02/10/2025
চেহারা দেখে বা গায়ের রঙ দিয়ে মানুষকে বিচার বিবেচনা করা বা ধারণা নেওয়া ঠিক না । দেখতে হবে তার সুন্দর কার্যক্রম, স্বচ্ছ চিন্তা, বিবেক-বিবেচনা সম্পন্ন, আচার-আচরণ, মনুষ্যত্ব, অন্যের জন্য উপকারী না হোক ক্ষতিকারক না ।
কথার সাথে কাজের মিল না থাকলে, দ্বন্ধের সৃষ্টি কারক হলে, ক্ষতিকারক হলে, দূর্নীতিবাজ হলে, মিথ্যা কথা বললে চেহারা যত সুন্দর’ই হোক না কেন ! সে সুন্দর না ।