Runner Mirza Shahjahan

Runner Mirza Shahjahan পুরাটাই মানবিক বিষয়

10/10/2025
10/10/2025
10/10/2025
10/10/2025

বিশ্ব র‌্যাংকিংয়ে ২০০ ধাপ এগোলো ঢাবি...

10/10/2025
10/10/2025
10/10/2025

ব নি আমিন 🔥

10/10/2025

চাঁদাবাজির প্রতিবাদ করায় পুলিশ কর্মকর্তাকে বেধড়ক পি'টু'নি...

10/10/2025

ক্ষে প ণা স্ত্র দিচ্ছে আমেরিকা, জেট ইঞ্জিন ‘সরবরাহে’ রুশ, সৌদির সঙ্গে দোস্তি, পাশে চিন! সব ফ্রন্টে দিল্লিকে ঘোল খাওয়াচ্ছে পাকিস্তান?

10/10/2025

কোন দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থার পাঁচ জন প্রধানকে একসাথে মানবতা বিরোধী তৎপরতায় জড়িত থাকার অপরাধে সমন জারির ঘটনা পৃথিবীতে কখনো ঘটেনি।

এরা সবাই ছিলেন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা।

বাংলাদেশে ভারতীয় গুপ্তচর সংস্থা ‘র‘ এর তৎপরতা নিয়ে সিরিজ প্রতিবেদনের জন্য এনএসআই ও ডিজিএফআইয়ের পাঁচ জন সাবেক মহাপরিচালকের সাসাক্ষাতকার নিতে হয়েছিল আমাকে।

এছাড়া আরো কয়েক জনকে খুব কাছে থেকে দেখেছি।

‘র‘ নিয়ে বই লেখার সময় এনারা বহু অজানা তথ্য দিয়ে সহায়তা করেছেন।

তাদের কাউকে কাউকে নিয়ে রাজনৈতিক সমালোচনা ছিল, আছে।

কিন্তু আমি তাদের প্রত্যেককে দেখেছি সৎ, দেশপ্রেমিক ও পেশাদার হিসেবে।

বিশেষ করে ডিজি হিসেবে দায়িত্ব পালনকালে তারা ছিলেন পূর্ণ পেশাদার।

জেনারেল জিয়াউর রহমানের কোর্স মেট ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল মহব্বত জান চৌধুরী, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের রেডিও অফিসার মেজর জেনারেল এম এ হালিম, মুক্তিযোদ্ধা লে. জেনারেল নাসিম বীর বিক্রম, মেজর জেনারেল ইমামউজ্জামান বীর বিক্রম, মেজর জেনারেল এম এ মতিন বীর প্রতীক, মেজর জেনারেল নজরুল ইসলামের মতো অফিসাররা কখনোই ডিগনিটি বিসর্জন দেননি, মানবতাবিরোধী কোন কাজ করেননি।

তারা যখন যা করেছেন তা দেশের স্বার্থেই করেছেন।

উনাদের মধ্যে জে. হালিমের বাড়ি গোপালগঞ্জ।

যিনি ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ডিজি নিযুক্ত হন।

এর আগে বিএনপির সময় তিনি উপমহাপরিচালক ছিলেন। তিনি কখনোই কোন অন্যায্য ও অবৈধ রাজনৈতিক আদেশ মানতেন না।

অবসরের পর লীগ ক্ষমতায় থাকতেই তিনি ‘র‘ তৎপরতা নিয়ে আমাকে সাক্ষাতকার দেন।

জে. নজরুলও লীগ সরকারের সময় ডিজি ছিলেন।

আমি নিজে স্বাক্ষী তিনি কিভাবে সশস্ত্রবাহিনী ও দেশের স্বার্থ রক্ষা করেছেন শত প্রতিকূলতার মধ্যে।

এনএসআইয়ের সাবেক ডিজি ব্রিগেডিয়ার জেনারেল আমিনুল হক বীর উত্তম ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর বহু ঘটনার জীবন্ত কিংবদন্তি।

১৯৭৫ সালের ৭ই নভেম্বরের বিপ্লবসহ সেনাবাহিনীকে ধ্বংস করার বহু চক্রান্ত তিনি জীবনের ঝুঁকি নিয়ে রুখে দিয়েছেন।

অপর একজন ডিজি মেজর জেনারেল গোলাম কাদেরও কখনো তার পদ ব্যবহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত হননি।

আজও যখন জেনারেল হালিম, জেনারেল ইমামকে দেখি তখন অবাক হই।

মহাখালী ডিওএইচএসের বাসায় নিভৃতে সাদাসিধে জীবন কাটান।

কোন জৌলুস নেই।

পেশাদার সেনা অফিসারের সম্মান নিয়ে জীবন পার করছেন।

কি এমন হলো যে আমাদের সেই সেনাবাহিনীর পাঁচ জন শীর্ষ স্থানীয় কর্মকর্তাকে আজ দেশের মানুষের সামনে এভাবে বেইজ্জতি হতে হচ্ছে।

এই পাঁচ জনের সবাই আর্মি নম্বরে আমার জুনিয়র, কোর্স মেট লে. জেনারেল আকবরসহ।

প্রত্যেককেই চিনি মিলিটারি একাডেমি থেকে।

এদের প্রত্যেকের সামরিক ক্যারিয়ার যথেষ্ট ভালো ছিল।

এমনিতেই এরা উপরে উঠতে পারতেন।

হয়তো কেউ লেফটেন্যান্ট জেনারেল না হয়ে মেজর জেনারেল হতেন বা কেউ মেজর জেনারেল না হয়ে ব্রিগেডিয়ার জেনারেল পদে অবসরে যেতেন।

এভাবে অবৈধ রাজনৈতিক আদেশ না মানলে আজ অপদস্থ হতে হতোনা।

কিন্তু দেখেছি উনারা কিভাবে সীমা অতিক্রম করেছিলেন।

আগের ডিজিদের জীবনাচার, পেশাদারিত্ব থেকে কিছু্ই গ্রহন করেননি।

আমি নিজেও ওই সময়কার ডিজিএফআইয়ের হাতে যথেষ্ট হেনস্থার শিকার হয়েছি।

আমাদের অসংখ্য অফিসার অপমানিত হয়েছেন।

আমাদের পরম প্রিয় সেনাবাহিনীর সকল অফিসারের জন্য এই বিষয়টি একটি শিক্ষা।

হাজার হাজার অফিসার ও সৈনিক কতো কষ্ট করে ক্যারিয়ার তৈরি করে, বেতনের মধ্যে সংসার চালায়, পাহাড়ে জীবন দেয়।

আমি সবাইকে অনুরোধ করবো অভিযুক্তদের নিয়ে কথা বলতে গিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা করবেন না।

বরং আমরা খুঁজে দেখতে পারি কেন এই অফিসাররা এমন দানবে পরিণত হলেন।

আমরা আরো যেটা করতে পারি তাহলো সেনাবাহিনীকে পুরোপুরি রাজনীতির বাইরে রাখার উদ্যোগ নিতে পারি।

ডিজিএফআইয়ের কাজ তিন বাহিনীর নিরাপত্তা দেখা, দেশের বিরুদ্ধে পরিচালিত গোয়েন্দা কার্যক্রম রুখে দেয়া।

তাদের কাজ দেশের রাজনীতিতে সরকারের হয়ে প্রভাব বিস্তার করা নয়।

বিরোধী মতের কাউকে গুম করা নয়।

এই পরিবর্তন নির্বাচিত একটা সরকারকে প্রয়োজনে ডিজিএফআইয়ের নীতিমালা রদবদল করে করতে হবে।

জজবা থেকে রাজনীতি দেখার জন্য আলাদা ব্যুরোর দরকার নেই সেখানে।

সেনা অফিসারদের যেহেতু ডিজিএফআই ও এনএসআইয়ে প্রেষণে নিয়োগ দেয়া হয় তাই তাদের ভবিষ্যৎ দেখার দায়িত্ব সরকারের।

আর রাজনৈতিক কারনে সেনা অফিসারদের ব্যবহার না করাই হলো সেই দায়িত্ব।

Abu Rushd A R M Shahidul Islam স্যার,

ডিজিএফআই যখন নিজের কাজ বাদ দিয়ে একটি রাজনৈতিক দলকে কীভাবে টিকিয়ে রাখা যায় এবং কীভাবে নিজের দেশকে করদরাজ্যে পরিণত করা যায় সেসব নিয়ে কাজ করে, তখনতো এমনই হবার কথা।

এরা সেনাবাহিনীর কলঙ্ক।

ইনকিলাব জিন্দাবাদ।

Meer Zahan

10/10/2025

Address

Tangail

Telephone

+8801711289078

Website

Alerts

Be the first to know and let us send you an email when Runner Mirza Shahjahan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram