খিদমাহ ব্লাড ব্যাংক

খিদমাহ ব্লাড ব্যাংক সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি খিদমাহ ব্লাড ব্যাংক জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সবাইকে নেক নিয়তে কাজ কর...
08/07/2025

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

খিদমাহ ব্লাড ব্যাংক জৈন্তাপুর উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সবাইকে নেক নিয়তে কাজ করার তাওফিক দিন। আল্লাহুম্মা আমীন।

খিদমাহ ব্লাড ব্যাংক'র এক দশকে পদার্পণ উপলক্ষে বিশেষ আয়োজন " #রক্তবন্ধন-২০২৫"মিলনমেলা | আলোচনাসংবর্ধনা | নাশীদ মাহফিলতারি...
06/07/2025

খিদমাহ ব্লাড ব্যাংক'র এক দশকে পদার্পণ উপলক্ষে বিশেষ আয়োজন " #রক্তবন্ধন-২০২৫"

মিলনমেলা | আলোচনা
সংবর্ধনা | নাশীদ মাহফিল

তারিখ : ১৪ আগস্ট, বৃহস্পতিবার।
স্থান : শহীদ সুলেমান হল, দরগাহ গেইট, সিলেট।

বিস্তারিত আসছে...

আপনি যদি খিদমাহ'র তত্বাবধানে ১০ বার রক্তদান করে থাকেন তাহলে ফর্মটি পূরণ করুন।
27/06/2025

আপনি যদি খিদমাহ'র তত্বাবধানে ১০ বার রক্তদান করে থাকেন তাহলে ফর্মটি পূরণ করুন।

যে সকল রক্তদাতা খিদমাহ ব্লাড ব্যাংক’র তত্ত্বাবধানে অন্তত ১০ বার রক্তদান করেছেন, তাঁদের তথ্য সংরক্ষণের উদ্দেশ্য.....

"সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি'এই শ্লোগান বুকে ধারণ করে 'খিদমাহ' প্রথম দশকে পদার্পণ করছে। পথচলার এই সময়ে খিদমাহ'র মাধ...
25/06/2025

"সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি'
এই শ্লোগান বুকে ধারণ করে 'খিদমাহ' প্রথম দশকে পদার্পণ করছে। পথচলার এই সময়ে খিদমাহ'র মাধ্যমে প্রায় ১৭ হাজার ব্যাগ রক্ত দান করা সম্ভব হয়েছে, আলহামদুলিল্লাহ। উদ্যমী এ কাফেলা এক দশকে পদার্পণ উপলক্ষে 'রক্তবন্ধন-২০২৫' শিরোনামে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে।

বিস্তারিত জানতে চোখ রাখুন খিদমাহ'র অফিসিয়াল ফেসবুক পেইজে।

'খিদমাহ ব্লাড ব্যাংক'
সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

ইনশাআল্লাহ আগামী ৯ জুন সোমবার।খিদমাহ'র সাথে উৎমাছড়।ইতিমধ্যেই সকল পক্রিয়া সম্পন্ন হয়েছে।এখন শুধু অপেক্ষা। হ্যাপি ইন্তেজার...
05/06/2025

ইনশাআল্লাহ

আগামী ৯ জুন সোমবার।
খিদমাহ'র সাথে উৎমাছড়।

ইতিমধ্যেই সকল পক্রিয়া সম্পন্ন হয়েছে।
এখন শুধু অপেক্ষা। হ্যাপি ইন্তেজার...

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টিখিদমাহ ব্লাডব্যাংক গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ করার...
24/05/2025

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

খিদমাহ ব্লাডব্যাংক গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ করার তাওফিক দান করুন।

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি খিদমাহ ব্লাড ব্যাংক খিদমাহ ব্লাড ব্যাংক দোয়ারাবাজার উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ ...
23/05/2025

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

খিদমাহ ব্লাড ব্যাংক খিদমাহ ব্লাড ব্যাংক দোয়ারাবাজার উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ করার তাওফিক দান করুন।

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ ...
16/05/2025

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি
খিদমাহ ব্লাড ব্যাংক কোম্পানীগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ করার তাওফিক দান করুন।

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি খিদমাহ ব্লাড ব্যাংক বিয়ানীবাজার উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ ...
14/05/2025

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

খিদমাহ ব্লাড ব্যাংক বিয়ানীবাজার উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ করার তাওফিক দান করুন।

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি খিদমাহ ব্লাড ব্যাংক দিরাই উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ করার তা...
07/05/2025

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

খিদমাহ ব্লাড ব্যাংক দিরাই উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ করার তাওফিক দান করুন।

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি খিদমাহ ব্লাড ব্যাংক শান্তিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ কর...
07/05/2025

সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি

খিদমাহ ব্লাড ব্যাংক শান্তিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটি। আল্লাহ সকলকে নেক নিয়তে কাজ করার তাওফিক দান করুন।

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসের শুভেচ্ছা... ১৯৭২ সালের ২ নভেম্বর অধ্যাপক ডা. নুরুল ইসলাম দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি...
02/11/2024

জাতীয় স্বেচ্ছায় রক্তদান দিবসের শুভেচ্ছা...

১৯৭২ সালের ২ নভেম্বর অধ্যাপক ডা. নুরুল ইসলাম দেশের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রথম ব্যক্তি হিসেবে রক্তদান করেন। তারপর ১৯৭৮ সাল থেকে বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমকে উৎসাহিত করতে প্রতিবছর ২ নভেম্বর জাতীয় রক্তদান দিবস পালন করা হয়।

খিদমাহ ব্লাড ব্যাংক পরিবারের পক্ষ থেকে সকল রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা প্রতিবছর-ই শুভেচ্ছা জানাই সকল রক্তদাতা ভাইবোনদের, যারা নিঃস্বার্থভাবে রক্তদান করছেন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে। আমরা বিগত ৮ বছর ধরে মুমূর্ষু রোগীদের রক্তের প্রয়োজনে সেবা দিয়ে যাচ্ছি বৃহত্তর সিলেট, ঢাকা, বৃহত্তর নোয়াখালী, গোপালগঞ্জ ও নেত্রকোনাসহ অন্যান্য জেলায়।

গর্ব নয়, নিয়ামতের শুকরিয়া হিসেবে বলছি, আমরা চেষ্টা করে এসেছি রক্তের প্রয়োজনে রক্তদাতা সংগ্রহ করার পাশাপাশি রোগীর লোককেও স্বেচ্ছায় রক্তদানে সচেতন করতে। একইসাথে বিভিন্ন জেলা-উপজেলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করছি আমরা প্রতিনিয়তই...

খিদমাহ'র সম্মানিত সদস্যগণ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মানবতার তরে। তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা...

আবারও কৃতজ্ঞতা এবং ভালবাসা জানাই সকল রক্তদাতা ভাইবোনদের। জাতীয় রক্তদান দিবসের শুভেচ্ছা ♥

খিদমাহ ব্লাড ব্যাংক
সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি
প্রতিষ্ঠাকাল : ১৩.০৮.২০১৬

শুভেচ্ছান্তেঃ
আবু সাঈদ ইসহাক
কেন্দ্রীয় সেক্রেটারি
খিদমাহ ব্লাড ব্যাংক

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when খিদমাহ ব্লাড ব্যাংক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category