
13/08/2024
কি ছিলো না এদের? টাকা পয়সারতো কোনো হিসাবই নেই, বাড়ি গাড়ি অঢেল অবৈধ সম্পদ ক্ষমতা? কিন্তু এদের মধ্যে একটা জিনিসের অভাবে আজ তারা দুনিয়ার বুকে লাঞ্ছিত অপদস্ত হচ্ছে আর সেটা হলো মনুষ্যত্ব। একজন সালমান জীবনের শেষ বয়সে এসে দাড়ি গুলো কেটে নিলেন বাচার জন্য কিন্তু তাও বাচতে পারলোনা,,অপর দুজন কাউয়া কাদের হাজার হাজার নিরীহ মানুষের হত্যাকারী এবং আইন মন্ত্রী আনিসুল হক।আজ তাদের এতো ধন সম্পদও কাজে আসলোনা। সুতরাং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন আপনাদের জন্য এরচেয়ে ভালো কোনো উদাহরণ হতে পারে না।