কাজী ফিজিওথেরাপি সেন্টার

কাজী ফিজিওথেরাপি সেন্টার A ultra mordern pain and peralysis care clinic

👉 আপনি কি মধুপুর,ঘাটাইল,ধনবাড়ি,গোপালপুর শহরে বাসায় ফিজিওথেরাপি সেবার জন্য অভিজ্ঞ ও দক্ষ ফিজিওথেরাপিষ্ট খুঁজছেন??
আমরাই রোগীর বাসায় গিয়ে অতি যত্ন সহকারে ফিজিওথেরাপি সেবা প্রদান করে থাকি। আমাদের রয়েছে অভিজ্ঞ ও দক্ষ ডিপ্লোমা ও বিএসসি ফিজিওথেরাপিষ্ট।
📞 ০১৭১৭৫০৫৬০৮
👉 আমাদের উদ্দেশ্য আপনার অসুস্থ্য বাবা-মা কিংবা ভাই-বোনকে ম্যানুয়াল থেরাপি ও ইলেক্ট্রথেরাপি চিকিৎসার সমন্বয়ে রোগীকে সুস্থ্য করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।
👉 আমাদের সেবা সমূহঃ
1. কোমরের ব্যথা
2. পিঠে ব্যথা
3. হাঁটুতে ব্যথা
4. পায়ের গোড়ালি ব্যথা
5. পা মচকে যাওয়া
6. ঘাড়ে ব্যথা
7. মাংসপেশির ব্যথা
8. কাঁধে ব্যথা
9. প্যারালাইসিস
10. মুখ বেকে যাওয়া
11. ডায়াবেটিসের কারনে মাংসপেশির ব্যথা
12. নার্ভের ব্যথা
13. লিগামেন্ট ব্যথা
14. ফ্রোজেন সোলডার ব্যথা
15. হাত-পা অবশ বা ঝিম ঝিম
16. টেনিস এলবো
17. স্পোর্টস ইনজুরি
18. অস্টিওআর্থাইটিস
19. অস্টিওপরোসিস
20. এনকাইলজিং স্পন্ডালাইটিস
👉 প্রতিদিন আমরা অভিজ্ঞ ফিজিওথেরাপিষ্ট দ্বারা যেকোন বাত-ব্যথা এবং প্যারালাইসিস রোগীদের সঠিক রোগ নির্নয় করে ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি।
তাই যদি আপনার বাসায় ফিজিওথেরাপি প্রয়োজন হয়, তাহলে আমরা আছি সব সময় আপনার পাশে। আপনি মধুপুর,ঘাটাইল, ধনবাড়ি, গোপালপুর শহরের যে কোন এলাকায় থাকেন না কেন আমাদের সেবা পাবেন সব এলাকায়।
তাই ফিজিওথেরাপি সেবা আপনার বাসায় প্রয়োজন হলে ফোন করুন অথবা হোয়াটসঅ্যাপ করুন আমাদের পেজ এর নাম্বারে:- ০১৭১৭৫০৫৬০৮।
♦বিশেষ দ্রষ্টব্য- -আমাদের সেবা আপনাদের এরিয়া ভিওিক হওয়ায় আপনার সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। গার্মেন্টস কর্মী, অসহায়, গরীব ও মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের জন্য থেরাপি চার্জ বিশেষ ছাড় দেওয়া হয়।

17/09/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম - ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট ১ জন
( মেইল /ফিমেল) বিপিটি।
সেলারি ২৫০০০-৩০০০০টাকা
পদের নাম -মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি)
সেলারি -১৬০০০-১৮০০০টাকা
জব লোকেশন - কাজী ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
মধুপুর টাঙ্গাইল।
আগ্রহী প্রার্থীগন সিভি পাঠান
what's app -01714984416

Kazi physiotherapy center
14/09/2025

Kazi physiotherapy center

09/09/2025

আর মাএ্র এক দিন আছে ১০ তারিখে শেষ হবে ফ্রী ফিজিওথেরাপি চিকিৎসা সেবা।
ুপুর, টাঙ্গাইল⎯⎯EX FAHIM➝🩷🤍🪽󱢏Masud Parvezকাজী ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টারকাজী ফিজিওথেরাপি সেন্টারGhatail Media

27/08/2025

হাসপাতাল গেইট ঘাটাইল

26/08/2025

মধুপুর, টাঙ্গাইল

23/08/2025
27/05/2023

★★★★☆ · Physical therapy clinic

🥰🥰
09/01/2023

🥰🥰

14/12/2022
09/10/2022

১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ)

 #প্রেক্ষাপট_১উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,- তুমি কোথায় চাকুরি করো?- একটা কোম্পানিতে ।- স...
29/09/2022

#প্রেক্ষাপট_১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ২০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে জুলুমের কথা জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো।
লেগে গেলো দু’জনে। কথা কাটাকাটি। ঝগড়া। ঝগড়া। পরে হাতাহাতি। শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।
#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারেন?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম?এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!
# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
#গল্পের_হিতোপদেশঃ
---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।

আমাদের সমাজে এরকম লোকের অভাব নেই,তাই এসকল লোক হতে সবাই সাবধান থাকবেন।

Address

Kazi Building, N401, Madhupur
Tangail
1996

Alerts

Be the first to know and let us send you an email when কাজী ফিজিওথেরাপি সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to কাজী ফিজিওথেরাপি সেন্টার:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram