08/04/2025
"নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন।"
(সুরা নিসা- ৫৮)
"তোমরা যা কর আল্লাহ তা দেখেন।"
(সুরা আনফাল - ৭২)
"তোমরা যা কিছু কর তিনি তা ভালভাবেই দেখেন।"
(সুরা হুদ - ১১২)
"আর আল্লাহ তো সব কিছু শোনেন, সব কিছু দেখেন।" (সুরা হজ্জ - ৬১)
"আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন।"
(সুরা হজ্জ - ৭৫)
"তোমার প্রতিপালক সবকিছু দেখেন।"
(সুরা ফুরকান - ২০)
"যিনি তোমাকে দেখেন যখন তুমি (নামাযের জন্য) দন্ডায়মান হও।"
(সুরা শু'আরা- ২১৮)
"আর (তিনি দেখেন) সাজদাকারীদের সঙ্গে তোমার চলাফিরা।"
(সুরা শু'আরা- ২১৯)
আল্লাহ তাঁর বান্দাহদের সম্পর্কে অবশ্যই সব খবর রাখেন এবং সব দেখেন।"
(সুরা আনকাবুত - ৩১)
"আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন।"
(সুরা মুমিন - ২০)
"আল্লাহ সব কিছু শোনেন, সব কিছু দেখেন।"
(সুরা মুমিন - ৫৬)
"তোমরা যা কর তিনি তা খুব ভালভাবেই দেখেন।"
(সুরা ফুসসিলাত - ৪০)
"তিনি সব শুনেন, সব দেখেন।" (সুরা শূরা - ১১)
"তোমরা যা কিছু কর আল্লাহ তা দেখেন।" (সুরা ফাতহ- ২৪)
'আসমান ও যমীনের গোপন বিষয়ের খবর আল্লাহই জানেন। তোমরা যা কর আল্লাহ তা দেখেন।" (সুরা হুজরাত-- ১৮)
"তোমরা যে কাজই কর না কেন, আল্লাহ তা দেখেন।"
(সুরা হাদিদ --৪)
'ক্বিয়ামতের দিন তোমাদের আত্মীয়-স্বজন ও সন্তানাদি তোমাদের কোনই উপকারে আসবে না। (নিজ নিজ ‘আমালের ভিত্তিতে) আল্লাহ তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন; তোমরা যা কর আল্লাহ তা দেখেন।"
(সুরা মুমতাহানা - ৩)
"তিনিই তোমাদেরকে সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফির, কেউ মু’মিন; তোমরা যা কর আল্লাহ তা দেখেন।" (সুরা তাগাবুন- ২)