
06/09/2025
সার্জারী বা অপারেশনের রুমকে কেনো অপারেশন থিয়েটার বলা হয়:
ছবিতে লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের একটি প্রাচীন অপারেশন থিয়েটার। ১৮২২ সালের এই অপারেশন থিয়েটারে ছিল মুভি থিয়েটারের মতো আসন বিন্যাস। চিকিৎসকগণ রোগীর অস্ত্রোপচার করার সময় শিক্ষানবিশ চিকিৎসকরা আসনগুলোতে বসে অস্ত্রোপচারের অভিজ্ঞতা পেতো। এটা এখন একটা জাদুঘর।
এছাড়া প্রাচীন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি থিয়েটার থাকতো যেখানে শিক্ষক মৃ*ত*দেহে অস্ত্রোপচার করে শিক্ষার্থীদের বুঝিয়ে দিতেন। শিক্ষার্থীরা এই রকম আসন বিন্যাসেই বসতো। মূলত এমন থিয়েটারের মত ব্যবস্থার কারণেই একে অপারেশন থিয়েটার বলা হয়!