
03/05/2024
'Approach before debate'- বিতর্ককে আরো গভীর ভাবে বুঝে ওঠতে পয়েন্ট বাই পয়েন্ট চমৎকার বক্তব্য ও স্লাইড প্রেজেন্টেশন নিয়ে আজ আমাদের মাঝে ছিলো ক্লাবের অতি প্রতিভাবান বিতার্কিক ৫৯ তম ব্যাচের রাতুল।
আমাদের বিশ্বাস ৬০, ৬১ ব্যাচসহ অন্য যেসব ব্যাচের বিতার্কিকরাই উপস্থিত ছিলো, তাদের সকলের জন্য
প্রেজেন্টেশনটি ছিলো উপভোগ্য ও শিক্ষণীয়।
প্রতি সপ্তাহে নতুন নতুন বিতর্কের সাথে সাথে এমন আরো নানান প্রেজেন্টেশন নিয়ে চলতে থাকবে আমাদের 'ক্রিটিক্যাল থিংকিং'। কি করে সোমালিয়ার মানুষেরা জলদস্যু হয়ে ওঠে, কেন দেশের মানুষ বয়কট করে ভারতীয় পণ্য কিংবা ঠিক কেন ফিলিস্তিনকে সাপোর্ট করে আমাদের এই বিপদে পাশে থাকা উচিত এমন নানান গুরুত্বপূর্ণ বিষয় ওঠে আসে আমাদের আলোচনায়।
মেডিকেল লাইফের গতবাঁধা পড়ার বাইরেও যারা নিজের জন্য আলাদা একটা পথ তৈরি করলো,নিজেকে আরো সমৃদ্ধ করতে,থিঙ্ক আউটসাইড দ্যা বক্স- এর স্লোগানে যুক্ত করলো, তাদের জন্য এসডিসির পক্ষ থেকে শুভকামনা নিরন্তর।
গল্প -আড্ডা - আর মোস্ট ইম্পর্টেন্টলি যৌক্তিক তর্ক চলতে থাকুক এভাবেই। SDC is now open for all!✨✨