতি শনিবার, সোমবার ও বুধবার
সকাল ১১টা - দুপুর ১টা

🔹 পোড়া ক্ষত, মুখমণ্ডলের সৌন্দর্য, অতিরিক্ত চর্বি অপসারণ
🔹 হাত/আঙুলের আঘাত, ব্রেস্ট আকার ও শেপ ঠিক করা
🔹 জন্মগত দাগ অপসারণসহ আরও অনেক সেবা

📍 ঠিকানা: মিরবক্সটুলা, সিলেট
📞 ফোন: ৮৮২৯৯৬৬৩৬১২২-৩
📱 মোবাইল: ০১৭৩০-৬৩৯০২৪
🌐 ওয়েবসাইট: www.swmc.edu.bd

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে আধুনিক Fiber Optic Laryngoscopy (FOL) ও Video Laryngoscopy সুবি...
25/10/2025

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগে আধুনিক Fiber Optic Laryngoscopy (FOL) ও Video Laryngoscopy সুবিধা। গলার সমস্যা যেমন: স্বর পরিবর্তন, ব্যথা, দুর্ঘটনাজনিত অবস্থা বা টিউমার সনাক্ত করতে এখনই নির্ভরযোগ্য পরীক্ষা করান।

ঠিকানা: মিরবক্সটুলা, সিলেট-৩১০০
📍বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📞 ০২৯৯৭৭০৬৮৬৫-৬
📱 ০১৭৩০-৬৩৯০২৪
🌐 www.swmc.edu.bd

📘
#নাককানগলা #গলারসমস্যা #সিলেটহাসপাতাল #স্বাস্থ্যপরীক্ষা #গলারব্যথা #স্বাস্থ্যসচেতনতা

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি।১৯ অক্টোবর ২০২৫ রোজ রবিবার জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত...
19/10/2025

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি।
১৯ অক্টোবর ২০২৫ রোজ রবিবার জাতীয় দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় প্রকাশিত।

নিউরোলজি বিভাগের বিশেষায়িত সেবা—NCS (Nerve Conduction Study) ও EMG (Electromyography) পরীক্ষা এখন সিলেট উইমেন্স মেডিকেল ...
14/10/2025

নিউরোলজি বিভাগের বিশেষায়িত সেবা—NCS (Nerve Conduction Study) ও EMG (Electromyography) পরীক্ষা এখন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে।
ডা. রাহাত আমিন চৌধুরীর তত্ত্বাবধানে স্নায়ু ও পেশীর রোগ নির্ণয়ের জন্য উন্নতমানের সেবা প্রদান করা হচ্ছে।
বিশ্বাসযোগ্য, দক্ষ এবং মানবিক যত্নে আপনি পাবেন সেরা চিকিৎসা।

ডাঃ রাহাত আমিন চৌধুরী
সহযোগী অধ্যাপক, এমবিবিএস, এমডি
বিভাগীয় প্রধান, নিউরোলজি বিভাগ
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল

📍বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
☎️ ০১৭০৯৩৬৬৩৩০, ০১৭০৯৩৬৬৩৩১
🌐 www.swmc.edu.bd

📘

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের হোয়াইট কোট অনুষ্ঠান সম্পন্নডাক্তারী পেশা পৃথিবীর অন্যতমমহৎ ও মানবিক পেশা-----...
13/10/2025

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১৫ তম ব্যাচের হোয়াইট কোট অনুষ্ঠান সম্পন্ন
ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম
মহৎ ও মানবিক পেশা
-------ফখরুল ইসলাম

হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ভাইস চেয়ারম্যান ফখরুল ইসলাম বলেছেন, ডাক্তারী পেশা পৃথিবীর অন্যতম মহৎ ও মানবিক পেশা। এই পেশার মাধ্যমে মানুষ সরাসরি মানবসেবার সুযোগ পায়। একজন ডাক্তার কেবল রোগ নিরাময়ই করেন না, তিনি সমাজে আশার আলো জ্বালান, মানুষের জীবন বাঁচিয়ে মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করেন। অসুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে, তাদের কষ্ট লাঘব করে ও সুস্থ জীবনে ফিরিয়ে এনে একজন ডাক্তার সমাজে অপরিসীম অবদান রাখেন।
তিনি বলেন, এই পেশায় কর্মরত ব্যক্তিদের জ্ঞান, নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ সবচেয়ে বেশি প্রয়োজন হয়। ডাক্তাররা দিন-রাত পরিশ্রম করে মানুষের জীবন রক্ষায় কাজ করেন। অনেক সময় নিজেদের ব্যক্তিগত স্বার্থ, বিশ্রাম বা পরিবারের সময় ত্যাগ করে তারা অন্যের সেবায় নিয়োজিত থাকেন। রোগীর মুখে হাসি ফুটানোই একজন ডাক্তারের সবচেয়ে বড় প্রাপ্তি। আজকে যারা ডাক্তার হয়েছেন তারা রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের হলরুমে আয়োজিত ১৫ তম ব্যাচের হোয়াইট কোট অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সভাপতির বক্তব্যে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল (অব:) ডা. সৈয়দ ইফতেখার উদ্দিন বলেন, একজন দক্ষ ও সৎ ডাক্তার সমাজে সম্মানের স্থান পান। কারণ তিনি শুধু ওষুধ দেন না, মানুষকে আশ্বাস ও সাহসও দেন। ডাক্তারী পেশা শুধু একটি চাকরি নয়; এটি এক মহান দায়িত্ব, এক মানবিক ব্রত। এই পেশায় যারা কাজ করেন, তারা সত্যিই সমাজের প্রকৃত সেবক ও মানবতার রক্ষক। তিনি আরো বলেন, অসুস্থ রোগীদের ভালো সেবা দিয়ে দিয়ে সুস্থ্য করা হচ্ছে ডাক্তারের দায়িত্ব। রোগীদের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে চিকিৎসা দিতে হবে। একজন ডাক্তার হওয়া মানে দেশকে এগিয়ে নেওয়া এবং অসুস্থ রোগীদের সেবা দেওয়া। বিভিন্ন ঔষধ কোম্পানী ও ডায়াগনিস্ট সেন্টার থেকে আপনাদেরকে বিভিন্ন অফার দিবে সেইদিকে না গিয়ে রোগীদের ভালো সেবা দেওয়া হবে আপনাদের দায়িত্ব। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। এই মেডিকেল কলেজ থেকে শিক্ষার্থীরা শিক্ষা অর্জন করে ডাক্তার হয়ে মানবসেবায় নিয়োজিত হচ্ছে শত শত ডাক্তার। যার ফলে বিশ্বজুরে ছড়িয়ে পড়েছে এই মেডিকেল কলেজের সুনাম।
সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মৃদুল গুপ্ত এর পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য এবং ইন্টার্ণ ডাক্তারদের কর্তব্য এবং করণীয় শীর্ষ পাওয়ার পয়েন্ট প্রেসেন্টেশন করেন সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. গোলাম মাওলা, দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অধ্যাপক ডা. ডি এ হাসান চৌধুরী, গাইনী ও অবস বিভাগের অধ্যাপক ডা. রীনা আক্তার, মেডিসিন বিভাগের অধ্যাপক মো. গোলাম রব সুয়েব, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হলি সিলেট হোল্ডিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অধ্যাপক ডা. ওয়েছ আহমদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. তহুর আব্দুল্লাহ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দেওয়ান আলী হাসান চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. তাফহিম আহমেদ রিফাত, সহকারী পরিচালক ডা. এ টি এম রাসেল মিশু।
নতুন ইন্টার্ণ ডাক্তারদের শপথবাক্য পাঠ করান সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মেজর জেনারেল (অব:) ডা. সৈয়দ ইফতেখার উদ্দিন।
অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো. শিহাবুল হক ও নিমার আলী। নতুন ইন্টার্ণ ডাক্তারদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ডা. খন্দকার তাশরীকা এরিকা। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাসপাতাল মসজিদের মোয়াজ্জিন মো. জাদুল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে এই প্রথম অভিভাবকরা ডাক্তার হওয়া তাদের সন্তানদের নিজ হাতে হোয়াইট কোট পরিয়ে দেন।

আপনার শিশুর সার্জারী জনিত বিভিন্ন প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হোন এখনই। হাসপাতালের বহির্বিভাগেঅধ্যাপক ডাঃ ওয়েছ আহমদ চৌধু...
07/10/2025

আপনার শিশুর সার্জারী জনিত বিভিন্ন প্রয়োজনে ডাক্তারের শরণাপন্ন হোন এখনই। হাসপাতালের বহির্বিভাগে
অধ্যাপক ডাঃ ওয়েছ আহমদ চৌধুরী – প্রতি সোমবার ও বুধবার
ডাঃ অনুপম দাস – প্রতি রবিবার ও বৃহস্পতিবার
ঠিকানা: মিরবক্সটুলা, সিলেট-৩১০০
যোগাযোগ: ০২৯৯৭৭০৬৮৬৫, ০২৯৯৭৭০৬৮৬৬
০১৭৩০-৬৩৯০২৪
ওয়েবসাইট: www.swmc.edu.bd
#শিশু_সার্জারি #শিশুর_চিকিৎসা #সিলেট #শিশুর_সুরক্ষা #বিশেষজ্ঞ_চিকিৎসক #স্বাস্থ্যসেবা

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালবিশ্বস্ত চিকিৎসাসেবায়, মেডিসিন বিভাগের পূর্ণ সহযোগিতায় আমরা আপনার পাশে।মেডিসিন বিভাগে...
01/10/2025

সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল
বিশ্বস্ত চিকিৎসাসেবায়, মেডিসিন বিভাগের পূর্ণ সহযোগিতায় আমরা আপনার পাশে।

মেডিসিন বিভাগে সেবাদানকারী চিকিৎসকগণ:

ডা. শাহেদ আহমদ
সহযোগী অধ্যাপক
এমবিবিএস, এফসিপিএস
বহিঃবিভাগে রোগী দেখছেন: প্রতি রবিবার থেকে ব্রিহস্পতিবার

ডা. সোমা সরকার
সহযোগী অধ্যাপক
এমবিবিএস, এফসিপিএস, এমআরসিপি, ডিইএম
বহিঃবিভাগে রোগী দেখছেন: প্রতি রবিবার ও বুধবার

অন্তঃবিভাগে নিয়মিত রোগী দেখছেন

নারী স্বাস্থ্য ও মেডিসিন সংক্রান্ত সঠিক পরামর্শ ও চিকিৎসার জন্য আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

🏥 সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল
📍 মিরবক্সটুলা, সিলেট
📞 ০২৯৯৭৭০৬৮৬৫-৬
📱 ০১৭৩০-৬৩৯০২৪
🌐 www.swmc.edu.bd

#মহিলাদের_চিকিৎসা

শারদীয় শুভেচ্ছা।
28/09/2025

শারদীয় শুভেচ্ছা।

Address

Mirboxtula
Sylhet
3100

Telephone

+8801730639024

Website

https://www.instagram.com/sylhet_womens_medical_hospital?igsh=MWI0ang3NXQ5ZGpuaQ%3D%3D

Alerts

Be the first to know and let us send you an email when Sylhet Womens Medical College and Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sylhet Womens Medical College and Hospital:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category