17/01/2023
একটি ক্লিনিক এর জন্য জরুরী ভিত্তিতে অল্প সংখ্যক নিয়োগ চলছে।
🔸 পদ সংখ্যাঃ ৬০ জন (পুরুষ ও মহিলা উভয়)
🔸 বয়সঃ ২০ থেকে ৪০ বছর
🔸 শিক্ষাগত যোগ্যতাঃ SSC/HSC/দাখিল/কামিল/ ডিগ্রি পাশ/ সমমান
নিজ এলাকায় ঘরে বসে অনলাইন ও অফলাইনে পার্টটাইম ও ফুল টাইম কাজ করতে পারবেন।
নতুন ও অনভিজ্ঞদের জন্য কাজটি করার জন্য যথাযথ অনলাইন ও অফলাইনে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।
সকল ক্ষেত্রে অনার্স বা ডিগ্রী শিক্ষার্থী, বিবাহিত শিক্ষিত মহিলা বা গৃহিণী, মসজিদ মাদ্রাসা শিক্ষক ,রিটায়ার্ডপাপ্ত বিভিন্ন সেনা সদস্য বা রিটায়ার্ডপ্রাপ্ত চাকরিজীবীদের বিশেষ সুযোগ সুবিধা দেয়া হবে।
আপনারা আমাদের সকল ক্লিনিক্যাল সার্ভিসেস, হিজামা থেরাপি , আকুপ্রেশার বা আকুপাংচার, আয়ুর্বেদিক ও ইউনানী মেডিসিন সহ বিভিন্ন প্রকার অর্গানিক ফুড যেমন চিয়াসিড , আপেল সিডার ভিনেগার, মধুময় বাদাম, ড্রাই ফ্রুটস সহ প্রায় পঞ্চাশ ধরনের ফুড সাপ্লিমেন্ট নিয়ে সরাসরি কাজ করতে পারবেন।
➡️ অভিজ্ঞতাঃ
(i) সৎ, পরিশ্রমী ও বিনয়ী হতে হবে।
(ii) মার্কেটিং এ অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিঃ দ্রঃ অনভিজ্ঞদের ক্ষেত্রে যথাযথ ট্রেনিং এর ব্যবস্থা আছে।
➡️ বেতনঃ আলোচনা সাপেক্ষে (১২,০০০/- থেকে ৩০,০০০/-) পর্যন্ত
টার্গেট পূরন হলে মাসিক ও বাৎসরিক বোনাসের ব্যবস্থা আছে।
➡️ যা যা নিয়ে আসবেনঃ
(i) জাতীয় পরিচয় পত্র
(ii) সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
(iii) শিক্ষাগত যোগ্যতা সনদ এর ফটোকপি
(iv) চেয়ারম্যান সার্টিফিকেট
উপরোক্ত কাগজ পত্র নিয়ে সরাসরি পরিচালক, আস-সুন্নাহ হিজামা, টাংগাইল বরাবর স্ব-শরীরে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।
ঠিকানাঃ আস-সুন্নাহ হিজামা, হাওয়া ভবন, থানা পাড়া, টাঙ্গাইল। (আলিয়া মাদ্রাসার পূর্ব দিকে, থানার দক্ষিনে, শাহীন স্কুলের পাশে)
✍️ জমাদানের শেষ তারিখঃ ৩১ জানুয়ারী, ২০২৩ (সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত )
📞 মোবাইলঃ 01765-306600