Dr Kamrul's Homoeopathic Care

Dr Kamrul's Homoeopathic Care Rtn Dr Md Kamrul Islam Phf

ShopnaAmbia Mansion
2nd floor.Chondipul Point
South Surma,Sylhet

কিলয়েড-- হোমিওপ্যাথিক চিকিৎসা ( Keloid - Homoeopathic treatment) অনেকের শরীরে এ ধরনের ত্বকের সমস্যা থাকে, অপারেশনের কাটা...
28/08/2025

কিলয়েড-- হোমিওপ্যাথিক চিকিৎসা ( Keloid - Homoeopathic treatment)

অনেকের শরীরে এ ধরনের ত্বকের সমস্যা থাকে, অপারেশনের কাটা দাগ, পুড়া ক্ষত, আঘাতজনিত ক্ষত, ব্রন, টিকাজনিত ক্ষত,কান ফুঁড়ানো ইত্যাদি থেকে হয়ে থাকে। এ গুলো দেখতে গোলাপি কিংবা লালচে দেখায়।

এ ধরনের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা খুবই ভালো কাজ করে । একটু সময় লাগলেও এবং প্রাথমিক পর্যায়ে আসলে এগুলো ভাল করা সম্ভব। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি,এ ধরনের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ঔষধ লিডাম পাল, এসিড ফ্লুর, সাইলিসিয়া, এসিড নাইট, গ্রাফাইটিস,থুজা ইত্যাদি খুবই ভাল কাজ করে।

29/07/2025

ঔষধের নাম >প্রিয়তা>কাতরতা :
_____________________________________\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
১.এন্টিম ক্রুড>টক>উভয়কাতর।
২.এন্টিম টার্ট>টক>গরমকাতর।
৩.আর্জেন্ট নাইট>মিষ্টি>লবন>গরমকাতর।
৪.ব্যাসিলিনাম>মিষ্টি।
৫.এসিড নাইট্রিক>ঝাল>শীতকাতর।
৬.কার্বোভেজ>টক>মিষ্টি>শীতকাতর।
৭.চায়না>টক>ঝাল>মিষ্টি>শীতকাতর।
৮.কস্টিকাম>ঝাল>লবণ>শীতকাতর।
৯.ক্যালকেরিয়া কার্ব>
টক>মিষ্টি>লবণ>শীতকাতর।
১০.ফ্লুরিক এসিড>টক>ঝাল>গরমকতর।
১১.হিপার>টক>ঝাল>শীতকাতর।
১২.ক্যালি ফস>টক>মিষ্টি ।
১৩.লাইকোপোডিয়াম>মিষ্টি>
গরমকাতর।
১৪.ল্যাক ক্যান>ঝাল>লবণ>
গরমকাতর।
১৫.মেডু>টক>মিষ্টি>লবণ>উভয়কাতর।
১৬.ম্যাগ মিউর>মিষ্টি>শীতকাতর।
১৭.নেট্রাম ফস>ঝাল>গরমকাতর।
১৮.নেট্রাম মিউর>তিতা>লবণ>গরমকাতর।
১৯.সিকেলি কর>টক>গরমকাতর।
২০.সিপিয়া>টক>ঝাল>তিতা>শীতকাতর।
২১.সেলেনিয়াম>টক>গরমকাতর।
২২.সালফার>মিষ্টি>গরমকাতর।
২৩.স্যাঙ্গুনেরিয়া ক্যান>ঝাল।
২৪.থেরিডিয়ান কুরাস>টক।
২৫.থুজা>তিতা>লবণ>শীতকাতর।
২৬.ভিরেট্রাম>টক>লবণ>শীতকাতর।
২৭.পালস>টক>ঝাল>শীতকাতর/গরমকাতর।
২৮.ক্যালি কার্ব>টক>মিষ্টি>শীতকাতর।

28/07/2025

Congenital Heart Disease......

শিশুর একটি জন্মগত হৃদরোগ
আট বছর বয়সী মেয়ে আছমা (কাল্পনিক নাম)। তাকে নিয়ে তার মায়ের সারাক্ষণ কান্নাকাটি। একটিই মাত্র সন্তান। রোগ সারে না। বারবার গ্রাম্য চিকিৎসকের কাছে যায়। বারবার বুকে কফ বসে যাওয়ার সিরাপ খায়। ঘন ঘন শ্বাস নিলে হাঁপানির ওষুধ খায়। বুক ধড়ফড় করে। আছমার মা কান্নাভেজা কণ্ঠে বলেন, ‘ঢাকায় বড় ডাক্তার দেখেছেন। বলাবলি করতে শুনেছি, আমার মেয়ের হার্ট নাকি কানা। চিকিৎসক ঠিক বলেছেন। আসলে আছমার হৃৎপিণ্ডে জ্নগতভাবেই ছিদ্র রয়েছে। জ্নেই তার হৃদয় কানা।’ হৃৎপিণ্ডে ফুটো হওয়া মানেই জ্নগত হৃদরোগ।

একটি হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ। দুটি অলিন্দ ও দুটি নিলয়। জ্নগতভাবে দুটো অলিন্দের মধ্যে ছিদ্র হতে পারে, যাকে বলা হয় ‘আন্ত-অলিন্দ ছিদ্র’ (এএসডি); আবার দুটো নিলয়ের মধ্যেও ছিদ্র থাকতে পারে, যাকে বলা হয় ‘আন্তনিলয় ছিদ্র’ (ভিএসডি)।

সাধারণত এ দেয়ালগুলোয় কোনো ছিদ্র থাকে না। দেখা গেছে, সারা পৃথিবীতে এক হাজার জীবিত নবজাতকের মধ্যে ছয় থেকে আটজনেরই হৃৎপিণ্ডে জ্নগত ছিদ্র থাকে। এবং এ রোগ নিয়েই ভুগতে থাকে।

যেসব শিশু হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে জ্নায়, তাদের কোনো ধরনের অনিয়ম ছাড়াই কদিন পরপর বুকে কফ থাকে। ঘন ঘন শ্বাস নিতে থাকে। দেখা যায়, প্রতি মিনিটে ৫০-৬০ বার শ্বাস নেয়। একটু পরিশ্রম করলেই শিশুর সারা শরীর নীলাভ হয়ে যায়। বুক ধড়ফড় করে। বুকের বাঁ দিকের খাঁচা বড় হয়। কখনো যকৃৎ বড় হয় এবং শক্ত থাকে। শিশু অতিরিক্ত ঘামে। দৈহিক বৃদ্ধি হয় না।

কখনো আবার পরীক্ষা করে দেখা যায়, জ্নগত ছিদ্র ছাড়াও অন্যান্য ত্রুটি রয়েছে। এ ছিদ্র হওয়ার কারণ একাধিক। কারও কারও মতে, সন্তানধারণের সময় মায়ের বয়স ৩৫ বছরের বেশি হয়ে থাকলে এ সমস্যা হতে পারে। মায়ের ডায়াবেটিস থাকলে কিংবা পাহাড়ি এলাকায় বাস করলে কিংবা ঋতুচক্রের শেষ দিকে গর্ভধারণ হলে এ ধরনের ত্রুটি নিয়ে শিশু জ্ন নেয়।

গর্ভাবস্থায় কিছু ভাইরাসজনিত রোগ, যেমন-হাম, রুবেলা, মাম্পস, জলবসন্ত প্রভৃতি রোগে যদি মায়েরা ভোগেন, তাহলে হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে শিশুর জ্ন হতে পারে। কখনো কখনো গর্ভাবস্থায় মায়েরা যদি স্টেরয়েড ওষুধ, খিঁচুনির ওষুধ বা থ্যালিডোমাইড-জাতীয় ওষুধ খান, তাহলেও শিশু হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে জ্ন নিতে পারে।

কখনো দেখা যায়, কোনো মা প্রথমবার হৃৎপিণ্ডে ত্রুটি নিয়ে শিশুর জ্ন দিলে দ্বিতীয়বার সে রকম ত্রুটি হওয়ার ঝুঁকি মাত্র চার-পাঁচ ভাগ।

কিন্তু দ্বিতীয়বারও শিশুর এ সমস্যা থাকলে তৃতীয়বার তা হওয়ার আশঙ্কা প্রায় ২২ থেকে ২৫ ভাগ। অভিজ্ঞ চিকিৎসকেরা বুকে স্টেথিসকোপ লাগিয়েই বুঝতে পারেন, শিশুর হৃৎপিণ্ডে কী ধরনের জ্নগত ছিদ্র। এর পরও বুকের এক্স-রে, ইসিজি, ইকো, রক্ত পরীক্ষা করে সহজেই রোগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

শিশু হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে চলাফেরা করতে পারে। যদি শিশুর কোনো ধরনের সমস্যা না দেখা দেয় বা শরীর নীল হয়ে যাওয়ার মতো সমস্যা না হয় বা শ্বাসকষ্ট না থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শেই তা পর্যবেক্ষণে রাখতে হবে। শিশু একটু বড় হলে বা এমনিতেই ছিদ্র বন্ধ না হলে তখন চিকিৎসা করাতে হবে। না হলে চিকিৎসকের পরামর্শ নিয়েই অনেক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রয়োজনে সর্দি-কাশিরও চিকিৎসা করাতে হবে।

কিন্তু ছিদ্র যদি বড় থাকে কিংবা বন্ধ না হয় বা নানা ধরনের বড় সমস্যা দেখা দেয় বা শিশুর বৃদ্ধি ক্রমশ ব্যাহত হয়, তাহলে চিকিৎসকের পরামর্শে প্রয়োজনে ছিদ্রে ‘বেলুন ভালভো প্লাস্টি’ বা অন্যান্য অস্ত্রোপচার পদ্ধতিতে তা বন্ধ করতে হবে। সাধারণত ৩০-৪০ ভাগ শিশুর ক্ষেত্রে হৃৎপিণ্ডের এ ছিদ্র আপনাআপনি সেরে যায়। কোনো অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। তবু সতর্ক থাকাটা ভালো।

Collected from fb

Alhamdulillah.... Small PDA with ASD Remission under my treatment by homoeopathic Remedy.
22/07/2025

Alhamdulillah....
Small PDA with ASD Remission under my treatment by homoeopathic Remedy.

Alhamdulillah.... A Large Umbilical Hernia... Cure by 2 months. ❤️
22/07/2025

Alhamdulillah....
A Large Umbilical Hernia... Cure by 2 months. ❤️

আলহামদুলিল্লাহ..... মাত্র তিন মাসের প্রচেষ্টায় Renal Cyst আরোগ্য.... রোগীর নাম ঃ  সাবিয়া বেগমবয়স ঃ ৩৫ বছর গ্রাম -  বাগলা...
22/07/2025

আলহামদুলিল্লাহ.....
মাত্র তিন মাসের প্রচেষ্টায় Renal Cyst আরোগ্য....

রোগীর নাম ঃ সাবিয়া বেগম
বয়স ঃ ৩৫ বছর
গ্রাম - বাগলা,গোলাপগঞ্জ।

আলহামদুলিল্লাহ.... আল্লাহর দয়ায় প্রায় এক মাসের প্রচেষ্টায় মুত্রথলি(Vasical Calculus) থেকে  এই পাথরটি(১.২ সেঃমিঃ) বেরিয়ে ...
25/06/2025

আলহামদুলিল্লাহ....
আল্লাহর দয়ায় প্রায় এক মাসের প্রচেষ্টায় মুত্রথলি(Vasical Calculus) থেকে এই পাথরটি(১.২ সেঃমিঃ) বেরিয়ে এসেছে, অপারেশন ছাড়াই হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে।❤️

রোগীর নাম - ফয়েজ আহমেদ
বয়স - ২৫ বছর
গ্রাম - পূর্ব শ্রীরামপুর, ৪২ নঃ ওয়ার্ড,দক্ষিণ সুরমা,সিলেট ।

Nasal polyp:5 best homeopathic medicines for nasal polyps:There is no need to get these nasal polyps removed surgically....
11/06/2025

Nasal polyp:

5 best homeopathic medicines for nasal polyps:

There is no need to get these nasal polyps removed surgically. Homeopathy is very effective in dealing with these little growths. Not only are the symptoms removed, the growths themselves vanish over a period of time. Homeopathy is uniquely placed as it takes into account not only the symptoms, but also the causes of the problem.

Calcarea Carb-One of the best homeopathic medicines for nasal polyps with loss of smell.
The nose seems stopped. The nostrils may be dry. Sneezing is persitent. At times, there is fetid discharge that is yellowish in colour. The patient is very sensitive and takes cold at every change of weather. He has increased appetite along with the symptoms of cold. The patient is usually fat and sweats profusely on the head. The symptoms are worse in wet weather.

Phosphorus- One of the best homeopathic medicines for nasal polyps with bleeding.
Where there is bleeding from the nose or from the polyp, The polyp bleeds ever so often that the handkerchief remains bloody. The patient is usually tall and thin. There is increased thirst and that too for cold water. The nostrils move in a circular fan like motion while breathing.

Teucrium Marum Varum- One of the best homeopathic medicines for polyps with obstruction of nose
When the nose remains obstructed, more on the side that one lies on. Polyps are often present near the posterior nares. There is sensation of something crawling in nostrils. Sneezing and watery discharge from the eyes are also frequently present. There is chronic cold and large mucous plugs or clinkers are discharged frequently.

Conium- One of the best homeopathic medicines for nasal polyps with acute smell.
Where the sense of smell is acute along with other symptoms. There is purulent discharge from the nose. Frequent sneezing is also present. A sense of dryness keeps troubling the patient. There is obstruction of nose, more so in the morning.

Hekla Lava- One of the best homeopathic medicines for nasal polyps with distended nose.
In cases where the large polyps end up distending the nose. Headache is often present along with the nasal symptoms.

(Collected from net)

আলহামদুলিল্লাহ.... কিডনি থেকে  এই পাথরগুলো (১.২ সেঃমিঃ) বেরিয়ে এসেছে, অপারেশন ছাড়াই  হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে।❤️রোগীর ...
22/04/2025

আলহামদুলিল্লাহ....
কিডনি থেকে এই পাথরগুলো (১.২ সেঃমিঃ) বেরিয়ে এসেছে, অপারেশন ছাড়াই হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে।❤️

রোগীর নাম - মোঃ ফুল মিয়া
বয়স - ৩৮ বছর
মেজর টিল্লা।

25/02/2025
25/02/2025

"রমজানুলকরিমে "
রোগী দেখার সময়সূচি

বেলা ১২:৩০ থেকে ৫:৩০ পর্যন্ত।

আলহামদুলিল্লাহ......দীর্ঘ  প্রেকটিস লাইফে এতো বড় অর্শের রোগী এর আগে এত দ্রুত আরোগ্য হতে দেখিনি। যাহারা হোমিওপ্যাথি বিশ্ব...
16/02/2025

আলহামদুলিল্লাহ......
দীর্ঘ প্রেকটিস লাইফে এতো বড় অর্শের রোগী এর আগে এত দ্রুত আরোগ্য হতে দেখিনি।
যাহারা হোমিওপ্যাথি বিশ্বাস করেন না তাদের জন্য এই পোস্ট টি দিলাম।
মি, হায়দার আলী....... ৪৫ বছর।

Address

Dr Kamrul's Homoeopathic Care,Shopna Ambia Mansion, Chondipul Point,South Surma,
Sylhet
3100

Opening Hours

Monday 10:30 - 14:30
17:00 - 21:30
Tuesday 10:30 - 14:30
17:00 - 21:30
Wednesday 10:30 - 14:30
17:00 - 21:30
Thursday 10:30 - 14:30
17:00 - 21:30
Saturday 10:30 - 14:30
17:00 - 21:30
Sunday 10:30 - 14:30
17:00 - 21:30

Telephone

01711020477

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr Kamrul's Homoeopathic Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr Kamrul's Homoeopathic Care:

Share

Category