DR. ZAHIRUL ISLAM ZAHIR

DR. ZAHIRUL ISLAM ZAHIR Homeopathic treatment is the best treatment in the world.

রঙের পরিবর্তন আর রূপের পরিবর্তন দু’ই রঙজালা । প্রকৃত আর থাকে না । অন্যেরা বিভ্রান্ত হয় । নীতি’র নিজস্ব বৈশিষ্ট্য যার কাছ...
17/07/2025

রঙের পরিবর্তন আর রূপের পরিবর্তন দু’ই রঙজালা । প্রকৃত আর থাকে না । অন্যেরা বিভ্রান্ত হয় । নীতি’র নিজস্ব বৈশিষ্ট্য যার কাছে যেমন । ভালো’র কাছে ভালো আর মন্দে’র কাছে মন্দই ভালো । এজন্য দু’য়ের চিন্তা ধারা মত পার্থক্য সবই আলাদা আলাদা ।

তবে যদি কারো রঙ ধরতে পারেন তাহলেই তো তাহলে ।

স্বপ্ন অন্ধকারের কারিগরের হাতে যদি আপনার ভবিষ্যত থাকে,  তাহলে  স্বপ্ন দেখা বারণ।
09/07/2025

স্বপ্ন অন্ধকারের কারিগরের হাতে যদি আপনার ভবিষ্যত থাকে, তাহলে স্বপ্ন দেখা বারণ।

জীবনকে যত সহজ ভাবে নিবেন ততই সাদাসিধে হবে । জটিল ভাবে নিলেই জড়িয়ে পড়বেন বিভিন্ন প্যারায়-ঝামেলায় এবং জটিলতায় । মনে চলে আস...
30/06/2025

জীবনকে যত সহজ ভাবে নিবেন ততই সাদাসিধে হবে । জটিল ভাবে নিলেই জড়িয়ে পড়বেন বিভিন্ন প্যারায়-ঝামেলায় এবং জটিলতায় । মনে চলে আসবে অস্থিরতা এবং অশান্তি । মানব জীবনে ঝামেলা থাকবে না, তা কি হয় ? কেউ কেউ ঝামেলা করবে, কেউ কেউ প্যারা দিবে, কেউ কেউ সময়টাকে জটিল করে তুলবে - এইটাই তো স্বাভাবিক । কেউ কেউ বিশ্বাসঘাতকতা করবে, কেউ কেউ ব্যথা দিবে এইটাই তো স্বাভাবিক ।

পাশে থাকলেই, কাছে থাকলেই, রক্তের সম্পর্ক থাকলেই আপন হবে, ভাবেন কিভাবে ।

কেউ কেউ ভবিষ্যৎ ধ্বংসের পায়তারা করবে, কেউ নিন্ম শ্রেণীতে অর্ন্তভূক্ত করবে এটাও স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে ।

কেউ কেউ বন্ধু হয়েও বেঈমানী করবে, কেউ বা ভালোবাসার অভিনয় করে সাইজ করার চিন্তা করে ।

কর্ম পরিকল্পনায় ধরেই রাখুন মানসিক কষ্ট ও চাপ। তাহলে যে কোনো ব্যাপারেই আর বিচলিত হবেন না। সময়টাকে অনেক সহজ মনে হবে।

ডা. জহির

শিক্ষা, যতটুকু হয় ততটুকুই যেন সুশিক্ষা হয় । একাডিমিক বড় ডিগ্রী আছে, চাকুরীতে বড় পদ-পদবী আছে কিন্তু মনুষ্যত্ববোধ নেই তাহল...
28/06/2025

শিক্ষা, যতটুকু হয় ততটুকুই যেন সুশিক্ষা হয় । একাডিমিক বড় ডিগ্রী আছে, চাকুরীতে বড় পদ-পদবী আছে কিন্তু মনুষ্যত্ববোধ নেই তাহলে কি লাভ ? মুখে নীতির কথা, বাস্তবে উল্টো । চারিত্রিক বৈশিষ্ট্যের রূপান্তরিতরা এতো বেশী ক্ষতিকর এবং ভয়ংকর হাসতে হাসতে অন্যের ভবিষ্যৎ ধ্বংস করে দিতে পারে । নিজের দোষত্রুটিতে তারা অন্ধ । হালাল-হারামের কথা বলে অথচ নিজেই হালাল-হারাম মানে না । আজব এক ম্যাজিক- মুখে মিষ্টি ভাষা, অন্তরটা বিষে ভরা ।

প্রকৃত শিক্ষিত জন, মানব মনের বসবাস তাহার অন্তরে ।

কেমন যেন ! কি ?যদি কেউ নষ্টের প্রশংসা করে তাহলে বুঝতে হবে সে নষ্ট হয়ে গিয়েছে । ভালো-মন্দ মিলিয়েই মানুষের সহজাত বৈশিষ্ট্য...
14/06/2025

কেমন যেন ! কি ?

যদি কেউ নষ্টের প্রশংসা করে তাহলে বুঝতে হবে সে নষ্ট হয়ে গিয়েছে । ভালো-মন্দ মিলিয়েই মানুষের সহজাত বৈশিষ্ট্য । সমাজে যে, যে অবস্থানেই বা পদ-পদবীতে থাকুক না কেন ভালোকে ভালো আর মন্দকে মন্দ বিবেচনা করা নৈতিক দায়িত্ব। যদি তা না করে, কোন কিছূ বিবেচনা না করে উল্টো নষ্টের পক্ষপাতিত্ত্ব নিয়ে কথা বলে, নষ্টের প্রশংসা করে তাহলে বুঝতে হবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নৈতিক দিক থেকে নষ্ট হয়েছে ।

নষ্টের কাছে ভালোরাও দুষ্টচক্র ।

-------- ডা: জহির।
১৫.০৬.২০২৫

জীবনে আফসোস করতে নেই। তবে যারা -রিজিক নষ্ট করে, সন্মানে আঘাত করে,  ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, ক্ষতি করে  এবং ভবিষ্যত...
13/06/2025

জীবনে আফসোস করতে নেই।
তবে যারা -
রিজিক নষ্ট করে, সন্মানে আঘাত করে, ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, ক্ষতি করে এবং ভবিষ্যত সময়টাকে অন্ধকার করে দেয় তাকে ক্ষমা করতে নেই।

-------ডা: জহির

প্রিয়,সুধী / শুভাকাঙ্খী-“ ঈদমোবারক “ DR. MD. ZAHIRUL ISLAM (ZAHIR) BHMS (Dhaka University) Homeo Consultant & Writer Mob...
06/06/2025

প্রিয়,
সুধী / শুভাকাঙ্খী-

“ ঈদ
মোবারক “

DR. MD. ZAHIRUL ISLAM (ZAHIR)
BHMS (Dhaka University)
Homeo Consultant & Writer
Mobail : 01913-020333

আপনি যার, সে কি আপনার ?সেলুকাসের নয়-ছয়;পর্ব – ১৪০ ।উপকার করলেই যে আপনি তাকে পাশে পাবেন, আপনার আপন হবে ভাবেন কিভাবে ? স্ব...
30/05/2025

আপনি যার, সে কি আপনার ?
সেলুকাসের নয়-ছয়;
পর্ব – ১৪০ ।

উপকার করলেই যে আপনি তাকে পাশে পাবেন, আপনার আপন হবে ভাবেন কিভাবে ? স্বার্থ যেখানে জড়িত সেখানে কৃতজ্ঞাতাবোধ গৌণ । আপনি, আপনার যাকে যত বেশী সুবিধা দিবেন তিনি তত সুবিধা নিতে অভ্যস্ত হয়ে পড়বে । সুবিধা দেওয়া বন্ধ করুণ – দেখুন না চমক । আপন যে, সে আপনই; নি:স্বার্থভাবেই সে আপন ।

একজন মানুষ আক্রান্ত হয়-
--- শয়তান দ্বারা
--- রাজনৈতিক গোত্র দ্বারা
--- দুষ্ট চক্র বা দুষ্ট লোক দ্বারা
--- সম্পর্কে আত্মীয়-আপনজন কিন্তু আপন না এমন লোক দ্বারা
--- একান্ত কাছের কিন্তু কাছের না (বিশ্বাসঘাতক) দ্বারা
--- স্বার্থবাদী দ্বারা ।

চলার পথে এমনও জন আছে, যে অন্যের বৈশিষ্ট্যে চলমান । এ বৈশিষ্ট্যের জন আরো ভয়ংকর । যখন যেখানে “ও” তখন সেখানে, এ ধরনের বৈশিষ্ট্যের লোক নিয়ে বিপদ এবং বিপত্তি দু’ই ঘটে ।

পৃথিবীতে আপনজন চেনা খুব কষ্ট । যাকে আপন ভাবা হয়, সে আপন না । যে আপন সে কখনো বলে না, সে আপন ।

(লেখক কর্তৃক সংরক্ষিত; কারো চরিত্রের সাথে মিললে লেখক দায়ী নয় ।)

----- ডা: জহির
৩০/০৫/২০২৫খ্রী.

অন্ধের চাঁদ------ ডা: জহির ।চেহারা মিষ্টি হোক আর কর্কশ হোকঅন্যায়কারী তো অন্যায়কারী অন্যের হক মেরেঅন্যকে ন্যায্য পাওনা থে...
26/05/2025

অন্ধের চাঁদ
------ ডা: জহির ।

চেহারা মিষ্টি হোক আর কর্কশ হোক
অন্যায়কারী তো অন্যায়কারী
অন্যের হক মেরে
অন্যকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে
উপরে উপরে ন্যায়-নীতির কথা বলে
অন্তরে যদি থাকে অনিয়ম আর দূর্নীতি
সে তো অন্যায়কারী ।

অন্যায়কারীকে-
যিনি প্রশ্রয় দেন
যিনি সাপোর্ট দেন
যিনি সাফাই গান
যিনি পক্ষ নেন
পক্ষে কথা বলেন
তিনিও তো অন্যায়কারী ।

হোক সে-
মাতব্বর মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী
ডিসি এসপি অফিসার কর্মকর্তা
অন্যায়কারীর পক্ষে গেলে
অন্যায়কারীকে প্রশ্রয় দিলে
সে অন্যায়কারী ।

হোক সে-
সমাজের গুণীজন-সুধীজন
থাকুক সমাজের সকল স্তরে যাতায়াত
মানুক তাকে সর্বস্তরের জনগণ
অন্যায়কারীর পক্ষে গেলে
সে অন্যায়কারী ।

উদ্দেশ্য যদি অসৎ হয়
ভাব যতই হোক সৎ
লাভ তাতে কি ?
চেয়ারের দাপটে
অর্থের গরমে
সাময়িক হতে পারো সাধু তুমি
তুমি ঘৃণিত
তুমি যে অন্যায়কারী ।

ন্যায়ের পথে যারা
অসাধারণ তারা
নাই বা থাকুক ভাব-সাব
নাই বা থাকুক চেয়ারের দাপট
নাই বা থাকুক অর্থের গরম
যত বাধা আসুক না কেন
দেরীতে হলেও
আছে তার সত্য জয়ের
রক্তিম সূর্যোদয় ।

২৬.০৫.২০২৫খ্রী.

নিন্দুকের কথা শুনে, সন্দেহের বর্শবর্তী হয়ে কারো ক্ষতি করবেন না । আপনার দেখার এবং বোঝার দৃষ্টিও  ভুল হতে পারে । আগে ভালোভ...
23/05/2025

নিন্দুকের কথা শুনে, সন্দেহের বর্শবর্তী হয়ে কারো ক্ষতি করবেন না । আপনার দেখার এবং বোঝার দৃষ্টিও ভুল হতে পারে । আগে ভালোভাবে জানুন বুঝুন তারপর না হয় দোষ দিন, পদক্ষেপ গ্রহন করুণ ।

সহজ-সরল-নিরপেক্ষ মানুষ কোন জটিলতা-কুটিলতা-কৌশল বুঝে না।
ন্যায়-অন্যায় কিছুটা বুঝে, ন্যায়ের পক্ষে সমর্থন করে । প্রতি হিংসা পরায়ন নয়, ।

বর্তমান সময়টা কে কার কোন দিক দিয়ে ক্ষতি করে, কে কাকে সন্দেহ করে বোঝা মুশকিল ।

নিন্দুকের কথায়, সন্দেহের বশবর্তী হয়ে নিরপরাধ কারো ক্ষতি করবেন না।

----- ডা: জহির
২৩/০৫/২০২৫খ্রী.

দপ্তর; প্রশংসা মানুষের কর্মে ।------  ডা: জহির ।সাধারণ জনগণের জন্য দপ্তর আর দপ্তরের জন্য নিয়োগকৃত অফিসার/কর্মকর্তা । অর্...
22/05/2025

দপ্তর; প্রশংসা মানুষের কর্মে ।
------ ডা: জহির ।

সাধারণ জনগণের জন্য দপ্তর আর দপ্তরের জন্য নিয়োগকৃত অফিসার/কর্মকর্তা । অর্থাৎ আপনার জন্য দপ্তর হলেও অফিসারের উপর নির্ভর করছে আপনার কাজের অগ্রগতি ।
অফিসার যদি আপনাকে প্রজা মনে করে, আপনাকে গুরুত্ব না দেয় মানসিক কষ্ট পাওয়া ছাড়া আপনার কিছুই করার নেই । যদি উপরে আপনার আরেক অফিসার থাকে তাহলে রেফারেন্স কিছুটা কাজ হলেও তা যথেষ্ট নয় ।

তবে অফিসার যদি ন্যায় বিচারক, বিচক্ষণ, ভালো মনের, আত্মনিবেদিত, একনিষ্ঠ, মানবিক হয় তাহলে কিছুই লাগে না, এমনিতেই আপনি সুফল পাবেন ।

আর অফিসার যদি অন্যের দ্বারা প্রভাবিত হয়, পক্ষপাত্ত্বিতের হয়, অন্যায়ের পক্ষেই জোড়ালো ভূমিকা পালন করে তাহলে বুঝবেন অভিশপ্ত সময় পার করছেন যদিও কারো করো অভিশপ্ত সময়ের পথ অনেক দীর্ঘ হয় ।

সুফল যখন আসে তখন সবাই ভোগ করে আর দু:সময় নির্দিষ্ট কয়েক জনের প্রাপ্যতা ।

অর্থাৎ আপনার জন্য দপ্তর হলেও সব সময়ই দপ্তর আপনার জন্য না ।

২২/০৫/২০২৫ খ্রী.

ছুটছি সারাবেলা ------ ডা: জহির ছুটছি সারাবেলা দিগন্তের ঐপাশেসন্ধ্যা ঘনিয়ে এলো সূর্য উদয় হবে কখন। কে কার পিছনে লেগেছে সঙ্...
19/05/2025

ছুটছি সারাবেলা
------ ডা: জহির

ছুটছি সারাবেলা
দিগন্তের ঐপাশে
সন্ধ্যা ঘনিয়ে এলো
সূর্য উদয় হবে কখন।

কে কার পিছনে লেগেছে
সঙ্গাহীন ন্যায়নীতি
বৈশিষ্ট্য বুঝতে বাকী
তোমার গোল্লা ছুটে।

কথা আর কাজ মিলে না তো আজ
ওকূলেও ছিলে তুমি, একূলেও তুমি
আমার কূল কোথায়?
আনমনা দৃষ্টিতে ছুটছি সারাবেলা।

২০/০৫/২০২৫ খ্রি.

Address

Tangail

Alerts

Be the first to know and let us send you an email when DR. ZAHIRUL ISLAM ZAHIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR. ZAHIRUL ISLAM ZAHIR:

Share

Category