27/12/2023
আস্ সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
প্রিয় দ্বীনি ভাই ও বোন, আপনাদের দ্বীনের অর্ধেক পূরণের লক্ষ্যে আমাদের এ ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের স্বাগতম। এ পেইজটিতে আপনারা আপনাদের বায়োডাটা পোস্ট করতে পারবেন ইনশাআল্লাহ।
তবে post approved হওয়ার শর্ত :
ছেলেদের ক্ষেত্রে -
১.পাঁচ ওয়াক্ত স্বলাত
২. টাখনোর উপরে কাপড়
৩. নজরের হেফাজত
মেয়েদের ক্ষেত্রে -
১. পাঁচ ওয়াক্ত স্বলাত
২. বোরখা, হিজাব, নিকাব পরিধান
৩. নজরের হেফাজত
পোস্ট করার কিছু নির্দেশনা :
১. আপনার পরিচয় (নাম গোপন রাখতে পারেন) শিক্ষাগত যোগ্যতা, আপনার ধার্মিকতা, পরিবারের ডিটেলস ইত্যাদি লিখবেন।
২. নিজের সম্পর্কে এমন ভাবে লিখার চেষ্টা করবেন যেন অন্য একজন আপনার দেয়া তথ্য পড়ে মুটামুটি একটা ধারণা পায়।
৩. তারপর আপনি কেমন পাত্রী /পাত্র আশা করেন তা লিখবেন।
৪. যোগাযোগের ক্ষেত্রে আপনার ইমেল এড্রেস দেয়ার চেষ্টা করুন।
** কোন বায়োডাটা আপনার পছন্দ হলে বিয়ের উদ্দেশ্য যোগাযোগ করুন। অযথা বোন বা ভাইকে নক দিয়ে বিরক্ত করবেন না।
** নন-মাহরামের কমেন্টে রিপ্লাই দিবেন না।
** সর্বপরি আল্লাহকে ভয় করুন।
আল্লাহ যেন আপনাদের উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেন।
জাযাকাল্লাহু খয়রান।