টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন TBF

টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন TBF একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন

16/09/2025

TBF যেসব সমস্যার সমাধান প্রাথমিকভাবে চায়-

১) দূর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে।

২) হসপিটালের সর্বত্র পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে ও পর্যাপ্ত ডাস্টবিন বসাতে হবে নির্দিষ্ট পয়েন্টে।

৩) অষুধ কোম্পানির প্রতিনিধি বা রিপ্রেজেনটেটিভদের রোগীর লোকের থেকে প্রেসক্রিপশনে ছবি সংগ্রহ বন্ধ করতে হবে ও তাদের ডাক্তারের চেম্বারে অহরহ প্রবেশ সীমাবদ্ধ করতে হবে।

৪) প্রাইভেট ক্লিনিক প্রতিনিধি কর্তৃক রোগীদের হয়রানি বন্ধ করতে হবে।

৫) স্বেচ্ছাসেবীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও হসপিটাল কর্তৃক অসদাচরণ করা যাবেনা।

৬) রক্তের ডোনারদের আরাম করার জায়গা ও পরিবেশ সৃষ্টি করে দিতে হবে।

৭) ব্লাড ব্যাংকে রক্ত কেনা-বেচা বন্ধ করতে হবে।

৮) বিবিধ।

চিকিৎসক ও নার্স সংকটে টাঙ্গাইল হাসপাতালে চালু হচ্ছে না আইসিইউ

📝 ডোনার নং- ১২৫২🙎 ডোনারের নামঃ  মাহাদী হাসান আবির💁 রোগীর সমস্যাঃ সিজার 🩸 রক্তের গ্রুপঃ B+💉 রক্তের পরিমাণঃ ১ ব্যাগ📆 রক্তদ...
15/09/2025

📝 ডোনার নং- ১২৫২

🙎 ডোনারের নামঃ মাহাদী হাসান আবির
💁 রোগীর সমস্যাঃ সিজার
🩸 রক্তের গ্রুপঃ B+
💉 রক্তের পরিমাণঃ ১ ব্যাগ
📆 রক্তদানের তারিখঃ 15/9/2025
⏲️ রক্তদানের সময়ঃ দুপুর 2:00 PM
🏥 রক্তদানের স্থানঃ টাঙ্গাইল সদর হসপিটাল

#যদি_হই_রক্তদাতা
ো_মানবতা
#টাঙ্গাইল_ব্লাড_ফাউন্ডেশন

🔴 জয় হোক মানবতার, জয় হোক রক্তদাতার।
🔴 রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবজাতি।

✅ টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)

📝 ডোনার নং- ১২৫১🙎 ডোনারের নামঃ সাইদুর রহমান রিপন 💁 রোগীর সমস্যাঃ জরায়ু অপারেশন 🩸 রক্তের গ্রুপঃ a+💉 রক্তের পরিমাণঃ ১ব্যা...
15/09/2025

📝 ডোনার নং- ১২৫১

🙎 ডোনারের নামঃ সাইদুর রহমান রিপন
💁 রোগীর সমস্যাঃ জরায়ু অপারেশন
🩸 রক্তের গ্রুপঃ a+
💉 রক্তের পরিমাণঃ ১ব্যাগ
🙋🏼রক্ত দাতা সংগ্রহকারী:আদিত্য সাহা
📆 রক্তদানের তারিখঃ ২২/০৮/২৫
⏲️ রক্তদানের সময়ঃ সন্ধ্যা৭:০০
🏥 রক্তদানের স্থানঃ টাঙ্গাইল সদর হসপিটাল

#যদি_হই_রক্তদাতা
ো_মানবতা
#টাঙ্গাইল_ব্লাড_ফাউন্ডেশন

🔴 জয় হোক মানবতার, জয় হোক রক্তদাতার।
🔴 রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবজাতি।

✅ টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)

📝 ডোনার নং- ১২৫০🙎 ডোনারের নামঃ  সাফায়েত হোসেন💁 রোগীর সমস্যাঃ ক্যান্সার 🩸 রক্তের গ্রুপঃ B+💉 রক্তের পরিমাণঃ ১ ব্যাগ (450ml...
14/09/2025

📝 ডোনার নং- ১২৫০

🙎 ডোনারের নামঃ সাফায়েত হোসেন
💁 রোগীর সমস্যাঃ ক্যান্সার
🩸 রক্তের গ্রুপঃ B+
💉 রক্তের পরিমাণঃ ১ ব্যাগ (450ml)
📆 রক্তদানের তারিখঃ ২১/৮/২০২৫
⏲️ রক্তদানের সময়ঃ বিকেল ৩ টা
🏥 রক্তদানের স্থানঃ জামুর্কি ক্লিনিক

#যদি_হই_রক্তদাতা
ো_মানবতা
#টাঙ্গাইল_ব্লাড_ফাউন্ডেশন

🔴 জয় হোক মানবতার, জয় হোক রক্তদাতার।
🔴 রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবজাতি।

✅ টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)

12/09/2025

“রক্তদানের আগে কেউ যদি ফোন করে টাকা চায়—নিশ্চিতভাবে সে প্রতারক ⚠️
সতর্ক থাকুন, সচেতন হোন।”

খুব শীঘ্রই টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন TBF অফিসিয়াল টি শার্ট ও আইডি কার্ড আসতাছে। সবাই দ্রুত রেজিস্ট্রেশন কনফার্ম করুন লাস...
10/09/2025

খুব শীঘ্রই টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন TBF অফিসিয়াল টি শার্ট ও আইডি কার্ড আসতাছে। সবাই দ্রুত রেজিস্ট্রেশন কনফার্ম করুন লাস্ট ডেট ১৫ সেপ্টেম্বর ২০২৫।

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন 🎉❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর নবগঠিত কার্যকারী নির্বাহী পরিষদের সকল দায়িত্বশীল স্বেচ্ছাসেবী...
06/09/2025

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন 🎉

❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর নবগঠিত কার্যকারী নির্বাহী পরিষদের সকল দায়িত্বশীল স্বেচ্ছাসেবীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা বিশ্বাস করি, আপনাদের দক্ষ নেতৃত্ব, একাগ্রতা, মূল্যবান দিকনির্দেশনা ও অকৃত্রিম সহযোগিতা ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে আমাদের সংগঠনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী ও সফল করে তুলবে।

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন 🎉❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল দায়িত্বশীল স্বেচ্ছাসেবী...
05/09/2025

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন 🎉

❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সকল দায়িত্বশীল স্বেচ্ছাসেবীদের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আমরা বিশ্বাস করি, আপনাদের দক্ষ নেতৃত্ব, একাগ্রতা, মূল্যবান দিকনির্দেশনা ও অকৃত্রিম সহযোগিতা ভবিষ্যতের প্রতিটি পদক্ষেপে আমাদের সংগঠনের অগ্রযাত্রাকে আরও শক্তিশালী ও সফল করে তুলবে।

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন 🎉❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর নবগঠিত উপদেষ্টা পরিষদের সকল সম্মানিত উপদেষ্টাগণের প্রতি আন্তর...
05/09/2025

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন 🎉

❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর নবগঠিত উপদেষ্টা পরিষদের সকল সম্মানিত উপদেষ্টাগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনাদের মূল্যবান দিকনির্দেশনা ও সহযোগিতা আমাদের আগামী দিনের পথচলায় গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।

❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর ২০২৫-২৬ বর্ষে গঠিত কার্যনির্বাহী পরিষদ নিম্নরূপভাবে ঘোষণা করা হলো—১। নাইম চৌধুরী - স...
04/09/2025

❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর ২০২৫-২৬ বর্ষে গঠিত কার্যনির্বাহী পরিষদ নিম্নরূপভাবে ঘোষণা করা হলো—
১। নাইম চৌধুরী - সমন্বয়ক।
২। আরিয়ান আহমেদ জিহাদ - সহ সমন্বয়ক।
৩। আসিফ- তথ্য প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক।
৪। আরিফ রায়হান - সহ তথ্য প্রযুক্তি বিষয়ক সমন্বয়ক।
৫। আদিত্য সাহা - যোগাযোগ বিষয়ক সমন্বয়ক।
৬। হাবিব ওয়াহিদ - কার্যকারী সদস্য।
৭। লতিফুর রহমান লিখন - কার্যকারী সদস্য।
৮। নাজমুল হাসান - কার্যকারী সদস্য।
৯। সাজেদুল ইসলাম ফয়সাল - কার্যকারী সদস্য।
১০। সিয়াম - কার্যকারী সদস্য।
১১। রাশিদুল ইসলাম - কার্যকারী সদস্য।
১২। অঞ্জলি রানি - কার্যকারী সদস্য।
১৩। সাব্বির হোসেন - কার্যকারী সদস্য।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর সামগ্রিক কার্যক্রম পরিচালনা ও অগ্রযাত্রায় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ তাঁদের দক্ষ নেতৃত্বে সহযোগিতা প্রদান করবেন।

❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর ২০২৫-২৬ বর্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নিম্নরূপভাবে ঘোষণা করা হলো—১। হাবিব সিদ্...
04/09/2025

❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর ২০২৫-২৬ বর্ষে গঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদ নিম্নরূপভাবে ঘোষণা করা হলো—
১। হাবিব সিদ্দিক -প্রধান আহ্বায়ক
২। মীর রাসেল- TBF মনিটর
৩। রাশিদুল ইসলাম রাশেদ -আইটি এন্ড মিডিয়া এডিটর
৪। শুয়াইব আহমেদ -অর্থ বিষয় আহ্বায়ক।
৫। সামিউল হাসান নবীন -TBF লজিস্টিক সাপোর্ট
৬। আরমান আমিন নয়ন- ক্যাম্পেইন বিষয়ক আহ্বায়ক
৭। জিসান আহমেদ - সদস্য সচিব
৮। রবিউল হাসান- সদস্য সচিব
৯। অনিক সরকার - সদস্য সচিব

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর সামগ্রিক কার্যক্রম পরিচালনা ও অগ্রযাত্রায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ তাঁদের দক্ষ নেতৃত্ব, মূল্যবান দিকনির্দেশনা ও সহযোগিতা প্রদান করবেন।

03/09/2025

🔴 TBF টি-শার্ট ও আইডি কার্ড আপডেট

❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞-এর অফিশিয়াল টি-শার্ট ও ২০২৫-২৬ মেয়াদি স্বেচ্ছাসেবী আইডি কার্ড রেজিস্ট্রেশন শুরু হয়েছে।

👉 আগ্রহী স্বেচ্ছাসেবী ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবীদের নিম্নোক্ত ধাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য অনুরোধ করা হলো—

🔰 রেজিস্ট্রেশন তথ্য

🔻ফি: ২৭০ টাকা

🔻প্যাকেজ: ১টি টি-শার্ট + ১টি আইডি কার্ড

🔻টাকা প্রেরণ: বিকাশ (পার্সোনাল) 01903025614
👤 শুয়াইব আহমেদ — ভারপ্রাপ্ত অর্থ বিষয়ক আহ্বায়ক

🔻শেষ সময়: ৫ই সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত

✅ রেজিস্ট্রেশন প্রক্রিয়া

টাকা প্রেরণের পর WhatsApp (01965082675) অথবা ফেসবুক ইনবক্সে নিচের তথ্য পাঠানঃ

১) নাম
২) টাকা প্রেরণের স্ক্রিনশট অথবা ট্রানজেকশন নাম্বার
৩) টি-শার্টের সাইজ (M, L, XL, XXL)

⚠️ গুরুত্বপূর্ণ নির্দেশনা

যারা পূর্ব নির্দেশনা অনুযায়ী গুগল ফর্ম অথবা WhatsApp ফর্মে TBF স্বেচ্ছাসেবী তথ্য জমা দিয়েছেন, কেবল তারাই আইডি কার্ড ও টি-শার্ট সংগ্রহ করতে পারবেন।
👉 এখনো ফর্ম পূরণ না করলে, ইনবক্সে যোগাযোগ করে যথাযথ তথ্য প্রদান করুন।

অনুরোধক্রমেঃ
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ
❝টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন (TBF)❞

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন TBF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to টাঙ্গাইল ব্লাড ফাউন্ডেশন TBF:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram