21/10/2025
🧠 বেলস পালসি (Bell’s Palsy) কী?
বেলস পালসি হলো একটি স্নায়বিক সমস্যা, যেখানে হঠাৎ মুখের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যায়, যার ফলে মুখ বেঁকে যেতে পারে। এটি সাধারণত ফেশিয়াল নার্ভে (facial nerve) প্রদাহ বা সংক্রমণের কারণে হয়।
⚠️ লক্ষণসমূহ:
মুখের এক পাশে ঝুলে পড়া
চোখ বন্ধ করতে অসুবিধা
হাসলে মুখ অসমান হওয়া
কথা বলায় বা খাওয়ায় সমস্যা
চোখ ও মুখে শুষ্কতা
🩺 চিকিৎসা করলে ভালো হওয়া সম্ভব!
বেলস পালসি ভয়ঙ্কর কিছু নয়। অধিকাংশ মানুষ চিকিৎসা ও থেরাপির মাধ্যমে ২-৩ মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তাই দ্রুত চিকিৎসা গ্রহণ জরুরি।
📞 যে কোন সমস্যার ক্ষেত্রে আজই যোগাযোগ করুন:
কেয়ার ফর অটিজম এন্ড ডিসএবিলিটিস
📍 তালতলা মোড় থেকে ৫০ গজ দক্ষিণে, টাংগাইল।
📱 মোবাইল: 01731549322