As Sunnah Hijama Therapy Centre

As Sunnah Hijama Therapy Centre রাসূল (সাঃ) বলেছেন তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা।
মুসলিম হা/৩৯৩০।
যোগাযোগ +8801312-684076
✆ 01723-397636

আলহামদু লিল্লাহ 🤲✨As Sunnah Hijama Therapy Centre এর পক্ষ থেকে জানানো যাচ্ছে, @ঢাকাউত্তর রাণাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্র...
12/12/2025

আলহামদু লিল্লাহ 🤲✨
As Sunnah Hijama Therapy Centre এর পক্ষ থেকে জানানো যাচ্ছে, @ঢাকাউত্তর রাণাপিং আরাবিয়া হুসাইনিয়া মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল-২০২৫ উপলক্ষে দাওয়াতি পোস্টার প্রকাশিত হয়েছে।

আপনি কি আপনার প্রিয়জনকে এই মাহফিলে আমন্ত্রণ জানাতে চান?
আমরা তৈরি করে দিচ্ছি আকর্ষণীয় ও প্রফেশনাল দাওয়াতি পোস্টার—খুব অল্প সময়ে, সুন্দর এবং দৃষ্টিনন্দন! 🎨✨

📌 ডিজাইন স্পন্সর ও প্রচারণা: As Sunnah Hijama Therapy Centre
📌 ডিজাইনার: Bum Expertist

আপনার প্রিয় ব্যক্তির ছবি + নাম ও পদবী + প্রোগ্রামের তারিখ ইনবক্স করুন।
💌 খুব দ্রুত সুন্দর পোস্টার পাবেন, ইন শা আল্লাহ।

📱 যোগাযোগ: ইনবক্স / 01312-684076 (WhatsApp)

জাযাকাল্লাহু খইরান 🌸
আপনার আমন্ত্রণে সবাইকে স্বাগতম! 🕌

হিজামা করলে দাগ হয় কেন? আর কতদিন থাকে? — আসল সত্য জানুন!হিজামার পর গোল গোল লাল দাগ দেখে অনেকেই ভয় পেয়ে যান—“এই দাগগুলো ক...
11/12/2025

হিজামা করলে দাগ হয় কেন? আর কতদিন থাকে? — আসল সত্য জানুন!

হিজামার পর গোল গোল লাল দাগ দেখে অনেকেই ভয় পেয়ে যান—
“এই দাগগুলো কি থাকবে? মুছবে তো?”
চিন্তা করবেন না!
এগুলো ব্যথা বা ক্ষতের দাগ নয়, বরং শরীরের ভিতরে জমে থাকা টক্সিন বের হওয়ার প্রমাণ।

🩺 গবেষণা ও অভিজ্ঞতা অনুযায়ী—

✅ হালকা দাগ: ৩–৫ দিনের মধ্যে মিলিয়ে যায়
✅ মাঝারি দাগ: ৭–১০ দিন
✅ গাঢ় দাগ: ১০–১৪ দিন (শরীরে টক্সিন বেশি থাকলে)

দাগ যত গাঢ়, ভেতরে জমা বর্জ্য তত বেশি!
অর্থাৎ দাগ ≠ ক্ষতি
বরং
দাগ = শরীর সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু।

🌿 দাগ দ্রুত কমাতে যা করবেন

✨ ২৪ ঘণ্টা গরম পানি এড়িয়ে চলুন
✨ এলিয়াতে তেল/ময়েশ্চারাইজার লাগান
✨ বেশি পানি পান করুন
✨ চুলকাবেন না
✨ ঠান্ডা কমপ্রেস দিলে দাগ দ্রুত হালকা হবে

⭐ একটা কথা মনে রাখুন:
হিজামার দাগ স্থায়ী নয়।
কিন্তু হিজামার উপকারিতা—
শরীর, মন, ঘুম, এনার্জি—সবই বদলে দেয়!
📍 আমাদের সেবা পাওয়া যাবে
🏥 ইলিয়াছ ম্যানশন, কানাইঘাট পূর্ব বাজার, সিলেট
🏥 রাণাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট
📞 01312-684076
📞 01723-397636

#হিজামা #হিজামাসিলেট #হিজামাথেরাপি #হিজামারদাগ #কাপিংথেরাপি #কাপিংসিলেট

🔴 অনেকেই মনে করেন, হিজামা শুধু টক্সিন বের করে…আসলে শুধু টক্সিনই নয় — হিজামা শরীর থেকে আরও অনেক ক্ষতিকর বর্জ্য পদার্থ বের...
04/12/2025

🔴 অনেকেই মনে করেন, হিজামা শুধু টক্সিন বের করে…
আসলে শুধু টক্সিনই নয় — হিজামা শরীর থেকে আরও অনেক ক্ষতিকর বর্জ্য পদার্থ বের করে দেয়, যেগুলো শরীরের বিভিন্ন রোগের পরোক্ষ কারণ হতে পারে।
এই কারণেই হিজামাকে বলা হয় প্রাকৃতিক ডিটক্সিফিকেশন থেরাপি।

🔰 হিজামার মাধ্যমে শরীর থেকে যেসব ক্ষতিকর উপাদান বের হয়:
✔ 1. Bilirubin
রক্তে বৃদ্ধি পেলে লিভারের সমস্যার ইঙ্গিত দেয়।
✔ 2. Uric Acid
গেঁটে বাত, জয়েন্ট পেইন ও শরীর ব্যথার অন্যতম কারণ।
✔ 3. Creatinine
কিডনি কার্যকারিতার গুরুত্বপূর্ণ সূচক।
✔ 4. Urea
বেশি হলে কিডনির অতিরিক্ত চাপের ইঙ্গিত দেয়।
✔ 5. Free Radicals
কোষ নষ্ট করে, প্রদাহ ও বার্ধক্য বাড়ায়।
✔ 6. Metabolic Waste
শরীরের বিপাকক্রিয়ার জমে থাকা অপদ্রব্য।
✔ 7. Stagnant Blood (জমে থাকা রক্ত)
রক্তপ্রবাহ ব্যাহত করে, ব্যথা ও প্রদাহ সৃষ্টি করে।

🩸 হিজামায় জমে থাকা রক্ত বের হলে যেসব সমস্যায় উপকার পাওয়া যায়:

1️⃣ মাথাব্যথা ও মাইগ্রেন
জমে থাকা রক্ত ও চাপ কমে মাথা হালকা অনুভূত হয়।
2️⃣ জয়েন্ট পেইন / হাঁটু ব্যথা
অতিরিক্ত ইউরিক অ্যাসিড বের হয়ে ব্যথা কমে।
3️⃣ ঘাড় ব্যথা ও ব্যাক পেইন
মাংসপেশির টান, প্রদাহ ও রক্তজমাট কমে যায়।
4️⃣ উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন)
অতিরিক্ত রক্ত বের হয়ে প্রেসার নিয়ন্ত্রণে সহায়তা করে।
5️⃣ চুল পড়া ও স্ক্যাল্প সমস্যা
মাথার রক্তসঞ্চালন বাড়িয়ে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছে দেয়।
6️⃣ স্ট্রেস, টেনশন ও ঘুমের সমস্যা
স্নায়ুর চাপ কমে, মন শান্ত হয়, ঘুম ভালো হয়।
7️⃣ ত্বকের সমস্যা (একজিমা, অ্যালার্জি, ফুসকুড়ি)
রক্ত পরিশুদ্ধ হওয়ায় ত্বক স্বাভাবিকভাবে উন্নতি করে।
8️⃣ হজম ও লিভারের সমস্যা
রক্ত পরিষ্কার হলে লিভার ভালোভাবে কাজ করে, হজমশক্তিও উন্নত হয়।

📍 আমাদের ঠিকানা:
আস-সুন্নাহ হিজামা থেরাপি সেন্টার
📌 রানাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট
📌 ইলিয়াস ম্যানশন, কানাইঘাট পূর্ব বাজার, সিলেট

📞 যোগাযোগ: ০১৩১২-৬৮৪০৭৬

#হিজামা #হিজামাথেরাপি #হিজামা_উপকারিতা

❄️ এই শীতে শরীরকে সুস্থ রাখুন – হিজামা করুন! শীত মানেই শরীরের রক্ত সঞ্চালন কমে যায়, পেশিতে ব্যথা বেড়ে যায়।💆‍♂️ ফায়ার কা...
02/12/2025

❄️ এই শীতে শরীরকে সুস্থ রাখুন – হিজামা করুন!
শীত মানেই শরীরের রক্ত সঞ্চালন কমে যায়, পেশিতে ব্যথা বেড়ে যায়।
💆‍♂️ ফায়ার কাপিং বা হিজামা আপনার শরীরকে শিথিল করবে, বিষাক্ত পদার্থ দূর করবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে।
এই শীতে নিজের যত্ন নিন, সুস্থ থাকুন এবং প্রাকৃতিক থেরাপির অভিজ্ঞতা উপভোগ করুন।

📍 অবস্থান:
Ranaping Bazar, Golapganj, Sylhet
Ilias Mansion, Kanaighat Purbo Bazar, Sylhet

📞 যোগাযোগ করুন: ০১৩১২-৬৮৪০৭৬
০১৭২৩-৩৯৭৬৩৬

#হিজামা #ফায়ারকাপিং #শারীরিকসুস্থতা #স্বাস্থ্য #ডিটক্স #মাসলরিল্যাক্স #শীতকালীনথেরাপি

✨ আজকের ড্রাই কাপিং ও ওয়েট কাপিং থেরাপি সম্পন্ন ✨আজ আমাদের সেন্টারে Md. Ibrahim Kholil এর উপরড্রাই কাপিং এবং ওয়েট কাপিং ...
30/11/2025

✨ আজকের ড্রাই কাপিং ও ওয়েট কাপিং থেরাপি সম্পন্ন ✨

আজ আমাদের সেন্টারে Md. Ibrahim Kholil এর উপর
ড্রাই কাপিং এবং ওয়েট কাপিং (হিজামা) — উভয় থেরাপি সফলভাবে সম্পন্ন করা হয়েছে।
আলহামদুলিল্লাহ, সেশন শেষে রোগী বেশ আরাম ও স্বস্তি অনুভব করেছেন।

🔹 ড্রাই কাপিং উপকারিতা:

✔ জমে থাকা ব্যথা কমায়
✔ রক্তসঞ্চালন বাড়ায়
✔ মাংসপেশী রিল্যাক্স করে

🔹 ওয়েট কাপিং (হিজামা) উপকারিতা:

✔ দূষিত রক্ত বের করে
✔ শরীর হালকা করে
✔ দীর্ঘমেয়াদি ব্যথা উপশমে কার্যকর

📍 লোকেশন:
১) ইলিয়াছ ম্যানশন, কানাইঘাট পূর্ব বাজার, সিলেট
২) রানাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট

📞 যোগাযোগ: ০১৩১২-৬৮৪০৭৬




















❄️🔥 শীতে ফায়ার কাপিং — ব্যথা, ক্লান্তি ও ঠান্ডাজনিত সমস্যা দূর করার প্রাকৃতিক উপায়! 🔥❄️As-Sunnah Hijama Therapy Centerশী...
29/11/2025

❄️🔥 শীতে ফায়ার কাপিং — ব্যথা, ক্লান্তি ও ঠান্ডাজনিত সমস্যা দূর করার প্রাকৃতিক উপায়! 🔥❄️
As-Sunnah Hijama Therapy Center

শীতের সময় ঠান্ডা জমে শরীরে ব্যথা বাড়ে, রক্তসঞ্চালন কমে, মাংসপেশিতে টান ধরে।
এই মৌসুমে ফায়ার কাপিং শরীরকে উষ্ণ রাখে, রক্তসঞ্চালন বৃদ্ধি করে এবং দ্রুত আরাম দেয়।

🔥 শীতে ফায়ার কাপিং কেন বিশেষভাবে কার্যকর?

✨ ঠান্ডাজনিত ব্যথা উপশম।
✨ জমে থাকা ব্লকেজ দূর।
✨ রক্তসঞ্চালন শক্তিশালী করে।
✨ পিঠ–কোমর–কাঁধের ব্যথা কমায়।
✨ সর্দি–কাশি–শ্বাসকষ্টে উপকারী।
✨ শরীরকে উষ্ণ রাখে ও ঘুম ভালো হয়।

🩺 আমাদের বিশেষত্ব

✔ অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত থেরাপিস্ট।
✔ সম্পূর্ণ স্টেরাইল, নিরাপদ পদ্ধতি।
✔ শীতের জন্য বিশেষ ফায়ার কাপিং পয়েন্ট।

📍 আমাদের দুই শাখা

📌 ১. ইলিয়াছ ম্যানশন, কানাইঘাট পূর্ব বাজার, সিলেট
📌 ২. রানাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট

📞 অ্যাপয়েন্টমেন্ট বুকিং
০১৩১২-৬৮৪০৭৬
০১৭২৩-৩৯৭৬৩৬
_________________

















📅 আজকের এই বরকতময় সুন্নাহর তারিখেআলহামদুলিল্লাহ! আমাদের আস-সুন্নাহ হিজামা থেরাপি সেন্টার থেকে Fahim Ahmed Fahim ভাই  হি...
13/11/2025

📅 আজকের এই বরকতময় সুন্নাহর তারিখে
আলহামদুলিল্লাহ! আমাদের আস-সুন্নাহ হিজামা থেরাপি সেন্টার থেকে Fahim Ahmed Fahim ভাই হিজামা থেরাপি গ্রহণ করেছেন।
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
"হিজামা তোমাদের জন্য সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি।"
(সহিহ বুখারি)

🌿 সুন্নাহর পথে স্বাস্থ্য হোক পরিপূর্ণ — হিজামা করুন নিয়মিত!
📍স্থান: রানাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট
📍 ইলিয়াছ ম্যনশন, কানাইঘাট পূর্ব বাজার, সিলেট
📞 যোগাযোগ: ০১৩১২-৬৮৪০৭৬
📞 ০১৭২৩-৩৬৭৬৩৬

৩০টি সহজ অভ্যাসে বদলে দিন আপনার জীবন!👇সুস্থ দেহ মানেই শান্ত মন। নিজের যত্ন নিন, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই বদলে যেতে পা...
11/11/2025

৩০টি সহজ অভ্যাসে বদলে দিন আপনার জীবন!👇
সুস্থ দেহ মানেই শান্ত মন। নিজের যত্ন নিন, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসেই বদলে যেতে পারে পুরো জীবন!

চলুন শুরু করি আজ থেকেই 👇

১। সকালে কিছুক্ষণ হাঁটুন
২️। প্রতিদিন অন্তত ৩০ মিনিট শরীরচর্চা করুন
৩️। নিয়মিত ৬–৮ ঘণ্টা ঘুমান
৪️। দিনে কমপক্ষে ৮ গ্লাস পানি পান করুন
৫️। তাজা ফলমূল ও সবজি খাবারে রাখুন
৬️। জাঙ্ক ফুডের পরিবর্তে ঘরোয়া খাবার বেছে নিন
৭। নির্দিষ্ট সময়ে খাবার খান
৮। প্রাতঃরাশ কখনো বাদ দেবেন না
৯️। ধূমপান ও মদ্যপান থেকে দূরে থাকুন
১০। ওজন নিয়ন্ত্রণে রাখুন
১১️। মানসিক চাপ কমাতে হাসুন ও পছন্দের কাজ করুন
১২️। প্রতিদিন সূর্যের আলোয় কিছু সময় কাটান
১৩️। মিষ্টি ও চিনি কম খান
১৪️। বসা ও দাঁড়ানোর ভঙ্গি ঠিক রাখুন
১৫️। দীর্ঘ সময় বসে থাকলে মাঝে মাঝে উঠে হাঁটুন
১৬️। প্রোটিনসমৃদ্ধ খাবার খাওয়ার অভ্যাস করুন
১৭️। অল্প করে বারবার খান
১৮️। নিয়মিত রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষা করুন ১৯️। দেরি করে জেগে থাকা এড়িয়ে চলুন
২০️। স্ক্রিনে চোখ রাখার সময় কমান
২১। প্রতিদিন গভীর শ্বাস-প্রশ্বাস নিন
২২️। ইতিবাচক চিন্তা করুন ও নিজেকে অনুপ্রাণিত রাখুন
২৩️। মাঝে মাঝে হালকা ম্যাসাজ করুন
২৪। ফাইবারযুক্ত খাবার খেতে ভুলবেন না
২৫️। ঘাম ঝরানোর মতো কিছু ব্যায়াম করুন
২৬️। পরিমিত চা বা কফি পান করুন
২৭। হালকা গরম পানিতে গোসল করুন
২৮️। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন
২৯️। নিজের সামর্থ্য অনুযায়ী ব্যায়াম করুন
৩০️। নিয়মিত রুটিন মেনে জীবনযাপন করুন 🌼

♦ টানা ৩২ ঘণ্টা ধরে ব্রে'ন সা'র্জারি করে মেঝেতে লু'টিয়ে পড়লেন দুই চিকিৎসক - চীনের এক ছবিতে কেঁ'দে উঠলো মানবতা।♦ চীনের এক...
11/11/2025

♦ টানা ৩২ ঘণ্টা ধরে ব্রে'ন সা'র্জারি করে মেঝেতে লু'টিয়ে পড়লেন দুই চিকিৎসক - চীনের এক ছবিতে কেঁ'দে উঠলো মানবতা।
♦ চীনের এক হাসপাতালের ছবি ছুঁয়ে গেছে সারা বিশ্বের হৃদয়।
♦ ফুজিয়ান মেডিকেল ইউনিভার্সিটির ফার্স্ট অ্যাফিলিয়েটেড হাসপাতালে দুই সার্জন –
♦ ডাঃ দাই এবং ডাঃ তিয়ান, টানা ৩২ ঘণ্টা ধরে এক জটিল ম'স্তিষ্কের অস্ত্রো/পচার চালান।
♦ রো'গীর ম'স্তিষ্কে ধরা পড়েছিল প্রাণ/ঘাতী ব্রে'ন অ্যানিউরিজম, যেখানে সামান্য ভুলও মৃ'ত্যুর কারণ হতে পারত।
♦ অস্ত্রোপ/চারের সময় তাঁদের চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট, কিন্তু মনোযোগে একটুও ঘাটতি ছিল না।
♦ ঘণ্টার পর ঘণ্টা অপারেশন টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে, তাঁরা অক্লান্তভাবে লড়েছেন রো'গীর জীবনের জন্য।
♦ অবশেষে যখন সার্জারি সফলভাবে শেষ হয়, তাঁরা নিশ্চিত হন রো'গী সম্পূর্ণ স্থিতিশীল।
♦ তারপরই তাঁদের শরীর আর টিকতে পারেনি- তাঁরা সোজা সেই অপা/রেশন থিয়েটারের ঠান্ডা মেঝেতেই শুয়ে পড়েন,
♦ যেখানে একটু আগেই তাঁরা এক জীবন ফিরিয়ে দিয়েছিলেন মৃ/ত্যুর মুখ থেকে।


#মানবতা

✨ সুন্নাহ’র পথে সুস্থতার স্পর্শ!এই মাসের হিজামার সুন্নাহ তারিখগুলো মিস করবেন না 💉🩸 হিজামা—শরীর ও আত্মার পরিশুদ্ধি।📅 ৯, ১...
08/11/2025

✨ সুন্নাহ’র পথে সুস্থতার স্পর্শ!
এই মাসের হিজামার সুন্নাহ তারিখগুলো মিস করবেন না 💉
🩸 হিজামা—শরীর ও আত্মার পরিশুদ্ধি।
📅 ৯, ১১ ও ১৩ নভেম্বর | জুমাদাল উলা ১৪৭৭ হিজরি
📍 আস-সুন্নাহ হিজামা থেরাপি সেন্টার, সিলেট

📣 আমাদের সেন্টারে নতুন ব্যানার লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ!এখন সবাই আরও পরিষ্কারভাবে সেবা সমূহ এক নজরে দেখতে পারবেন ✅📌 ...
07/11/2025

📣 আমাদের সেন্টারে নতুন ব্যানার লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ!
এখন সবাই আরও পরিষ্কারভাবে সেবা সমূহ এক নজরে দেখতে পারবেন ✅

📌 শরীর ও মন সুস্থ রাখতে চান?
এই শীতকালে কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মাইগ্রেইন, এলার্জি, গ্যাস্ট্রিক — নানা রকম পুরাতন সমস্যায় অনেকেই ভুগছেন…
এইসব সমস্যায় হিজামা (ওয়েট কাপিং / ড্রাই কাপিং / ফায়ার কাপিং) বেশ উপকারী।

আমাদের আস-সুন্নাহ হিজামা থেরাপি সেন্টার — কানাইঘাট বাজার এ
মাসের সুন্নাহ তারিখে রয়েছে বিশেষ ডিসকাউন্ট অফার ✅

সেবা সমূহঃ
• ওয়েট কাপিং (হিজামা)
• ড্রাই কাপিং
• ফায়ার কাপিং
• ম্যানুয়াল থেরাপি
• আকুপ্রেসার

📞 যোগাযোগঃ
হাফেয: মাওলানা কুদরত উল্লাহ তাহসিন
০১৭২৩-৩৯৭৬৩৬
মাওলানা: বরকত উল্লাহ মুহসিন
০১৩১২-৬৮৪০৭৬

📍 লোকেশনঃ ইলিয়াস ম্যানশন, কানাইঘাট বাজার, সিলেট।
রাণাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট।

01/11/2025

90% লোক জানে না সুদানে কী হচ্ছে, কী কারণে সেখানে এমন অমানবিক নির্যাতন চলছে।
তাদের জন্য একটা লেখা কমেন্টে।

Address

Ranaping Bazar , Golapgonj
Sylhet
3163

Website

Alerts

Be the first to know and let us send you an email when As Sunnah Hijama Therapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram