Mother Care Clinic,Sylhet । মাদার কেয়ার ক্লিনিক, সিলেট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • Mother Care Clinic,Sylhet । মাদার কেয়ার ক্লিনিক, সিলেট

Mother Care Clinic,Sylhet । মাদার কেয়ার ক্লিনিক, সিলেট Mother Care Clinic: 25-year experienced maternity clinic in Sylhet, Bangladesh.

23/04/2025

🛁 হিপবাথ কীভাবে দিবেন?
ডেলিভারীর পর সুস্থ হতে হিপবাথ খুবই কার্যকর একটি পদ্ধতি। সঠিকভাবে নিতে পারলে অনেক দ্রুত আরাম পাবেন। চলুন জেনে নেই কীভাবে সঠিকভাবে হিপবাথ নিতে হয়:

🔹 পানির প্রস্তুতি:
এক গামলা কুসুম গরম পানিতে ৬ চামচ Betadin বা Acriflavin Solution মিশিয়ে নিন।
পানি এমন গরম হবে যাতে আঙুল দিয়ে পরীক্ষা করলে আরাম লাগে — খুব গরম বা ঠাণ্ডা নয়।
ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে রোগীর সঙ্গী যেন গরমের মাত্রা যাচাই করে দেন।

🔹 কোথায় বসবেন:
মলদ্বার বা অপারেশনের জায়গা ভালোভাবে ভিজে — এমনভাবে বসবেন।
ফ্লোরে বসতে অসুবিধা হলে গামলা টুলে বা কমোডের উপর রাখতে পারেন।

🔹 ঔষধের পরিমাণ:
প্রতি ১ লিটার পানিতে ৩ চামচ Betadin বা ১ চামচ খাবার লবণ দিন।
পানির পরিমাণ নির্ভর করবে জায়গাটা কতটা ভিজছে তার উপর।

⏱️ সময় ও ফ্রিকোয়েন্সি:
▪️ প্রতিবার ১৫-২০ মিনিট বসুন।
▪️ প্রথমদিকে দিনে ৩ বার এবং প্রতিবার পায়খানার পর।
▪️ ১-২ সপ্তাহ পর শুধু পায়খানার পর হিপবাথ নিলেই হবে।

📅 কতদিন করবেন?
যতদিন ক্ষত থাকে। বাহিরে ক্ষত না থাকলে প্রয়োজন নেই। তবে বাহিরে ক্ষত থাকলে পুরোপুরি ভালো না হওয়া পর্যন্ত চালিয়ে যান।

💼 অফিস করেন? কী করবেন?
সকালবেলা অফিসে যাওয়ার আগে এবং অফিস থেকে ফিরে একবার হিপবাথ নিন। আর বাকি সময় পায়খানার পর নেয়ার চেষ্টা করুন।

Mother Care Clinic: 25-year experienced maternity clinic in Sylhet, Bangladesh.

28/03/2025

✨ ঈদের ছুটিতে মায়েদের সেবায় আমরা সবসময় প্রস্তুত! ✨

মাদার কেয়ার ক্লিনিক ২৪ ঘণ্টা খোলা থাকবে, যেন আপনার প্রিয়জনেরা পায় সেরা যত্ন।

📍 ঠিকানা: পুরাতন মেডিকেল রোড, সিলেট
📞 যোগাযোগ: +8801613713131

আপনার সুস্থতা আমাদের অগ্রাধিকার! 💙

Mother Care Clinic: 25-year experienced maternity clinic in Sylhet, Bangladesh.

🌙 রমজান মাসে মাদার কেয়ার ক্লিনিকের নতুন চেম্বার সময়সূচী 🌙পবিত্র রমজান মাসে মায়েদের সেবা আরো উন্নত করতে আমরা কিছু পরিবর্ত...
02/03/2025

🌙 রমজান মাসে মাদার কেয়ার ক্লিনিকের নতুন চেম্বার সময়সূচী 🌙

পবিত্র রমজান মাসে মায়েদের সেবা আরো উন্নত করতে আমরা কিছু পরিবর্তন এনেছি। আমাদের গাইনী ও প্রসূতি চেম্বার চলবে নতুন সময়ে:

🔹 ডাঃ রেজওয়ানা ম্যাডাম
🕓 বিকাল ৪:০০ – ৫:৩০
📅 শনিবার, সোমবার, বুধবার

আমরা ২৪ ঘণ্টা মায়েদের সেবা দিতে প্রস্তুত। আপনার প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন:

📞 01613713131 | 02996634131
📍 মাদার কেয়ার ক্লিনিক, পুরাতন মেডিকেল রোড, সিলেট

আপনার সুস্থতা আমাদের অগ্রাধিকার! 🙏

🌙 রমজান মাসে মাদার কেয়ার ক্লিনিকের নতুন চেম্বার সময়সূচী 🌙পবিত্র রমজান মাসে মায়েদের সেবা আরো উন্নত করতে আমরা কিছু পরিবর্ত...
01/03/2025

🌙 রমজান মাসে মাদার কেয়ার ক্লিনিকের নতুন চেম্বার সময়সূচী 🌙

পবিত্র রমজান মাসে মায়েদের সেবা আরো উন্নত করতে আমরা কিছু পরিবর্তন এনেছি। আমাদের গাইনী ও প্রসূতি চেম্বার চলবে নতুন সময়ে:

🔹 প্রফেসর ফরহাত মহল ম্যাডাম
🕐 দুপুর ১:০০ – বিকাল ৪:০০
📅 রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার

আমরা ২৪ ঘণ্টা মায়েদের সেবা দিতে প্রস্তুত। আপনার প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে আমাদের সাথে যোগাযোগ করুন:

📞 01613713131 | 02996634131
📍 মাদার কেয়ার ক্লিনিক, পুরাতন মেডিকেল রোড, সিলেট

আপনার সুস্থতা আমাদের অগ্রাধিকার! 🙏

স্বনামধন্য প্রখ্যাত গাইনী ও প্রসুতী বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মিসেস ফরহাত মহল ম্যাডাম, মাদার কেয়ার ক্লিনিকে নিয়মিত রোগী দেখছে...
30/01/2025

স্বনামধন্য প্রখ্যাত গাইনী ও প্রসুতী বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ মিসেস ফরহাত মহল ম্যাডাম, মাদার কেয়ার ক্লিনিকে নিয়মিত রোগী দেখছেন।
চেম্বারের দিনঃ রবি,মঙ্গল, বৃহস্পতিবার
চেম্বার সময় - সন্ধ্যা ৬টা হইতে রাত ৯টা

টিকেট বুকিং এর জন্য ফোন করুন,
+88 01601713135,
অথবা
+88 02996634131
সকাল ১০-১২ টার মধ্যে সীমিত সংখক রোগীর নির্ধারিত স্লট বুক করুন।

পুরাতন রোগী (যারা ১ মাসের মধ্যে মেডাম কে দেখিয়েছেন) প্রেস্ক্রিপশন সহ আসলে দেখাতে পারবেন।

আমাদের ডাক্তার ও মিড-ওয়াইফের সমন্বয়ে গড়া সুদক্ষ টিম দ্বারা বিশেষজ্ঞ ডাক্তারের প্রত্যক্ষ দিকনির্দেশনায়, পারটোগ্রাফ, ডপলার...
17/11/2024

আমাদের ডাক্তার ও মিড-ওয়াইফের সমন্বয়ে গড়া সুদক্ষ টিম দ্বারা বিশেষজ্ঞ ডাক্তারের প্রত্যক্ষ দিকনির্দেশনায়, পারটোগ্রাফ, ডপলার ও CTG দ্বারা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে নরমাল ডেলিভারী করানো হয়।

মায়েদের সেবায় আমরা ২৪ ঘন্টাই খোলা।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
01613713131 অথবা 02996634131

ডাঃ সায়েরা বেগম চৌধুরী মেডাম প্রতি রবি, মংগল ও বৃহস্পতিবার নিয়মিত মাদার কেয়ার ক্লিনিকে চেম্বার করছেন। উনি বর্তমানে নর্থ ...
21/10/2024

ডাঃ সায়েরা বেগম চৌধুরী মেডাম প্রতি রবি, মংগল ও বৃহস্পতিবার নিয়মিত মাদার কেয়ার ক্লিনিকে চেম্বার করছেন।

উনি বর্তমানে নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে এসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত।

চেম্বার সময়ঃ
রবি, মঙ্গলবার ও বৃহস্পতিবার
বিকাল ৬.০০ থেকে রাত ৮.০০ টা

টিকেটের জন্য যোগাযোগঃ
01601713135

মাদার কেয়ার ক্লিনিক,
পুরাতন মেডিকেল রোড, সিলেট।

১. মায়ের দুধে শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পরিপূর্ণ পুষ্টিমান নিশ্চিত থাকে।২. মায়ের দুধ ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত,...
29/08/2024

১. মায়ের দুধে শিশুর বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য পরিপূর্ণ পুষ্টিমান নিশ্চিত থাকে।

২. মায়ের দুধ ক্ষতিকর ব্যাকটেরিয়া মুক্ত, খাঁটি এবং পরিচ্ছন্ন। ফলে শিশুর রোগাক্রান্ত হবার ভয় নেই।

৩. বুকের দুধে থাকে অ্যান্টিবডি, এনজাইম এবং ভিটামিন, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।

৪. শিশুকে মায়ের দুধ খাওয়ালে বিভিন্ন সংক্রামক রোগ যেমন: ডায়রিয়া, নিউমোনিয়া, কানপাকা মেনিনজাইটিস ইত্যাদি থেকে রক্ষা পায়।

৫. বুকের দুধে লিনোলেনিক এসিড, ওমেগা-৩, ফ্যাটি এসিড এবং কোলেস্টরলসহ বিভিন্ন উপাদান থাকে; যা শিশুর মস্তিষ্ক গঠনে সাহায্য করে। এতে শিশু মেধাবী ও বুদ্ধিমান হয়।

৬. মায়ের দুধ শিশুকে ভবিষ্যতে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং স্থুলতা থেকে রক্ষা করে।

৭. বিশেষ কিছু রোগ যেমন: হাঁপানি, এলার্জি, একজিমা, দাঁতের অসুখ ইত্যাদি রোধে মায়ের দুধের ভূমিকা ব্যাপক।

৮. মায়ের দুধে থাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ এবং ভিটামিন সি, যা শিশুকে অন্ধত্ব ও স্কার্ভি থেকে রক্ষা করে।

৯. মায়ের শাল দুধ শিশুর প্রথম প্রাকৃতিক টিকা হিসেবে কাজ করে।

১০. যে সব শিশু ঠিক মতো মায়ের দুধ পান করে তারা স্বাস্থ্যবান ও দ্রুত বেড়ে উঠে।

নবজাতকের জন্ডিসে চিকিৎসাসাধারণত অল্প জন্ডিস থাকলে তা ধীরে ধীরে সেরে যায়। জন্ডিসের মাত্রা বেশি হলে ফটো থেরাপি দিতে হয়। এট...
27/08/2024

নবজাতকের জন্ডিসে চিকিৎসা

সাধারণত অল্প জন্ডিস থাকলে তা ধীরে ধীরে সেরে যায়। জন্ডিসের মাত্রা বেশি হলে ফটো থেরাপি দিতে হয়। এটা বেশ কার্যকর থেরাপি। এক্ষেত্রে শিশুকে শুধু ডাইপার পরিয়ে ও চোখে বিশেষ প্রতিরোধক গ্লাস দিয়ে নীল আলোর নিচে বিশেষ বিছানায় রাখা হয়। জন্ডিস বেশি হলে শিশুর শরীরে অল্প পরিমাণে রক্ত দিতে হয় অনেক ক্ষেত্রে। তবে জন্ডিস অল্প মাত্রায় থাকলে প্রতিদিন ৮ থেকে ১২ বার মায়ের দুধ পান করালে জন্ডিস ধীরে ধীরে সেরে যায়। আর বহু আগে থেকে একটা প্রচলিত বিশ্বাস আছে, নবজাতককে প্রতিদিন সকালের রোদে কিছুক্ষণ রাখলে সে জন্ডিস থেকে মুক্ত হয় দ্রুত।

তথ্যসূত্র : হেলথ লাইন

কিভাবে সিজারিয়ান সেকশন সেলাইয়ের যত্ন নিবেন?অনেক মায়েরা সিজারের সেলাইয়ের সঠিক যত্নের ব্যপারে জানেন না। যার ফলে অনেক সময় স...
25/08/2024

কিভাবে সিজারিয়ান সেকশন সেলাইয়ের যত্ন নিবেন?

অনেক মায়েরা সিজারের সেলাইয়ের সঠিক যত্নের ব্যপারে জানেন না। যার ফলে অনেক সময় সেখানে ইনফেকশন দেখা দেয় ও অনেক জটিলতার সৃষ্টি হয়।
চলুন দেখে নেয়া যাক কিভাবে আপনার সেলাইয়ের যত্ন নিবেন।
- পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন।
- প্রতিদিন পরিষ্কার কাপড় পরিধান করবেন।
- নিয়মিত গোসল করবেন। (প্রতিদিন অথবা একদিন পরপর)। আপনার সুবিধামত ঠান্ডা অথবা উম গরম পানি ব্যবহার করতে পারেন।
- গোসলের সময় সেলাইয়ের উপর সাবান পানি যেতে দিন। গোসল শেষে পরিষ্কার কাপড় দিয়ে সেলাইয়ের জায়গাটি আলতো চাপ দিয়ে শুষ্ক করে ফেলুন (ঘষতে যাবেন না)।
- Mupirocin 2% ointment (যে কোন ভালো কোম্পানীর) ব্যবাহার করতে পারেন, যদিও এটির প্রয়োজন নেই।
- সুষম খাবার খান। খাবারে যাতে অবশ্যই প্রোটিন উপাদান (মাছ,মাংশ, ডিম) এবং ভিটামিন সি (লেবু, কমলা, মাল্টা) থাকে।

আমরা সাধারনত সিজারের ৩য় দিনে বেন্ডেজ খুলে ফেলি এবং সেদিনই গোসল করতে বলি। সেলাই কাটবার জন্য ৬-৭ তম দিনে আসতে বলি। এছাড়াও ১৪ তম দিনে Hb% এবং Urine R/E পরীক্ষাটি করিয়ে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে ফলোয়াপে আসতে অনুরোধ করা হয়।

আমাদের একটু সচেতনতা পারে মায়েদের অনাকাংক্ষিত ইনফেকশন থেকে দূরে রাখতে।

আমাদের সাথে থাকার জন্য মায়েদের ও পরিবারবর্গকে আন্তরিক ধন্যবাদ জানাই।

মাদার কেয়ার ক্লিনিক,
পুরাতন মেডিকেল রোড, সিলেট।

মায়েদের সেবায় আমরা ২৪ ঘন্টাই খোলা।
যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুনঃ
01601713135
01613713131
02996634131

Address

Old Medical Road
Sylhet
3100

Alerts

Be the first to know and let us send you an email when Mother Care Clinic,Sylhet । মাদার কেয়ার ক্লিনিক, সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mother Care Clinic,Sylhet । মাদার কেয়ার ক্লিনিক, সিলেট:

Share