Shapla Model Medicine Shop

Shapla Model Medicine Shop মানুষের সেবা করাই আমার মুল লক্ষ্য।

15/06/2025
14/06/2025
14/06/2025
With Life Line – I just got recognized as one of their rising fans! 🎉
28/08/2024

With Life Line – I just got recognized as one of their rising fans! 🎉

06/08/2024

ড. মিজানুর রহমান আজহারীকে
প্রধান মন্ত্রী হিসেবে
দেখতে চাই
কে কে একমত

27/04/2024
26/03/2024
26/03/2024
26/03/2024
16/03/2024

আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

إِذَا مَاتَ الإِنْسَانُ انْقَطَعَ عَنْهُ عَمَلُهُ إِلاَّ مِنْ ثَلاَثَةٍ إِلاَّ مِنْ صَدَقَةٍ جَارِيَةٍ أَوْ عِلْمٍ يُنْتَفَعُ بِهِ أَوْ وَلَدٍ صَالِحٍ يَدْعُو لَهُ

মানুষ যখন মারা যায়, তখন তিন প্রকার আমল ব্যতীত সকল আমল বন্ধ হয়ে যায়। (১) সদাকায়ে জারিয়া, অথবা (২) এমন ইলম- যার দ্বারা উপকার সাধিত হয়, অথবা (৩) নেককার সন্তান- যে তার (পিতা-মাতার) জন্য দুআ করতে থাকে।

সহীহ মুসলিম, হাদীস ১৬৩১ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ৪০৭৭ (ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

পাদটীকা:
সদকায়ে জারিয়া হচ্ছে এমন ক্ষেত্রে দান করা, যে দানের ফল শেষ হয়ে যায় না। যেমন কেউ একটি মসজিদ বানিয়ে দিল। তো তার মৃত্যুর পরও যতদিন এ মসজিদ থাকবে ততদিন তার আমলনামায় এর সওয়াব যোগ হতে থাকবে।

16/03/2024

১) ডাল ও ডাল জাতীয় খাবার ডাল, বুট, ছোলা, বীণ, সয়াবিন ইত্যাদি ধরণের খাবার গ্যাস উদ্রেককারী খাবার। এগুলোতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, সুগার ও ফাইবার যা সহজে হজম হতে চায় না। ফলে গ্যাসের সমস্যা সৃষ্টি করে পেটে।

২) ব্রকলি, পাতাকপি, বাঁধাকপি এইধরনের সবজিগুলোতে রয়েছে ‘রাফিনোজ’ নামক একধরণের সুগার উপাদান যা পাকস্থলীর ব্যাকটেরিয়া ফারমেন্ট না করা পর্যন্ত হয় হয় না। এবং এই অবস্থায় পেটে গ্যাসের সমস্যা বৃদ্ধি পায়।

৩) দুধ ও দুগ্ধজাত খাবার দুধ ও দুগ্ধজাত খাবার পর যদি দেখেন পেটে গ্যাস হচ্ছে তার অর্থ হচ্ছে আপনি লাক্টোজ ইন্টলারেন্ট অর্থাৎ আপনার দুধ ও দুগ্ধজাত খাবার হজমে সমস্যা রয়েছে। হজম হয় না বলেই এগুলো আপনার পেটে গ্যাস উদ্রেকের জন্য দায়ী।

৪) আপেল ও পেয়ারা আপেল ও পেয়ারাতে রয়েছে ফাইবার এবং ফ্রুক্টোজ ও সরবিটোল নামক সুগার উপাদান যা সহজে হজম হতে চায় না। এতে করেও গ্যাস হয় পেটে।

৫) লবণাক্ত খাবার লবণের সোডিয়াম অনেক বেশি পানিগ্রাহী। অতিরিক্ত লবণাক্ত খাবার খেলে দেহে পানি জমার সমস্যা দেখা দেয়। পাকস্থলীতেও সমস্যা শুরু হয় ও খাবার হজম হতে চায় না।

Address

Mirzapur Cadet College, Tangail
Tangail

Telephone

+8801641816844

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shapla Model Medicine Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Shapla Model Medicine Shop:

Share