03/09/2025
শুষ্ক চোখ (Dry Eye Disease) নিয়ে ৫টা ICKs (Important Clinical Key points) :
1. কারণ (Etiology):
টিয়ার ফিল্মের অস্থিরতা বা ঘাটতি (Aqueous deficient, Evaporative type)
সাধারণ কারণ: বয়স, মেনোপজ, ভিটামিন A ঘাটতি, ল্যাগোফথ্যালমস, কন্টাক্ট লেন্স ব্যবহার, দীর্ঘ সময় স্ক্রিন দেখা, অটোইমিউন ডিজিজ (যেমন Sjögren’s syndrome)।
2. উপসর্গ (Symptoms):
চোখে জ্বালা, বালুর মতো অনুভূতি, শুষ্কতা, বারবার চোখ লাল হওয়া।
কখনও কখনও অতিরিক্ত জল পড়াও দেখা যায় (reflex tearing)।
3. ক্লিনিক্যাল সাইন (Signs):
কনজাংটিভার কুঁচকানো/লালভাব
কর্নিয়ায় punctate epithelial erosions
টিয়ার ব্রেক আপ টাইম (TBUT) < 10 সেকেন্ড
4. তদন্ত (Investigations):
Schirmer’s test (টিয়ার প্রোডাকশন মাপা)
TBUT (tear film stability দেখা)
Ocular surface staining (Fluorescein, Rose Bengal, Lissamine green)
5. চিকিৎসা (Management):
Artificial tear drops / lubricants
Lubricating ointment (বিশেষত রাতে)
Lifestyle modification (স্ক্রিন টাইম কমানো, হিউমিডিফায়ার ব্যবহার)
অটোইমিউন হলে Immunomodulators (যেমন Cyclosporine drops)