Health Care Medicine 2

Health Care Medicine 2 এই পেইজ থেকে সবাইকে স্বাগতম।
বিভিন্ন ঔষধের টিপস্ পেতে পেইজটি ফলো করুন। নিচের 👇 Watch Now ক্লিক করুন।

30/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! শেষ অধ্যায়, Sohaib Hossain, Saykat Rahman

‎অতিরিক্ত হস্তমৈথুন বা সহবাসের ক্ষতিকর‎অতিরিক্ত হস্তমৈথুন বা সহবাস বিভিন্ন সমস্যাগুলো হলো:‎★লিঙ্গ নিস্তেজ হয়‎★বীর্য পাতল...
28/04/2025

‎অতিরিক্ত হস্তমৈথুন বা সহবাসের ক্ষতিকর
‎অতিরিক্ত হস্তমৈথুন বা সহবাস বিভিন্ন সমস্যাগুলো হলো:
‎★লিঙ্গ নিস্তেজ হয়
‎★বীর্য পাতলা হয়
‎★শুক্রাণু কমে যায়
‎★বীর্য গাঢ় হতে পারে না তাড়াতাড়ি
‎★গোড়া চিকন আগা মোটা, আগা চিকন গোড়া মোটা হয়
‎★দ্রুত বীর্যপাত হয়
‎★প্রস্রাবের সাথে ধাতুক্ষয় হয়
‎★প্রস্রাবের জ্বালাপোড়া করে
‎★লিঙ্গে শিরশির বা ব্যথা হয়
‎★১ মিনিটেই বীর্যপাত হয়
‎★রগ ফোলে যায়
‎★একবার বীর্য আউট করলে প্রায় ৪২ মিলিয়ন শুক্রাণু বের হয়, যদি কোনো ব্যক্তির ২০ কোটির নিচে শুক্রাণু থাকে সে ব্যক্তি সন্তান জন্ম দিতে পারে না।
‎★মাথা ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়
‎★হাড়ক্ষয় হতে থাকে
‎★ক্যালসিয়াম ও ভিটামিন অভাব দেখা যায়
‎★হার্টের দূর্বলতা থাকলে হার্ট এটাক করে
‎★শরীর দূর্বলতা হয়
‎★চুল পড়া উপসর্গ দেখা যায়
‎★মন মানসিকতা ভালো থাকে না
‎★ঘুম হয় না
‎★চেহেরা বা ফেইস ত্বক নষ্ট করে
‎★হাঁপানি সমস্যা দেখায়
‎★চোখের দৃষ্টি হ্রাস পায়
‎★শ্রাবণ শক্তি হ্রাস পায়
‎★স্বাস্থ্য শুকিয়ে যায়
‎★মানসিক সমস্যা
‎★লিঙ্গের চামড়া ছিলে যায়
‎★চুলকানি হয়
‎★হেটে যাইতেই পাতলা বীর্য বের হয়।

‎আর স্বাভাবিক হস্তমৈথুন বা সহবাস উপকারঃ
‎★ ক্যান্সার থেকে মুক্তি পাবেন
‎★মন মানসিকতা ভালো থাকে
‎★ঘুম ভালো হয়
‎★লিঙ্গে ব্যথা হয় না
‎★স্বাস্থ্য ঠিক থাকে
‎★চেহেরা বা সৌন্দর্য ঠিক থাকে
‎★শরীরে সমস্যা হয় না
‎মোট কথা সমস্যার বিপরীত কাজ করে তাই অতিরিক্ত নয় পরিমাণ মত করেন।
‎বিভিন্ন ঔষুধের টিপস্ পেতে
‎ এই ইংলিশ লেখাটি যেমন আছে ঠিক তেমনি করে লেখুন বা কপি করুন তারপর ইউটিউবে পেস্ট করে সার্চ করুন।
‎তারপর সাবস্ক্রাইব করুন।

স্ট্রো'ক প্রতিরোধ সম্ভব! সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম আর জীবনধারার ছোট ছোট পরিবর্তনই পারে আপনাকে বড় বিপদ থেকে রক্...
28/04/2025

স্ট্রো'ক প্রতিরোধ সম্ভব! সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম আর জীবনধারার ছোট ছোট পরিবর্তনই পারে আপনাকে বড় বিপদ থেকে রক্ষা করতে। আজ থেকেই শুরু হোক সচেতনতা!

Syp. Safi 450ml‎1+1+1...১ মাস‎পরের মাসে‎1+0+1...১ মাস খাবেন।‎Cap. Doxin 100mg‎1+0+1...১ মাস খাবেন‎Eromycin Lotion 3% w/v...
26/04/2025

Syp. Safi 450ml
‎1+1+1...১ মাস
‎পরের মাসে
‎1+0+1...১ মাস খাবেন।
‎Cap. Doxin 100mg
‎1+0+1...১ মাস খাবেন
‎Eromycin Lotion 3% w/v
‎1+0+1...২ মাস আক্রান্ত স্থানে ব্যবহার করুন।

‎কুসুম কুসুম গরম পানি দিয়ে মুখ মন্ডল ধুবেন এবং সেভলন সাবান অথবা ডেটল সাবান দিয়ে মুখমন্ডল পরিষ্কার করবেন,,,তারপরে ভালো করে মুখ মন্ডল মুছে নিবেন, সকালে একবার মালিশ করবে এবং রাতে এক বার পরিমাণ মত লোশনটি মালিশ করবেন আক্রান্ত স্থানে,,,

‎⚠️সতর্ক🚫

‎১. 📵 অতিরিক্ত ফোন চালানো যাবে না।
‎২. অতিরিক্ত রাত জাগা যাবে না।
‎৩. 🚭 ধুমপান করা বা কোনো নেশা করা যাবেনা।
‎৪. মুখে চিমটাচিমটি করা যাবে না।
‎৫. অতিরিক্ত তাপমাত্রায় যাওয়া যাবে না।
‎৬. হস্তমৈথুন করবেন না।
‎৭. মুখে বার বার হাতাহাতি করা থেকে বিরত থাকুন।
‎৭. সকাল ও রাতে ডেটল সাবান বা সেভলন সাবান দিয়ে মুখ ধুঁবেন।
‎ Health Care Medicine 2 #যৌন_চিকিৎসা #যৌন #ভায়াগ্রা #নায়াগ্রা #নোরিক্স #ট্যাবলেট #ক্যাপসুল #ঔষধ #ক্রিম #জেলি #অয়েন্টমেন্ট #মলম

আযল কি? এটি  কিভাবে করে?আযল হল সহবাসের সময় জন্মনিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি, যেখানে পুরুষ যৌন মিলনের সময় বীর্যপাতের আগে...
26/04/2025

আযল কি? এটি কিভাবে করে?
আযল হল সহবাসের সময় জন্মনিয়ন্ত্রণ করার একটি পদ্ধতি, যেখানে পুরুষ যৌন মিলনের সময় বীর্যপাতের আগে মহিলার যোনি থেকে তার লিঙ্গ বের করে নেয় এবং যোনির বাইরে বীর্যপাত ঘটায়। এই গর্ভনিরোধক পদ্ধতিটি কমপক্ষে দুই হাজার বছর ধরে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে।
Health Care Medicine 2
#স্বাস্থ #যৌন #যৌন #যৌন_চিকিৎসা

৭৫ বছর বয়সী চীনা ডাক্তার তার গোপন রহস্য উন্মোচন করলেন! এভাবেই তিনি তরুণ ও সুস্থ থাকেন!‎উপকরণ:‎১টি শসা‎১টি লেবু‎১ কাপ পান...
25/04/2025

৭৫ বছর বয়সী চীনা ডাক্তার তার গোপন রহস্য উন্মোচন করলেন! এভাবেই তিনি তরুণ ও সুস্থ থাকেন!
‎উপকরণ:
‎১টি শসা
‎১টি লেবু
‎১ কাপ পানি
‎প্রণালী:
‎শসা ও লেবু ভালোভাবে ধুয়ে শসা ছোট ছোট টুকরো এবং লেবু স্লাইস করে কাটুন।
‎একটি জারে শসা ও লেবুর টুকরোগুলো যোগ করুন।
‎১ কাপ পানি ঢালুন এবং কিছু সময় রেখে দিন যাতে স্বাদ ভালোভাবে মিশে যায়।
‎ঠান্ডা অবস্থায় পরিবেশন করুন।
‎স্বাস্থ্য উপকারিতা:
‎এটি শরীরকে হাইড্রেটেড রাখে, ত্বক উজ্জ্বল করে এবং শরীরের টক্সিন বের করে। শসার মধ্যে প্রচুর পরিমাণে পানি থাকে যা শরীরকে ঠান্ডা রাখে, এবং লেবু ভিটামিন C-তে পূর্ণ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
Health Care Medicine 2









23/04/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! মোনেম হোসেন শুভ, SaiFul IsLam, Tahasin Khan, Md Sobur Khan, সা ঈ ম

‎চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল কিভাবে হয় এবং ঘরোয়া পদ্ধতি সমস্যা সমাধান। ‎★ঘুমের ঘাটতি বা অনিয়মিত ঘুম‎★অ্যালার্জি...
20/04/2025

‎চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল কিভাবে হয় এবং ঘরোয়া পদ্ধতি সমস্যা সমাধান।
‎★ঘুমের ঘাটতি বা অনিয়মিত ঘুম
‎★অ্যালার্জি
‎★অতিরিক্ত মেলানিন উৎপাদন ★হাইপারপিগমেন্টেশন
‎★চোখের আশেপাশে চর্বির পরিমাণ কমে যাওয়া
‎★পাতলা ত্বক
‎★আয়রনের ঘাটতির কারণে অ্যানিমিয়া
‎অতিরিক্ত রোদে থাকা
‎*চোখ বারবার ঘষা
‎★ধূমপান
‎★থাইরয়েডের সমস্যা
‎★পানিশূন্যতা
‎★চর্মরোগ (ডার্মাটাইটিস)
‎★গ্লকোমার জন্য ব্যবহৃত কিছু আইড্রপ যেমন বিম্যাটোপ্রোস্ট ও লাটানোপ্রোস্ট

‎চোখের নিচের কালো দাগ যখন ঝুঁকির কারণ: চিকিৎসকদের মতে, চোখের নিচে কালো দাগের পেছনে কিছু নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ কারণ রয়েছে, যেগুলো আপনার জিনগত গঠন, বয়স বা বর্ণভেদে প্রভাব ফেলতে পারে। নিচে এসব ঝুঁকির বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হলো:

‎🪴বর্ণগত প্রভাব: গাঢ় ত্বকের অধিকারী ব্যক্তিদের মধ্যে চোখের নিচে কালো দাগ দেখা যাওয়ার প্রবণতা তুলনামূলকভাবে বেশি। এর প্রধান কারণ হলো পিগমেন্টেশন বা মেলানিনের পার্থক্য। গাঢ় ত্বকে মেলানিন নামক রঞ্জকের পরিমাণ বেশি থাকে, যা চোখের নিচে অতিরিক্ত পিগমেন্ট জমে কালচে দাগ সৃষ্টি করতে পারে। এছাড়া চোখের নিচের ত্বকে সামান্য জ্বালা বা ঘর্ষণও এই পিগমেন্টেশন বাড়িয়ে দিতে পারে, ফলে দাগ আরও দৃশ্যমান হয়ে ওঠে। এ কারণে অনেকের চোখের নিচে কালো দাগ থাকলেও তারা শারীরিকভাবে সুস্থ থাকেন, এটি শুধুই তাদের ত্বকের গঠন ও রঙের বৈশিষ্ট্য।

‎🪴বয়সজনিত পরিবর্তন: বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বকে স্বাভাবিকভাবেই কিছু পরিবর্তন আসে। চোখের নিচের অংশে এসব পরিবর্তনের প্রভাব বেশি পড়ে, যেমন:
‎🪴চর্বির স্তর কমে যাওয়া: বয়স বাড়লে চোখের নিচে থাকা প্রাকৃতিক চর্বির স্তর হ্রাস পায়, ফলে ওই জায়গাটি ফাঁপা ও কালচে দেখায়।

‎🪴ত্বকের পাতলা হয়ে যাওয়া: বয়সের সঙ্গে ত্বক তার স্থিতিস্থাপকতা ও পুরুত্ব হারায়। পাতলা ত্বকের নিচের রক্তনালিগুলো সহজেই দৃশ্যমান হয়, যার ফলে চোখের নিচে গাঢ় ছায়া বা কালো দাগ দেখা দেয়।

‎🪴টিয়ার ট্রাফ: চোখের নিচে একটি স্বাভাবিক গর্ত বা খাঁজ তৈরি হয়, যাকে টিয়ার ট্রাফ বলা হয়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই খাঁজ আরও গভীর হয় এবং দাগের মতো দেখায়। এটি বয়সজনিত পরিবর্তনের একটি স্বাভাবিক লক্ষণ, তবে অনেক সময় এটি ক্লান্তি বা অসুস্থতার ইঙ্গিত হিসেবে ভুল ব্যাখ্যা করা হয়।

‎🪴জিনগত কারণ: চোখের নিচে কালো দাগ অনেক ক্ষেত্রেই বংশগত। অর্থাৎ, যদি পরিবারের অন্য সদস্যদেরও একই ধরনের দাগ থাকে, তাহলে সেটা আপনার মধ্যেও প্রকাশ পেতে পারে। জিনগতভাবে যারা চোখের নিচে পাতলা ত্বক, অল্প বয়সে টিয়ার ট্রাফ বা অতিরিক্ত পিগমেন্টেশন বহন করেন, তাদের এই সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জিনগত কালো দাগ সাধারণত দূর করা কঠিন, তবে চিকিৎসা বা প্রসাধনীর মাধ্যমে কিছুটা হালকা করা সম্ভব।

‎ব্যবহৃত কালো বা সবুজ চায়ের ব্যাগ ঠান্ডা করে চোখে রাখলে রক্ত সঞ্চালন বাড়ে ও দাগ হালকা হয়।

‎ঘরোয়া প্রতিকারের উপায়: চোখের নিচের দাগ কমাতে কিছু ঘরোয়া উপায় রয়েছে যেগুলো অনেক সময় কার্যকর হতে পারে:

‎পর্যাপ্ত ঘুম: প্রতিরাতে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। অতিরিক্ত একটি বালিশ ব্যবহার করে মাথা একটু উঁচু করে শুলে চোখ ফোলাভাব ও দাগ কমতে পারে।

‎ শসা: শসার টুকরো চোখে দিয়ে রাখলে ক্লান্ত চোখ আরাম পায় ও ফোলাভাব কমে।

‎টি ব্যাগ: ব্যবহৃত কালো বা সবুজ চায়ের ব্যাগ ঠান্ডা করে চোখে রাখলে রক্ত সঞ্চালন বাড়ে ও দাগ হালকা হয়।

‎ ম্যাসাজ বা ফেসিয়াল: চোখের চারপাশে হালকা ম্যাসাজ করলে রক্ত চলাচল ভালো হয়।

‎ ঠান্ডা কমপ্রেস: ঠান্ডা পানি বা বরফপট্টি চোখে রাখলে ফোলাভাব ও দাগ কমে।

‎অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত ক্রিম: ভিটামিন সি এবং ই সমৃদ্ধ ক্রিম ব্যবহার করা যেতে পারে।

‎চোখের নিচে কালো দাগ যেকোনো বয়সের বা বর্ণের মানুষেরই হতে পারে। কখনো তা শারীরিক অসুস্থতার ইঙ্গিত দেয়, আবার কখনো এটি নিছক জিনগত বা বয়সজনিত বিষয়। জীবনযাত্রায় সামান্য পরিবর্তন, ঘরোয়া যত্ন এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শে আপনি সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষানিরীক্ষা করে চোখ কালো হওয়ার পেছনের কারণ জেনে সমাধানের উপায় জানাবেন।

Health Care Medicine 2

28/03/2025

যারা ঈদে বাড়ীতে যাবেন,,বাস দিয়ে বা অন্যান্য গাড়ি দিয়ে,,যাদের বমি আসে তার (জয়ট্রিপ ট্যাবলেট) খেয়ে নিবেন বমি আসবে না।

27/03/2025

Big shout out to my newest top fans! Nusrat Jannat

27/03/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! MD Ashadul, আকাশ মেঘলা

19/03/2025

Cap. Androcap 400mg
কাজ কি জানেন?
‎এ‌ন্ড্রোক্যাপ ক‌্যাপসুল বা টেস্ট‌স্টেরণ ক‌্যাপসুল অ‌নেক সময় ব‌লে থা‌কি। এ‌ন্ড্রোক্যাপ ট্যাব‌লেট খে‌লে শ‌রি‌রে টেস্টা‌স্টেরণ স‌ক্রিয় পদার্থ আপনার দেহ বৃ‌দ্ধি পা‌বে। টে‌স্টো‌স্টেরণ হ‌লো প্রা‌কৃ‌তিক পুরুষ হর‌মোন, পুরু‌ষের যৌন অঙ্গ‌রিল স্বাভাবিক বৃ‌দ্ধি , বিকাশ এবং কার্যকা‌রিতা এবং পুরু‌ষের যৌন ‌বৈ‌শি‌ষ্ঠের প্রয়োজন। যা‌দের শ‌রি‌রে পর্যাপ্ত প‌রিমাণ টে‌স্টে‌স্টেরণ হরমোন উৎপাদন ক‌র‌তে সক্ষম নয় তারা এ‌ন্ড্রোক্যাপ ক‌্যাপসুল খে‌তে পা‌রেন। এই ঔষধটি ত্ব‌কের মাধ‌্যমে শো‌‌‌ষিত হয় , আপনার রক্ত প্রবা‌হে প্রবেশ ক‌রে এবং আপনার শ‌রি‌রে স্বাভা‌বিক স্ত‌রে পৌছা‌তে সাহায‌্য ক‌রে। যার ফ‌লে পুরু‌ষের যে‌ৗন ক্ষমতা বৃ‌দ্ধি পায়।

‎পুরু‌ষের এ‌‌‌ন্ড্রোক্যাপ ক‌্যাপসুল খে‌লে আপনার বীর্য বৃ‌দ্ধি পা‌বে , এবং বীয গাঁঢ় হ‌‌বে, পাতলা বীর্য ঘন হ‌‌বে, শুধু তাই নয় সকল যৌন ক্ষমতা বৃ‌দ্ধি পা‌বে। আপনাক‌ে স‌ত্যিকা‌রে পুরুষত্ববান করতে সাহায্য কর‌বে।

‎খাওয়ার নিয়ম:
‎নিয়‌মিত এক‌টি ক‌রে ক‌্যাপসুল রা‌তে ঘুমাবার সময় মু‌খে দি‌য়ে চি‌বি‌য়ে খা‌বেন। এক মাস খান দ্রুত ফল পা‌‌‌বেন ইনশাআল্লাহ।

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when Health Care Medicine 2 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share