আস সুন্নাহ হিজামা, টাঙ্গাইল

আস সুন্নাহ হিজামা, টাঙ্গাইল বাত ব্যথা, হাটুর ব্যথা, কোমর ব্যথা সহ যে কোন ব্যথায় কার্যকরী সমাধান নিতে আজই যোগাযোগ করুন

07/09/2023

টাঙ্গাইলের পাহাড়ি জঙ্গলের চাকের মধু। ১০০% বিশুদ্ধ হবে গ্যারান্টি।

১ কেজি ১৪৫০/- টাকা

সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হয়

ডেলিভারি চার্জ
টাঙ্গাইল জেলা ৬০ টাকা
সারা বাংলাদেশ মাত্র ১৩০ টাকা

06/09/2023

ব্যথার চিকিৎসা এখন ঘরে বসেই!
মোবাইলঃ 01765-306600
➡️ অফিসঃ আলিয়া মাদ্রাসার পূর্বে, হাওয়া ভবন, থানা পাড়া, টাঙ্গাইল।

09/05/2023

ডায়াবেটিস চিকিৎসার জন্য কল করুন 01845-093066

ডায়াবেটিস শব্দটি আমাদের সবার কাছেই বেশ পরিচিত। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না, যেখানে কোনো ডায়াবেটিসের রোগী নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ডায়াবেটিস এখন একটি মহামারি রোগ। এই রোগের অত্যধিক বিস্তারের কারণেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আপনার অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।
তাহলে এখন সমাধান কী?

আপনি যে ক্যাটাগরীর ডায়াবেটিস পেশেন্ট হন না কেন সবার আগে দরকার আপনার ডায়াবেটিস হওয়ার কারণ নির্ণয় করা।

এরপর আপনার প্রয়োজন প্রপার কাউন্সিলিং, সঠিক খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তনসহ কিছু প্রয়োজনীয় কেমিক্যালমুক্ত ন্যাচারাল ওষুধ বা ঔষধি খাবার। যার মাধ্যমে মাত্র তিন থেকে চার মাসে আপনি হতে পারেন সুস্থ-স্বাভাবিক রোগমুক্ত জীবনের অধিকারী।

এখন আপনি কি করবেন?

আপনার বাপ দাদার মতো, "ডায়াবেটিস কোনোদিন ভালো হয়না, একবার হলে সারাজীবন খেতে হবে।" এই পুরাতন চিন্তাধারা মেনে গতানুগতিক সিন্ডিকেট চিকিৎসা ব্যবস্থায় মেডিসিন রি-অ্যাকশনে আপনার হার্ড,লিভার, কিডনি সহ যৌন ক্ষমতা হারিয়ে ডাক্তার টু ডাক্তার, ক্লিনিক টু ক্লিনিক বা হসপিটাল টু হসপিটাল ঘুরবেন।
নাকি আপনি আধুনিক রিসার্চ করা বিজ্ঞানসম্মত প্লানে মাত্র তিন থেকে চার মাস নিয়ম মেনে একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে।

➡️➡️ যোগাযোগ

✍️ পেজে মসেজঃ m.me/AsSunnahHijamaTangail

📞 ইমো / হোয়াটসঅ্যাপঃ 01845-093066

📞 মোবাইলঃ 01765-306600, 01845-093066

➡️ অফিসঃ আলিয়া মাদ্রাসার পূর্বে, হাওয়া ভবন, থানা পাড়া, টাঙ্গাইল।

হিজামা নিতে আজই যোগাযোগ করুন: 01765-306600চেম্বার: থানা পাড়া, টাঙ্গাইল।
20/02/2023

হিজামা নিতে আজই যোগাযোগ করুন: 01765-306600
চেম্বার: থানা পাড়া, টাঙ্গাইল।

28/01/2023
19/01/2023

একটি ক্লিনিক এর জন্য জরুরী ভিত্তিতে অল্প সংখ্যক নিয়োগ চলছে।

🔸 পদ সংখ্যাঃ ৬০ জন (পুরুষ ও মহিলা উভয়)

🔸 বয়সঃ ২০ থেকে ৪০ বছর

🔸 শিক্ষাগত যোগ্যতাঃ SSC/HSC/দাখিল/কামিল/ ডিগ্রি পাশ/ সমমান

➡️ অভিজ্ঞতাঃ
(i) সৎ, পরিশ্রমী ও বিনয়ী হতে হবে।
(ii) মার্কেটিং এ অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিঃ দ্রঃ অনভিজ্ঞদের ক্ষেত্রে যথাযথ ট্রেনিং এর ব্যবস্থা আছে।

➡️ দ্বায়িত্ব সমূহঃ
নিজ থানা/ইউনিয়নে অবস্থিত হাসপাতাল, ক্লিনিক, ফার্মেসী বা ডাক্তারদের সাথে কাজ করার আগ্রহী হতে হবে।

➡️ বেতনঃ আলোচনা সাপেক্ষে (১২,০০০/- থেকে ৩০,০০০/-) পর্যন্ত
টার্গেট পূরন হলে মাসিক ও বাৎসরিক বোনাসের ব্যবস্থা আছে।

➡️ যা যা নিয়ে আসবেনঃ
(i) জাতীয় পরিচয় পত্র
(ii) সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
(iii) শিক্ষাগত যোগ্যতা সনদ এর ফটোকপি
(iv) চেয়ারম্যান সার্টিফিকেট

উপরোক্ত কাগজ পত্র নিয়ে সরাসরি পরিচালক, আস-সুন্নাহ হিজামা, টাংগাইল বরাবর স্ব-শরীরে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

ঠিকানাঃ আস-সুন্নাহ হিজামা, হাওয়া ভবন, থানা পাড়া, টাঙ্গাইল। (আলিয়া মাদ্রাসার পূর্ব দিকে, থানার দক্ষিনে, শাহীন স্কুলের পাশে)

✍️ জমাদানের শেষ তারিখঃ ২৫ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত (সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত )

📞 মোবাইলঃ 01765-306600

বাত ব্যথা, হাটুর ব্যথা, কোমর ব্যথা সহ য?

একটি ক্লিনিক এর জন্য জরুরী ভিত্তিতে অল্প সংখ্যক নিয়োগ চলছে।🔸 পদ সংখ্যাঃ ৬০ জন (পুরুষ ও মহিলা উভয়)🔸 বয়সঃ ২০ থেকে ৪০ বছর🔸 ...
17/01/2023

একটি ক্লিনিক এর জন্য জরুরী ভিত্তিতে অল্প সংখ্যক নিয়োগ চলছে।

🔸 পদ সংখ্যাঃ ৬০ জন (পুরুষ ও মহিলা উভয়)

🔸 বয়সঃ ২০ থেকে ৪০ বছর

🔸 শিক্ষাগত যোগ্যতাঃ SSC/HSC/দাখিল/কামিল/ ডিগ্রি পাশ/ সমমান

নিজ এলাকায় ঘরে বসে অনলাইন ও অফলাইনে পার্টটাইম ও ফুল টাইম কাজ করতে পারবেন।

নতুন ও অনভিজ্ঞদের জন্য কাজটি করার জন্য যথাযথ অনলাইন ও অফলাইনে ট্রেনিং এর ব্যবস্থা করা হবে।

সকল ক্ষেত্রে অনার্স বা ডিগ্রী শিক্ষার্থী, বিবাহিত শিক্ষিত মহিলা বা গৃহিণী, মসজিদ মাদ্রাসা শিক্ষক ,রিটায়ার্ডপাপ্ত বিভিন্ন সেনা সদস্য বা রিটায়ার্ডপ্রাপ্ত চাকরিজীবীদের বিশেষ সুযোগ সুবিধা দেয়া হবে।

আপনারা আমাদের সকল ক্লিনিক্যাল সার্ভিসেস, হিজামা থেরাপি , আকুপ্রেশার বা আকুপাংচার, আয়ুর্বেদিক ও ইউনানী মেডিসিন সহ বিভিন্ন প্রকার অর্গানিক ফুড যেমন চিয়াসিড , আপেল সিডার ভিনেগার, মধুময় বাদাম, ড্রাই ফ্রুটস সহ প্রায় পঞ্চাশ ধরনের ফুড সাপ্লিমেন্ট নিয়ে সরাসরি কাজ করতে পারবেন।

➡️ অভিজ্ঞতাঃ
(i) সৎ, পরিশ্রমী ও বিনয়ী হতে হবে।
(ii) মার্কেটিং এ অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

বিঃ দ্রঃ অনভিজ্ঞদের ক্ষেত্রে যথাযথ ট্রেনিং এর ব্যবস্থা আছে।

➡️ বেতনঃ আলোচনা সাপেক্ষে (১২,০০০/- থেকে ৩০,০০০/-) পর্যন্ত
টার্গেট পূরন হলে মাসিক ও বাৎসরিক বোনাসের ব্যবস্থা আছে।

➡️ যা যা নিয়ে আসবেনঃ
(i) জাতীয় পরিচয় পত্র
(ii) সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি
(iii) শিক্ষাগত যোগ্যতা সনদ এর ফটোকপি
(iv) চেয়ারম্যান সার্টিফিকেট

উপরোক্ত কাগজ পত্র নিয়ে সরাসরি পরিচালক, আস-সুন্নাহ হিজামা, টাংগাইল বরাবর স্ব-শরীরে জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো।

ঠিকানাঃ আস-সুন্নাহ হিজামা, হাওয়া ভবন, থানা পাড়া, টাঙ্গাইল। (আলিয়া মাদ্রাসার পূর্ব দিকে, থানার দক্ষিনে, শাহীন স্কুলের পাশে)

✍️ জমাদানের শেষ তারিখঃ ৩১ জানুয়ারী, ২০২৩ (সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত )

📞 মোবাইলঃ 01765-306600

07/01/2023

ব্যথার চিকিৎসায় কল করুনঃ 01765-306600

যারা বাত ব্যথা, হাটুর ব্যথা, কোমড় ব্যথা সহ যেকোন জটিল রোগ, শরীরের বিভিন্ন অংশে, জয়েন্টে ব্যথায় ভুগতেছেন, তাদের জন্য বেস্ট হচ্ছে হিজামা গ্রহন করা।

🔷 হিজামা (حجامة) এটি হাজার বছর আগের প্রাচীন চিকিৎসা ব্যবস্থা যা বিশ্বনবি (সঃ) এর মাধ্যমে স্বীকৃত। তাই একে নববি চিকিৎসা বলা হয়। এটি আরবি 'আল-হাজম' থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেয়া। ইউরোপ-আমেরিকাসহ উন্নতবিশ্বে একে (Cupping Therapy) কাপিং থেরাপি বলা হয়।

হিজামা দূষিতরক্ত (Toxin) বের করে।এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়।
পেশী,চামড়া,ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

🔷 হিজামার উপকারিতা 🔷

🔸 হিজামার উপকারিতা সংক্রান্ত অসংখ্য হাদিস রয়েছে বুখারি-মুসলিমসহ হাদিসের বিভিন্ন কিতাবে।
হযরত জাবের (রাঃ) হতে বর্ণিত রসুলুল্লাহ (সঃ) বলেছেন, ان في الحجم شفاء- নিশ্চয়ই হিজামায় আরোগ্য রয়েছে।
- সহিহ মুসলিম, হাদিস নং-২২০৫

🔸 আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, রাসুল (সঃ) বলেন, “নিশ্চয়ই আপনার প্রাপ্ত প্রতিকারের মধ্যে হিজামা (কাপিং) হলো শ্রেষ্ঠ।” [সহীহ আল বুখারী (৫৩৭১)]

🔸 জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন যে, রাসুল সঃ ব্যথার জন্য ব্যথা আক্রান্ত স্থান নিতম্ব (হিপ) এর উপর হিজামা (কাপিং) চিকিৎসা নিয়েছিলেন। [সহীহ সুনান আবি দাউদ (৩৮৬৩)]

🔷 হিজামায় যেসকল রোগ ভালো হয় 🔷

🔸 দীর্ঘমেয়াদী মাথাব্যথা (মাইগ্রেনজনিত ব্যথা)
🔸 ডায়াবেটিকস
🔸 কোমরব্যথা
🔸 ব্যাক পেইন বা পিঠব্যথা
🔸 চুল পড়া ও ব্রণ
🔸 রক্তদূষণ
🔸 পুরাতন আমাশয় ও IBS
🔸 গ্যাস্ট্রিক ও আলসার
🔸 উচ্চরক্তচাপ(হাই প্রেসার)
🔸 যেকোন ধরনের ব্যথা
🔸 ঘুমের ব্যাঘাত
🔸 পায়ের ব্যথা
🔸 বাতের ব্যথা
🔸 জয়েন্ট পেইন
🔸 আথ্রাইটিস
🔸 গেটে বাত
🔸 ঘাড়ে ব্যথা
🔸 দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
🔸 কিডনী রোগ
🔸 মাংস পেশীর ব্যথা(Muscle pain)
🔸 হাড়ের স্থানচু্তি জনিত ব্যথা
🔸 সাইনুসাইটিস
🔸 অবস বা প্যারালাইসিস
🔸 হাঁপানি
🔸 হৃদরোগ
🔸 থাইরয়েড
🔸 ও মুটিয়ে যাওয়াসহ বিভিন্ন রোগের কাজ করে হিজামা।
তাই হিজামা নিন সুস্থ থাকুন৷

➡️ বি:দ্র: মহিলাদের জন্য পর্দার সাথে মহিলা থেরাপিস্ট এর মাধ্যমে হিজামা করানোর সুব্যবস্থা রয়েছে৷ সিরিয়াল নেওয়ার জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিরিয়াল নিশ্চিত করুন৷

➡️➡️ যোগাযোগ

✍️ পেজে মেসেজঃ m.me/AsSunnahHijamaTangail

📞 মোবাইলঃ 01765-306600, 01845-093066

➡️ অফিসঃ আলিয়া মাদ্রাসার পূর্বে, হাওয়া ভবন, থানা পাড়া, টাঙ্গাইল।

06/01/2023

ব্যথার চিকিৎসায় কল করুনঃ 01765-306600

যারা বাত ব্যথা, হাটুর ব্যথা, কোমড় ব্যথা সহ যেকোন জটিল রোগ, শরীরের বিভিন্ন অংশে, জয়েন্টে ব্যথায় ভুগতেছেন, তাদের জন্য বেস্ট হচ্ছে হিজামা গ্রহন করা।

🔷 হিজামা (حجامة) এটি হাজার বছর আগের প্রাচীন চিকিৎসা ব্যবস্থা যা বিশ্বনবি (সঃ) এর মাধ্যমে স্বীকৃত। তাই একে নববি চিকিৎসা বলা হয়। এটি আরবি 'আল-হাজম' থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেয়া। ইউরোপ-আমেরিকাসহ উন্নতবিশ্বে একে (Cupping Therapy) কাপিং থেরাপি বলা হয়।
হিজামা দূষিতরক্ত (Toxin) বের করে।এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়।
পেশী,চামড়া,ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

🔷 হিজামার উপকারিতা 🔷

🔸 হিজামার উপকারিতা সংক্রান্ত অসংখ্য হাদিস রয়েছে বুখারি-মুসলিমসহ হাদিসের বিভিন্ন কিতাবে।
হযরত জাবের (রাঃ) হতে বর্ণিত রসুলুল্লাহ (সঃ) বলেছেন, ان في الحجم شفاء- নিশ্চয়ই হিজামায় আরোগ্য রয়েছে।
- সহিহ মুসলিম, হাদিস নং-২২০৫

🔸 আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, রাসুল (সঃ) বলেন, “নিশ্চয়ই আপনার প্রাপ্ত প্রতিকারের মধ্যে হিজামা (কাপিং) হলো শ্রেষ্ঠ।” [সহীহ আল বুখারী (৫৩৭১)]

🔸 জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন যে, রাসুল সঃ ব্যথার জন্য ব্যথা আক্রান্ত স্থান নিতম্ব (হিপ) এর উপর হিজামা (কাপিং) চিকিৎসা নিয়েছিলেন। [সহীহ সুনান আবি দাউদ (৩৮৬৩)]

🔷 হিজামায় যেসকল রোগ ভালো হয় 🔷

🔸 দীর্ঘমেয়াদী মাথাব্যথা (মাইগ্রেনজনিত ব্যথা)
🔸 ডায়াবেটিকস
🔸 কোমরব্যথা
🔸 ব্যাক পেইন বা পিঠব্যথা
🔸 চুল পড়া ও ব্রণ
🔸 রক্তদূষণ
🔸 পুরাতন আমাশয় ও IBS
🔸 গ্যাস্ট্রিক ও আলসার
🔸 উচ্চরক্তচাপ(হাই প্রেসার)
🔸 যেকোন ধরনের ব্যথা
🔸 ঘুমের ব্যাঘাত
🔸 পায়ের ব্যথা
🔸 বাতের ব্যথা
🔸 জয়েন্ট পেইন
🔸 আথ্রাইটিস
🔸 গেটে বাত
🔸 ঘাড়ে ব্যথা
🔸 দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
🔸 কিডনী রোগ
🔸 মাংস পেশীর ব্যথা(Muscle pain)
🔸 হাড়ের স্থানচু্তি জনিত ব্যথা
🔸 সাইনুসাইটিস
🔸 অবস বা প্যারালাইসিস
🔸 হাঁপানি
🔸 হৃদরোগ
🔸 থাইরয়েড
🔸 ও মুটিয়ে যাওয়াসহ বিভিন্ন রোগের কাজ করে হিজামা।

তাই হিজামা নিন সুস্থ থাকুন৷

➡️ বি:দ্র: মহিলাদের জন্য পর্দার সাথে মহিলা থেরাপিস্ট এর মাধ্যমে হিজামা করানোর সুব্যবস্থা রয়েছে৷ সিরিয়াল নেওয়ার জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিরিয়াল নিশ্চিত করুন৷

➡️➡️ যোগাযোগ

✍️ পেজে মসেজঃ m.me/AsSunnahHijamaTangail

📞 মোবাইলঃ 01765-306600, 01845-093066

➡️ অফিসঃ আলিয়া মাদ্রাসার পূর্বে, হাওয়া ভবন, থানা পাড়া, টাঙ্গাইল।

24/12/2022

বিস্তারিত জানতে কল করুনঃ 01765-306600

আমরা কেন হিজাবা নিব এ ব্যাপারে আধুনিক বিজ্ঞান কি বলে চলুন তা জেনে নেই
আমরা যখন হিজামা দেওয়ার জন্য আপনার শরীরের নির্দিষ্ট কোন জায়গা থেকে কাপ বসিয়ে নেগেটিভ পেশার দিব ঠিক তখনই আপনার শরীরে থাকা এমনিয়া ইউরিয়ার মত সকল বিষাক্ত পদার্থ এর নিচে এসে জমা হবে। এই জমাকৃত সকল বিষাক্ত পদার্থ আপনার শরীর থেকে বের হয়ে এসে আপনার হার্ট লিভার কিডনি সহ সকল অর্গান ক্ষতিগ্রস্ত হওয়া হাত থেকে বাঁচিয়ে দিবে
বাত ব্যথা, হাটুর ব্যথা, কোমর ব্যথা সহ যেকোন ব্যথা নিরাময়ে একমাত্র চিকিৎসা হচ্ছে হিজামা।

🔸যারা বাত ব্যথা, হাটুর ব্যথা, কোমড় ব্যথা সহ যেকোন জটিল রোগ, শরীরের বিভিন্ন অংশে, জয়েন্টে ব্যথায় ভুগতেছেন, তাদের জন্য বেস্ট হচ্ছে হিজামা গ্রহন করা।

🔷 হিজামা (حجامة) এটি হাজার বছর আগের প্রাচীন চিকিৎসা ব্যবস্থা যা বিশ্বনবি (সঃ) এর মাধ্যমে স্বীকৃত। তাই একে নববি চিকিৎসা বলা হয়। এটি আরবি 'আল-হাজম' থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেয়া। ইউরোপ-আমেরিকাসহ উন্নতবিশ্বে একে (Cupping Therapy) কাপিং থেরাপি বলা হয়।
হিজামা দূষিতরক্ত (Toxin) বের করে।এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়।
পেশী,চামড়া,ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

🔷 হিজামার উপকারিতা 🔷

🔸 হিজামার উপকারিতা সংক্রান্ত অসংখ্য হাদিস রয়েছে বুখারি-মুসলিমসহ হাদিসের বিভিন্ন কিতাবে।
হযরত জাবের (রাঃ) হতে বর্ণিত রসুলুল্লাহ (সঃ) বলেছেন, ان في الحجم شفاء- নিশ্চয়ই হিজামায় আরোগ্য রয়েছে।
- সহিহ মুসলিম, হাদিস নং-২২০৫

🔸 আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, রাসুল (সঃ) বলেন, “নিশ্চয়ই আপনার প্রাপ্ত প্রতিকারের মধ্যে হিজামা (কাপিং) হলো শ্রেষ্ঠ।” [সহীহ আল বুখারী (৫৩৭১)]

🔸 জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন যে, রাসুল সঃ ব্যথার জন্য ব্যথা আক্রান্ত স্থান নিতম্ব (হিপ) এর উপর হিজামা (কাপিং) চিকিৎসা নিয়েছিলেন। [সহীহ সুনান আবি দাউদ (৩৮৬৩)]

🔷 হিজামায় যেসকল রোগ ভালো হয় 🔷

🔸 দীর্ঘমেয়াদী মাথাব্যথা (মাইগ্রেনজনিত ব্যথা)
🔸 ডায়াবেটিকস
🔸 কোমরব্যথা
🔸 ব্যাক পেইন বা পিঠব্যথা
🔸 চুল পড়া ও ব্রণ
🔸 রক্তদূষণ
🔸 পুরাতন আমাশয় ও IBS
🔸 গ্যাস্ট্রিক ও আলসার
🔸 উচ্চরক্তচাপ(হাই প্রেসার)
🔸 যেকোন ধরনের ব্যথা
🔸 ঘুমের ব্যাঘাত
🔸 পায়ের ব্যথা
🔸 বাতের ব্যথা
🔸 জয়েন্ট পেইন
🔸 আথ্রাইটিস
🔸 গেটে বাত
🔸 ঘাড়ে ব্যথা
🔸 দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
🔸 কিডনী রোগ
🔸 মাংস পেশীর ব্যথা(Muscle pain)
🔸 হাড়ের স্থানচু্তি জনিত ব্যথা
🔸 সাইনুসাইটিস
🔸 অবস বা প্যারালাইসিস
🔸 হাঁপানি
🔸 হৃদরোগ
🔸 থাইরয়েড
🔸 ও মুটিয়ে যাওয়াসহ বিভিন্ন রোগের কাজ করে হিজামা।
তাই হিজামা নিন সুস্থ থাকুন৷

➡️ বি:দ্র: মহিলাদের জন্য পর্দার সাথে মহিলা থেরাপিস্ট এর মাধ্যমে হিজামা করানোর সুব্যবস্থা রয়েছে৷ সিরিয়াল নেওয়ার জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিরিয়াল নিশ্চিত করুন৷

➡️➡️ যোগাযোগ

✍️ পেজে মসেজঃ m.me/AsSunnahHijamaTangail

📞 মোবাইলঃ 01765-306600, 01845-093066

➡️ অফিসঃ আলিয়া মাদ্রাসার পূর্বে, হাওয়া ভবন, থানা পাড়া, টাঙ্গাইল।

22/12/2022

ডায়াবেটিস চিকিৎসার জন্য কল করুন 01845-093066
আপনি আধুনিক রিসার্চ করা বিজ্ঞানসম্মত প্লানে ডায়াবেটিস কন্ট্রোল করে স্বাভাবিক জীবন যাপনে করতে চাইলে পুরো ভিডিওটি মনোযোগসহকারে দেখুন।

ডায়াবেটিস শব্দটি আমাদের সবার কাছেই বেশ পরিচিত। এমন কোনো পরিবার খুঁজে পাওয়া যাবে না, যেখানে কোনো ডায়াবেটিসের রোগী নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, ডায়াবেটিস এখন একটি মহামারি রোগ। এই রোগের অত্যধিক বিস্তারের কারণেই সম্প্রতি এমন ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

আপনার অগ্ন্যাশয় যদি যথেষ্ট ইনসুলিন তৈরি করতে না পারে অথবা শরীর যদি উৎপন্ন ইনসুলিন ব্যবহারে ব্যর্থ হয়, তাহলে যে রোগ হয় তা হলো 'ডায়াবেটিস' বা 'বহুমূত্র রোগ'। তখন রক্তে চিনি বা শকর্রার উপস্থিতিজনিত অসামঞ্জস্য দেখা দেয়। ইনসুলিনের ঘাটতিই হল এ রোগের মূল কথা। অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হরমোন ইনসুলিন, যার সহায়তায় দেহের কোষগুলো রক্ত থেকে গ্লুকোজকে নিতে সমর্থ হয় এবং একে শক্তির জন্য ব্যবহার করতে পারে। ইনসুলিন উৎপাদন বা ইনসুলিনের কাজ করার ক্ষমতা-এর যেকোনো একটি বা দুটোই যদি না হয়, তাহলে রক্তে বাড়তে থাকে গ্লুকোজ। আর একে নিয়ন্ত্রণ না করা গেলে ঘটে নানা রকম জটিলতা, দেহের টিস্যু ও যন্ত্র বিকল হতে থাকে।
তাহলে এখন সমাধান কী?

আপনি যে ক্যাটাগরীর ডায়াবেটিস পেশেন্ট হন না কেন সবার আগে দরকার আপনার ডায়াবেটিস হওয়ার কারণ নির্ণয় করা।

এরপর আপনার প্রয়োজন প্রপার কাউন্সিলিং, সঠিক খাদ্যাভ্যাস ও লাইফস্টাইল পরিবর্তনসহ কিছু প্রয়োজনীয় কেমিক্যালমুক্ত ন্যাচারাল ওষুধ বা ঔষধি খাবার। যার মাধ্যমে মাত্র তিন থেকে চার মাসে আপনি হতে পারেন সুস্থ-স্বাভাবিক রোগমুক্ত জীবনের অধিকারী।

এখন আপনি কি করবেন?

আপনার বাপ দাদার মতো, "ডায়াবেটিস কোনোদিন ভালো হয়না, একবার হলে সারাজীবন খেতে হবে।" এই পুরাতন চিন্তাধারা মেনে গতানুগতিক সিন্ডিকেট চিকিৎসা ব্যবস্থায় মেডিসিন রি-অ্যাকশনে আপনার হার্ড,লিভার, কিডনি সহ যৌন ক্ষমতা হারিয়ে ডাক্তার টু ডাক্তার, ক্লিনিক টু ক্লিনিক বা হসপিটাল টু হসপিটাল ঘুরবেন।

নাকি আপনি আধুনিক রিসার্চ করা বিজ্ঞানসম্মত প্লানে মাত্র তিন থেকে চার মাস নিয়ম মেনে একটি সুস্থ স্বাভাবিক জীবন যাপন করবে।

➡️➡️ যোগাযোগ

✍️ পেজে মসেজঃ m.me/AsSunnahHijamaTangail

📞 ইমো / হোয়াটসঅ্যাপঃ 01845-093066

📞 মোবাইলঃ 01765-306600, 01845-093066

➡️ অফিসঃ আলিয়া মাদ্রাসার পূর্বে, হাওয়া ভবন, থানা পাড়া, টাঙ্গাইল।

13/12/2022

অ্যাপোয়েন্টমেন্ট নিতে কল করুনঃ 01765-306600

আমরা কেন হিজাবা নিব এ ব্যাপারে আধুনিক বিজ্ঞান কি বলে চলুন তা জেনে নেই

আমরা যখন হিজামা দেওয়ার জন্য আপনার শরীরের নির্দিষ্ট কোন জায়গা থেকে কাপ বসিয়ে নেগেটিভ পেশার দিব ঠিক তখনই আপনার শরীরে থাকা এমনিয়া ইউরিয়ার মত সকল বিষাক্ত পদার্থ এর নিচে এসে জমা হবে। এই জমাকৃত সকল বিষাক্ত পদার্থ আপনার শরীর থেকে বের হয়ে এসে আপনার হার্ট লিভার কিডনি সহ সকল অর্গান ক্ষতিগ্রস্ত হওয়া হাত থেকে বাঁচিয়ে দিবে

বাত ব্যথা, হাটুর ব্যথা, কোমর ব্যথা সহ যেকোন ব্যথা নিরাময়ে একমাত্র চিকিৎসা হচ্ছে হিজামা।

🔸যারা বাত ব্যথা, হাটুর ব্যথা, কোমড় ব্যথা সহ যেকোন জটিল রোগ, শরীরের বিভিন্ন অংশে, জয়েন্টে ব্যথায় ভুগতেছেন, তাদের জন্য বেস্ট হচ্ছে হিজামা গ্রহন করা।

🔷 হিজামা (حجامة) এটি হাজার বছর আগের প্রাচীন চিকিৎসা ব্যবস্থা যা বিশ্বনবি (সঃ) এর মাধ্যমে স্বীকৃত। তাই একে নববি চিকিৎসা বলা হয়। এটি আরবি 'আল-হাজম' থেকে এসেছে। যার অর্থ চোষা বা টেনে নেয়া। ইউরোপ-আমেরিকাসহ উন্নতবিশ্বে একে (Cupping Therapy) কাপিং থেরাপি বলা হয়।
হিজামা দূষিতরক্ত (Toxin) বের করে।এতে শরীরের মাংসপেশী সমূহের রক্ত প্রবাহ দ্রুততর হয়।

পেশী,চামড়া,ত্বক ও শরীরের ভিতরের অরগান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

🔷 হিজামার উপকারিতা 🔷

🔸 হিজামার উপকারিতা সংক্রান্ত অসংখ্য হাদিস রয়েছে বুখারি-মুসলিমসহ হাদিসের বিভিন্ন কিতাবে।
হযরত জাবের (রাঃ) হতে বর্ণিত রসুলুল্লাহ (সঃ) বলেছেন, ان في الحجم شفاء- নিশ্চয়ই হিজামায় আরোগ্য রয়েছে।
- সহিহ মুসলিম, হাদিস নং-২২০৫

🔸 আনাস ইবনে মালিক রা. থেকে বর্ণিত, রাসুল (সঃ) বলেন, “নিশ্চয়ই আপনার প্রাপ্ত প্রতিকারের মধ্যে হিজামা (কাপিং) হলো শ্রেষ্ঠ।” [সহীহ আল বুখারী (৫৩৭১)]

🔸 জাবির ইবনে আবদুল্লাহ (রাঃ) বলেন যে, রাসুল সঃ ব্যথার জন্য ব্যথা আক্রান্ত স্থান নিতম্ব (হিপ) এর উপর হিজামা (কাপিং) চিকিৎসা নিয়েছিলেন। [সহীহ সুনান আবি দাউদ (৩৮৬৩)]

🔷 হিজামায় যেসকল রোগ ভালো হয় 🔷

🔸 দীর্ঘমেয়াদী মাথাব্যথা (মাইগ্রেনজনিত ব্যথা)
🔸 ডায়াবেটিকস
🔸 কোমরব্যথা
🔸 ব্যাক পেইন বা পিঠব্যথা
🔸 চুল পড়া ও ব্রণ
🔸 রক্তদূষণ
🔸 পুরাতন আমাশয় ও IBS
🔸 গ্যাস্ট্রিক ও আলসার
🔸 উচ্চরক্তচাপ(হাই প্রেসার)
🔸 যেকোন ধরনের ব্যথা
🔸 ঘুমের ব্যাঘাত
🔸 পায়ের ব্যথা
🔸 বাতের ব্যথা
🔸 জয়েন্ট পেইন
🔸 আথ্রাইটিস
🔸 গেটে বাত
🔸 ঘাড়ে ব্যথা
🔸 দীর্ঘ মেয়াদী চর্ম রোগ
🔸 কিডনী রোগ
🔸 মাংস পেশীর ব্যথা(Muscle pain)
🔸 হাড়ের স্থানচু্তি জনিত ব্যথা
🔸 সাইনুসাইটিস
🔸 অবস বা প্যারালাইসিস
🔸 হাঁপানি
🔸 হৃদরোগ
🔸 থাইরয়েড
🔸 ও মুটিয়ে যাওয়াসহ বিভিন্ন রোগের কাজ করে হিজামা।

তাই হিজামা নিন সুস্থ থাকুন৷

➡️ বি:দ্র: মহিলাদের জন্য পর্দার সাথে মহিলা থেরাপিস্ট এর মাধ্যমে হিজামা করানোর সুব্যবস্থা রয়েছে৷ সিরিয়াল নেওয়ার জন্য নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার সিরিয়াল নিশ্চিত করুন৷

➡️➡️ যোগাযোগ

✍️ পেজে মসেজঃ m.me/AsSunnahHijamaTangail

📞 মোবাইলঃ 01765-306600, 01845-093066

➡️ অফিসঃ আলিয়া মাদ্রাসার পূর্বে, হাওয়া ভবন, থানা পাড়া, টাঙ্গাইল।

Address

আলিয়া মাদ্রাসার পূর্বে, হাওয়া ভবন, থানা পাড়া
Tangail
1900

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Friday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when আস সুন্নাহ হিজামা, টাঙ্গাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category