23/02/2023
ম্যাকস্ স্পাইন সেন্টার, ম্যাকস্ ফিজিওথেরাপি সেন্টার এর একটি সিস্টার কনসার্ন। স্পাইন বা মেরুদন্ডের সমস্যা সমূহের বিশেষায়িত চিকিৎসা প্রদানই এই সেন্টারের লক্ষ্য।
ম্যাকস্ ফিজিওথেরাপি সেন্টার, সিলেট একটি অত্যাধুনিক ফিজিওথেরাপি ও শারীরিক পুনর্বাসন কেন্দ্র যা স্বাস্থ্য ও পুনর্বাসন জগতে উন্নত, আধুনিক ও সম-সাময়িক প্রযুক্তির সমন্বয়ে বিশ্ব মানের সেবা, পরামর্শ, সহযোগীতা ও পণ্য প্রদানে দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত এই কেন্দ্রে আপনি পাচ্ছেন স্বল্প ব্যয়ে উন্নত মানের ফিজিওথেরাপি চিকিৎসা।
শারীরিক পূনর্বাসন সম্পর্কিত দেশীয় সেবায় গ্রাহকদের আস্থা অর্জনের লক্ষ্যে আমাদের উচ্চমানের সাতধাপের সমস্যা নিষ্পত্তি মূলক (প্রবলেম সলভিং) চিকিৎসা মূলতঃ প্রাতিষ্ঠানিক শিক্ষা লব্ধ জ্ঞান, দক্ষতা, দেশে – বিদেশে একাধিক প্রশিক্ষণ, ফিজিওথেরাপির সর্ব শেষ গবেষণা লব্ধ তথ্য, প্রায় দের-যুগের পেশাগত অভিজ্ঞতা এবং প্রযুক্তির সমন্বিত আয়োজন। যার মাধ্যমে গ্রাহকদের ব্যথার উপশম করতে, ইনজুরি সারাতে, প্যারালাইসিস প্রতিরোধ করতে, প্রতিবন্ধীতার মাত্রা কমাতে, কর্মক্ষমতা বাড়াতে এবং সর্বোপরি জীবনযাত্রার মান বৃদ্ধি করতে আমরা সচেষ্ট। অধিকন্তু, চিকিৎসা শেষে আমরা যে পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করি তা রোগীর একই রোগে বার বার আক্রান্ত হওয়া প্রতিরোধ করে। এছাড়াও আমাদের রয়েছে সাপ্তাহিক ব্যাক কেয়ার ক্লিনিক (কোমরের যত্ন বিষয়ক কার্যক্রম) যেখানে আপনি কোমর ব্যথা প্রতিরোধ ও নিয়ন্ত্রণের সহজ উপায় সম্পর্কে অবগত হবেন এবং সহজ জীবন যাপনের জন্য প্রয়োজনীয় সামর্থ্য অর্জন করবেন। ফলে আপনি পাবেন যেমন খুশি (ফ্লেক্সিবল) চলাচলের স্বাধীনতা (ফ্রীডম অব লিভিং)। আমাদের সেবা ও পণ্যের আপোষহীন মান শুধু যে আপনাদের কষ্ট স্থায়ী ভাবে লাঘব করে তাই নয়, পাশাপাশি আপনার মূল্যবান সময় ও অর্থ সাশ্রয় করে। অবশেষে, আপনাকে স্বাগত জানাচ্ছি আধুনিক ফিজিওথেরাপির বিস্ময়কর ফলাফল উপভোগ করে জীবনকে সহজ করার জন্য।
আমাদের বিশেষত্বঃ
✅ আন্তর্জাতিক মানের বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক।
✅ উন্নত মানের, আধুনিক প্রযুক্তির ৭০ টিরও বেশি যন্ত্রপাতি।
✅ মহিলা রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা।
✅ পূর্ব নির্ধারিত এপয়েন্টমেন্ট অনুযায়ী রোগী দেখা হয়, তাই অপেক্ষার ঝামেলা নেই।
✅ শিশুদের বিকাশ জনিত সমস্যা ও শারীরিক প্রতিবন্ধী শিশুদের জন্য রয়েছে পৃথক "সেরিব্রালপালসি (সিপি) ও চাইল্ড ডেভেলপমেন্ট (সিডি) ক্লিনিক (সিপিসিডিসি)"।
✅ কোমর ব্যথা সহ মেরুদণ্ডের যাবতীয় রোগের চিকিৎসার জন্য রয়েছে পৃথক "ব্যাক কেয়ার ক্লিনিক (বিসিসি)"।
✅ ইন্টারেক্টিভ ও হলিস্টিক এফএএস টেকনিক – এ কোমর ব্যথাসহমেরুদণ্ডেরযাবতীয়রোগেরচিকিৎসাকরাহয়।
✅ এফএএসটেকনিকেরচিকিৎসাইনজেকশনছাড়াওঅপারেশনবিহীন, ফলেসম্পূর্ণপার্শ্বপ্রতিক্রিয়ামুক্তচিকিৎসা।
✅ এফএএসটেকনিক - এফিজিক্যালএসেসমেন্টেরমাধ্যমেঅনুসন্ধানকরেরোগেরমূলকারণওউৎসবেরকরেসমস্যারস্থায়ীসমাধানেরলক্ষ্যেচিকিৎসাকরাহয়।
✅সাতধাপেরসমস্যানিষ্পত্তিমূলক (প্রবলেমসলভিং) এফএএসটেকনিকেপ্রদত্তচিকিৎসারোগীরসমস্যারমূল/আসলকারননির্মূলকরে।
✅আমাদেরচিকিৎসাপরবর্তীপুনর্বাসনসেবারোগীরএকইসমস্যায়বারবারআক্রান্তহওয়া (পুনরাবৃত্তি) প্রতিরোধকরে।
✅ভবিষ্যতেকোনঅনাকাঙ্ক্ষিতপরিস্থিতিবাদূর্ঘটনারকারনেব্যথারপুনঃউৎপত্তিহলেনিজেনিজেপ্রাথমিকব্যাবস্থাপনা (ব্যথানিয়ন্ত্রণ) করারজন্যচিকিৎসাশেষেরোগীকেসেলফ্-মেনেজমেন্টট্রেইনিংদেওয়াহয়।
যে সকল রোগের চিকিৎসা, পূনর্বাসন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হয়ঃ
১) কোমরব্যথা (Back pain):
পিএলআইডি, সায়াটিকা, লাম্বাগো, স্পন্ডাইলোসিস, স্পন্ডালাইটিস, স্পন্ডাইলোলিসথেসিস
২) ঘাড়ব্যথা (Neck pain):
পিসিআইডি, স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলাইটিস, সারভাইক্যাল রিব সিন্ড্রোম, টর্টিকোলিস
৩) পিঠেব্যথা/দাড়াব্যথা (Dorsal pain),
বুকেব্যথা/চেস্টপেইন
৪) কাঁধেব্যথা (Shoulder pain):
ফ্রোজেনশোল্ডার, শোল্ডার ক্যাপস্যুলাইটিস, কাঁধ নেমে যাওয়া
৫) কনুইব্যথা (Elbow pain):
টেনিসএলবো, গলফারএলবো, এপিকন্ডাইলাইটিস
৬) পায়েব্যথা (Leg pain):
উরু সন্ধি ব্যথা/হিপ জয়েন্ট পেইন, হাটু ব্যথা/নি জয়েন্ট পেইন, পায়ে ব্যথা (থাই পেইন, লেগ পেইন, শিন পেইন, কাল্ফ পেইন), গোড়ালি ব্যথা/হীল পেইন, পায়ের পাতা ব্যথা/ফুট পেইন (প্লান্টার ফাসাইটিস)
৭) মাংস পেশীর ব্যথা (Muscle pain),
হাত বা পায়ের পেশি টেনে আসা (Muscle cramp),
৮) অন্যান্য ব্যথা (Other pain):
হাতের যে কোন অংশে ব্যথা, বাতের ব্যথা, হাতে বা পায়ে ঝিঝি ধরা, হাত বা পা অবশ হওয়া, হাত বা পা ভাড়ী বোধ হওয়া, হাত বা পায়ের দুর্বলতা বা শক্তি কমে যাওয়া, হাত বা পায়ে সুঁইয়ের খোঁচা অনুভব হওয়া
৮) ইন্জুরি:
খেলাধুলার আঘাত জনিত ব্যথা/স্পোর্টস ইনজুরি, লিগামেন্ট ইন্জুরি (স্প্রেইন), মাস্যাল ইন্জুরি (স্ট্রেইন), মাস্যাল সোরনেস, হ্যামস্ট্রিং ইনজুরি, হাটুর ইনজুরি, গোড়ালি ইনজুরি (এ্যাঙ্কেল স্প্রেইন), কাধের ইনজুরি, কনুই ইনজুরি, কব্জি ইনজুরি, হাত বা পায়ের যে কোন অংশ মচকানো
৯) জয়েন্ট ডিজিজ ও আর্থ্রাইটিস (Joint disease & Arthritis):
অস্টিওআর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, এন্কাইলোসিং স্পন্ডাইলাইটিস, গেঁটে বাত, অন্যান্য আর্থ্রাইটিস, জয়েন্টপেইন/গিটেব্যথা/হাড়জোড়া/গীড়াব্যথা (Joint pain),
১০) প্যারালাইসিস (Paralysis):
স্ট্রোক/সিভিএ/সিভিডি/হেডইনজুরি, জিবিএস, বেলস পালসি (মুক বেঁকে যাওয়া), মটর নিউরন ডিজিজ, নিউরোপেথি, পেরিফেরাল নিউরোপেথি, ডায়াবেটিক নিউরোপেথি, মায়োপেথি, ট্রান্সভার্স মায়েলাইটিস,
১১) শিশুপ্রতিবন্ধী (Child/Paediatric Disability):
সেরিব্রালপালসি (সিপি), ডেভেলপমেন্ট ডিলে (শিশুদের শারিরীক বৃদ্ধি জনিত সমস্যা), ডাউন সিন্ড্রোম, মাস্কুলার ডিস্ট্রফি (ডিএমডি), হাতের প্যারালাইসিস বা দুর্বলতা, হাঁটার সমস্যা/হাঁটতে না পারা, ফ্লাট ফুট, বড় মাথা/জল মাথা/হাইড্রোসেফালাস, শিশুদের অন্যান্য প্রতিবন্ধীতা
১২) ভেঙ্গে যাওয়া বা ফেটে যাওয়া (পোস্ট ফ্রাক্চার) হাড়ের চিকিৎসা ও অপারেশন পরবর্তী পুনর্বাসন (পোস্ট অপারেটিভ রিহেবিলিটেশন)।
১৩) বয়ষ্ক/বৃদ্ধদের শারীরিক নানা জটিলতা।
আমাদের সেবা সমূহ:
✅ সাধারন ফিজিওথেরাপি সেবা
✅ সরাসরি বিশেষায়িত বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকেরপরামর্শ
✅ অনলাইনে বিশেষায়িত বিশেষজ্ঞ ফিজিওথেরাপিচিকিৎসকেরপরামর্শ
✅ মেরুদন্ডের চেক-আপ (সমস্যা নিরুপন)
✅ কোমরের যত্নের পরামর্শ ক্লিনিক (বিসিসি)
✅ ফিটনেস ও স্বাস্থ্যকর জীবন যাপনের পরামর্শ
✅ কোমর ব্যথার যত্নের উপর লাইভ এবং ভিডিও প্রদর্শনী
✅ কোমর ব্যথায় আক্রান্ত ব্যাক্তিদের ক্লাব [Back pain Sufferers Club (BSC)]
✅ ফিজিওথেরাপি/প্রতিবন্ধীতা/স্বাস্থ্য সচেতনতা বিষয়কক্যাম্প (সৌজন্যে/অনুদানে/সামাজিক সংগঠন বা এনজিও বা কর্পোরেট প্রতিষ্ঠানের প্রমোশনের জন্য)
✅সেরিব্রাল পালসি ও শিশু বিকাশ কেন্দ্র (সিপিসিডিসি)
✅সব বয়সীদের ফিটনেস পরামর্শ
পণ্য সমূহ:
✅থেরাপি ও পুনর্বাসনের চিকিৎসা সামগ্রী ও তাদের যন্ত্রাংশ
✅চলন সহায়ক উপকরণ
✅সুরক্ষা সামগ্রী
✅সাধারণ স্বাস্থ্য উপকরণ
✅ব্যায়াম ও ফিটনেসের যন্ত্রপাতি
চার্ট ও পোস্টার:
▶স্বাস্থ্য,
▶চিকিৎসা,
▶ফিজিওথেরাপি,
▶পূনর্বাসন,
▶প্রতিবন্ধীতা,
▶শিক্ষা
অন্যান্য:
👉আর্গনোমিক কর্মপরিবেশের পরামর্শ
👉আর্গোনোমিক আসবাব পত্রের ডিজাইন
👉স্বাস্থ্য সম্মত বিছানাপত্র
👉স্বাস্থ্যের জন্য উপকারী খাদ্য, পানীয়
👉সম্পূরক খাদ্য
রোগী দেখার সময়:
প্রতিদিন: বিকাল০৫.০০ - রাত০৮.৩০
শুক্রবার ও শনিবার: সকাল০৯.০০ - দুপুর১২.০০
বিঃদ্রঃ এপয়েন্টমেন্ট ছাড়া রোগী দেখা হয় না। (প্রতিদিন ১জন নতুন ও ৪জন পুরনো রোগী দেখা হয়।)
বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
ম্যাকস্ ফিজিওথেরাপি সেন্টার, সিলেট
উর্মি - ৩৬, সোনারপাড়া, পশ্চিম শিবগঞ্জ, তামাবিল রোড, সিলেট - ৩১০০।
এপয়েন্টমেন্ট ও পরামর্শ:
+৮৮০১৯৭১০০১১১৩
ইমেইল: maksphysiotherapy@gmail.com
#ম্যাকস_ফিজিওথেরাপি
#ফিজিও
#ফিজিওথেরাপিস্ট
#ফিজিক্যাল_থেরাপিস্ট
#কোমর_ব্যথা_বিশেষজ্ঞ
#ফিজিক্যাল_রিহ্যাবিলিটেশন_বিশেষজ্ঞ
#প্রতিবন্ধী_বিশেষজ্ঞ
#ফিটনেস_পরামর্শক
#আঘাত
#বাত_অস্টিওআর্থ্রাইটিস_রিউমাটয়েড_আর্থ্রাইটিস
#ব্যথা
#প্যারালাইসিস_নিউরোপ্যাথি_বেলস্_পালসি_জিবিএস_মায়োপেথি
#শারীরিক_প্রতিবন্ধী
#ফিটনেস
#কোমর_ব্যথা
#ঘাড়_ব্যথা
#পিঠে_ব্যথা
#কাঁধে_ব্যথা_ফ্রোজেন_শোল্ডার_টেনিস_এলবো #খেলাধুলার_আঘাত_জনিত_ব্যথা_লিগামেন্ট_ইঞ্জুরি_স্প্রেইন_স্ট্রেইন_মচকানোর_ব্যথা
#জয়েন্ট_ব্যথা_হাঁটু_ব্যথা_পায়ের_গোড়ালি_ব্যথা
#স্ট্রোক_সিভিএ
#সেরেব্রালপালসি_সিপি
#শিশুদের_বিকাশ_জনিত_সমস্যা
#ফ্লাট_ফুট
#ডাক্তার
#ক্লিনিক
#সেন্টার
#হাসপাতাল
#সিলেট
#বাংলাদেশ