Doctors Pharma

Doctors Pharma সব ধরনের স্বাস্থ টিপস পাবেন ইনশাআল্লাহ

25/08/2023

ভিটামিন বি১ , বি৬, এবং বি১২ এর কম্বিনেশন হলো- নিউরো বি, নিওবিয়ন, বুস্ট, বি১২৬ যা হলো- এই জাতীয় ঔষধ। যা একেক কোম্পানি একেকটা নাম দিয়ে থাকে। আজকে জেনে নিবো এসব ঔষধের কাজ ও খাওয়ার নিয়ম।

নিউরো বি Neuro-B এর কাজ কি
নিউরো বি জাতীয় এই সব ভিটামিন স্নায়ুতন্ত্রের বিপাকে কো-এনজাইম হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এজন্য নিউরো বি বা এই জাতীয় ট্যাবলেট স্নায়ুকোষের বিপাককে স্বাভাবিক করে।

এসকল ভিটামিনগুলো বিপাক ও প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে সক্রিয় করার মাধ্যমেও নার্ভ-ফাইবার ও মাইলিন-সিথ পুনর্গঠন করে। এর পাশাপাশি এসব ভিটামিন শরীর পুনর্গঠনে ও ব্যথা নিরাময়ে ভূমিকা পালন করে ।

নিউরো বি এর উপকারিতা কি
৩টি ভিটামিনের কম্বাইন্ড Neuro-B ট্যাবলেটটি বিভিন্ন দীর্ঘমেয়াদী ব্যথা যেমন- সায়াটিকা বাত, ল্যাম্বাগো, ট্রাইজেমিনাল নিউরালজিয়া, ফেসিয়াল প্যারালাইসিস, অপটিক নিউরাইটিস ইত্যাদি, নিউরোপ্যাথী ব্যথা এবং হৃদরোগের সমস্যায় কার্যকর। এছাড়াও ভিটামিন বি ১ ৬ ১২ এর অভাবজনিত রোগে নির্দেশ করা হয়।

নিওবিয়ন বা নিউরো বি ট্যাবলেট খাওয়ার নিয়ম কি
নিউরো বি ট্যাবলেট (Neuro-B) রোগের তীব্রতা দেখে বিশেষজ্ঞ ডাক্তারগন নিয়ম লিখে দিবেন। তবে আমাদের দেশে সাধারণত সবাই ১ টি করে ২ বার লিখে দেন। কারন, নিউরো বি জাতীয় ঔষধে রোগীর গ্যাসট্রিক বাড়িয়ে দিতে পারে, তাই মাত্রা কমিয়ে ব্যবহারের নির্দেশ দেয়া হয়। তবে, ১-২ টি করে ২-৩ বারও খাওয়া যায়।
ইঞ্জেকশন প্রতি সপ্তাহে ২-৩ এ্যাম্পুল বা প্রয়োজন অনুসারে প্রতিদিন ১ এ্যাম্পুল দেয়ার নির্দেশনা আছে।

নিউরো বি এর বিপরীত নির্দেশনা:
লিভোডোপা গ্রহণ করছে এমন রোগীদের ক্ষেত্রে নিউরো বি নির্দেশিত নয়। এসকল রোগীদের অবশ্যই কোন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অন্য বিকল্প উপায়ে চিকিৎসা করাতে হতে পারে।

নিওবিয়ন এর পার্শ্ব প্রতিক্রিয়া :
অতিসংবেদনশীল বিক্রিয়া খুব কম রোগীর ক্ষেত্রে হতে পারে এবং সংবেদনশীলতার উপদ্রব দেখা দেয়।
সতর্কতাঃ নিউরো বি থায়ামিন ও কোবাল্ট অথবা এই প্রস্তুতির অন্য কোন উপাদানের প্রতি সংবেদনশীল এই জাতীয় ঔষধ এড়িয়ে চলা উচিত। স্পাইনাল কর্ডের সাবঅ্যাকিউট ডিজেনারেশনের উপসর্গের সম্ভাবনা থাকার কারণে রোগ নির্ণয় ব্যতীত সায়ানোকোবালামিন ব্যবহার করা উচিত না।

গর্ভাবস্থায় নিউরো বি এর ব্যবহার
নিউরো বি জাতীয় ঔষধ গর্ভবতী মহিলাদের জন্য নিরাপদ। তবুও ডাক্তারের পরামর্শ ছাড়া ভিটামিন বি-১ বি-৬ বি-১২ সেবন করার ব্যাপারে আমরা কোন পরামর্শ দিতে পারিনা।

মাতৃদুগ্ধদানকালে নিউরো বি এর ব্যবহার
থায়ামিন (ভিটামিন বি ১) বুকের দুধে নিঃসৃত হয় কিনা তা জানা যায়নি। কিন্তু মাতৃদুগ্ধদানকালে সতর্কতার সাথে গ্রহণ করা উচিত বলে ডাক্তাররা মনে করেন। দুগ্ধদানকালীন মায়েদের ক্ষেত্রে ভিটামিন বি৬ ও বি১২ ব্যবহারে কোন প্রকার বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শিশুদের ক্ষেত্রে নিউরো বি এর ব্যবহার :
নিওবিয়ন শিশুদের দেয়া যেতে পারে। তবে তা অবশ্যই ডাক্তারের মাধ্যমে হতে হবে। কখনই কোন ঔষধ ডাক্তারের পরামর্শ ব্যতিত সেবন করা বা করানো উচিত হবেনা।

শীগ্রই ভিডিও আসছে  -B
24/08/2023

শীগ্রই ভিডিও আসছে
-B

Zinc B
23/08/2023

Zinc B

শীগ্রই ভিডিও আসবে ইনশাআল্লাহ 🌸
20/08/2023

শীগ্রই ভিডিও আসবে ইনশাআল্লাহ 🌸

20/08/2023

যেকোনো পুড়া ক্ষতের জন্য এই Burna Cream ব্যাবহার করুন।

আমাদের যত মাথাব্যথা সহযোগিতায় Tufnil
19/08/2023

আমাদের যত মাথাব্যথা সহযোগিতায় Tufnil

Address

Sakhipur Upazila
Tangail
111

Opening Hours

Monday 08:00 - 22:00
Tuesday 08:00 - 22:00
Wednesday 08:00 - 22:00
Thursday 08:00 - 22:00
Friday 08:00 - 22:00
Saturday 08:00 - 22:00
Sunday 08:00 - 22:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Doctors Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram