15/09/2025                                                                            
                                    
                                                                            
                                            📷 এই ছবিটি দেখে আপনি কী ভাবছেন❓
এটা কোনো ভাইরাস, ফোড়ার রোগ বা দগ্ধ হওয়ার ক্ষত নয়, বরং ভুলভাবে হিজামা (Cupping Therapy) করার ভয়ানক ফল!
এখানে একজন ব্যক্তি অনভিজ্ঞ কারো মাধ্যমে হিজামা করিয়েছেন; পরিণামে পিঠজুড়ে বিশাল ফোস্কা, রক্তক্ষরণ ও ইনফেকশন!
হিজামা আমাদের প্রিয় নবী ﷺ এর সুন্নাহ। কিন্তু,
➡️ না জেনে করা হিজামা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
➡️ সুন্নাহ মানে শুধু ‘কাজটি করা’ নয়, বরং সঠিক নিয়মে, যত্নসহকারে ও জ্ঞানের আলোকে করা।
🔬 চিকিৎসা বিজ্ঞান কী বলছে?
এই ধরনের ক্ষতির মূল কারণ হলো:
✅ অতিরিক্ত ন্যাগেটিভ চাপ (সাকশন) – কাপের ভেতরে অত্যধিক ভ্যাকুয়াম তৈরি করে রক্তনালী ও ত্বক ফাটিয়ে ফেলে।
✅ একই স্থানে দীর্ঘক্ষণ কাপ বসানো – ফলে স্কিন বার্ন বা ব্লিস্টার হয় (ক্যাপিলারি বারস্ট)।
✅ নির্বিচারে কাটাছেড়া – পেন দিয়ে পাঞ্চ করা, জীবাণুমুক্ত না করা ব্লেড/কাপ ব্যবহারের কারণে ইনফেকশন বেড়ে যায়।
✅ রোগীর অবস্থা না বুঝে হিজামা – স্কিন টাইপ, বয়স, ব্লাড প্রেসার, রোগের ধরন ও ওষুধ ব্যবস্থাপনা বিবেচনা না করা।
🕋 ইসলাম কী বলছে?
হিজামা করা একটি সুন্নাহ – ইবাদতের কাজ।
কিন্তু অজ্ঞতা ও অপেশাদারিত্বের মাধ্যমে কারও শরীরের ক্ষতি করা হারাম।
📖 রাসূল ﷺ বলেন:
"যে ব্যক্তি এমন একটি কাজ করল, যার কোনো ভিত্তি আমাদের শরীয়তে নেই, তা প্রত্যাখ্যাত হবে।"
(সহীহ বুখারী ২৬৯৭, সহীহ মুসলিম ১৭১৮)
📖 অন্য হাদীসে রয়েছে:
"যে চিকিৎসা করতে পারে না, সে যদি চিকিৎসা করে এবং ক্ষতি হয়, তবে সে দায়ী হবে।"
(আবু দাউদ ৪৫৮৬)
✅ নিরাপদে হিজামা করার জন্য করণীয়
🔸 প্রশিক্ষিত, অভিজ্ঞ ও প্রমাণিত হিজামা থেরাপিস্টের নিকট চিকিৎসা নিন।
🔸 হাইজিন, যন্ত্রপাতির জীবাণুমুক্তি, এবং থেরাপির সময় ও স্থান মেনে চলুন।
🔸 রোগীর শারীরিক ইতিহাস ও অবস্থা যাচাই করে থেরাপি দিন।
🔸 মনে রাখুন – এটি শরীর ও ইবাদতের বিষয়, তাই সচেতন থাকুন।
🔴 জেনে-বুঝে হিজামা করুন, সুন্নাহর আলোতে নিরাপদ থাকুন।
🧠 একবার ভুল করলে হয়ত সারাজীবনের দাগ বয়ে বেড়াতে হবে।
📢 তাই শুধু নিজের জন্য নয়, অন্যদের সতর্ক করতে এই পোস্টটি শেয়ার করুন।
📍 ঠিকানা: রানাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট
📞 যোগাযোগ: ০১৩১২-৬৮৪০৭৬
 ুন্নাহ_হিজামা_থেরাপি  #হিজামা    #সুন্নাহচিকিৎসা
     #হিজামার_সতর্কতা  #সুন্নাহর_আলোকে_চিকিৎসা