28/09/2025
গত ২৪ সেপ্টেম্বর "জীবন" এর আয়োজনে সকল সদস্যদের নিয়ে একটি রিফ্রেশমেন্ট ট্যূরের আয়োজন করা হয়।বিশাল পরিসরে তিনটি বাসে প্রায় শতাধিক জীবনিয়ানদের উপস্থিতিতে শ্রীমঙ্গলের মাধবপুর লেক ঘুরে আসা হয়।
জীবনিয়ানদের উৎসাহ প্রদানে সেখানে লাঞ্চ,খেলাধুলা,রেফেল ড্র সহ বিভিন্ন বিনোদনমূলক ইভেন্টের আয়োজন করা হয়।দিনের শুরুতেই নইমেক প্রাঙ্গনে কলেজের সম্মানিত গভর্নিং বডির চেয়ারম্যান ও নর্থ ইস্ট মেডিকেল প্রাঃ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর অধ্যাপক ডা.শাহরিয়ার হোসেন চৌধুরী,অধ্যক্ষ অধ্যাপক ডা.নাজমুল ইসলাম, হসপিটাল ডিরেক্টর অধ্যাপক ডা.জসিম উদ্দিন,ডিরেক্টর আবু আহমেদ সিদ্দিক, এসিস্ট্যান্ট ডিরেক্টর ডা.মুনতাসীর আলম রাহিমি, ডা.ফাহমিদুর রহমান সহ সেখানে জীবন এর উপদেষ্টা ডা.আলাল খান অয়ন, ডা.নাজমুল হাসান মুন্না,ডা.আফতাব উদ্দিন চৌধুরীসহ বর্তমান দ্বায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।
ট্যূর শেষে সংগঠনের প্রেসিডেন্ট ডা.আব্দুস শাকুর স্বপন এবং জিএস ডা.রতন চন্দ্র চন্দ নইমেক অথোরিটিকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এই ট্যূর আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করার জন্য।