Medico Sylhet Branch

Medico Sylhet Branch MEDICO- মেডিকেল ভর্তির প্রস্তুতি প্রোগ্রাম
মেডিকেল+ভার্সিটি= সম্মিলিত ভর্তি প্রস্তুতি

Hello MEDICO Aspirants!শুভেচ্ছা নাও।দেখতে দেখতে কোর্স প্ল্যানের নির্ধারিত ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে। আগামী ৭ ডিসেম্বর থেক...
30/11/2024

Hello MEDICO Aspirants!
শুভেচ্ছা নাও।
দেখতে দেখতে কোর্স প্ল্যানের নির্ধারিত ক্লাসগুলো শেষ হয়ে যাচ্ছে। আগামী ৭ ডিসেম্বর থেকে মেডিকোর মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হবে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় তোমাদের বেস্ট প্রিপারেশনের জন্য আমরা ইন্টেনসিভ কোর্স শুরু করতে যাচ্ছি, আজকে ৩০ নভেম্বর থেকে। এই কোর্সের ক্লাস এমনভাবে নেওয়া হবে যাতে ক্লাসেই পড়া শেষ হয়ে যায়। অনলাইনে ক্লাস করে নিজের মত করে পড়ার পর পরীক্ষাগুলো দেওয়ার চেষ্টা করবে।
Note :
ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি চলছে!
ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি হওয়া সকল শিক্ষার্থীদের জন্য ইনটেনসিভ কোর্স প্রোগ্রামের সবগুলো ক্লাস সম্পূর্ণ ফ্রি!

22/11/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড :
সিলেট সরকারি কলেজ
সবার জন্য শুভকামনা।

ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম 🩺 মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫[পরীক্ষা শুরু ৭ ডিসেম্বর]মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সব...
21/11/2024

ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রাম 🩺 মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫
[পরীক্ষা শুরু ৭ ডিসেম্বর]

মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি মূল বই সঠিকভাবে পড়ে নিজের প্রস্তুতি অনেকটাই গুছিয়ে নিয়েছ । মেডিকেল ভর্তি পরীক্ষার বেস্ট প্রিপারেশনের জন্য মেডিকোর পক্ষ থেকে মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষার মত স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা সহ ভর্তি প্রস্তুতিতে ইনটেনসিভ কেয়ার হিসেবে থাকছে ৩০টি ইফেকটিভ অনলাইন ক্লাস। মেডিকোর সুপরিকল্পিত এই কার্যক্রমে অংশগ্রহণ করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা রইল।

🎯এক্সাম প্ল্যান :
[১] পেপার ফাইনাল (100 MCQ) - ৮টি
[২] সাবজেক্ট ফাইনাল (100 MCQ) - ৪টি
[৩] ফুল সিলেবাস (100 MCQ) -১৬টি
[৪] অ্যাসেসমেন্ট এক্সাম (100 MCQ) - ৫টি
[৪] স্পেশাল এক্সাম (50 MCQ) -২২টি
📌প্রতিটি পরীক্ষার প্রশ্নের মান মেডিকেল ভর্তি পরীক্ষার স্ট্যান্ডার্ড বজায় রাখতে সরাসরি তত্ত্বাবধানে থাকবেন মেডিকোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক ডা. জোবায়দুর রহমান জনি।

🎯অন্যান্য আয়োজন :
[১] ইনটেনসিভ কোর্স (অনলাইন ক্লাস) - ৩০টি
[২] ইংরেজি ও সাধারণ জ্ঞানের কুইক রিভিশন বই
[৩] হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন : বাসায় পরীক্ষা দেওয়ার জন্য “হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন” দেওয়া হবে যা তোমার প্র্যাকটিস আরও সুদৃঢ় করবে।
[৪] মেডিকোর স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল।

🎯কোর্স ফি (বাংলা ও ইংরেজি ভার্সন):
অফলাইন ব্যাচ ৩,০০০/-, অনলাইন ব্যাচ ২,০০০/- [৭ ডিসেম্বর পর্যন্ত ৫০০/- ছাড়!]

🎯 ভর্তি সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ:
মেডিকো সিলেট শাখা
নিলয়-৬০, (ব্যাংক এশিয়ার ৩য় তলা) চৌহাট্টা
মোবাইল: 01705184951

16/11/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড :
এম সি কলেজ, সিলেট
সবার জন্য শুভকামনা।

16/11/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : সিলেট সরকারি মহিলা কলেজ।
সবার জন্য শুভকামনা।

ব্রেকিং নিউজ! মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫(১) ভর্তি পরীক্ষা হবে ২০০ নাম্বারে, যার মধ্যে এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে ১০০...
12/11/2024

ব্রেকিং নিউজ! মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫
(১) ভর্তি পরীক্ষা হবে ২০০ নাম্বারে, যার মধ্যে এসএসসি ও এইচএসসি জিপিএ থেকে ১০০ নাম্বার হিসাব করা হবে।
(২) সেকেন্ড টাইম পরীক্ষার্থীদের ৩ নাম্বার কর্তন হবে; পূর্বে ৫ নাম্বার কর্তন করা হতো।
(৩) এইচএসসিতে ইমপ্রুভমেন্ট দেওয়া শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষা দিতে পারবে।
সোর্স: কমেন্টে

MEDICO-BioStar | Season-13 | HSC Batch 2025 🍁সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের (বাংলা ভার্সন ও...
10/11/2024

MEDICO-BioStar | Season-13 | HSC Batch 2025 🍁
সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের (বাংলা ভার্সন ও ইংলিশ ভার্সন) জন্য মেডিকো আয়োজনে দেশব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া অফলাইনে বায়োলজি অলিম্পিয়াড “বায়োস্টার ২০২৫” এর তারিখ এইচএসসি ২০২৫ ব্যাচ ও শিক্ষকদের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হলো। পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর ২০২৪ইং তারিখে। প্রাণিবিজ্ঞান ও উদ্ভিদবিজ্ঞান বিষয়ের বাছাইকৃত সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অধ্যায় থেকে ১০০ নাম্বারের MCQ প্রশ্নে সারাদেশে ৬০টিরও অধিক কেন্দ্রে একই সময়ে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এখনো যারা রেজিস্ট্রেশন করোনি ক্যাপশনে ও ১ম কমেন্টে দেওয়া রেজিস্ট্রেশন লিংকে প্রবেশ করে দ্রুত রেজিস্ট্রেশন করে নাও।
🟠 প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নির্দেশনা ও তথ্য :
🔹 পরীক্ষার তারিখ : ২০ ডিসেম্বর ২০২৪ (চূড়ান্ত তারিখ)
🔹 যারা অংশগ্রহণ করবে : এইচএসসি ব্যাচ ২০২৫ (বিজ্ঞান শাখা)
🔹 পরীক্ষার বিষয় : উদ্ভিদবিজ্ঞান (৫০ নম্বর), প্রাণিবিজ্ঞান (৫০ নম্বর)
📝 রেজিস্ট্রেশনের গুগল ফরম: https://forms.gle/zrW2DUKMHSoiFSQp9
🎯 মেডিকো-বায়োস্টার প্রতিযোগিতার বিস্তারিত নিয়মাবলী, পরীক্ষার সিলেবাস, বায়োস্টার এক্সাম টপিক লিস্ট, অনলাইন ফ্রি ক্লাস, অনলাইন ট্রায়াল এক্সাম ও অন্যান্য তথ্য পেতে Facebook Group এ জয়েন কর । গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/medico.dream/
☎️যে কোন প্রয়োজনে মেডিকোর ব্রাঞ্চ অফিসে অথবা হটলাইন নাম্বারে (09666747475) যোগাযোগ করা যাবে ।

Trial Exam 3.0 | Offline MCQ Contest (Session 2024-25) সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনুশীলনীর MCQ প্র‍্যাক্টিস করা মেডিকেল ভ...
09/11/2024

Trial Exam 3.0 | Offline MCQ Contest (Session 2024-25)
সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনুশীলনীর MCQ প্র‍্যাক্টিস করা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর প্রস্তুতি ব্যাচের সকল শিক্ষার্থীদের (ফার্স্ট টাইমার ও সেকেন্ড টাইমার) নিয়ে আয়োজন করতে যাচ্ছে- "Trial Exam 3.0"। পরীক্ষা হবে 100 মার্কের MCQ পদ্ধতিতে; প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কর্তন করা হবে।
🟩 পরীক্ষার টপিক : পদার্থবিজ্ঞান ২য় পত্র অনুশীলনীর MCQ প্রশ্ন (ইসহাক স্যার, ফুল সিলেবাস)। মেডিকোর নিয়মিত ক্লাসে কোন অধ্যায়টি ইতোমধ্যে পড়ানো হয়েছে বা হয়নি সেটি বিবেচনায় নেয়া যাবেনা, ফুল সিলেবাসের সবগুলো অধ্যায় সিলেবাস হিসেবে গন্য হবে।
🟩 পরীক্ষার তারিখ : পরীক্ষাটি একযোগে অভিন্ন প্রশ্নপত্রে আগামী ২২ নভেম্বর শুক্রবার নেয়া হবে (অফলাইনে)। মেডিকোর অনলাইন ব্যাচে এনরোলকৃত শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অফলাইনে অংশ নিতে পারবে। তবে একান্তই কেউ যদি অফলাইনে পরীক্ষাটিতে অংশ নিতে না পারে তাহলে ২২ নভেম্বর একই সময়ে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত পরীক্ষাটি মেডিকোর সার্ভারে অনলাইনে দেয়া যাবে।
🟩 পরীক্ষার ভেন্যু : এই পোস্টের ২য় কমেন্টে অফলাইন পরীক্ষার অঞ্চল ভিত্তিক পরীক্ষার সেন্টার সমূহের নাম দেওয়া হয়েছে। ভেন্যুর নাম পরবর্তীতে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং মেডিকোর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে।
🟩 পুরস্কার : অফলাইন পরীক্ষায় শীর্ষস্থানপ্রাপ্ত প্রথম ১০ জনকে শিক্ষাবৃত্তি, টি-শার্ট ও ক্রেস্ট এবং ১১তম থেকে ২০০তম পর্যন্ত প্রত্যেকের জন্য টি-শার্ট ও ক্রেস্ট দেওয়া হবে।
📌 রেজিস্ট্রেশন গুগল ফরম : https://forms.gle/wPz8yVgo5UvNNzEX8
পড়তে থাকো। ইনশা আল্লাহ এবার স্বপ্ন পূরণ হবেই।

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : সিলেট সরকারি কলেজসবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অংশ...
08/11/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : সিলেট সরকারি কলেজ

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে মেডিকো আয়োজন করতে যাচ্ছে কলেজ ভিত্তিক বায়োলজি অলিম্পিয়াড। এই প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী ২২ নভেম্বর ২০২৪ তারিখে সিলেট সরকারি কলেজের বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই গুগল ফর্মে তথ্য পূরণ করে আগামী ২০ নভেম্বর বিকাল ৫টার মধ্যে সাবমিট করতে হবে।

🔷 কলেজের নাম : সিলেট সরকারি কলেজ।
🔷 পরীক্ষার তারিখ : ২২ নভেম্বর ২০২৪।
🔷 রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ২০ নভেম্বর বিকাল ৫টা।
🔷 সিলেবাস : প্রাণির বিভিন্নতা ও শ্রেনিবিন্যাস, পরিপাক ও শোষণ, কোষ ও এর গঠন, অণুজীব ।

📌 ফ্রি রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/6G75sozGB51T6gHJ7

সবার জন্য শুভকামনা

মডেল টেস্ট প্রোগ্রাম 🩺 মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৪-২৫২০ নভেম্বর পর্যন্ত ৫০০/- ছাড়!মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সবা...
04/11/2024

মডেল টেস্ট প্রোগ্রাম 🩺 মেডিকেল ভর্তি প্রস্তুতি ২০২৪-২৫
২০ নভেম্বর পর্যন্ত ৫০০/- ছাড়!
মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি মূল বই সঠিকভাবে পড়ে নিজের প্রস্তুতি অনেকটাই গুছিয়ে নিয়েছ । মেডিকেল ভর্তি পরীক্ষার বেস্ট প্রিপারেশনের জন্য মেডিকোর পক্ষ থেকে মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষার মত স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা সহ বিভিন্ন সময়ে মেডিকোর দিক-নির্দেশনামূলক কার্যক্রমতো থাকছেই। মেডিকোর সুপরিকল্পিত এই কার্যক্রমে অংশগ্রহণ করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা রইল।
📞 মেডিকোর যে কোন ব্রাঞ্চে সরাসরি অথবা bKash এর মাধ্যমে সহজেই ভর্তি হওয়া যাবে। মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ- 01790339999 , 01786550022, 01786550033
Hotline : 09666747475
“Let your DREAMS Be your WINGS”

HSC BATCH 2024Hello Math Lovers!মেডিকোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা । মেডিকেল ভর্তি প্রস্তুতির পাশাপাশি ভার্সিটি ম্যাথ প্...
04/11/2024

HSC BATCH 2024
Hello Math Lovers!
মেডিকোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা । মেডিকেল ভর্তি প্রস্তুতির পাশাপাশি ভার্সিটি ম্যাথ প্রিপারেশনে এগিয়ে থাকতে দরকার সহজবোধ্য প্ল্যান । তবে তোমাকে মনে রাখতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার বেশ পরে ভার্সিটি এডমিশন টেস্ট শুরু হয়। তাই প্রত্যেকের উচিত যতটুকু সম্ভব প্র্যাকটিসের মধ্যে থেকে এই কম্পিটিটিভ সময়ে নিজেকে এগিয়ে রাখা ।
আমাদের একাডেমিক কার্যক্রমের অংশ হিসেবে আগামী ৫ ও ৬ নভেম্বর সন্ধ্যা ৭ টায় তোমাদের জন্য ফ্রি ম্যাথ যাচাই ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, টপিক- সরলরেখা ১ম অংশ, সরলরেখা ২য় অংশ। শিক্ষক হিসেবে থাকবেন মেডিকোর একাডেমিক কোর্স কো-অরডিনেটর ইঞ্জিনিয়ার ফয়সাল হায়দার। ক্লাসটি সবার জন্য উন্মুক্ত, তোমাদের অন্য ফ্রেন্ডদের জানিয়ে দিতে পার। এই ক্লাসটি মেডিকো গ্রুপ থেকে লাইভ করা হবে। গ্রুপ লিংক ১ম কমেন্টে দেওয়া হলো। মেডিকোর পক্ষ থেকে ক্লাসে অংশগ্রহণের আমন্ত্রণ রইল।
যেকোন প্রয়োজনে কল করা যাবে মেডিকো হটলাইন 09666747475 নাম্বারে।
Smart Study | Start Study

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : এম সি কলেজ, সিলেটসবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অংশ...
03/11/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : এম সি কলেজ, সিলেট

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে মেডিকো আয়োজন করতে যাচ্ছে কলেজ ভিত্তিক বায়োলজি অলিম্পিয়াড। এই প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর ২০২৪ তারিখে এম সি কলেজের বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই গুগল ফর্মে তথ্য পূরণ করে আগামী ১২ নভেম্বর বিকাল ৫টার মধ্যে সাবমিট করতে হবে।

🔷 কলেজের নাম : এম সি কলেজ, সিলেট।
🔷 পরীক্ষার তারিখ : ১৬ নভেম্বর ২০২৪।
🔷 রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ১২ নভেম্বর বিকাল ৫টা।
🔷 সিলেবাস : প্রাণির বিভিন্নতা ও শ্রেনিবিন্যাস, পরিপাক ও শোষণ, কোষ ও এর গঠন, অনুজীব।

📌 ফ্রি রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/6B78ut8ApinSENof8

সবার জন্য শুভকামনা

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : সিলেট সরকারি মহিলা কলেজসবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদ...
03/11/2024

কলেজ বায়োলজি অলিম্পিয়াড : সিলেট সরকারি মহিলা কলেজ

সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এইচএসসি ২০২৫ ব্যাচের বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে মেডিকো আয়োজন করতে যাচ্ছে কলেজ ভিত্তিক বায়োলজি অলিম্পিয়াড। এই প্রতিযোগিতার অংশ হিসেবে আগামী ১৬ নভেম্বর ২০২৪ তারিখে সিলেট সরকারি মহিলা কলেজের বিজ্ঞান শাখার সকল শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য অবশ্যই গুগল ফর্মে তথ্য পূরণ করে আগামী ১২ নভেম্বর বিকাল ৫টার মধ্যে সাবমিট করতে হবে।

🔷 কলেজের নাম : সিলেট সরকারি মহিলা কলেজ।
🔷 পরীক্ষার তারিখ : ১৬ নভেম্বর ২০২৪।
🔷 রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ১২ নভেম্বর বিকাল ৫টা।
🔷 সিলেবাস : প্রাণির বিভিন্নতা ও শ্রেনিবিন্যাস, পরিপাক ও শোষণ, কোষ ও এর গঠন, অনুজীব।

📌 ফ্রি রেজিস্ট্রেশন লিংক : https://forms.gle/Wu2jXc7JntjnEDnH7
সবার জন্য শুভকামনা

ব্রেকিং নিউজ!!মেডিকেল ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ১৭ জানুয়ারি ২০২৫। সবার জন্য শুভকামনা।
31/10/2024

ব্রেকিং নিউজ!!
মেডিকেল ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ১৭ জানুয়ারি ২০২৫। সবার জন্য শুভকামনা।

নতুন উদ্যমে সুন্দর আগামীর পথে….ফ্রিল্যান্স কোচিং সেন্টারগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব) এর...
28/10/2024

নতুন উদ্যমে সুন্দর আগামীর পথে….
ফ্রিল্যান্স কোচিং সেন্টারগুলোর সংগঠন অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (অ্যাসেব) এর স্থায়ী সদস্যভুক্ত হলো মেডিকো।
দেশব্যাপী ১৮টি ব্রাঞ্চ ও ১২টি অফলাইন এক্সাম সেন্টারে সকল শিক্ষার্থীদের জন্য মূল বই ভিত্তিক আরো কার্যকরী এবং সেরা সার্ভিস নিয়ে মেডিকো সবসময় প্রস্তুত।
দীর্ঘ পথ চলায় সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা।

25/10/2024

কোর্স প্রেজেন্টেশন |মডেল টেস্ট প্রোগ্রাম | মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৪-২৫
মডেল টেস্ট প্রোগ্রামটি কীভাবে সাজানো হয়েছে এবং কী কী থাকছে এই প্রোগ্রামে সে সম্পর্কে বিস্তারিত কথা বলছেন মেডিকোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক ডা. জোবায়দুর রহমান জনি ও উপস্থাপনায় থাকবেন মেডিকোর স্টুডেন্ট এডভাইজার রাগীব নূর (জাতীয় মেধায় ১ম, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৯-২০)।
মেডিকোর সুপরিকল্পিত এই কার্যক্রমে অংশগ্রহণ করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা রইল।

Gentle Reminder!মডেল টেস্ট প্রোগ্রাম | মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৪-২৫কোর্স প্রেজেন্টেশন ক্লাস : ২৫ অক্টোবর, সন...
25/10/2024

Gentle Reminder!
মডেল টেস্ট প্রোগ্রাম | মেডিকেল ভর্তি পরীক্ষার প্রস্তুতি ২০২৪-২৫
কোর্স প্রেজেন্টেশন ক্লাস : ২৫ অক্টোবর, সন্ধ্যা ৭টা
মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি মূল বই সঠিকভাবে পড়ে নিজের প্রস্তুতি অনেকটাই গুছিয়ে নিয়েছ । মেডিকেল ভর্তি পরীক্ষার বেস্ট প্রিপারেশনের জন্য মেডিকোর পক্ষ থেকে মডেল টেস্ট প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। মেডিকেল ভর্তি পরীক্ষার মত স্ট্যান্ডার্ড প্রশ্নে পরীক্ষা সহ বিভিন্ন সময়ে মেডিকোর দিক-নির্দেশনামূলক কার্যক্রমতো থাকছেই।
মডেল টেস্ট প্রোগ্রামটি কীভাবে সাজানো হয়েছে এবং কী কী থাকছে এই প্রোগ্রামে সে সম্পর্কে বিস্তারিত কথা বলবেন মেডিকোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক ডা. জোবায়দুর রহমান জনি ও উপস্থাপনায় থাকবেন মেডিকোর স্টুডেন্ট এডভাইজার রাগীব নূর (জাতীয় মেধায় ১ম, মেডিকেল ভর্তি পরীক্ষা ২০১৯-২০)।
মেডিকোর সুপরিকল্পিত এই কার্যক্রমে অংশগ্রহণ করে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ হোক, এই শুভকামনা রইল।
🎯পরীক্ষা শুরু: ৪ নভেম্বর ২০২৪
🎯এক্সাম প্ল্যান :
[১] গোল্ডেন এক্সাম (100 MCQ) - ১৬টি
[২] পেপার ফাইনাল (100 MCQ) - ৮টি
[৩] সাবজেক্ট ফাইনাল (100 MCQ) - ৪টি
[৪] ফুল সিলেবাস (100 MCQ) -১৬টি
[৫] স্পেশাল এক্সাম (50 MCQ) -৩৮টি
🎯অন্যান্য আয়োজন :
[১] স্পেশাল অনলাইন ক্লাস - ১৬টি
[২] ইংরেজি ও সাধারণ জ্ঞানের কুইক রিভিশন বই
[৩] হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন : বাসায় পরীক্ষা দেওয়ার জন্য “হোম এক্সাম প্রিন্টেড প্রশ্ন” দেওয়া হবে যা তোমার প্র্যাকটিস আরও সুদৃঢ় করবে।
[৪] মেডিকোর স্পেশাল স্টাডি ম্যাটেরিয়াল
📌 ৩ নভেম্বরের মধ্যে ভর্তি হলে রয়েছে ৫০০/- ছাড়!
📌মডেল টেস্ট প্রোগ্রামের বিস্তারিত রুটিন ও অন্যান্য তথ্য জানতে গুগল ফরমটি পূরণ করো: https://forms.gle/toFxvAXw9evUm4Rx9
📞 মেডিকোর যে কোন ব্রাঞ্চে সরাসরি অথবা bKash এর মাধ্যমে সহজেই ভর্তি হওয়া যাবে। মডেল টেস্ট প্রোগ্রামে ভর্তি সংক্রান্ত প্রয়োজনে যোগাযোগ- 01790339999 , 01786550022, 01786550033
Hotline : 09666747475
“Let your DREAMS Be your WINGS”

Trial Exam 2.0 | Offline MCQ Contest (Session 2024-25) সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনুশীলনীর MCQ প্র‍্যাক্টিস করা মেডিকেল ভ...
20/10/2024

Trial Exam 2.0 | Offline MCQ Contest (Session 2024-25)
সবাইকে আন্তরিক শুভেচ্ছা। অনুশীলনীর MCQ প্র‍্যাক্টিস করা মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি বিবেচনায় মেডিকেল ভর্তি পরীক্ষা ২০২৪-২৫ এর প্রস্তুতি ব্যাচের সকল শিক্ষার্থীদের (ফার্স্ট টাইমার ও সেকেন্ড টাইমার) নিয়ে আয়োজন করতে যাচ্ছে- "Trial Exam 2.0"। পরীক্ষা হবে 100 মার্কের MCQ পদ্ধতিতে; প্রতিটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কর্তন করা হবে।
🟩 কারা অংশগ্রহণ করবে : ২০২৪-২৫ বর্ষে মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে ইচ্ছুক সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এজন্য মেডিকোতে ভর্তি থাকা আবশ্যক নয়। যে কেউ অংশগ্রহণ করতে পারবে। এজন্য তাকে গুগল ফরমের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। গুগল ফরম লিংক ক্যাপশনে ও ১ম কমেন্টে দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ৩০ অক্টোবর বিকাল ৫টা। [বিঃ দ্রঃ যারা মেডিকোর রেগুলার ও এক্সাম ব্যাচে ভর্তি রয়েছো এবং Trial Exam 1.0 এ রেজিস্ট্রেশন করেছো তোমাদের গুগল ফরম পূরণ করতে হবে না।]
🟩 পরীক্ষার টপিক : পদার্থবিজ্ঞান ১ম পত্র অনুশীলনীর MCQ প্রশ্ন (ইসহাক স্যার, ফুল সিলেবাস)। মেডিকোর নিয়মিত ক্লাসে কোন অধ্যায়টি ইতোমধ্যে পড়ানো হয়েছে বা হয়নি সেটি বিবেচনায় নেয়া যাবেনা, ফুল সিলেবাসের সবগুলো অধ্যায় সিলেবাস হিসেবে গন্য হবে।
🟩 পরীক্ষার তারিখ : পরীক্ষাটি একযোগে অভিন্ন প্রশ্নপত্রে আগামী ১ নভেম্বর শুক্রবার নেয়া হবে (অফলাইনে)। মেডিকোর অনলাইন ব্যাচে এনরোলকৃত শিক্ষার্থীরাও এই পরীক্ষায় অফলাইনে অংশ নিতে পারবে। তবে একান্তই কেউ যদি অফলাইনে পরীক্ষাটিতে অংশ নিতে না পারে তাহলে ১ নভেম্বর রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত পরীক্ষাটি মেডিকোর সার্ভারে অনলাইনে দেয়া যাবে।
🟩 পরীক্ষার ভেন্যু : এই পোস্টের ২য় কমেন্টে অঞ্চল ভিত্তিক পরীক্ষার সেন্টার সমূহের নাম দেওয়া হয়েছে। ভেন্যুর নাম পরবর্তীতে মোবাইলে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং মেডিকোর অফিসিয়াল ফেসবুক গ্রুপে পোস্ট করা হবে।
🟩 পুরস্কার : অফলাইন পরীক্ষায় শীর্ষস্থানপ্রাপ্ত প্রথম ১০ জনকে শিক্ষাবৃত্তি, টি-শার্ট ও ক্রেস্ট এবং ১১তম থেকে ২০০তম পর্যন্ত প্রত্যেকের জন্য টি-শার্ট ও ক্রেস্ট দেওয়া হবে।
📌রেজিস্ট্রেশন গুগল ফরম লিংক: https://forms.gle/1GH98KAcMAP8pfRU8
[বিঃ দ্রঃ যারা মেডিকোর রেগুলার ও এক্সাম ব্যাচে ভর্তি রয়েছো এবং Trial Exam 1.0 এ রেজিস্ট্রেশন করেছো তোমাদের গুগল ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করতে হবে না।]
পড়তে থাকো। ইনশা আল্লাহ এবার স্বপ্ন পূরণ হবেই।

Address

নিলয়-৬০(ব্যাংক এশিয়ার ৩য় তলা) বনফুলের পাশে, চৌহাট্টা, সিলেট
Sylhet
3100

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00

Telephone

+8801705184951

Alerts

Be the first to know and let us send you an email when Medico Sylhet Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Medico Sylhet Branch:

Share