09/07/2023
ডেংগু জ্বর ও আমাদের করণীয়
বর্তমানে দেশে ডেংগু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে।হাসপাতালে প্রতিদিন অসংখ্য বাচ্চা জ্বর আর ডেংগুর মারাত্মক উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে।ডেংগু জ্বর হলেই আমরা প্লাটিলেট নিয়ে চিন্তিত হয়ে পড়ি।কিন্তু তার চেয়েও যেটা লক্ষণীয় সেটা হচ্ছে হেমাটোক্রিট আর শ্বেত রক্তকণিকার পরিমাণ,এগুলো দেখে বোঝা যায় রোগী আগামী ২৫/৪৮ ঘন্টার মধ্যে ক্রিটিকেল সময়ে যেতে চলেছে।
ডেংগু হলে বাচ্চাদের সাধারণত উচ্চ মাত্রার জ্বর থাকে, সেই সাথে প্রচন্ড অবসাদগ্রস্থ হয়ে পড়ে।অনেকের শরীর ব্যাথা,মাথা ব্যাথা,বমি বমি ভাব,বমি হতে পারে।এ সময় বাচ্চাদের প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খাওয়াতে হবে এবং প্রাস্রাবের পরিমাণ কমে যাচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখতে হবে।জ্বর হলেই বাচ্চাদের ডাক্তারের পরামর্শ মোতাবেক পরীক্ষা করানো উচিত। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত একটা জীবন বাঁচাতে পারে।
ডেংগু প্রতিরোধে সবাই সচেতন হই,কোন প্রাণ যেন অকালে ঝরে না পড়ে।'তিন দিনে এক দিন, জমা পানি ফেলে দিন'...এটা মেনে এডিস মশার বিস্তার রোধে সবাই এগিয়ে আসি।
ডা. রোখসানা ফেরদৌস
এম.বি.বি.এস., বি.সি.এস (স্বাস্থ্য)
এম ডি -পেডিয়াট্রিক্স ফেইজ এ রেসিডেন্ট,
শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট, মাতুয়াইল,ঢাকা।