30/06/2025
জীবনকে যত সহজ ভাবে নিবেন ততই সাদাসিধে হবে । জটিল ভাবে নিলেই জড়িয়ে পড়বেন বিভিন্ন প্যারায়-ঝামেলায় এবং জটিলতায় । মনে চলে আসবে অস্থিরতা এবং অশান্তি । মানব জীবনে ঝামেলা থাকবে না, তা কি হয় ? কেউ কেউ ঝামেলা করবে, কেউ কেউ প্যারা দিবে, কেউ কেউ সময়টাকে জটিল করে তুলবে - এইটাই তো স্বাভাবিক । কেউ কেউ বিশ্বাসঘাতকতা করবে, কেউ কেউ ব্যথা দিবে এইটাই তো স্বাভাবিক ।
পাশে থাকলেই, কাছে থাকলেই, রক্তের সম্পর্ক থাকলেই আপন হবে, ভাবেন কিভাবে ।
কেউ কেউ ভবিষ্যৎ ধ্বংসের পায়তারা করবে, কেউ নিন্ম শ্রেণীতে অর্ন্তভূক্ত করবে এটাও স্বাভাবিকভাবেই ধরে নিতে হবে ।
কেউ কেউ বন্ধু হয়েও বেঈমানী করবে, কেউ বা ভালোবাসার অভিনয় করে সাইজ করার চিন্তা করে ।
কর্ম পরিকল্পনায় ধরেই রাখুন মানসিক কষ্ট ও চাপ। তাহলে যে কোনো ব্যাপারেই আর বিচলিত হবেন না। সময়টাকে অনেক সহজ মনে হবে।
ডা. জহির