Care for Autism & Disabilities

Care for Autism & Disabilities Care For Autism and Disability (CAD)is located at Tangail, Bangladesh provides service on Speech and Language Therapy, Occupational therapy and Physiotherapy.

CAD gives best Speech and language therapy in Tangail "কেয়ার ফর অটিজম এন্ড ডিসএবিলিটিস" একটি প্রতিবন্ধিবান্ধব সেবামূলক প্রতিষ্ঠান।
এখানে রয়েছে আধুনিক সকল সুবিধাসমুহ। তন্মধ্যে, ফিজিও, স্পীচ এবং অকূপেশনাল থেরাপি চিকিৎসা সমুহ উল্ল্যেখ্যযোগ্য।

🧠 বেলস পালসি (Bell’s Palsy) কী?বেলস পালসি হলো একটি স্নায়বিক সমস্যা, যেখানে হঠাৎ মুখের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যায়, য...
21/10/2025

🧠 বেলস পালসি (Bell’s Palsy) কী?
বেলস পালসি হলো একটি স্নায়বিক সমস্যা, যেখানে হঠাৎ মুখের এক পাশ দুর্বল বা অবশ হয়ে যায়, যার ফলে মুখ বেঁকে যেতে পারে। এটি সাধারণত ফেশিয়াল নার্ভে (facial nerve) প্রদাহ বা সংক্রমণের কারণে হয়।

⚠️ লক্ষণসমূহ:
মুখের এক পাশে ঝুলে পড়া
চোখ বন্ধ করতে অসুবিধা
হাসলে মুখ অসমান হওয়া
কথা বলায় বা খাওয়ায় সমস্যা
চোখ ও মুখে শুষ্কতা
🩺 চিকিৎসা করলে ভালো হওয়া সম্ভব!
বেলস পালসি ভয়ঙ্কর কিছু নয়। অধিকাংশ মানুষ চিকিৎসা ও থেরাপির মাধ্যমে ২-৩ মাসের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে। তাই দ্রুত চিকিৎসা গ্রহণ জরুরি।

📞 যে কোন সমস্যার ক্ষেত্রে আজই যোগাযোগ করুন:
কেয়ার ফর অটিজম এন্ড ডিসএবিলিটিস
📍 তালতলা মোড় থেকে ৫০ গজ দক্ষিণে, টাংগাইল।
📱 মোবাইল: 01731549322




আপনি কি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না ? বসে কাজ করতে কষ্ট হচ্ছে ?হাঁটুর ব্যাথা নিয়ে চিন্তিত?আমরা আছি আপনার পাশে।হাটু ব্যথ...
16/10/2025

আপনি কি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছেন না ? বসে কাজ করতে কষ্ট হচ্ছে ?

হাঁটুর ব্যাথা নিয়ে চিন্তিত?

আমরা আছি আপনার পাশে।হাটু ব্যথার অনেক বড় একটি সমাধান হচ্ছে ফিজিওথেরাপি। শুধু হাঁটুর ব্যাথা নয় যে কোন ব্যাথা জনিত সমস্যায় ফিজিওথেরাপি খুবই উপকারী। তাই আর দেরি না করে হাঁটুর ব্যথা উপসম করতে আজই চলে আসুন আমাদের ফিজিওথেরাপি সেন্টারে।আমাদের রয়েছে উন্নতমানের ফিজিওথেরাপি এর সব ব্যবস্থা।

আপনার নিজের এলাকা টাঙ্গাইলের হবে এখন উন্নতমানের ফিজিওথেরাপি এবং খুবই স্বল্প খরচে।

যে কোন ধরনের ব্যাথা সমস্যার ক্ষেত্রে আজই যোগাযোগ করুন:
কেয়ার ফর অটিজম এন্ড ডিসএবিলিটিস (ক্যাড)
তালতলা চার রাস্তার মোড় থেকে ৫০ গজ দক্ষিণে, টাঙ্গাইল।
মোবাইল- 01731549322

আপনি কি মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন?আমাদের অভিজ্ঞ থেরাপিস্টদের সমন্বয়ে টিম নিয়ে প্রস্তুত আপনাদের সেবায়। মেরুদণ্ডের সমস...
14/10/2025

আপনি কি মেরুদণ্ডের সমস্যায় ভুগছেন?

আমাদের অভিজ্ঞ থেরাপিস্টদের সমন্বয়ে টিম নিয়ে প্রস্তুত আপনাদের সেবায়। মেরুদণ্ডের সমস্যার অন্যতম কার্যকরী চিকিৎসা হলো ফিজিওথেরাপি। শুধু মেরুদণ্ডের সমস্যা নয় যে কোন ব্যাথা জনিত সমস্যায় ফিজিওথেরাপি খুবই উপকারী। তাই আর দেরি না করে পেশির ব্যথা উপসম করতে আজই চলে আসুন আমাদের ফিজিওথেরাপি সেন্টারে।

আমাদের রয়েছে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এবং উন্নতমানের যন্ত্রপাতি। মহিলাদের জন্য রয়েছে মহিলা বিশেষজ্ঞ এবং পুরুষদের জন্য রয়েছে পুরুষ বিশেষজ্ঞ।

আপনার নিজের এলাকা টাঙ্গাইলের হবে এখন উন্নতমানের ফিজিওথেরাপি এবং খুবই স্বল্প খরচে।

যে কোন ধরনের ব্যাথা সমস্যার ক্ষেত্রে আজই যোগাযোগ করুন:
কেয়ার ফর অটিজম এন্ড ডিসএবিলিটিস (ক্যাড)
তালতলা চার রাস্তার মোড় থেকে ৫০ গজ দক্ষিণে, টাঙ্গাইল।
মোবাইল- 01731549322

আপনি কি ঘাড় ব্যাথা নিয়ে চিন্তিত?আমরা আছি আপনার পাশে। ঘাড় ব্যথার অনেক বড় একটি সমাধান হচ্ছে ফিজিওথেরাপি। শুধু ঘাড় ব্যাথ...
12/10/2025

আপনি কি ঘাড় ব্যাথা নিয়ে চিন্তিত?

আমরা আছি আপনার পাশে। ঘাড় ব্যথার অনেক বড় একটি সমাধান হচ্ছে ফিজিওথেরাপি। শুধু ঘাড় ব্যাথা নয় যে কোন ব্যাথা জনিত সমস্যায় ফিজিওথেরাপি খুবই উপকারী। তাই আর দেরি না করে ঘাড় ব্যথা উপসম করতে আজই চলে আসুন আমাদের ফিজিওথেরাপি সেন্টারে।

আমাদের রয়েছে উন্নতমানের ফিজিওথেরাপি এর সব ব্যবস্থা। পুরুষ ও মহিলা উভয়ের জন্যই আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট গন

আপনার নিজের এলাকা টাঙ্গাইলের হবে এখন উন্নতমানের ফিজিওথেরাপি এবং খুবই স্বল্প খরচে।

যে কোন ধরনের ব্যাথা সমস্যার ক্ষেত্রে আজই যোগাযোগ করুন:
কেয়ার ফর অটিজম এন্ড ডিসএবিলিটিস (ক্যাড)
তালতলা চার রাস্তার মোড় থেকে ৫০ গজ দক্ষিণে, টাঙ্গাইল।
মোবাইল- 01731549322

09/10/2025

!! টাঙ্গাইলে অটিজম শিশুদের জন্য সেরা স্কুল !!
আপনার শিশুর কি অটিজম জনিত সমস্যা আছে?

! আর চিন্তা নয় !

ঢাকার মানের উন্নত থেরাপি সেবা ও বিশেষায়িত স্কুল এখন টাঙ্গাইলে।
কেয়ার ফর অটিজম অ্যান্ড ডিসএবিলিটিস নিয়ে এসেছে অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি এবং বুদ্ধি প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশুদের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসা ও উন্নতমানের শিক্ষা ব্যবস্থা।

আমাদের লক্ষ্য — আপনার শিশুকে স্বাভাবিক জীবনধারায় সম্পৃক্ত করে তোলা এবং তার সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করা।

আমাদের সুবিধাসমূহ:
✅ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ও থেরাপিস্ট টিম
✅ অকুপেশনাল থেরাপি
✅ স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি
✅ ফিজিওথেরাপি
✅ উন্নত ব্যবস্থাপনায় নিয়মিত মনিটরিং ও অগ্রগতি মূল্যায়ন

আপনার সন্তানের আচরণে লক্ষ্য করুন:
🔹 ডাকলে সাড়া দেয় না?
🔹 চোখে চোখ রাখতে চায় না?
🔹 একা থাকতে পছন্দ করে?
🔹 এখনও কথা বলা শুরু করেনি?

এগুলো যদি লক্ষ করেন, অবহেলা না করে এখনই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সঠিক চিকিৎসা এবং সহানুভূতিপূর্ণ শিক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও জীবনে সাফল্য অর্জন করতে পারে।

📍 ঠিকানা: তালতলা মোড় থেকে ৫০ গজ দক্ষিণে, টাঙ্গাইল
📞 যোগাযোগ: 01731-549322

কেয়ার ফর অটিজম অ্যান্ড ডিসএবিলিটিস — আপনার সন্তানের জন্য একটি নতুন সম্ভাবনার ঠিকানা।

আপনি কি শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার সম্মুখীন হচ্ছেন? হিজামা হতে পারে আপনার সমস্যার সমাধান !!হিজামা সাধারণত পেশীর ব্যথা,...
06/10/2025

আপনি কি শরীরের বিভিন্ন জায়গায় ব্যথার সম্মুখীন হচ্ছেন? হিজামা হতে পারে আপনার সমস্যার সমাধান !!

হিজামা সাধারণত পেশীর ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের ব্যথা, এবং অন্যান্য শারীরিক ব্যথার উপশমের জন্য ব্যবহার করা হয়। হিজামার মাধ্যমে রক্ত সঞ্চালন বৃদ্ধি পেতে পারে, যা ক্ষতিগ্রস্ত অঞ্চলে রক্ত প্রবাহ উন্নত করতে সাহায্য করে।

হিজামা হল একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি যা সাধারণত চর্মরোগ এবং অন্যান্য রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এটি মূলত গায়ের ত্বকে ঘরে ফেলা কাপের সাহায্যে করা হয়, যা ত্বকের নিচে একটি ত্বকীয় শোষণ তৈরি করে। এই পদ্ধতিটি মূলত মুসলিম বিশ্বে প্রচলিত, কিন্তু বর্তমানে বিশ্বের বিভিন্ন প্রান্তে এটি ব্যবহার করা হচ্ছে।

এখন হিজামা করাতে পারেন আপনার শহর টাঙ্গাইলে !!

হিজামা করানোর জন্য আজই চলে আসুন কেয়ার ফর অটিজম এন্ড ডিসএবিলিটিস (ক্যাড)

ঠিকানা: তালতলা চার রাস্তার মোড় থেকে ৫০ গজ দক্ষিণে, টাঙ্গাইল।
মোবাইল: 01731549322

#হিজামা #হিজামার_সুফল #হিজামা_টাঙ্গাইল #ফিজিওথেরাপি

01/10/2025

আপনার শিশু কি অতিরিক্ত অস্থির এবং কথা বলতে পারে না?

আপনার শিশুর বিশেষ চাহিদার জন্য সঠিক স্কুল এবং থেরাপি পাচ্ছেন না?

! আর চিন্তা নয় !

ঢাকার মানের উন্নত থেরাপি সেবা ও বিশেষায়িত স্কুল এখন টাঙ্গাইলে।

কেয়ার ফর অটিজম অ্যান্ড ডিসএবিলিটিস নিয়ে এসেছে অটিজম, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি এবং বুদ্ধি প্রতিবন্ধকতায় আক্রান্ত শিশুদের জন্য পূর্ণাঙ্গ চিকিৎসা ও উন্নতমানের শিক্ষা ব্যবস্থা।

আমাদের লক্ষ্য — আপনার শিশুকে স্বাভাবিক জীবনধারায় সম্পৃক্ত করে তোলা এবং তার সুপ্ত সম্ভাবনাকে বিকশিত করা।

আমাদের সুবিধাসমূহ:
✅ দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ও থেরাপিস্ট টিম
✅ অকুপেশনাল থেরাপি
✅ স্পিচ ও ল্যাংগুয়েজ থেরাপি
✅ ফিজিওথেরাপি
✅ উন্নত ব্যবস্থাপনায় নিয়মিত মনিটরিং ও অগ্রগতি মূল্যায়ন

আপনার সন্তানের আচরণে লক্ষ্য করুন:
🔹 ডাকলে সাড়া দেয় না?
🔹 চোখে চোখ রাখতে চায় না?
🔹 একা থাকতে পছন্দ করে?
🔹 এখনও কথা বলা শুরু করেনি?

এগুলো যদি লক্ষ করেন, অবহেলা না করে এখনই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সঠিক চিকিৎসা এবং সহানুভূতিপূর্ণ শিক্ষায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও জীবনে সাফল্য অর্জন করতে পারে।

📍 ঠিকানা: তালতলা মোড় থেকে ৫০ গজ দক্ষিণে, টাঙ্গাইল
📞 যোগাযোগ: 01731-549322

কেয়ার ফর অটিজম অ্যান্ড ডিসএবিলিটিস — আপনার সন্তানের জন্য একটি নতুন সম্ভাবনার ঠিকানা।

আমাদের সমাজে এখনো অনেকেই জানেন না, "বিশেষ চাহিদাসম্পন্ন" বলতে কাকে বোঝায়?👉বিশেষ চাহিদাসম্পন্ন বলা হয় সেই সকল শিশু, কিশো...
30/09/2025

আমাদের সমাজে এখনো অনেকেই জানেন না, "বিশেষ চাহিদাসম্পন্ন" বলতে কাকে বোঝায়?

👉বিশেষ চাহিদাসম্পন্ন বলা হয় সেই সকল শিশু, কিশোর বা প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে যাদের শারীরিক, মানসিক, বৌদ্ধিক বা নিউরো-ডেভেলপমেন্টাল (স্নায়বিক বিকাশজনিত) সমস্যা রয়েছে, যার ফলে তাদের স্বাভাবিক শিক্ষা, জীবনযাপন বা সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য অতিরিক্ত সহায়তা বা বিশেষ যত্নের প্রয়োজন হয়।

বিস্তারিত জানতে কল করুন -০১৭৩১৫৪৯৩২২
ঠিকানা -কেয়ার ফর অটিজম এন্ড ডিজএবিলিটিস (সিএডি)
তালতলা, আকুর টাকুর পাড়া,টাংগাইল সদর,

আপনার শিশু কি তোতলামি বা স্টামারিং সমস্যাতে ভুগছে?লক্ষ্য করুন :১| শব্দ বা ধ্বনি পুনরাবৃত্তি: যেমন "মা-মা-মা আমি বলছি।"২|...
29/09/2025

আপনার শিশু কি তোতলামি বা স্টামারিং সমস্যাতে ভুগছে?
লক্ষ্য করুন :

১| শব্দ বা ধ্বনি পুনরাবৃত্তি: যেমন "মা-মা-মা আমি বলছি।"
২| শব্দ লম্বা করা: যেমন "মা---মা আমি বলছি।"
৩| থেমে যাওয়া: কথা বলার মাঝখানে হঠাৎ থেমে যাওয়া।
৪| মুখের অঙ্গভঙ্গি বা চাপ: কথা বলার সময় মুখ, গলা বা শরীরের অন্যান্য অংশে চাপ প্রয়োগ করা।

তোতলামি বা স্টামারিং সমস্যাতে ভয় পাওয়ার কোন কারণ নেই এর জন্য প্রয়োজন সঠিক প্রতিষ্ঠান এবং সঠিক ব্যবস্থাপনা।

!! আর নয় ঢাকা !!

ঢাকার উন্নত মানের থেরাপি সেবা এবং অটিজম স্কুল এখন টাঙ্গাইলে |

অকুপেশনাল থেরাপি, স্পীচ থেরাপি, ফিজিওথেরাপি সব এখন এক জায়গায় পাবেন।

বাচ্চাদের উন্নতিতে যে কোন সমস্যার ক্ষেত্রে আজই যোগাযোগ করুন:

কেয়ার ফর অটিজম এন্ড ডিসএবিলিটিস
তালতলা মোড় থেকে ৫০ গজ দক্ষিনে, টাংগাইল।
মোবাইল-01731549322

আপনার পরিবারে কেউ কি প্যারালাইসিস জনিত সমস্যায় ভুগছে?এতে চিন্তার কোন কারণ নেই |আমরা আছি আপনার পাশে। প্যারালাইসিস জনিত স...
28/09/2025

আপনার পরিবারে কেউ কি প্যারালাইসিস জনিত সমস্যায় ভুগছে?এতে চিন্তার কোন কারণ নেই |

আমরা আছি আপনার পাশে। প্যারালাইসিস জনিত সমস্যার কার্যকরী চিকিৎসা হলো ফিজিওথেরাপি। প্যারালাইসিস নয় যে কোন ব্যাথা জনিত সমস্যায় ফিজিওথেরাপি খুবই উপকারী। তাই আর দেরি না করে প্যারালাইসিস সমস্যার সমাধান করতে আজই চলে আসুন আমাদের ফিজিওথেরাপি সেন্টারে।

আমাদের রয়েছে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট এবং উন্নতমানের যন্ত্রপাতি। মহিলাদের জন্য রয়েছে মহিলা বিশেষজ্ঞ এবং পুরুষদের জন্য রয়েছে পুরুষ বিশেষজ্ঞ।

আপনার নিজের এলাকা টাঙ্গাইলের হবে এখন উন্নতমানের ফিজিওথেরাপি এবং খুবই স্বল্প খরচে।

যে কোন ধরনের ব্যাথা সমস্যার ক্ষেত্রে আজই যোগাযোগ করুন:
কেয়ার ফর অটিজম এন্ড ডিসএবিলিটিস (ক্যাড)
তালতলা চার রাস্তার মোড় থেকে ৫০ গজ দক্ষিণে, টাঙ্গাইল।
মোবাইল- 01731549322

আপনি কি আপনার শিশুর শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা নিয়ে চিন্তিত?!! আর নয় ঢাকা !!ঢাকার উন্নত মানের থেরাপি সেবা এবং অটিজম স...
24/09/2025

আপনি কি আপনার শিশুর শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা নিয়ে চিন্তিত?

!! আর নয় ঢাকা !!

ঢাকার উন্নত মানের থেরাপি সেবা এবং অটিজম স্কুল এখন টাঙ্গাইলে

অটিজম, ডাউন সিনড্রোম এবং বুদ্ধি প্রতিবন্ধি এগুলো কে জয় করা সম্ভব!!!

প্রয়োজন ঠিক প্রতিষ্ঠানটি এবং সঠিক ব্যবস্থাপনা।

আপনার আদরের সোনামনি কি স্বাভাবিক ভাবে বেড়ে উঠছে ??
লক্ষ্য করুন :
১। ডাকলে সাড়া দেয় না?
২। চোখে চোখ রাখতে পছন্দ করে না?
৩। একা থাকতে পছন্দ করে ?
৪। এখনও কি কথা বলে না ?
অকুপেশনাল থেরাপি, স্পীচ থেরাপি, ফিজিওথেরাপি সব এক জায়গায় পাবেন।

বাচ্চাদের উন্নতিতে যে কোন সমস্যার ক্ষেত্রে আজই যোগাযোগ করুন:

কেয়ার ফর অটিজম এন্ড ডিসএবিলিটিস
তালতলা মোড় থেকে ৫০ গজ দক্ষিনে, টাংগাইল।
মোবাইল-01731549322

Address

South Of Taltola Mor, Akur-Takur Para
Tangail
1900

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 22:00

Alerts

Be the first to know and let us send you an email when Care for Autism & Disabilities posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram