
11/10/2022
প্যারাসিটামল জ্বর এবং ব্যথার চিকিৎসার ক্ষেত্রে একটি সাধারণ এবং সস্তা ওষুধ। কিন্তু এর ডোজ সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন বলে জানানো হয়েছে ডাক্তারদের তরফে। তাদের মতে, প্রাপ্তবয়স্কদের ৫০০ মিলিগ্রাম প্যারাসিটামলের একটি অথবা দুটি ট্যাবলেট দিনে চারবার দেওয়া যেতে পারে। এর বেশি ওষুধ শরীরের ক্ষতি করতে পারে।
ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস জানিয়েছে প্যারাসিটামলের মাত্রাতিরিক্ত ব্যবহার কিডনি ও লিভারের ক্ষতি করতে পারে। কিছু ক্ষেত্রে ফলাফল আরও মারাত্মক হতে পারে বলেও জানানো হয়েছে।
সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে সম্প্রতি একটি গবেষণা প্রকাশিত হয়েছে। এই গবেষণায়, মানুষ ও ইঁদুরের লিভারের কোষে প্যারাসিটামলের প্রভাবের বিষয় গবেষণা করা হয়। দেকাহ গেছে যে লিভারের উপর এর বিরূপ প্রভাব পড়তে পারে। এটি অঙ্গে উপস্থিত কোষগুলির মধ্যে কাঠামোগত সংযোগকে ক্ষতিগ্রস্ত করে।