Organization for Afflicted People - / Oap/

Organization for Afflicted People - / Oap/ এই পেজের লক্ষ্য হল অসহায় মানুষের পাশে দাড়াঁনো

প্লিজ ঊনাদের সাথে কেউ খারাপ আচরণ করবেন না।পারলে একটু সাহায্য করবেন।ঊনারা মন থেকে আপনার জন্য দোআ করবেন।
19/05/2018

প্লিজ ঊনাদের সাথে কেউ খারাপ আচরণ করবেন না।পারলে একটু সাহায্য করবেন।ঊনারা মন থেকে আপনার জন্য দোআ করবেন।

12/02/2017

♥LOVE FOR ELAHI♥
মোঃ এলাহী সেখ,বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের(BUTEX) এর ৪৩ ব্যাচের ওয়েট প্রোসেসিং ডিপার্টমেন্ট এর মেধাবি ছাত্র।তার আইডি: WPE-056.তার স্থায়ী ঠিকানা: গ্রাম:পারকুরশাইল,পোস্ট:ঝালোডাঙ্গা,থানা & জেলা:বাগেরহাট।
বর্তমানে সে Urinary Tract Infections(UTI) নামক কিডনি জনিত জটিলতায় ভুগছে।সে যখন hsc পরীক্ষার্থী ছিলো ২০১৪ সালের আগোস্ট মাসের দিকে তখনই হঠাৎ শারীরিক সমস্যার কারনে সে খুলনা চিকিৎসার জন্য যায়।ডাক্তারের পরামর্শ মতে তার অবস্তা খুবই জটিল এবং অতি দ্রুত অপারেশনের মত দেন ডাক্তার।উপায় বেগতিক দেখে এলাহীর পরিবার অপারেশনের সিদ্ধান্ত নেয়।দরিদ্র অসহায় পরিবার একই ভাবে কয়েকবার ডাক্তারের দেওয়া অপারেশনের ভুল সিদ্ধান্ত গ্রহন করে।এভাবেই তার প্রথম বছর hsc পরিক্ষা দেওয়া সম্ভব হয়নি।পরের বছর সে পরিক্ষা দেয় এবং কৃতিত্বের সাথে জিপিয়ে ৫ পায়।কিন্তু শারীরিক অবস্থার বেগতিক পরিনতীতে সে বহু কষ্টে ভারতের CHRISTIAN MEDICAL COLLEGE,VELLORE-4 এ যায় চিকিৎসার আশায়।সেখানে চিকিৎসকবৃন্দ অপারেশন এর কথা বলেন।কিন্তু এই দীর্ঘ মেয়াদি চিকিৎসা চালাতে গেলে তার কোন বিশ্ববিদ্যালয় এ পরীক্ষা দেওয়া সম্ভব হত না।তাই তখন ভারতের কিছু ঔষধ এনে সে শারীরিক জটিলতা চাপাদেয়।ঐ পরিস্থিতিতে তীব্র শারীরিক অবনতিতেই সে বহু কষ্টে পড়ালেখা করে এবং পুনরায় কৃতিত্বের সাথে Bangladesh university of textiles এ মেধাক্রম ২১৮তে চান্স পায়।

বর্তমানে তার শারীরিক অবস্তার খুবই জটিল।তার বাবা নিজে অসুস্থ এবং তার বাবা আর ছোট ভাই মিলে একটি চা র দোকান চালান।এই তীব্র অর্থনৈতিক সংকটময় পরিস্থিতিতে তার এই চিকিৎসার ব্যায়ভার বহন করা অসম্ভব হয়ে দাড়িয়েছে।তার চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে প্রায় ৩ থেকে ৫ লক্ষ টাকা নূন্যতম প্রয়োজন।এই অবস্থায় আমরা সবাই করুন না অনুগ্রহ নয়,কিছুটা সাহায্য আর আগ্রহই তার জীবনে সুস্থ স্বাভাবিক করতে সাহায্য করবে।
আপনাদের একটু ভালবাসা আর সাহায্যেই পারে আবার হাসিমুখে ওকে ক্যাম্পাসে ফিরিয়ে আনতে।

27/01/2017
25/01/2017

OAPএর কয়েকটি উল্লেখযোগ্য কার্যক্রম:-
১)দরিদ্র ঋরে পড়া শিশু যারা দরিদ্রতার কারনে স্কুলে যাচ্ছে না,তাদের স্কুলে যাওয়া নিশ্চিত করা।প্রয়োজনে নিজেরা গিয়ে তাদের পড়ানো।এমনকি অর্থ দিয়ে,পরামর্শ দিয়ে তাদের সাহায্য করা।
২)যে সকল ছেলেমেয়ে ভর্তি ফি এর জন্য স্কুল,কলেজ বা ভার্সিটিতে ভর্তি হতে পারছে না,পরীক্ষার ফি দিতে পারছে না,তাদেরকে যতটুকু সম্ভব সাহায্য করা।
৩)নারী ও শিশু নির্যাতন রোধ করা।যেখানেই নারী ও শিশু নির্যাতন করা হবে,সেখানেই তার প্রতিবাদ করা।অত্যাচারিতের বিরুদ্ধে রুখে দাড়ানো।
৪)শিশু শ্রম বন্ধ করা।কোথাও কোন শিশু শ্রমিক দেখলে তার পরিবার এর সাথে দেখা করা।তাদেরকে এর কুফল সম্পর্কে বুঝানো।যেভাবেই হোক তাদেরকে স্কুল মুখী করা।
৫) বাল্যবিবাহ রোধ করা।এর বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলা।এর কুফল সম্পর্কে সবাইকে জানানো।
[একদিন নির্যাতিত মানুষগুলোর মুখে হাসি ফুটাবোই,,,ইনশাল্লাহ]

25/01/2017

অরগানাইজেশনটির লক্ষ্য:
অসহায়,অত্যাচারিত,নির্যাতিত,অবহেলিত ও বন্ঞ্চিত মানুষদের পাশে থেকে তাদেরকে সর্ব প্রকার সাহায্য সহযোগিতা করা।এসব মানুষদের পাশে থেকে তাদের নায্য অধিকার আদায়ে কাজ করা।অত্যাচারীদের বিরুদ্ধে রুখে দাড়ানো।এই মানুষগলোর মৌলিক অধিকার নিশ্চিত করা।প্রতিষ্ঠানটিকে এমনভাবে গড়ে তোলা যেন এই মানুষগুলো তাদের অধিকার আদায়ে,বিভিন্ন সমস্যা সমাধানে,প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় বিনা-দ্বীধায় আমাদের কাছে আসতে পারে এবং আমাদের কাছে বলতে পারে তাদের সমস্ত দুঃখ-দূর্দশার কথা।আর তাদের এই দুঃখ-দূর্দশা দূর করায় হবে আমাদের মূল লক্ষ্য।।।

25/01/2017

OAP

Address

Sontos, Tangail
Tangail

Telephone

01776963182

Website

Alerts

Be the first to know and let us send you an email when Organization for Afflicted People - / Oap/ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Organization for Afflicted People - / Oap/:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram