AT National Care

AT National Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AT National Care, Medical and health, Elenga, Kalihati, Tangail.

আলহামদুলিল্লাহ,পরিপূর্ণ  ৩০ পারা কোরআন প্রতিযোগিতায়  টাংগাইল জেলায় ১২ স্থান অর্জন করেছে  আমার ভাগিনা হাফেজ আসিফ আহমদ,, স...
01/12/2023

আলহামদুলিল্লাহ,পরিপূর্ণ ৩০ পারা কোরআন প্রতিযোগিতায় টাংগাইল জেলায় ১২ স্থান অর্জন করেছে আমার ভাগিনা হাফেজ আসিফ আহমদ,, সকলের কাছে দোয়ার দরখাস্ত, আল্লাহ যেন আসিফ আহমদ কে বিশ্ব বরণ্য দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন আমিন

13/11/2023

আলহামদুলিল্লাহ, শিতের শুরুতেই আরো ২ জনের জন্য হালুয়া বানাইলাম। যোগাযোগ 01765462395

গ্রাম গন্জে হওয়া একটি ঘাস, নাম থানকুনি পাতা। – থানকুনি পাতার ঔষধি গুনাগুণ!পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ ও সরিষার তেল দিয়ে ...
06/11/2023

গ্রাম গন্জে হওয়া একটি ঘাস, নাম থানকুনি পাতা।
– থানকুনি পাতার ঔষধি গুনাগুণ!

পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ ও সরিষার তেল দিয়ে থানকুনি পাতার ভর্তা খেয়েছেন কখনও? শহুরে পরিবেশে এই পাতার পরিচিতি ততটা না হলেও গ্রাম্য পরিবেশে এই পাতা অত্যন্ত সুপরিচিত। কেবল খেতেই সুস্বাদু নয়, পুষ্টিগুণের দিক থেকেও অনন্য কদর রয়েছে এই পাতার।

ঔষধি গুণসম্পন্ন থানকুনি পাতা খেতে পারেন রস করে অথবা বেটে কিংবা ভর্তা করে। এছাড়া খাবারের স্বাদ বৃদ্ধিতে কুচি কুচি করে মিশিয়ে দিতে পারেন তরকারির মাঝে, চাইলে চায়ের সঙ্গে মিশিয়েও খেতে পারেন।

জেনে নিন থানকুনি পাতার পুষ্টিগুণ সম্পর্কে-
✅ হজম শক্তি বাড়াতে অত্যন্ত ফলদায়ক থানকুনি পাতা। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, থানকুনি পাতায় উপস্থিত একাধিক উপকারি উপাদান হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখে।

✅ পেটের সমস্যা লেগেই থাকে? নিয়মিত থানকুনি পাতা খান, দূর হবে পেটের যাবতীয় সমস্যা।

✅ অ্যাসিডিটি দূর করতেও জুড়ি নেই থানকুনি পাতার। দুধের সঙ্গে মিসরি ও থানকুনি পাতার রস মিশিয়ে পান করুন প্রতিদিন।

✅ কাশি ও ঠাণ্ডা লাগার সমস্যা দূর করতে থানকুনি পাতার রসের সঙ্গে মধু মিশিয়ে খান।

✅ খাবার এবং আরও নানাভাবে একাধিক ক্ষতিকর টক্সিন আমাদের শরীরে ও রক্তে প্রবেশ করে। প্রতিদিন সকালে অল্প পরিমাণ থানকুনি পাতার রসের সঙ্গে ১ চামচ মধু মিশিয়ে খেলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদানগুলি বেরিয়ে যায়।

✅ ভিটামিন সি যুক্ত থানকুনি পাতা নিয়মিত খেলে বাড়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা।

✅ থানকুনি পাতায় উপস্থিত অ্যামিনো অ্যাসিড, বেটা ক্যারোটিন, ফ্যাটি অ্যাসিড এবং ফাইটোকেমিকাল ত্বকের ভেতর থেকে পুষ্টির ঘাটতি দূর করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সহায়তা করে ।আসুন প্রয়োগ করতে শিখি

আলহামদুলিল্লাহ। শত বিষন্নতার মাঝেও এক চিলতে হাসির খোরাক। মিল্লাতে ইবরাহিমের চেতনার ধারক প্রিয়ভাই মাওঃ রফিকুল ইসলাম মাদা...
04/11/2023

আলহামদুলিল্লাহ। শত বিষন্নতার মাঝেও এক চিলতে হাসির খোরাক। মিল্লাতে ইবরাহিমের চেতনার ধারক প্রিয়ভাই মাওঃ রফিকুল ইসলাম মাদানি মুক্তি পেয়েছেন।

04/11/2023

পেট থাকলে গ্যাস্ট্রিক হতেই পারে

পেটের সমস্যা যখন কঠিন আকার---
গ্যাস্ট্রিক , কোষ্ঠকাঠিন্য , আই বি এস, আমাশয় সব সময় লেগেই আছে।?
কোন ঔষধ যখন কাজ করে না, তখন কি উপায় !!
সেটাই জানবেন এখন । জানার জন্য ২ মিনিট ব্যায় হলেও পড়ার অনুরোধ করছি।

🔰 পেট থাকলে গ্যাস্ট্রিক হতেই পারে। কিন্তু আমরা যা করি , তা হল--
একটা করে ক্যাপসুল খেতে থাকি।

🔰 এতে করে সাময়িক কিছুটা আরাম বোধ করলেও নিয়মিত খেয়েই যেতে হয়। কিছু দিন পর পর পাওয়ার বৃদ্ধি করতে হয়। এতে করে আমাদের পাকস্থলীর কার্যক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে।

🔰 তখন আমাদের হজম ক্রিয়া সাভাবিক ভাবে হয় না। তাই অল্পতেই পেট ফাঁপা , পেট ভরা, বদ হজম, ক্ষুধা মন্দা, পেট জালা-পড়া, আলসার ,আই বি এস, কোষ্ঠকাঠিন্য সহ নানা সমস্যা জটিল আকার ধারন করে । কোন ঔষধ তখন কাজ করে না।

🔰 এসকল সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের কে ফিরে যেতে হবে আল্লাহর তায়ালার সৃষ্টি প্রাকৃতিক গাছ গাছড়া বা ভেষজ ঔষধের দিকে। এর কোন বিকল্প নাই, ভেষজ ঔষধ এর ধর্ম হল- কোন ক্ষতি না করে একাধিক রোগের উপকার করা এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো ।

🔰 এরকম-ই একটা ভেষজ পাউডার হল আমাদের ''গ্যাস্ট্রো ক্লিয়ার'' । এই গ্যাস্ট্রো ক্লিয়ার পাউডার টা পেটের জন্য এতটাই উপকারী যে, মাত্র কয়েক দিন সেবনে পেটের মধ্যে আরামদায়ক অনুভূতির সৃষ্টি হয়ে যায়। উপরের কঠিন সমস্যাগুলো আল্লাহ রহমতে সমাধান হয়ে যায় ।

🔰 আমাদের অভিজ্ঞ ইউনানি চিকিৎসক, অনেক গুলো ভেষজের সমন্বয়ে এটিকে কার্যকরী ফর্মুলায় প্রস্তুত করে থাকেন।
এছাড়াও আরো পাবেন
১ এলার্জি বিনাশ,
২বাত সমাধান
৩পাইলস
৪অর্শ্ব
৫ও পলিপাসের চিকিৎসা সহ নারী পুরুষের গোপন রুগের সু চিকিৎসা দেওয়া হয়।

,যোগাযোগ আমি মুহাম্মাদ, আব্দুল আজিজ ইউসুফী, টাংগাইল।

🔰 মোবাইল নম্বর 01765462395 হুয়াটসাব

Medical & health

Address

Elenga, Kalihati
Tangail
1980

Website

Alerts

Be the first to know and let us send you an email when AT National Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram