The Doctor's Diagnostic & consultation center.

The Doctor's Diagnostic & consultation center. Our main goal is to provide the best possible medical assistance to the people at an affordable cost

ড্রিমার্স ইউনিটির প্রথম প্রজেক্ট, দি ডক্টর'স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর তৃতীয়বর্ষপূর্তিতে আমাদের ক্ষুদ্র আয়োজ...
13/02/2024

ড্রিমার্স ইউনিটির প্রথম প্রজেক্ট,
দি ডক্টর'স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর তৃতীয়বর্ষপূর্তিতে আমাদের ক্ষুদ্র আয়োজন।
৩য় বর্ষপূর্তিতে গ্রাহক শুভানুধ্যায়ী সহ সকলকে জানাই শুভেচ্ছা। গ্রাহকদের সহযোগিতায় আমাদের এতদূর আসা!যাদের বিনিয়োগ এর জন্য আজ একটি প্রতিষ্ঠান দাড়িয়ে আছে তাদের প্রতি রইলো কৃতজ্ঞতা, সু-চিকিৎসা বঞ্চিত মানুষের কল্যাণে বহুদূর এগিয়ে যাক আমাদের প্রতিষ্ঠান। আপনাদের সবার জন্য রইলো শুভকামনা....

চান মিয়া রাণী বেগম প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় কাউন্সিলর এর তত্তাবধানে, আমাদের সহযোগিতায় উক্ত বিদ্যালয়ের ছাত্রছা...
07/02/2024

চান মিয়া রাণী বেগম প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্থানীয় কাউন্সিলর এর তত্তাবধানে, আমাদের সহযোগিতায় উক্ত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ফ্রী ব্লাড গ্রুপিং, সুন্দর ভাবে সম্পন্নকরণে আপনাদের দোয়া কাম্য।
আপনিও চাইলে আপনার আশপাশে ব্লাডগ্রুপ কিংবা চিকিৎসা সম্পর্কিত যে কোন ধরনের সহযোগিতা নিতে পারেন।

দি ডক্টর'স ডায়াগনস্টিকে এই প্রথম ফুসফুস থেকে পানি বের করা হল। এর মাধ্যমে আমাদের ডায়াগনস্টিক এ এক নতুন দিগন্তের  সূচনা হল...
31/01/2024

দি ডক্টর'স ডায়াগনস্টিকে এই প্রথম ফুসফুস থেকে পানি বের করা হল।
এর মাধ্যমে আমাদের ডায়াগনস্টিক এ এক নতুন দিগন্তের সূচনা হল।
অদ্য [31/01, 20:03] ঘটিকায় একজন রোগী প্রচন্ড বুকে ব্যথা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে আসে, কর্তব্যরত চিকিৎসক ডা: সব্যসাচী রায় শাওন সাহেব রোগীকে তাৎক্ষণিকভাবে এক্সরে করানোর পরামর্শ দিলে দ্রুত এক্সরে করানো হয়, এক্সরে রিপোর্টে দেখা যায় যে Massive pleural effusion( ফুসফুসে প্রচুর পানি জমা আছে)।পরবর্তীতে সে এই পানি পানি বের করার জন্য ডা: সাহেব এর নিকট অনুরোধ করে ডা: সাহেব কিছু পানি বের করে দেন এবং তা পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে।ধারনা করা হচ্ছে যে রোগীর ফুসফুসে ১০-১২ লিটার পানি আছে।
খুবই গরীব রোগী হওয়ার কারণে আমরা শুধুমাত্র প্রয়োজনীয় খরচ নিয়ে চিকিৎসা দিয়েছি, ইনশাল্লাহ উনাকে আরও উন্নত চিকিৎসার ব্যবস্থা করে দিতে বদ্ধপরিকর।
যে কেউ অর্থের অভাবে যেন চিকিৎসা বঞ্চিত না হয় সেই লক্ষ্য নিয়েই আমাদের সাধ্যের ভিতরে সর্বদা কাজ করে যাচ্ছি।
ছবি শুধুমাত্র মনোযোগ গ্রহণের জন্য।

14/11/2023

তুমি তোমার হৃদয়কে সকাল থেকে রাত ও রাত থেকে সকাল পর্যন্ত অন্যের ওপর হিংসা করা থেকে বিরত রাখো।

– হে আমার উম্মত, এটি আমার আইনগুলোর একটি,
এবং যে আমার আইনকে ভালোবাসে,
সে আমাকেও অত্যন্ত ভালোবাসে।
#বুখারী

Finally achieve (sales)Tnq All ❤️❤️💝💝❤️❤️
07/10/2023

Finally achieve (sales)
Tnq All ❤️❤️💝💝❤️❤️

সবাইকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।
28/06/2023

সবাইকে ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা।

عيد مبــــــــــــــــــــارك تَقَبــَّــلَ اللـــّٰــــهُ ِمنّٰا ومِنـْـــكُمْ‘TAQABBAL ALLAHU MINNA WA MINKUM’
28/06/2023

عيد مبــــــــــــــــــــارك
تَقَبــَّــلَ اللـــّٰــــهُ ِمنّٰا ومِنـْـــكُمْ
‘TAQABBAL ALLAHU MINNA WA MINKUM’

🟥এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে হলেঃ°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°এখন রোদের প্রচন্ড উত্তাপ। সারাদেশেই প্রচু...
03/06/2023

🟥এই গরমে হিট স্ট্রোক থেকে বাঁচতে হলেঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
এখন রোদের প্রচন্ড উত্তাপ। সারাদেশেই প্রচুর গরম পড়েছে। এই সময় নানা অসুখ-বিসুখের পাশাপাশি গরমজনিত হিট স্ট্রোকে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে। হিট স্ট্রোক গরমের সময়ের একটি মারাত্মক স্বাস্থ্যগত সমস্যা যাতে সাবধান থাকা উচিত।

🟥হিট স্ট্রোক কী?
°°°°°°°°°°°°°°°°°
প্রচণ্ড গরম আবহাওয়ায় শরীরের তাপমাত্রা বেড়ে ১০৫ ডিগ্রি ফারেনহাইটের ওপর হলে তাকে হিট স্ট্রোক বলে। স্বাভাবিক অবস্থায় রক্ত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখে। কোনো কারণে শরীরের তাপমাত্রা বাড়তে থাকলে ত্বকের রক্তনালি প্রসারিত হয় এবং অতিরিক্ত তাপ পরিবেশে ছড়িয়ে দেয়। প্রয়োজনে ঘামের মাধ্যমেও শরীরের তাপ কমে যায়। কিন্তু প্রচণ্ড গরম ও আর্দ্র পরিবেশে বেশি সময় অবস্থান বা পরিশ্রম করলে তাপ নিয়ন্ত্রণ আর সম্ভব হয় না। এতে শরীরের তাপমাত্রা দ্রুত বিপৎসীমা ছাড়িয়ে যায় এবং হিট স্ট্রোক দেখা দেয়।

🟥কারা আক্রান্ত হতে হতে পারে?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
প্রচণ্ড গরমে ও আর্দ্রতায় যে কারও হিট স্ট্রোক হতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে হিট স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। যেমন—

✅শিশু ও বৃদ্ধদের তাপ নিয়ন্ত্রণ ক্ষমতা কম থাকায় হিট স্ট্রোকের আশঙ্কা বেড়ে যায়। এ ছাড়া বয়স্ক ব্যক্তিরা যেহেতু প্রায়ই বিভিন্ন রোগে ভোগেন কিংবা নানা ওষুধ সেবন করেন, যা হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

✅যাঁরা দিনের বেলায় প্রচণ্ড রোদে কায়িক পরিশ্রম করেন, তাঁদের হিট স্ট্রোকের ঝুঁকি বেশি। যেমন কৃষক, শ্রমিক, রিকশাচালক।
°
✅শরীরে পানিস্বল্পতা হলে হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ে।

✅কিছু কিছু ওষুধ হিট স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বিশেষ করে প্রস্রাব বাড়ানোর ওষুধ, বিষণ্নতার ওষুধ, মানসিক রোগের ওষুধ ইত্যাদি।

🟥লক্ষণঃ
°°°°°°°°°
🔸দেহের তাপমাত্রা ১০৫ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যায়।
🔸শরীর থেকে ঘাম বের হয় না বা বন্ধ হয়ে যায়।
🔸ত্বক শুষ্ক ও লালচে হয়ে যায়।
🔸নিশ্বাস দ্রুত হয়।
🔸নাড়ির স্পন্দন ক্ষীণ ও দ্রুত হয়।
🔸রক্তচাপ কমে যায়।
🔸খিঁচুনি, মাথা ঝিমঝিম করা, অস্বাভাবিক আচরণ, হ্যালুসিনেশন, অসংলগ্নতা ইত্যাদি দেখা দেয়।
🔸প্রস্রাবের পরিমাণ যথেষ্ট কমে যায়।
🔸রোগী শকেও চলে যেতে পারে, এমনকি অজ্ঞানও হয়ে যেতে পারে।

🟥এই সময় যা করবেনঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
🔹তৃষ্ণার্ত বোধ না করলেও নির্দিষ্ট সময় অন্তর পানি পান করুন। সবসময় সঙ্গে খাবার পানি সঙ্গে রাখুন।
🔹যথাসম্ভব ঘরের ভেতরে বা ছায়াযুক্ত স্থানে অবস্থান করুন। বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করুন।
🔹দিনের বেলা বাইরে বেরোলে সাদা বা হাল্কা রংয়ের, ঢিলেঢালা, সূতি কাপড়ের জামা পরুন।
🔹টুপি বা কাপড়, তোয়ালে দিয়ে মাথা ঢেকে রাখুন৷ সঙ্গে ছাতা রাখুন, পায়ে জুতো অথবা চটি পরে তবেই বাইরে বেরোন।
🔹তরমুজ, শশার মতো ফল বেশি করে খান।
🔹বাড়িতে তৈরি লেবুপানীয় পান করুন।
🔹গৃহপালিত পশুদের ছায়ায় রাখুন, পর্যাপ্ত পরিমাণে জল খাওয়ান।
🔹স্থানীয় আবহাওয়ার বার্তার দিকে খেয়াল রাখুন।
🔹অসুস্থ হলে সঙ্গে সঙ্গে চিকিৎসক অথবা স্বাস্থ্যকর্মীর পরামর্শ নিন।

🟥যা করবেন নাঃ
°°°°°°°°°°°°°°°°°
🔸যতদূর সম্ভব প্রখর সূর্যালোকে বাইরে না বেরুনোর চেষ্টা করুন।
🔸খুব পরিশ্রমসাধ্য, দিনের বেলা এমন কাজ না করাই ভাল। 🔸দাঁড়িয়ে থাকা গাড়িতে শিশু ও গৃহপালিত পশুদের রাখবেন না।
🔸বেশি প্রোটিনযুক্ত বা মশলাদার খাবার খাবেন না।
🔸খোলামেলা স্থানে বানানো শরবত, পানীয় বা খাবার খাবেন না।
🔸তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয় যেমন-চা ও কফি এরিয়ে চলুন।

🟥হিটস্ট্রোকে আক্রান্ত হলে যা করবেনঃ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
✅আক্রান্ত ব্যাক্তিকে সঙ্গে সঙ্গে ঘরের ভেতর বা ছায়া রয়েছে এমন ঠান্ডা জায়গায় নিয়ে যান।
✅গায়ের জামাকাপড় খুলে ফ্যানের বাতাস দিন বা এসি চালিয়ে দিন।
✅ভিজে কাপড় দিয়ে সারা শরীর মুছিয়ে দিন৷
✅লবণ পানি নুন- চিনির শরবত, খাবার স্যালাইন খাওয়াতে থাকুন৷ তবে জ্ঞান হারিয়ে ফেললে এসব খাওয়াবেন না। সম্পূর্ণ জ্ঞান ফেরার পরই খাবার বা পানি দেওয়া যাবে আক্রান্তকে৷
✅অবস্থার উন্নতি না হলে আক্রান্তকে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান।

কার্টেসীঃ ডাঃ সুজন চন্দ্র পাল।

আজ রাত ৮ ঘটিকায় আমি দাড়িয়ে আছি ডায়াগনস্টিক এর সিড়িতে হঠাৎ করে মধ্যে বয়ষ্ক একজন মহিলার কান্না জড়িত কন্ঠে আমার নিকট সাহায...
16/05/2023

আজ রাত ৮ ঘটিকায় আমি দাড়িয়ে আছি ডায়াগনস্টিক এর সিড়িতে হঠাৎ করে মধ্যে বয়ষ্ক একজন মহিলার কান্না জড়িত কন্ঠে আমার নিকট সাহায্য চাওয়া, আমি উনার সাথে কথা বললাম, উনি বললেন তিনি ভীষণ অসুস্থ তিনি এসেছিলেন চিকিৎসক এর পরামর্শ নিতে কিন্তু ভিজিট শুনে ভিজিটের টাকা নেই বলে ফিরে যাচ্ছেন,চিকিৎসা নিতে পারছেন না, ঔষধ নিতে পারছেন না।পারিবারিক অবস্থা জিজ্ঞেস করলাম, শুনে অনেক খারাপ লাগলো, সাথে সাথে উনাকে ডায়াগনস্টিক সেন্টার এ ফিরিয়ে নিলাম এবং আমাদের মেডিকেল ডিরেক্টর বন্ধু ডা: সব্যসাচী রায় শাওনকে উনাকে ফ্রি-তে পরামর্শ দেওয়ার অনুরোধ করলাম, শাওন ফ্রি চিকিৎসা দিয়ে দিলেন, তখন ওই মহিলা প্রেসক্রিপশন হতে নিয়ে আবার বললেন এখন ঔষধের টাকা পাবো তোথায়?
মানবিক ডাক্তার বন্ধু সব্যসাচী রায় শাওন নিজের পকেট থেকে ৫০০/- টাকা দিয়ে তাৎক্ষণিক ঔষধের ব্যবস্থা করে দিলো, ধন্যবাদ আমাদের মেডিকেল ডিরেক্টর বন্ধু ডা: সব্যসাচী রায় শাওন।
ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমাদের প্রতিষ্ঠান এ বিনিয়োগকারীদের নিকট, আপনাদের জন্যই আমরা এ রকম মানবিক সহযোগিতার হাত প্রসারিত করতে পারতেছি।
দি ডক্টর'স ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর মূল প্রতিপাদ্য হচ্ছে, "বিনা চিকিৎসায় ভূগবেনা অসহায় গরীব রোগী" সর্বোত্তম সেবাই আমাদের অঙ্গীকার।
যে কোন প্রয়োজনে:
রিসিপশন: 01322-836600, 01322003832.
ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও :
01714-335956 (আল-আমিন)।

দি ডক্টরস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার এর ২য় বর্ষ পূর্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকে...
21/02/2023

দি ডক্টরস ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টার
এর ২য় বর্ষ পূর্তিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান।

স্থান: সিদ্দিকী ম্যানশন(২য় তলা!!
ইসলামপুর বাজার,মেজরটিলা, সিলেট।

The Doctor's Diagnostic & consultation center. এর বর্ষপূর্তি ও মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু...
21/02/2023

The Doctor's Diagnostic & consultation center. এর বর্ষপূর্তি ও মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রী মেডিকেল ক্যাম্প কার্যক্রম শুরু -...........

মনে পড়ে ৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য!!
21/02/2023

মনে পড়ে ৫২ এর কথা, মনে পড়ে একুশে ফেব্রুয়ারির কথা, যখন হারিয়েছি আমার ভাইদের, দিয়েছি রক্ত ভাষার জন্য!!

Address

Islampur Bazar/Majortila Sylhet
Sylhet
3100

Telephone

+8801322003832

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Doctor's Diagnostic & consultation center. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The Doctor's Diagnostic & consultation center.:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram