CDC Dhanbari is a unique consultation and diagnostic centre located at Dhanbari Upazila, Tangail
সিডিসি ধনবাড়ী একটি অনন্য রোগনির্ণয় ও পরামর্শ কেন্দ্র যা বাংলাদেশে টাঙ্গাইল জেলার অন্তর্গত ধনবাড়ী উপজেলা সদর এবং পৌর শহরে অবস্থিত। ধনবাড়ী বাসস্ট্যান্ড পয়েন্ট থেকে নওয়াব বাড়ীর রাস্তা ধরে ৫০গজ এগুলেই সিডিসি ধনবাড়ীর অবস্থান। এর প্রাথমিক পরিষেবাগুলি কেবল ফোন বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়া বা রোগীর জন্য অগ্রীম সিরিয়াল নেয়া, ল্যাবরেটরী টেস্ট, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ফিজিও থেরাপী, ফুট কেয়ার, ইনজেকশন ও ড্রেসিং,ফার্মেসী সুুুুবিধাসহ কনসালটেশন বা পরামর্শের মধ্যে সীমাবদ্ধ থাকবে। ভবিষ্যতে, অন্যান্য সুবিধাগুলি যেমন - জরুরি চিকিৎসা পরিষেবা, হাসপাতালে ভর্তি এবং শল্য চিকিৎসা বা অপারেশনও মূল কর্ম কান্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করা করা হবে।
19/03/2025
🔹 শুভ সংবাদ! 🔹
সিডিসি ফার্মেসির পাশাপাশি এখন থেকে Z&M ফেসওয়াশ (পুরুষ ও মহিলাদের জন্য) পাওয়া যাচ্ছে আমাদের অনলাইন শপে! 🛒✨
অগ্রীম সিরিয়াল দিতে সিডিসি ধনবাড়ী- তে আপনার সরাসরি উপস্থিত হবার দরকার নেই। আপনি মেসেঞ্জারে অথবা মোবাইল ফোন নাম্বারের যে কোনটিতে টেক্সট মেসেজ পাঠিয়ে আপনার সিরিয়াল নাম্বার নিশ্চিত করে নিতে পারেন। আপনার সিরিয়াল নিশ্চিত হলে আপনার দেয়া নাম্বারে একটা ফিরতি মেসেজ চলে যাবে। সিরিয়াল দেয়ার জন্য রোগীর নাম, গ্রাম ও উপজেলার নাম এবং মোবাইল ফোন নাম্বরটা উল্লেখ করতে হবে।
স্বাস্থ্য সেবা পেতে সিডিসি ধনবাড়ীতে সিরিয়াল নেয়ার জন্য ডিজিটাল সেবা চালু আছে । এজন্য আপনাকে কষ্ট করে বা সময়-অর্থ ব্যয় করে আমাদের কাছে আসার প্রয়োজন নেই। আপনি ঘরে বসেই ফোন কল এর মাধ্যমে অথবা আমাদের ফেইসবুক পেজ থেকে রোগীর অগ্রিম সিরিয়াল দিতে পারবেন।
# যোগাযোগের হটলাইন নম্বর:
০১৭৪৮৮৬২৭১৮ ,০১৯৯৮৯৬১৫৫৫
টেলিফোন : ০২ ৯৯৭৭৫৭৯৪০
অথবা ভিজিট করুন : https://cdcdhanbari.com.bd/
প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত রোগী দেখার ব্যবস্থা রয়েছে। অদূর ভবিষ্যতে অন্য দিনগুলিতেও স্বাস্থ্য-সেবা প্রদানের ব্যবস্থা করা হবে ।
08/06/2020
07/06/2020
সম্মানিত রোগীদের স্বাস্থ্য সেবা দেবার মানসে সিডিসি ধনবাড়ী প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে।
26/04/2020
সিডিসি ধনবাড়ী এখন প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদানের জন্য খোলা রাখা হচ্ছে।
Be the first to know and let us send you an email when CDC Dhanbari posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
সিডিসি ধনবাড়ী একটি অনন্য রোগনির্ণয় ও পরামর্শ কেন্দ্র যা বাংলাদেশে টাঙ্গাইল জেলার অন্তর্গত ধনবাড়ী উপজেলা সদর এবং পৌর শহরে অবস্থিত। ধনবাড়ী বাসস্ট্যান্ড পয়েন্ট থেকে নওয়াব বাড়ীর রাস্তা ধরে ৫০গজ এগুলেই সিডিসি ধনবাড়ীর অবস্থান।
এর প্রাথমিক পরিষেবাগুলি কেবল ফোন বা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেয়া বা রোগীর জন্য অগ্রীম সিরিয়াল নেয়া, ল্যাবরেটরী টেস্ট, আল্ট্রাসনোগ্রাম, ইসিজি, ফিজিও থেরাপী, ফুট কেয়ার, ইনজেকশন ও ড্রেসিং,ফার্মেসী সুুুুবিধাসহ কনসালটেশন বা পরামর্শের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
ভবিষ্যতে, অন্যান্য সুবিধাগুলি যেমন - জরুরি চিকিৎসা পরিষেবা, হাসপাতালে ভর্তি এবং শল্য চিকিৎসা বা অপারেশনও মূল কর্ম কান্ডের সঙ্গে অন্তর্ভুক্ত করা করা হবে।
আমাদের মিশন
সিডিসি ধনবাড়ীতে স্বাস্থ্য সেবা গ্রহনকারীদের স্বাস্থ্যবান রাখা ও কর্মক্ষম উন্নত জীবন যাপনের ব্যবস্থা করা ।
মিশন স্টেটমেন্ট
জনগণকে মৌলিক ও ব্যাপক স্বাস্থ্যসেবা (প্রতিরোধ, উন্নয়ন,পূণরুদ্ধারমূলক ও নিরাময়কারী) প্রদান করা।
এলাকাধীন অন্যান্য সমমানের ডায়ানোস্টিক সেন্টার বা প্রাইভেট হাসপাতালের চেয়ে তুলনামূলক কম খরচে সকল স্তরের জনগণকে স্বাস্থ্যসেবা প্রদান করা।
রোগীর সামাজিক অবস্থান ও অর্থনৈতিক বিষয় বিবেচনার চেয়ে তার স্বাস্থ্যগত সমস্যার প্রাধান্য দেয়া।
সততা, নিষ্ঠা ও অত্মমর্যাদা বজায় রেখে রোগীদের সর্বোচ্চ মানের স্বাস্থ্য সেবা প্রদান।
হতদরিদ্র ব্যক্তিসহ যুদ্ধাহত, বিকলাঙ্গ ও অর্থনৈতিকভাবে অসচ্ছল বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের বিনামূল্যেচিকিৎসা সেবা প্রদান করা।
অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাতের জন্য
সাক্ষাতের জন্য নির্ধারিত সময়: শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ১০টা
আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বা সাক্ষাত, অগ্রীম সিরিয়াল অথবা
যেকোন প্রয়োজনেএই নম্বরগুলিতে কল করুন