23/11/2023
Pain killer NSAIDs/Steroid যত্রতত্র ব্যবহার জয়েন্টের জন্য ভয়ানক হতে পারে। অল্পতেই ব্যথা নিরাময়ে NSAIDs বা steroid injection জয়েন্টের Cartilage ধংস করে দেয়, যা পরবর্তীতে মারাত্মক স্বাস্থ্য সমস্যা "টোটাল হিপ রিপ্লেসমেন্ট" বা "টোটাল নী রিপ্লেসমেন্ট" এর মতো পরিস্থিতি হতে পারে এবং ফ্রোজেন সোল্ডারের ক্ষেত্রে পার্মানেন্ট মুভমেন্ট ডিসএবিলিটি দেখা দিতে পারে।
আধুনিক চিকিৎসা "ফিজিওথেরাপি এবং Life Style Modification এর মাধ্যমেও অনেক রোগ এবং ব্যথামুক্ত জীবনধারণ সম্ভব।