DR. ZAHIRUL ISLAM ZAHIR

DR. ZAHIRUL ISLAM ZAHIR Homeopathic treatment is the best treatment in the world.

চেহারা দেখে বা গায়ের রঙ দিয়ে মানুষকে বিচার বিবেচনা করা বা ধারণা নেওয়া ঠিক না । দেখতে হবে তার সুন্দর কার্যক্রম, স্বচ্ছ চি...
02/10/2025

চেহারা দেখে বা গায়ের রঙ দিয়ে মানুষকে বিচার বিবেচনা করা বা ধারণা নেওয়া ঠিক না । দেখতে হবে তার সুন্দর কার্যক্রম, স্বচ্ছ চিন্তা, বিবেক-বিবেচনা সম্পন্ন, আচার-আচরণ, মনুষ্যত্ব, অন্যের জন্য উপকারী না হোক ক্ষতিকারক না ।

কথার সাথে কাজের মিল না থাকলে, দ্বন্ধের সৃষ্টি কারক হলে, ক্ষতিকারক হলে, দূর্নীতিবাজ হলে, মিথ্যা কথা বললে চেহারা যত সুন্দর’ই হোক না কেন ! সে সুন্দর না ।

আমার অপছন্দের ক্রমিক নং-এ তাহারা এক নাম্বার । যাহারা-**  শুধু দূর থেকেই ভালোবাসার কথা বলে, কাছে আসলে খোঁজ-খবরও নেয় না ।*...
28/09/2025

আমার অপছন্দের ক্রমিক নং-এ তাহারা এক নাম্বার । যাহারা-

** শুধু দূর থেকেই ভালোবাসার কথা বলে, কাছে আসলে খোঁজ-খবরও নেয় না ।

** শুধু মুখে মুখেই ভালোবাসার কথা বলে, কিন্তু অন্তরে না ।

** শুধু মুখে ভালোবাসার কথা বলে, কাজে কর্মে ভিন্ন ।

** পাশে থাকতে বলে নিজেই হারিয়ে যায় ।

** কথা দিয়ে কথা না রাখা এবং বিশ্বাস ভঙ্গ করা জন --

----ডা: জহির ।

ভাগ্য সব সময়ই সবার সহায়ক হয় না, অনুকূলেও থাকে না।  প্রকৃতির কারণে,  কৃত্রিম কারণে, দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির কারণে ভাগ্য ...
22/09/2025

ভাগ্য সব সময়ই সবার সহায়ক হয় না, অনুকূলেও থাকে না।

প্রকৃতির কারণে, কৃত্রিম কারণে, দায়িত্ব প্রাপ্ত ব্যক্তির কারণে ভাগ্য অনেক সময়ই সহায়ক হয় না।

জীবন মানে--- ডা: জহির জীবন মানে - ছন্দে ছন্দে রঙ  বেরঙেঢেউ তোলাবহমান স্রোতেমুখে হাসি চোখে জল-তে ।জীবন মানে –বন্ধু বন্ধুত...
19/09/2025

জীবন মানে
--- ডা: জহির

জীবন মানে -
ছন্দে ছন্দে
রঙ বেরঙে
ঢেউ তোলা
বহমান স্রোতে
মুখে হাসি
চোখে জল-তে ।

জীবন মানে –
বন্ধু বন্ধুতে
হারানো বেদনাতে
ভূল বুঝাবুঝিতে
আনন্দময় গদ্যময়
পাশাপাশি চলতে
না ছেড়ে যাওয়ার বিশ্বাসে ।

জীবন মানে –
বাস্তবতায় কল্পনা
সুখ-দু:খ রসায়ণ
ক্ষণিককাল সঙ-সঙ্গী
স্থায়ীকাল ভালো-মন্দ
চিত্র বৈচিত্র
মানুষ চেনা ।

২০.০৯.২৫ইং

কথা লাগা-লাগি ;সেলুকাসের নয়-ছয়;পর্ব - ১৪০ ।অভ্যন্তরিণ গোত্রের মধ্যে বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করে নিজের কাজ হ...
15/09/2025

কথা লাগা-লাগি ;
সেলুকাসের নয়-ছয়;
পর্ব - ১৪০ ।

অভ্যন্তরিণ গোত্রের মধ্যে বিভেদ-বিশৃঙ্খলা সৃষ্টি করার অপচেষ্টা করে নিজের কাজ হাসিল করা ।

অমুকের জন্য তোমার/তোমাদের এইটা হয়নি । অমুকে বাঁধা দিছে, আমিতো দিতেই চেয়েছিলাম । এরা উপরের উর্ধ্বতন কর্তাদের দোষ দিতেও কার্পণ্য বোধ করে না । অমুক স্যারের জন্য হয়নি, পারলে তাকে জিগাও গিয়া ।
এধরণে কথা লাগা-লাগি গুটি চালের চেয়েও জঘন্য । একই কর্মসংস্থানে, একই গোত্রে, একই সংগঠনে থেকে একজনের প্রতি আরেকজনের সন্দেহ সৃষ্টি করা, বিভেদ-বিশৃংঙ্খলা সৃষ্টি করা । একজন জানেই না আরেকজনের মনমালিন্য ও দ্বন্দ্বের কারণ ।

এই শ্রেণীর ব্যক্তি যেই হোক সে নর্দমার কীটের চেয়েও জঘন্য । কথা লাগা-লাগি- কান কথা, ইতরামি ও নোংরামির সর্বনিম্ন স্তরের কাজ ।

এ কাজটি যারা করে তারা বাস্তবিক অর্থে মানসিক রোগী সাইকোতে আক্রান্ত নতুবা মানুষ রূপী শয়তান ।

ডা: জহির
১৫.০৯.০২৫খ্রী.

সব সুন্দর’ই সুন্দর নয় । যার মন বেশী সুন্দর, সে সব চেয়ে বেশী সুন্দর । চেহার যাই হোক না কেন । যার চেহারা সুন্দর কিন্তু মন ...
10/09/2025

সব সুন্দর’ই সুন্দর নয় । যার মন বেশী সুন্দর, সে সব চেয়ে বেশী সুন্দর । চেহার যাই হোক না কেন । যার চেহারা সুন্দর কিন্তু মন সুন্দর না, সে ছলনা-প্রতারণা চরিত্রের ভয়ংকর রূপ ।

অভিনীত চরিত্রের বড় প্যার, কেউ কাউকে বিশ্বাস করে না ।

অপরাধ করে থাকলে, নিজেকে অপরাধী ভাবুন ; অন্যায় করে থাকলে, নিজেকে অন্যায়কারী ভাবুন ; চুরি  করে থাকলে, নিজেকে চোর ভাবুন ;  ...
05/09/2025

অপরাধ করে থাকলে, নিজেকে অপরাধী ভাবুন ; অন্যায় করে থাকলে, নিজেকে অন্যায়কারী ভাবুন ; চুরি করে থাকলে, নিজেকে চোর ভাবুন ; ঘুষ খেলে,, নিজেকে ঘুষখোর ভাবুন ; দালালী করে থাকলে, নিজেকে দালাল ভাবুন;
অনর্থক ভালো মানুষের লেবাস ধরে থেকে অন্যদের দৃষ্টি ভঙ্গির বিব্রত করবেন না,,,,,,

বারবার ভাবতে ভাবতে মুক্তির পথও পেয়ে যেতে পারো,,,,,৷ ,

অনেক কিছুই বুঝিনা,,,,
26/08/2025

অনেক কিছুই বুঝিনা,,,,

Refresh Your Mind;That's Ok Your Life.
10/08/2025

Refresh Your Mind;
That's Ok Your Life.

সে-ইতো সেই। ফলাফল শূন্য অর ম্যাইন্যাজ। এক হলো কি?  মনে হয় না। ভাববার বিষয় ভাবতে হবে,,,,,, ফলাফল সেইতো সেই।
08/08/2025

সে-ইতো সেই। ফলাফল শূন্য অর ম্যাইন্যাজ। এক হলো কি? মনে হয় না।
ভাববার বিষয় ভাবতে হবে,,,,,, ফলাফল সেইতো সেই।

টাঙ্গাইল বৃক্ষ মেলায় তিন কবি'র পদ্যে - গদ্য খোঁজা আর গদ্যে - পদ্য খোঁজা। আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।
31/07/2025

টাঙ্গাইল বৃক্ষ মেলায় তিন কবি'র পদ্যে - গদ্য খোঁজা আর গদ্যে - পদ্য খোঁজা।

আসুন গাছ লাগাই, পরিবেশ বাঁচাই।

ভদ্রলোক------ ডা: জহিরসৃজনশীল ভাবনায় মন পরের উপকার করে যে জনসুষম বন্টন করে যে জনকথা আর কাজে মিল যে জনেরবিশ্বাস ভঙ্গ করেন...
30/07/2025

ভদ্রলোক
------ ডা: জহির

সৃজনশীল ভাবনায় মন
পরের উপকার করে যে জন
সুষম বন্টন করে যে জন
কথা আর কাজে মিল যে জনের
বিশ্বাস ভঙ্গ করেনা যে জন
বিবেক আছে যে জনের
অন্যায়রে সমর্থন করেনা যে জন
দায়িত্বশীল মন যে জনের
ক্ষতি করে না অন্যের
হিংসাত্বক মনোভাব নেই যে জনের
পক্ষপাতিত্ব করেনা যে জন
সেই তো মননে ভদ্রলোক ।

পাছে লোকে কয়-
যদি দেখতেই শুধু সুশ্রী হয়
চোর-বাটপার-টাউট
পরের হক মেরে খাওয়া লোক
গোত্রে অশান্তির কারণ
ন্যায্য বিবেচনা করেনা যে জন
আমানতের খেয়ানত করে যে জন
বিশ্বাস ভঙ্গ করে যে জন
দৃষ্টিকে ধোকা দিয়ে সাধু হয় যে জন
ভাবখানা তার ভদ্র লেবাস
বাহ্যিক দৃষ্টিতে সে ভদ্রলোক হলে
নয় তো সে ভদ্রলোক ?

৩০ জুলাই’ ২০২৫খ্রী.

Address

Aadham Homeo Center, Asrom Market (2nd Floor), Zila Sadar Rood, Bottota
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when DR. ZAHIRUL ISLAM ZAHIR posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to DR. ZAHIRUL ISLAM ZAHIR:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category