As Sunnah Hijama Therapy Centre

As Sunnah Hijama Therapy Centre রাসূল (সাঃ) বলেছেন তোমরা যেসব পদ্ধতিতে চিকিৎসা করাও হিজামা সেগুলোর মধ্যে উত্তম ব্যবস্থা।
মুসলিম হা/৩৯৩০।
যোগাযোগ +8801312-684076
✆ 01723-397636

✨ হিজামা (কাপিং থেরাপি) ✨প্রাচীন সুন্নত চিকিৎসা 💉যা ইনশাআল্লাহ উপকারী —🔹 সোরিয়াসিস, একজিমা, দাদ🔹 অ্যালার্জি🔹 কোমর ও ঘাড...
21/09/2025

✨ হিজামা (কাপিং থেরাপি) ✨
প্রাচীন সুন্নত চিকিৎসা 💉
যা ইনশাআল্লাহ উপকারী —
🔹 সোরিয়াসিস, একজিমা, দাদ
🔹 অ্যালার্জি
🔹 কোমর ও ঘাড় ব্যথা
🔹 মাথা ব্যথা সহ নানান সমস্যায়

🌿 শরীরকে রাখে হালকা, আরামদায়ক ও প্রশান্ত 💆‍♂️

#হিজামা #সুন্নতচিকিৎসা #স্বাস্থ্য

🌿 আজকের হেলথ টিপস 🌿🥤 খাবারের মাঝে পানি খাওয়া কমিয়ে দিন 🚫খাবারের সাথে সাথে বেশি পানি খেলে পাকস্থলীর অ্যাসিড পাতলা হয়ে যায়...
20/09/2025

🌿 আজকের হেলথ টিপস 🌿

🥤 খাবারের মাঝে পানি খাওয়া কমিয়ে দিন 🚫

খাবারের সাথে সাথে বেশি পানি খেলে পাকস্থলীর অ্যাসিড পাতলা হয়ে যায়। ফলে খাবার হজম হতে দেরি হয়, পেট ফাঁপা ও গ্যাস্ট্রিকের সমস্যা তৈরি হয়।

✅ খাবারের ৩০ মিনিট আগে বা ৩০–৪৫ মিনিট পরে পানি পান করুন।
✅ এতে হজম শক্তি বাড়বে, খাবার ভালোভাবে শোষিত হবে এবং শরীর থাকবে হালকা ও সুস্থ।

✨ ছোট্ট পরিবর্তন, বড় উপকার ✨

বাজারের অনেক ফলকে দীর্ঘদিন সতেজ দেখানোর জন্য কীটনাশক, ফরমালিন ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, যা আসলে শরীরের জন্য মা...
19/09/2025

বাজারের অনেক ফলকে দীর্ঘদিন সতেজ দেখানোর জন্য কীটনাশক, ফরমালিন ও বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয়, যা আসলে শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। 🍎🥭

তাই ফল খাওয়ার আগে ঘরে এসে কিছু সহজ নিয়ম মানা জরুরি—

🔹 ফলগুলোকে লবণ, ভিনেগার অথবা বেকিং সোডা মেশানো পানিতে ২০–৩০ মিনিট ভিজিয়ে রাখুন।
🔹 এরপর প্রবাহিত পানিতে ভালোভাবে ধুয়ে নিন।
🔹 সবসময় মৌসুমি ও টাটকা ফল কিনুন, অস্বাভাবিকভাবে চকচকে ফল এড়িয়ে চলুন।

👉 এসব অভ্যাসে ফলের ক্ষতিকর কেমিক্যাল ও ফরমালিনের প্রভাব অনেকটাই কমানো সম্ভব।

✨ আজকের হিজামা (Hijama) হোম সার্ভিস চলছে ✨📍 লোকেশন: গুলশান-১, নিকেতন ,ঢাকা। 👉 যারা আজকে সেবা নিতে চান, ইনবক্স/হোয়াটসঅ্য...
19/09/2025

✨ আজকের হিজামা (Hijama) হোম সার্ভিস চলছে ✨
📍 লোকেশন: গুলশান-১, নিকেতন ,ঢাকা।

👉 যারা আজকে সেবা নিতে চান, ইনবক্স/হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন।

therapist : Tahsin Md Qudrat Ullah .

🌿 সুস্থ জীবনের তিনটি কুরআনিক নির্দেশনা🔹 ১. ঘুম – বিশ্রামের অপরিহার্য অংশ﴿وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا﴾(সূরা আন-নাবা, ...
18/09/2025

🌿 সুস্থ জীবনের তিনটি কুরআনিক নির্দেশনা

🔹 ১. ঘুম – বিশ্রামের অপরিহার্য অংশ

﴿وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا﴾
(সূরা আন-নাবা, আয়াত ৯)

মানুষের শরীর ও মনের জন্য ঘুম মহান আল্লাহর একটি নিয়ামত। নিয়মিত ও পর্যাপ্ত ঘুম না হলে শরীর দুর্বল হয় এবং মানসিক স্বাস্থ্যে প্রভাব পড়ে।

🔹 ২. পানি – জীবনের মূল উপাদান

﴿وَجَعَلْنَا مِنَ الْمَاءِ كُلَّ شَيْءٍ حَيٍّ﴾
(সূরা আল-আম্বিয়া, আয়াত ৩০)

জীবনধারণের জন্য পানি অপরিহার্য। প্রতিদিন যথেষ্ট পানি পান শরীরকে সতেজ রাখে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে সহায়তা করে।

🔹 ৩. খাদ্যাভ্যাস – সংযম ও পরিমিতি

﴿كُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا﴾
(সূরা আল-আরাফ, আয়াত ৩১)

খাওয়া-দাওয়ার ক্ষেত্রে সংযম অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত ভোজন বা অপচয় শরীরের ক্ষতি করে। পরিমিত ও সুষম খাবার গ্রহণ সুস্থতার মূল চাবিকাঠি।

✨ সারসংক্ষেপ

➡️ নিয়মিত ঘুম
➡️ পর্যাপ্ত পানি
➡️ সুষম ও সংযমী খাদ্যাভ্যাস

📌 এই তিনটি সহজ নিয়ম মেনে চললে দেহ ও মন দুটোই থাকবে প্রাণবন্ত ও সুস্থ।

📷 এই ছবিটি দেখে আপনি কী ভাবছেন❓এটা কোনো ভাইরাস, ফোড়ার রোগ বা দগ্ধ হওয়ার ক্ষত নয়, বরং ভুলভাবে হিজামা (Cupping Therapy) কর...
15/09/2025

📷 এই ছবিটি দেখে আপনি কী ভাবছেন❓
এটা কোনো ভাইরাস, ফোড়ার রোগ বা দগ্ধ হওয়ার ক্ষত নয়, বরং ভুলভাবে হিজামা (Cupping Therapy) করার ভয়ানক ফল!

এখানে একজন ব্যক্তি অনভিজ্ঞ কারো মাধ্যমে হিজামা করিয়েছেন; পরিণামে পিঠজুড়ে বিশাল ফোস্কা, রক্তক্ষরণ ও ইনফেকশন!

হিজামা আমাদের প্রিয় নবী ﷺ এর সুন্নাহ। কিন্তু,
➡️ না জেনে করা হিজামা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
➡️ সুন্নাহ মানে শুধু ‘কাজটি করা’ নয়, বরং সঠিক নিয়মে, যত্নসহকারে ও জ্ঞানের আলোকে করা।

🔬 চিকিৎসা বিজ্ঞান কী বলছে?
এই ধরনের ক্ষতির মূল কারণ হলো:
✅ অতিরিক্ত ন্যাগেটিভ চাপ (সাকশন) – কাপের ভেতরে অত্যধিক ভ্যাকুয়াম তৈরি করে রক্তনালী ও ত্বক ফাটিয়ে ফেলে।
✅ একই স্থানে দীর্ঘক্ষণ কাপ বসানো – ফলে স্কিন বার্ন বা ব্লিস্টার হয় (ক্যাপিলারি বারস্ট)।
✅ নির্বিচারে কাটাছেড়া – পেন দিয়ে পাঞ্চ করা, জীবাণুমুক্ত না করা ব্লেড/কাপ ব্যবহারের কারণে ইনফেকশন বেড়ে যায়।
✅ রোগীর অবস্থা না বুঝে হিজামা – স্কিন টাইপ, বয়স, ব্লাড প্রেসার, রোগের ধরন ও ওষুধ ব্যবস্থাপনা বিবেচনা না করা।

🕋 ইসলাম কী বলছে?
হিজামা করা একটি সুন্নাহ – ইবাদতের কাজ।
কিন্তু অজ্ঞতা ও অপেশাদারিত্বের মাধ্যমে কারও শরীরের ক্ষতি করা হারাম।

📖 রাসূল ﷺ বলেন:
"যে ব্যক্তি এমন একটি কাজ করল, যার কোনো ভিত্তি আমাদের শরীয়তে নেই, তা প্রত্যাখ্যাত হবে।"
(সহীহ বুখারী ২৬৯৭, সহীহ মুসলিম ১৭১৮)

📖 অন্য হাদীসে রয়েছে:
"যে চিকিৎসা করতে পারে না, সে যদি চিকিৎসা করে এবং ক্ষতি হয়, তবে সে দায়ী হবে।"
(আবু দাউদ ৪৫৮৬)

✅ নিরাপদে হিজামা করার জন্য করণীয়
🔸 প্রশিক্ষিত, অভিজ্ঞ ও প্রমাণিত হিজামা থেরাপিস্টের নিকট চিকিৎসা নিন।
🔸 হাইজিন, যন্ত্রপাতির জীবাণুমুক্তি, এবং থেরাপির সময় ও স্থান মেনে চলুন।
🔸 রোগীর শারীরিক ইতিহাস ও অবস্থা যাচাই করে থেরাপি দিন।
🔸 মনে রাখুন – এটি শরীর ও ইবাদতের বিষয়, তাই সচেতন থাকুন।

🔴 জেনে-বুঝে হিজামা করুন, সুন্নাহর আলোতে নিরাপদ থাকুন।
🧠 একবার ভুল করলে হয়ত সারাজীবনের দাগ বয়ে বেড়াতে হবে।
📢 তাই শুধু নিজের জন্য নয়, অন্যদের সতর্ক করতে এই পোস্টটি শেয়ার করুন।

📍 ঠিকানা: রানাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট
📞 যোগাযোগ: ০১৩১২-৬৮৪০৭৬

ুন্নাহ_হিজামা_থেরাপি #হিজামা #সুন্নাহচিকিৎসা
#হিজামার_সতর্কতা #সুন্নাহর_আলোকে_চিকিৎসা

14/09/2025

স্বাস্থ্য ভালো রাখার ৩টি সহজ অভ্যাস*
✅ প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম
✅ সকালে ১ গ্লাস গরম পানি
✅ দিনে ৩০ মিনিট হাঁটা বা ব্যায়াম
*স্বাস্থ্যই সম্পদ!*

হিজামা – সুন্নাহ চিকিৎসা, সুস্থ জীবনের চাবিকাঠি! 🌿📣 আলহামদুলিল্লাহ, এই মাসের হিজামার সুন্নাহ তারিখ ঘোষণা করা হলো –📅 ১০ স...
09/09/2025

হিজামা – সুন্নাহ চিকিৎসা, সুস্থ জীবনের চাবিকাঠি! 🌿
📣 আলহামদুলিল্লাহ, এই মাসের হিজামার সুন্নাহ তারিখ ঘোষণা করা হলো –
📅 ১০ সেপ্টেম্বর (বুধবার)
📅 ১২ সেপ্টেম্বর (শুক্রবার)
📅 ১৪ সেপ্টেম্বর (রবিবার)

✨ প্রিয় সুন্নাহর অনুসরণে হিজামা করুন, ইনশাআল্লাহ শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি রূহানী প্রশান্তিও লাভ করবেন।

📍 আস-সুন্নাহ হিজামা থেরাপি সেন্টার
📌 রাণাপিং বাজার, গোলাপগঞ্জ, সিলেট
☎️ 01312-684076 | 01726-396366

💠 আজই বুকিং করুন এবং সুন্নাহ চিকিৎসার বারাকাহ গ্রহণ করুন! 💠

✨ আলহামদুলিল্লাহ ✨আল্লাহর অশেষ রহমতে আমাদের আস-সুন্নাহ হিজামা থেরাপি সেন্টার – কানাইঘাট শাখা-এর সেন্টারের রঙ ও ইলেকট্রনি...
08/09/2025

✨ আলহামদুলিল্লাহ ✨
আল্লাহর অশেষ রহমতে আমাদের আস-সুন্নাহ হিজামা থেরাপি সেন্টার – কানাইঘাট শাখা-এর সেন্টারের রঙ ও ইলেকট্রনিক কাজ সম্পন্ন হয়েছে।

📍 লোকেশন: কানাইঘাট পূর্ব বাজার, সিলেট

🔹 আমরা হিজামা থেরাপির মাধ্যমে সুন্নাহভিত্তিক চিকিৎসা ও প্রাকৃতিক উপায়ে স্বাস্থ্যের উন্নতি নিয়ে আসতে অঙ্গীকারবদ্ধ।
🔹 খুব শীঘ্রই ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ সেবা নিয়ে আপনাদের মাঝে হাজির হবো।

📞 যোগাযোগ করুন: ০১৩১২-৬৮৪০৭৬

🤲 আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

মিলাদুন্নাবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা!!যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে। ১ম সঠিক উত্তরদাতা পাবেন  #২০০০ টাকা।২য় সঠিক উ...
05/09/2025

মিলাদুন্নাবী উপলক্ষে কুইজ প্রতিযোগিতা!!

যেকোন ১০টি প্রশ্নের উত্তর দিতে হবে।
১ম সঠিক উত্তরদাতা পাবেন #২০০০ টাকা।
২য় সঠিক উত্তরদাতা পাবেন #১০০০ টাকা।
৩য় সঠিক উত্তরদাতা পাবেন #৫০০ টাকা।

#প্রশ্নাবলীঃ
০১. রসুল মুহাম্মাদ (ﷺ) জীবদ্দশায় প্রথম কত হিজরীতে তাঁর জন্ম দিবস উৎযাপন করেছেন?

০২. তাঁর মৃত্যুর বছর তাঁর সর্বশেষ মিলাদুন্নাবী উৎযাপন কোন শহরে উৎযাপিত হয়েছিলো? তাতে কতজন সাহাবী উপস্থিত ছিলেন?

০৩. রসুল (ﷺ) এর মৃত্যুর পর মা আয়েশা (রা) সহ তাঁর অন্যান্য স্ত্রীগণ কিভাবে মিলাদুন্নাবী তথা তাঁর জন্মদিবস উৎযাপন করতেন?

০৪. রসুল (ﷺ) এর জন্মদিন উপলক্ষে ৪ জন প্রসিদ্ধ সাহাবীসহ অন্যান্য সাহাবীগণ কি ধরনের উৎসব পালন করতেন?

০৫. তাঁর জন্মদিবস উৎযাপনের হাদীস সমূহ বর্ননা করেছেন যে সকল সাহাবীগণ তাদের সবার নাম লিখুন!

০৬. প্রসিদ্ধ কয়েকজন তাবেঈ ও তাবে-তাবেঈ এর নাম লিখুন, যারা মিলাদুন্নবী উৎযাপন করতে না পারলে ঘুমাতে পারতেন না?

০৭. হানাফী মাযহাবের ইমাম আবু হানিফা (রহ) সহ অন্য ৩ মাযহাবের ইমামগণ মোট কতবার ঈদে-মিলাদুন্নাবী উৎযাপন করেছেন?

০৮. ১৪০০ বছর আগে রসুল (ﷺ) এর জন্মদিবসের অনুষ্ঠানগুলোতে যে ধরনের খেজুর ও মিষ্টান্ন পরিবেশন করা হতো সেগুলোর নাম কি?

০৯. রসুল (ﷺ) এর জন্মদিবস উপলক্ষে তিনি আমাদের কি কি না'ত শিক্ষা দিয়েছেন?

১০. দরুদে ইব্রাহীম পড়লে ১০ বার আল্লাহর রহমত বর্ষিত হয়। ‘ইয়া নবী সালামু আলাইকা...’,‘সালাতুনিয়া রাসুল্লাহ...’, ‘মোস্তফা জানে রহমত পে লাখো সালাম...’ প্রভৃতি মানুষের বানানো দরুদ পড়লে কতটুকু রহমত বর্ষিত হবে?

১১.রসুল (ﷺ) এর জন্মস্থান মক্কা, ইন্তিকালের স্থান মদিনা। মক্কা মদিনায় কোন আওলাদে রসুল পাওয়া না গেলেও বাংলাদেশ, ভারত, পাকিস্থানে এত আওলাদে রসুল আসলো কোথা হতে?

১২. ‘ঈদে মিলাদুন্নাবী’ -সকল ঈদের সেরা ঈদ এর সালাত কয় রাক’আত ও কয় তাক্ববীরের সহীত আদায় করতে হয়?

১৩. কয়েকটি বিদ’আত- হাসানা এর নাম লিখুন। বিদ‘আত হলেও এগুলো করে সাওয়াব পাওয়া যাবে, এই বক্তব্য এর পক্ষে কোরআন হাদীছের দলিল পেশ করুন।

১৪. সর্বপ্রথম কোন সাহাবী মিলাদুন্নবী উপলক্ষে জসনে জুলুছের আয়োজন করেছেন?

⭕বিশেষ দ্রষ্টব্য: কোরআন ও হাদিসের রেফারেন্স ছাড়া উত্তর গ্রহণযোগ্য হবে না‼️
#কুইজ #হিজামা #কুইজ_প্রতিযোগীতা

আজকের হেল্থ টিপস 🍎😴 পর্যাপ্ত ঘুম নিন (৬-৮ ঘন্টা)।👉 মস্তিষ্ক সতেজ থাকে👉 মানসিক চাপ কমে👉 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে👉 মন ভাল...
03/09/2025

আজকের হেল্থ টিপস 🍎

😴 পর্যাপ্ত ঘুম নিন (৬-৮ ঘন্টা)।
👉 মস্তিষ্ক সতেজ থাকে
👉 মানসিক চাপ কমে
👉 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
👉 মন ভালো থাকে
💡 সুস্থ জীবনের শুরু হয় ভালো ঘুম থেকে।

🍎 আজকের হেলথ টিপস 🍎প্রতিদিন এক কাপ সবুজ চা পান করুন।👉 শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট,👉 মেটাবলিজম বাড়ায়,👉 মানসিক সতেজতা এ...
02/09/2025

🍎 আজকের হেলথ টিপস 🍎
প্রতিদিন এক কাপ সবুজ চা পান করুন।
👉 শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট,
👉 মেটাবলিজম বাড়ায়,
👉 মানসিক সতেজতা এনে দেয়।

🌿 ছোট এই অভ্যাস আপনাকে রাখবে সুস্থ ও উজ্জ্বল।

Address

Ranaping Bazar , Golapgonj
Sylhet
3163

Website

Alerts

Be the first to know and let us send you an email when As Sunnah Hijama Therapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram