23/11/2025
✨ স্ট্রোক রোগীর প্রতিটি ছোট অগ্রগতি—একটি বড় জয়!
আজ আমার রোগী দুই হাত মাথার ওপরে তুলে তালি দিতে পেরেছেন—এটি শুধু একটি মুভমেন্ট নয়, বরং তার আত্মবিশ্বাস, মস্তিষ্ক–পেশির সমন্বয় ও ধৈর্যের জয়।
🧠💪 নিয়মিত থেরাপি, সঠিক নির্দেশনা এবং রোগীর ইচ্ছাশক্তি—স্ট্রোক পুনর্বাসনে অসাধারণ পরিবর্তন আনতে পারে।
🌿 আশা হারাবেন না, প্রতিদিনের চেষ্টাই একদিন আপনাকে স্বনির্ভরতার পথে নিয়ে যাবে।
— Md. Alamgir (B.P.T)
Physiotherapy Consultant
SB Diagnostic & Consultation Center, Tejgaon, Dhaka
📞 01743-699396